Bangladesh Reads

Bangladesh Reads The Largest Silent Reading Initiative in Bangladesh!

আজ ২১শে জুলাই Bangladesh Reads - বাংলাদেশ রিডস এর ২ বছর পূর্তি উপলক্ষ্যে Bangladesh Reads এর পাঠক, লেখক, প্রকাশক কোর মেম...
21/07/2025

আজ ২১শে জুলাই Bangladesh Reads - বাংলাদেশ রিডস এর ২ বছর পূর্তি উপলক্ষ্যে Bangladesh Reads এর পাঠক, লেখক, প্রকাশক কোর মেম্বার ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

বাংলাদেশ রিডস এর প্রতি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকুক।।

ভালোবাসা সবার জন্য,,, 🌺❤️🌺

গতকাল ২০শে জুন Bangladesh Reads এর কার্যালয়ে সংগঠনটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ রিডস এর অপারেশনস লিড ও কোর মেম্বার...
21/06/2025

গতকাল ২০শে জুন Bangladesh Reads এর কার্যালয়ে সংগঠনটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রিডস এর অপারেশনস লিড ও কোর মেম্বারদের সমন্বয়ে সংগঠনটির গতিশীলতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

সংগঠনটির নতুন কোর মেম্বারদের স্বাগত জানানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে সকল কোর মেম্বারের জন্মদিন তাদের জন্য কেক কাটার আয়োজন করা হয়।

মধুমাস জৈষ্ঠ ফুরিয়ে গেলেও মৌসুমী ফল ফুরিয়ে যায়নি।
তাই সভা শেষে মৌসুমী ফল খাওয়ার মাধ্যমে আয়োজনে ভিন্নতা আনা হয়।

সারাদেশে পাঠক ও লেখকদের সম্পৃক্ত করতে বাংলাদেশ রিডস নিয়মিত নিত্যনতুন উদ্যোগ হাতে নিচ্ছে।

সাহিত্য প্রেমী সকল পাঠক, লেখক ও প্রকাশককে বাংলাদেশ রিডস এর এই মহতী উদ্যোগে পাশে থাকার আহবান জানানো হয়েছে।

ইকিগাই শুধু বই নয়, এটা এক ধরনের জীবনদর্শন। জীবনের ছোট ছোট কাজে আনন্দ খুঁজে নেওয়া, ধীরে চলা, এবং কেন বেঁচে আছি, সেই প্রশ্...
20/06/2025

ইকিগাই শুধু বই নয়, এটা এক ধরনের জীবনদর্শন। জীবনের ছোট ছোট কাজে আনন্দ খুঁজে নেওয়া, ধীরে চলা, এবং কেন বেঁচে আছি, সেই প্রশ্নের উত্তর খোঁজা।

ইকিগাই শেখায় জীবন মানে শুধু কাজ নয়, বরং ভালোবাসা, আমাদের চারপাশ এবং নিজের প্যাশনের সাথে নিজেঁকে সবসময় যুক্ত রাখা। ইকিগাই আমাদের শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং অর্থপূর্ণভাবে বেঁচে থাকা।

তাই, এটা শুধু একটা বই নয় এটা জীবনকে ভালোবাসার উপায়। সকালে ঘুম থেকে উঠে যদি কোনো উদ্দেশ্য থাকে তবে সেটাই তোমার ইকিগাই।

বাংলাদেশ রিডস এর পাঠকরা কে কে ইকিগাই পড়েছি আমাদের কে কমেন্ট করে জানাও। আর এখন থেকে তোমাদের বই পড়ার শুনদর মুহূর্তের ছবিগুলো আমাদের পাঠাও [email protected] এ আর সাথে লিখে পাঠাও সেই বই নিয়ে তোমার ভাবনা।

আমরা সেই ছবি আর তোমার ভাবনা পৌঁছে দিব বাংলাদেশের পাঠকদের কাছে।

ছবি কৃতজ্ঞতাঃ Reconnect with Mafee, Canada.

03/06/2025

মন শহরের ভীড়ে, কবি নিজেই আবৃত্তি করলেন কবিতা। বাংলাদেশ রিডস এর শুধুই একজন পাঠক নন তিনি, একজন পুরোদস্তর কবি!

অনিমেষ চাকরি পেয়েছে পাঁচ বছর হলো ,এখনও কল দেয় নি ২৪৪১১৩৯ এ ,বেলাবোস এখনও প্রিয় শাড়িটি পড়ে অপেক্ষা করে অনিমেষের কলের ...
31/05/2025

অনিমেষ চাকরি পেয়েছে পাঁচ বছর হলো ,
এখনও কল দেয় নি ২৪৪১১৩৯ এ ,
বেলাবোস এখনও প্রিয় শাড়িটি পড়ে অপেক্ষা করে অনিমেষের কলের ,
পাঁচটি বসন্ত পেরিয়ে , অতিথি পাখিরাও বাড়ি ফিরেছে
শুধু বেলাবোসের অপেক্ষা ফুরোয় নি , কিছু কিছু বেলাবোসের অপেক্ষা ফুরোয় না ,
তাদের অপেক্ষা নীল মেঘের মতো বিষণ্ণ সুন্দর। 🦋🕊️

কি দারুন করে লিখেছেন আমাদের সবার প্রিয় Rukaiya Jahan Chamak. কি দারুন ছবি তুলেছেন শুভাসিনী এর শাড়িতে আর প্রিয় বইয়ের সাথে।

বাংলাদেশ রিডস এর পক্ষ থেকে ভালবাসা জানবেন প্রিয় রুকাইয়া জাহান চমক।

20/03/2025

এর চেয়ে ভালো বইয়ের রিভিউ হয়? পুরো ভিডিওটি দেখে আপনিও মতামত জানাতে পারেন। পাঠকপ্রিয় লেখক এবং বিডি রিডস এর অপারেশান লিড রাইয়ান জহির এর নতুন গল্পগ্রন্থ 'আক্ষেপ' এর এর দারুন রিভিউ করেছেন জেনি বাড়ৈ।

বাংলদেশ রিডস, একটি আলোকিত উদ্যোগ এর সফলভাবে ইফতার আয়োজন শেষ হল! যে সকল সম্মানিত অতিথির আগমনে এই আয়োজন অর্থপূর্ণ হয়েছে তা...
17/03/2025

বাংলদেশ রিডস, একটি আলোকিত উদ্যোগ এর সফলভাবে ইফতার আয়োজন শেষ হল!

যে সকল সম্মানিত অতিথির আগমনে এই আয়োজন অর্থপূর্ণ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা!

আমাদের যে সকল কোর মেম্বারের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা!

২১ শে ফেব্রুয়ারি—ভাষার জন্য আত্মত্যাগের এক অনন্য দিন। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁদের, যাঁদের রক্তে রঞ্জিত হয়ে ...
22/02/2025

২১ শে ফেব্রুয়ারি—ভাষার জন্য আত্মত্যাগের এক অনন্য দিন। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁদের, যাঁদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল আমাদের মাতৃভাষার অধিকার।

গতকাল বাংলাদেশ রীডস-এর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তাঁদের আত্মত্যাগ আমাদের ভাষা, সংস্কৃতি, ও পরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছে। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি তাঁদের।

February 21st—a day of ultimate sacrifice for language. On this day, we remember those whose blood secured our right to speak in our mother tongue.

Yesterday, on behalf of Bangladesh Reads, we paid our respects at the Shaheed Minar with floral tributes. Their sacrifice shaped our language, culture, and identity. Remembering them with deep respect and gratitude.



18/02/2025

আমাদের পাঠকরাও এখন যথেস্ট ম্যাচিউরড, তারা প্রচুর বই পড়ে! বই নিয়ে আমাদের আজকের আড্ডায় ছিলেন চমৎকার দুইজন মানুষ। পুরো এপিসোডটি কেমন লেগেছে, কমেন্ট করুন এবং ডি-টকস এর সাথেই থাকুন!

গত শুক্রবার রমনার শহিদ ইকরাম চত্বরে বাংলাদেশ রীডস আয়োজিত নীরবে বইপড়া অভ্যাস কার্যক্রমের কিছু চিত্র।এদিন পাঠকদের স্বতঃস্ফ...
11/02/2025

গত শুক্রবার রমনার শহিদ ইকরাম চত্বরে বাংলাদেশ রীডস আয়োজিত নীরবে বইপড়া অভ্যাস কার্যক্রমের কিছু চিত্র।

এদিন পাঠকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সুষ্ঠুভাবে সব কার্যক্রম শেষ হয়। পড়া শেষে পাঠচক্রে শেখ ইমাম ভাই কবিতা আবৃত্তি শোনান। সজিব ভাই উনার লেখা "অদৃশ্য বন্ধন" অনুকাব্যগ্রন্থ সম্পর্কে আমাদের জানান। আর নাহিদ ভাই উনার লেখা কাব্যগ্রন্থ "মন শহরের ভিটে" নিয়ে কথা বলেন।

এভাবেই আপনাদের অংশগ্রহনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রীডস, ছড়িয়ে যাচ্ছে নীরবে বইপড়ার অভ্যাস। ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শুভকামনা সবার জন্য। ❤

Some pictures of last Friday's silent book reading at Shaheed Ikram square, Romna, arranged by Bangladesh Reads.

This day spontaneous participation of readers made the activity fairly completed. After reading, Sheikh Imam bhai recited a poem for us at the learning session. Sajib bhai shared about his book "Odrissho Bondhon" and Nahid bhai talked about his book "Mon Shohorer Vite".

Bangladesh Reads is moving forward like this with your participation, silent book reading is spreading all across. Love, gratitude and best wishes for all ❤


একজন বইপ্রেমী! মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহাম্মদ আজিজ প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বই পড়তে ব্যয় করেন...
10/02/2025

একজন বইপ্রেমী!

মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহাম্মদ আজিজ প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বই পড়তে ব্যয় করেন। ফরাসি, আরবি এবং ইংরেজিতে ৫,০০০ টিরও বেশি বই পড়েছেন তিনি।

তিনি একই স্থানে ৪৩ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন।
রাবাতে সবচেয়ে পুরানো বই বিক্রেতা হিসেবে তিনি পরিচিত। যখন তাকে তার বইগুলিকে বাইরে রেখে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এই বলে যে, বইগুলো চুরি হতে পারে।

তিনি উত্তরে বলেছিলেন: যারা পড়তে পারে না, তারা বই চুরি করে না, আর যারা বই পড়ে তারা চোর নয়।

#সংগ্রহীত #মরক্কো #ফরাসি #আরবি #ইংরেজি #অনুপ্রেরণা

শুভ জন্মদিন প্রিয় Mithun Das Kabbo,ফাউন্ডার Alokito Kori! আপনার সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করছি। আপনার অনুপ্রেরণায় ...
31/01/2025

শুভ জন্মদিন প্রিয় Mithun Das Kabbo,ফাউন্ডার Alokito Kori!

আপনার সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করছি। আপনার অনুপ্রেরণায় পথ চলার প্রত্যাশা রাখি।

Bangladesh Reads পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা!

Address

House 33A, Floor 05, Road 04
Dhaka
1205

Telephone

+8801322842499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Reads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Reads:

Share