20/06/2025
ইকিগাই শুধু বই নয়, এটা এক ধরনের জীবনদর্শন। জীবনের ছোট ছোট কাজে আনন্দ খুঁজে নেওয়া, ধীরে চলা, এবং কেন বেঁচে আছি, সেই প্রশ্নের উত্তর খোঁজা।
ইকিগাই শেখায় জীবন মানে শুধু কাজ নয়, বরং ভালোবাসা, আমাদের চারপাশ এবং নিজের প্যাশনের সাথে নিজেঁকে সবসময় যুক্ত রাখা। ইকিগাই আমাদের শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং অর্থপূর্ণভাবে বেঁচে থাকা।
তাই, এটা শুধু একটা বই নয় এটা জীবনকে ভালোবাসার উপায়। সকালে ঘুম থেকে উঠে যদি কোনো উদ্দেশ্য থাকে তবে সেটাই তোমার ইকিগাই।
বাংলাদেশ রিডস এর পাঠকরা কে কে ইকিগাই পড়েছি আমাদের কে কমেন্ট করে জানাও। আর এখন থেকে তোমাদের বই পড়ার শুনদর মুহূর্তের ছবিগুলো আমাদের পাঠাও [email protected] এ আর সাথে লিখে পাঠাও সেই বই নিয়ে তোমার ভাবনা।
আমরা সেই ছবি আর তোমার ভাবনা পৌঁছে দিব বাংলাদেশের পাঠকদের কাছে।
ছবি কৃতজ্ঞতাঃ Reconnect with Mafee, Canada.