Islamic Words Tv

Islamic Words Tv আসসালামুআলাইকুম আমরা এই ইসলামিক ওয়ার্ডস টিভি টি শুধুমাত্র ইসলামিক কাজে ব্যবহার করছি

10/04/2025

ধোকা দিওনা








07/04/2025

শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত কী?
শাওয়ালের ৬ রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল (সা.) বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ৬টি রোজা রাখবে; তারা যেন সারাবছরই রোজা পালন করল। (সহিহ মুসলিম) অর্থাৎ রমজানের ২৯/৩০টি রোজা রাখার পর শাওয়াল মাসের যেকোনো ৬ দিন রোজা রাখলেই ১ বছর অর্থাৎ, পুরো ৩৬০ দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে।

26/03/2025

পরিচ্ছেদঃ অপরের গোপনীয় দোষ সন্ধান করা, অপরের অপছন্দ সত্ত্বেও তার কথা কানাচি পেতে শোনা নিষেধ

আল্লাহ তাআলা বলেছেন,

وَلاَ تَجَسَّسُوا

অর্থাৎ, তোমরা অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। (সূরা হুজুরাত ১২)

والَّذِينَ يُؤْذُونَ المُؤْمِنِينَ والْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتاناً وإثْماً مُبِيناً

অর্থাৎ, যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। (সূরা আহযাব ৫৮)

(২০৪৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা কুধারণা পোষণ করা থেকে বিরত থাক। কারণ কুধারণা সব চাইতে বড় মিথ্যা কথা। অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়ায়ো না, অপরের জাসূসী করো না, একে অপরের সাথে (অসৎ কাজে) প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরে হিংসা করো না, পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও; যেমন তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন।

এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার প্রতি যুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না এবং তাকে তুচ্ছ ভাববে না। আল্লাহভীতি এখানে রয়েছে। আল্লাহভীতি এখানে রয়েছে। (তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করলেন।) কোন মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের উপর হারাম। নিশ্চয় আল্লাহ তোমাদের দেহ ও আকার-আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’

অন্য এক বর্ণনায় আছে, ’’তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, অপরের জাসূসী করো না, অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়ায়ো না, পরস্পরের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।’’

আর এক বর্ণনায় আছে, ’’তোমরা পরস্পর সম্পর্ক-ছেদ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।’’

অন্য আরো এক বর্ণনায় আছে, ’’তোমরা একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করো না এবং অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করো না।’’ (এ সবগুলি মুসলিম বর্ণনা করেছেন ৬৭০১-৬৭০৫ এবং এর অধিকাংশ বর্ণনা করেছেন বুখারী ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪)

20/03/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»
‘‘যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস!’’ তিরমিযী, আস-সুনান ৪/৫৫৭; হাদীস নং ২৩১৫; আবূ দাউদ, আস-সুনান ৪/২৯৭; হাদীস নং ৪৯৯০।
অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»
‘‘যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে, মস্করা বা কৌতুক করতেও মিথ্যা বলে
না, তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম।’’ আবূ দাউদ, আস-সুনান ৪/২৫৩; হাদীস নং ৪৮০০।

16/03/2025

খতম তারাবী বলতে ইসলামে শরী''আতে কিছু নেই । ক্বিরা আত দ্বীর্ঘ হোক আর সংক্ষিপ্ত হোক ছালাতে খূশূ-খূযুই হলো প্রধান বিষয়।।

10/03/2025
রাসুলুল্লাহ সাঃ এর হাদিস অনুযায়ী ঘোড়ার মাংস হালাল। আপনি খাবেন না সেটা আপনার রুচির বিষয়। কিন্তু হালালকে হারাম সাব্যস্ত কর...
10/03/2025

রাসুলুল্লাহ সাঃ এর হাদিস অনুযায়ী ঘোড়ার মাংস হালাল। আপনি খাবেন না সেটা আপনার রুচির বিষয়। কিন্তু হালালকে হারাম সাব্যস্ত করা কুফরী।
জাবির ইবনে আবদুল্লাহ (রা.)* থেকে বর্ণিত, নবী ﷺ **খায়বারের যুদ্ধে** ঘোড়া, গাধা ও খচ্চরের মাংস খেতে নিষেধ করেছিলেন। তবে গাধা হারাম, আর ঘোড়া হালাল বলে উল্লেখ করা হয়েছে (সহীহ বুখারী, হাদীস ৫৫১২; মুসলিম, হাদীস ১৯৪১)। অন্য হাদীসে আছে, নবী ﷺ **ঘোড়ার মাংস খেতে অনুমতি দিয়েছেন** (সুনানে আবু দাউদ, হাদীস ৩৭৯০)।

ঘোড়ার গোশত খাওয়া হালাল। জাবের (রাঃ) বলেন, খায়বারের যুদ্ধে রাসূল (ছাঃ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন (বুখারী হা/৫৫২০; মিশকাত হা/৪১০৭)। আসমা (রাঃ) বলেন, আমরা রাসূল (ছাঃ)-এর যুগে ঘোড়া যবহ করেছি এবং গোশত খেয়েছি !

07/03/2025

অতি বৃদ্ধ/মুসাফির/অসুস্থ ব্যক্তি এবং ঋতুবতী/নিফাসওয়ালী/গর্ভবতী ও স্তন্যদায়িনী মহিলার রোযা পালন প্রসঙ্গে
◯◈◈◈◯◈◈◈◯◈◈◈◯◈◈◈◯◈◈◈◯

অতি বৃদ্ধ ব্যক্তির সিয়াম (রোযা) পালন
◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈

 আল্লাহ রাব্বুল আলামিন বলেন : .... যারা সিয়াম পালন করতে অক্ষম তারা এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। [সূরা ২, আল বাকারা-১৮৪]
১। আনাস (রাঃ) বৃদ্ধ হওয়ার পর এক বছর অথবা দুই বছর প্রতিদিন এক জন দরিদ্র ব্যক্তিকে রুটি ও গোশত খেতে দিতেন এবং সিয়াম ছেড়ে দিতেন। [বুখারী/৪১৪০]
২। ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন : যারা সামর্থ্যবান তারা মিসকীনদের ফিদ্ইয়া প্রদান করবে। তিনি বলেন : এ আয়াতটি অতি বৃদ্ধ ও বৃদ্ধা লোকের জন্য ঐচ্ছিক ব্যবস্থা স্বরূপ। যদি তারা সিয়াম পালন করতে সামর্থ্য হয় তাহলে সিয়াম পালন করবে, অন্যথায় প্রত্যহ একজন মিসকীনকে খাদ্য খাওয়াবে। [আবূ দাউদ/২৩১২]

মুসাফির ও অসুস্থ ব্যক্তির সিয়াম (রোযা) পালন
◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈

 আল্লাহ আহকামুল হাকীমিন বলেন : সিয়াম (রোযা) ফারয করা হয়েছে নির্দিষ্ট কয়েক দিনের জন্য। কিন্তু তোমাদের মধ্যে যে কেহ পীড়িত কিংবা প্রবাসী হয় তার জন্য অপর কোন দিন হতে তা গণনা করবে, আর যারা ওতে অক্ষম তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ এবং তোমরা যদি বুঝে থাক তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর। [সূরা ২, আল বাকারা-১৮৪]
১। আতা (রঃ) বলেছেন : সর্বপ্রকার রোগেই সিয়াম ভঙ্গ করা যাবে। অতি বৃদ্ধ ব্যক্তি যখন সিয়াম পালনে অক্ষম হয়ে পড়ে (তখন ফিদইয়া আদায় করবে)। আনাস (রাঃ) বৃদ্ধ হওয়ার পর এক বছর অথবা দুই বছর প্রতিদিন একজন দরিদ্র ব্যক্তিকে রুটি ও গোশত খেতে দিতেন এবং সিয়াম ছেড়ে দিতেন। [বুখারী/৪১৪০]
২। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সফরের অবস্থায় সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : যদি তোমার ইচ্ছা হয় সিয়াম পালন কর, আর যদি ইচ্ছা না হয় সিয়াম ছেড়ে দাও। [মুসলিম/২৪৯২, নাসাঈ/২২৬২, বুখারী/১৮১৪]
৩। ইব্ন উমার (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : সফরে সিয়াম পালন করা ইবাদাতের ক্ষেত্রে জরুরী নয়। [ইব্ন মাজাহ/১৬৬৫, বুখারী/১৮১৭]
৪। আনাস (রাঃ) বলেছেন : এক রামাযান মাসে আমরা নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সাথে সফর করি। তখন আমাদের কেহ কেহ সিয়াম এবং কেহ কেহ খাবার খায়। কিন্তু এই সময় কোন সিয়াম পালনকারী খাদ্য গ্রহণকারীকে এবং খাদ্য গ্রহণকারীকে সিয়াম পালনকারীকে দোষারোপ করেননি। [আবূ দাউদ/২৩৯৭, মুসলিম/২৪৮৬, তিরমিযী/৭১১]

ঋতুবতী ও নিফাসওয়ালী মহিলার সিয়াম (রোযা)
◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈

১। আয়িশা (রাঃ) বলেছেন : রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যুগে আমরা হায়িয (ঋতুবতী ) অবস্থার পর যখন পবিত্র হতাম তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সিয়াম কাযা পালন করতে নির্দেশ দিতেন, সালাত কাযা করতে বলতেননা। [তিরমিযী/৭৮৫, বুখারী/১৮২২, ইবন মাজাহ/১৬৭০]

গর্ভবতী ও স্তন্যদায়িনী মহিলার সিয়াম (রোযা) পালন
◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈

১। আতা (রঃ) বলেছেন : সর্বপ্রকার রোগেই সিয়াম ভঙ্গ করা যাবে। পক্ষান্তরে ইমাম হাসান ও ইবরাহীম (রঃ) বলেছেন : স্তন্যদাত্রী এবং গর্ভবতী স্ত্রীলোক যখন নিজ প্রাণ অথবা তাদের সন্তানের প্রতি হুমকির আশংকা করে তখন তারা উভয়ে সিয়াম ভঙ্গ করতে পারবে। পরে তা আদায় করতে হবে। [বুখারী/৪১৪০]
২। আল্লাহ তা‘আলা মুসাফিরের উপর থেকে রহিত করেছেন অর্ধেক সালাত এবং মুলতবী (একটি নিদ্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত বা অন্য সময়ের জন্য রেখে দেওয়া) রেখেছেন সিয়ামকে। আর গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলা থেকেও মুলতবী করেছেন সিয়াম। [নাসাঈ/২২৭৭, ইবন মাজাহ/১৬৬৭]

রামাযানে অপবিত্রতার (জানাবাতের) গোসল
◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈◈

১। আবূ বাকার ইব্ন আবদুর রাহমান ইব্ন হারিস ইব্ন হিশাম (রঃ) বলেন, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী আয়িশা (রাঃ) ও উম্মে সালামা (রাঃ) আমাকে অবহিত করছেন : (কোন কোন সময়) জুনূবী (অপবিত্র) অবস্থায় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ফাজর হয়ে যেত। এরপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। [তিরমিযী/৭৭৭, মুসলিম/২৪৬১, বুখারী/১৭৯৮]
২। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা (রাঃ) ও উম্মে সালামা (রাঃ) বলেছেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নাপাক অবস্থায় ভোর হত। রাবী আবদুল্লাহ আল আযরামী তার বর্ণিত হাদীসে বলেন : রামাযানের মাসে রাতে স্বপ্ন দোষের কারণে নয় বরং স্ত্রীর সঙ্গে মিলনের কারণে তিনি সকালে নাপাক অবস্থায় থেকে সিয়াম পালন করতেন (অবশ্য পরে গোসল করে পবিত্র হতেন)। [আবূ দাউদ/২৩৮০]
○○○ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আল কুরআন ও হাদীস গ্রন্থ হতে সংকলিত।
○○○ দীন প্রচারের স্বার্থে অন্যান্যদের নিকট শেয়ার করুন।

Address

Bosila, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801842098319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Words Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Words Tv:

Share