URPBD

URPBD Planned City, Balanced Development নগর ও অঞ্চল পরিকল্পনার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং অবদান ছড়িয়ে দেবার লক্ষ্যে তৈরী দেশের প্রথম ও একমাত্র ওয়েব পোর্টাল

শুভ সকাল! 👇
18/06/2025

শুভ সকাল! 👇

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় শীর্ষ ঢাকা

গত কিছুদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ 'নগর পরিকল্পনা সংশ্লিষ্ট' যেকোনো কাউকে নতুন ভোরের স্বপ্ন দেখাবে। চট্টগ্রামের বহদ্দা...
01/06/2025

গত কিছুদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ 'নগর পরিকল্পনা সংশ্লিষ্ট' যেকোনো কাউকে নতুন ভোরের স্বপ্ন দেখাবে।
চট্টগ্রামের বহদ্দারহাট, নিউমার্কেট সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিগত বছরগুলোতে যেখানে ১০০ মি.মি বৃষ্টিপাত হলে গলাপানিতে তলিয়ে যেত, যেখানে এ বছর একদিনে ২০০ মি.মি এর অধিক বৃষ্টিপাত হওয়ার পরও নির্দিষ্ট সময়েই পানি নেমে গিয়েছে। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এরিয়াতে এ বছর ১০৮ কি.মি খাল উদ্ধার করে পুনঃখনন হয়েছে, খুব শীঘ্রই এটার প্রভাবও ঢাকাবাসী পাবে।

এছাড়া প্যাডেল স্টিমার সিস্টেমের নবজাগরণ Integrated Multimodal Transport ধারণার পুনর্জন্ম ঘটাতে পারে ঢাকার বুকে। তাছাড়া ডিটিসিএ কর্তৃক গৃহীত ৪০০ ইলেট্রিক বাস পরিষেবা, শহরের ব্যাক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে আনবে, এ আশা করাই যায়। এ দুয়ের সমন্বয় ঢাকার বাতাসকে নিয়ন্ত্রিত মাত্রায় আনতে পারে, ঢাকার জন্য খুবই প্রয়োজন এখন।

আসলে চাইলেই আমরা পারি। আমাদেরও সক্ষমতা আছে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা এবং সদিচ্ছার।

@মীর মনিমুল হক

Bangladesh Inland Water Transport Corporation (BIWTC) currently has four paddle steamers in its fleet: PS Masud, PS Ostrich, PS Turn, and PS Lepcha. All four are around a century old and require extensive and costly refurbishment.

☘️
28/05/2025

☘️

17/05/2025

পুরান বিল্ডিং, পুরান রিক্সা, পুরান মানুষ, পুরান ঢাকা..

ছবি কৃতজ্ঞতা: Heritage Walk Dhaka
লোকেশন: মালাকাটোলা রোড, সূত্রাপুর, পুরান ঢাকা। বিহারী লাল জিউ মন্দির এর বিপরীতে।
( ৩৫ বি কে দাস রোড সংলগ্ন )
Location identifier: Shamiya Ali 🙏

নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক বাংলাদেশের প্রথম ওয়েব পোর্টাল URPBD প্রধান সম্পাদক ও প্রকাশক পরিকল্পনাবিদ ফাহিম আহমেদ মন্ড...
22/03/2025

নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক বাংলাদেশের প্রথম ওয়েব পোর্টাল URPBD প্রধান সম্পাদক ও প্রকাশক পরিকল্পনাবিদ ফাহিম আহমেদ মন্ডল বিআইপি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ✨

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র নেতৃত্ব এবং পরিকল্পিত নগরায়ন সংশ্লিষ্ট কার্যক্রম সমূহকে দেশব্যাপী বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে তিন সদস্য বিশিষ্ট জেলাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা পেশা এবং পরিকল্পনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি মহল, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীকে অবহিতকরণের মাধ্যমে জেলা কমিটির সদস্যগণ বিআইপির প্রতিনিধিত্বপূর্বক সম্মুখ ভূমিকা পালন করবে।কমিটির কার্যাবলীঃ* জেলা কমিটির প্রতিনিধিগণ পরিকল্পনা পেশা ও প্রয়োজনীয়তা এবং বিআইপির কার্যনির্বাহী পরিষদের কার্যাবলী সম্পর্কে জেলার সরকারি-বেসরকারি মহল, সুশীল সমাজ, জনপ্রতিনিধিদেরকে অবহিত করবেন এবং বিআইপির প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা পালন করবেন।* জেলা কমিটি পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত যেকোনো বিষয়ে উক্ত জেলার কার্যক্রম তত্ত্বাবধান করবে। উক্ত জেলায় বিআইপির যেকোনো প্রকার সভা, সেমিনার, ওয়ার্কশপ বা ট্রেনিং আয়োজনে জেলা কমিটি সহায়তা প্রদান করবে।* জেলার মাঝে অবস্থিত যেকোনো প্রকার প্রকল্প, পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত কার্যাবলী, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ ইত্যাদি সম্পর্কে বিআইপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন এবং সেসম্পর্কে বিআইপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকে অবহিত করবেন।* জেলা কমিটির প্রতিনিধিগণ বিআইপির যেকোনো সদস্য এবং স্টুডেন্ট মেম্বারকে উক্ত জেলায় যেকোনো পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক প্রয়োজনে সহায়তা প্রদান করবেন।* জেলা কমিটি স্থায়ীসূত্রে বসবাসরত বিআইপির সদস্যদের এবং স্টুডেন্ট মেম্বারদের সম্পর্কে অবগত থাকবেনএবং প্রয়োজন সাপেক্ষে তাদের যোগাযোগ রক্ষা করবে।* জেলা কমিটির প্রতি দুই মাস পরপর অনলাইন অথবা অফলাইনে মিটিং করবে এবং প্রতি চার মাস অন্তর অন্তর জেলা কমিটির কার্যক্রম সম্পর্কে বিআইপির কার্যনির্বাহী পরিষদকে অবহিত করবে।

এ প্রেক্ষিতে বিআইপির ১৬তম কার্যনির্বাহী পরিষদের সুপারিশক্রমে বিআইপির ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক পরিকল্পনাবিদ মানস বিশ্বাস এম-৬২৫, সদস্য পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল এএম-১৬৫২ এবং সদস্য সচিব হলেন পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মন্ডল এএম-২২৯১। কমিটির সকল সদস্যদের বিআইপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

শুভকামনা Sonjibon Jubo Sangstha
08/03/2025

শুভকামনা Sonjibon Jubo Sangstha

ঢাকাবাসীদের জন্য 💛💚
15/02/2025

ঢাকাবাসীদের জন্য 💛💚

'আপনাদের অংশগ্রহণই
পরিবর্তনের প্রথম ধাপ'

ঢাকাবাসীর মতামত নিয়ে একটি সুন্দর, বাসযোগ্য শহর গড়তে চান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আপনারা কেমন শহর চান, কেমন নাগরিক সেবা চান জানাতে নিচের লিংকে ক্লিক করে জানিয়ে দিন।
https://forms.gle/TYg7UwmcrtpNjbcB6

You all are invited.
08/01/2025

You all are invited.

Join us for an insightful talk on 'Transformation of Social Stratification: Role of Urbanization and Climate Change' by Mr. Md. Abul Basar, an expert in political economy, governance, and human rights.

🗓 Date: 10 January 2025
🕒 Time: 4:00 PM

This event promises to shed light on critical global issues and their implications. Don't miss it!

An !dea can change your life...
16/11/2024

An !dea can change your life...

A man crawling through a small opening in a road divider to get across the Dhaka-Aricha highway in Savar’s Hemayetpur, putting himself and the other road users at risk. Although a footbridge, not in picture, is located just about 60 metres away, many pedestrians still choose to jaywalk. The photo was taken on Thursday.

PHOTO: PALASH KHAN

৮ই নভেম্বর বিশ্ব নগর পরিকল্পনা দিবসের শুভেচ্ছা সবাইকে 💚🤍
07/11/2024

৮ই নভেম্বর বিশ্ব নগর পরিকল্পনা দিবসের শুভেচ্ছা সবাইকে 💚🤍

Address

House: 22, Chapain, CRP, Savar, Dhaka/
Dhaka
1343

Website

Alerts

Be the first to know and let us send you an email when URPBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to URPBD:

Share