Next News

Next News We bring up Next News Update at your fingertips. Through our authentic news content, we are committed to fostering a diverse staff that reflects social changes.
(1)

Next News is part of Diginext Ltd. - A digital venture of Content creation and distribution to give new dimensions to content creation. News Next offers digital content that's essential for connecting people beyond the border. We go beyond cold facts and bring to light what matters.Through authentic news content, It's committed to fostering a diverse staff that reflects social changes.

03/05/2025

ফ্যাশন আর প্রযুক্তির অসাধারণ মিশ্রণে বাজারে আসছে Oppo A5 Pro! স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর চোখ ধাঁধানো রঙের কম্বিনেশনে এটি হতে পারে আপনার পরবর্তী স্মার্টফোন। অলিভ গ্রিন আর মোকা ব্রাউন কালার ভ্যারিয়েন্টে।

28/04/2025

সাশ্রয়ী দামের ফোনে অপো এনেছে অত্যাধুনিক ফিচার! তাদের নতুন এই মডেলে মিলছে ৫জি কানেক্টিভিটি, উন্নতম্যানের ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলিড ডিসপ্লে আর ৭০০০ এমএএইচ বিগ ব্যাটারি! এ যেন বাজেট ফোনের রাজা, যার কাছে হার মানবে স্যামসাং শাওমি!

27/04/2025

অ্যাকশনে বড় পর্দায় ফিরতে চলেছেন আরিফিন শুভ। ১৯ সেকেন্ডের এক টিজারেই ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়, করলেন বাজিমাত!

23/04/2025

চোখ ধাঁধানো ডিজাইন, আইফোনের মতো ক্যামেরা আর দামে দারুণ চমক! স্মার্টফোনের জগতে সাড়া ফেলে দেওয়া মতো এক ফোন নিয়ে হাজির লাভা। অল্পটাকার যে ফোনটাকে অনেকে আইফোনের সাথে তুলনা দিচ্ছেন!

22/04/2025

ব্যানসন গ্যাং, সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই নামের কিশোর গ্যাং। আলোচিত পারভেজ হ/ত্যা/কা/ন্ডে যাদের সহযোগী হিসেবে ভাবা হচ্ছে! ঢাকা শহরের আড়ালে-আবডালে গড়ে উঠেছে একেকটি কিশোর গ্যাং, যারা সিনেমার গ্যাং/স্টা/রে/র চেয়েও যেন অনেক বেশি ভ/য়/ঙ্ক/র।

22/04/2025

এই সময়ের হিট মেশিন, যার আইটেম গান মানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় আর ইউটিউব কাঁপানো ট্রেন্ডিং! বড় পর্দা হোক বা ওটিটি, সবখানেই তিনি আলোচিত নাম। সেই তামান্না ভাটিয়াকে এবার দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ।

21/04/2025

আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থা রুথ প্রভু? সে গুঞ্জনই ক্রমশ জোরালো হচ্ছে। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে যার জীবনে ছিলো শুধুই ঝড় আর নির্জনতা, সেই সামান্থা যেন আবারও কারো ভালবাসায় মন হারালেন

20/04/2025

কী আছে সমুদ্রের গভীরে? আপনি যা কল্পনাও করতে পারেন না, সমুদ্র তার চেয়েও বেশি গহীন, তার চেয়েও বেশি রহস্যময়। এমনকি পুরো পৃথিবীর ভূমি, পর্বত, ভবন যদি একত্রে ফেলেও সমুদ্র ভরাট করতে চান, তবুও সমুদ্র ভরাট হবে না।

19/04/2025

শুধু ফোন নয়, এবার হাতের মুঠোয় থাকবে পেশাদার ক্যামেরা! ৫০ কিংবা ১০০ নয়, একেবারে ২০০ মেগাপিক্সেলের প্রফেশনাল সেন্সরের ফোন নিয়ে বাজার কাপাতে হাজির চাইনিজ টেক জায়ান্ট শাওমি! সাথে থাকছে ১৬ জিবি র‍্যাম আর ৮০০০ mAh এর পাওয়ার ব্যাংক সাইজের ব্যাটারি।

17/04/2025

শাকিব খানের সিংহাসনে কে বসবেন ভবিষ্যতে? শাকিবের পর নেক্সট সুপারস্টার কে? এসব প্রশ্নে উঠে আসছে আফরান নিশো ও সিয়াম আহমেদের নাম। গত ঈদেও অবশ্য শাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন এ দুজনেই। একদিকে ‘দাগি’র নিশো, অন্যদিকে ‘জংলি’র সিয়াম! দুটো সিনেমাই পেয়েছে প্রশংসা।

16/04/2025

আকাশে আঁকা শহীদের মুখ! ড্রোন প্রদর্শনীর আলোয় জ্বলে উঠলো শ্রদ্ধার ছায়া। বাংলা নববর্ষের সন্ধ্যায় সংসদ ভবনের সামনে চোখ ধাঁধানো এক মুহূর্তের জন্ম হলো, যেখানে প্রযুক্তি আর ইতিহাসের অদ্ভুত মিশেল দেখা গেলো।

15/04/2025

আপনি জানেন কি, এমন একটা ডিম আছে, যার কেজি ২৫০০ টাকা! আর সেটি কোনো দুর্লভ পাখির ডিম নয়, এটি পিঁপড়ার ডিম! এমনকি এই পিপড়ার ডিমই চালায় হাজারটা মানুষের সংসার, খুলে দিয়েছে কর্মসংস্থানের পথ।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Next News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Next News:

Share