20/08/2024
মনে আছে সেই ব্যাংক ডাকাতির গল্প। সংক্ষেপে পুনোবৃত্তি করলাম। বর্তমান রাষ্ট্রের সঙ্গে মিলিয়ে নিন। "একদল ডাকাত একটি ব্যাংকে ডাকাতি করে ৩ কোটি টাকা নিয়ে যায়। অতঃপর তাদের মধ্যে একজন টাকা গুনতে চাইলে দলনেতা বললেন, টাকা গুনে সময় নষ্ট করার দরকার নেই। সংবাদ মাধ্যমেই প্রচার হবে ব্যাংক থেকে কত টাকা ডাকাতি হয়েছে। অপরদিকে ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। পরিদর্শ শেষে তিনি গোপনে ব্যাংক কর্মকর্তা ও স্টাফদের বললেন, ডাকাতরা শুধুমাত্র কয়েক বস্তা টাকাই তো নিয়েছে। বেশির ভাগ টাকই কিন্তু রয়ে গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলো যথাস্থানেই আছে। আসুন আমরা ব্যাংকের সব টাকা ও স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগভাগি করে নেই। কেউ বুঝতেও পারবেনা। পরেরদিন সংবাদ মাধ্যমে খবর বের হলো, ব্যাংক থেকে ৩০ কোটি টাকাসহ দুইহাজা ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। ডাকাত দলতো এই সংবাদ শুনে বেহুশ। বর্তমান আমাদের রাষ্ট্রও কিন্তু ক্ষমতার পটপরিবর্তনের পরে ব্যাংক ডাকাতির ঘটনারমতো সেই পথেই হাটছে।"