
25/03/2024
বিল গেটস প্রতি বছর প্রায় ৫০টি বই পড়েন! সফল বিনিয়োগকারী এবং বিলিয়নিয়ার হিসাবে প্রশংসিত ওয়ারেন বাফেট প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন। ইলন মাস্ক তার ছোটবেলায় প্রতিদিন দুইটি এবং জাকারবার্গ প্রতি দুই সপ্তাহে একটি বই পড়া শেষ করেন। ডেভিড কবেনস্টাইন সপ্তাহে ৬ টি বই পড়েন। এরা সবাই বিলিয়নিয়ার!
©