দুর্নীতি রিপোর্ট

দুর্নীতি রিপোর্ট দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর অপরাধ ও দুর্নীতি বিষয়ক একটি মাসিক প্রকাশনা। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার

19/09/2024

Extreme law and order deterioration is going on in Bangladesh.
publicly by beating Being killed! in progress of militancy extreme rise! Genocide is going on. Where is humanity today? The current state and government will have to take this responsibility.

19/09/2024

জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্যে আজ কলংকিত ঢাকা বিশ্ববিদ্যালয়!
মানবতা আজ ভুলুন্ঠিত!

12/09/2024

১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সন্ধ্যা সারে সাতটায় ড. ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের একবারের জন্যও স্বরণ করেননি। তিনি শুধুমাত্র ২০২৪ এর ৫ আগস্ট ঘিরে জঙ্গিবাদের উত্থান ও জঙ্গিদের মৃত্যুর কথা স্বরণ করে তথাকথিত স্বাধীনতার কথা স্বরণ করেছেন বারবার! তিনি সংবিধান সহ অনেক কিছুর সংস্কার করতে চেয়েছেন। তাহলে কি তিনি ১৯৭১ এর মহান যুক্তিযুদ্ধ স্বাধীনতা ও বিজয়কে সংস্কার করে একেবারেই মুছে দিতে চান?

21/08/2024

মহান সৃষ্টিকর্তা প্রায় দেড়হাজার বছর আগেই পবিত্র গ্রন্থে এভাবেই সতর্ক করে দিয়েছেন! "স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সৃষ্টিকর্তা তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।" (সূরা-রূম, আয়াত-৪১) মিলেযাচ্ছেকি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট? মহান সৃষ্টিকর্তা দয়াকরে আমাদের অবারিত শান্তি দান করুন।

21/08/2024

নৃশংস ভয়াল ২১ আগস্ট এর
সকল শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

20/08/2024

মনে আছে সেই ব্যাংক ডাকাতির গল্প। সংক্ষেপে পুনোবৃত্তি করলাম। বর্তমান রাষ্ট্রের সঙ্গে মিলিয়ে নিন। "একদল ডাকাত একটি ব্যাংকে ডাকাতি করে ৩ কোটি টাকা নিয়ে যায়। অতঃপর তাদের মধ্যে একজন টাকা গুনতে চাইলে দলনেতা বললেন, টাকা গুনে সময় নষ্ট করার দরকার নেই। সংবাদ মাধ্যমেই প্রচার হবে ব্যাংক থেকে কত টাকা ডাকাতি হয়েছে। অপরদিকে ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। পরিদর্শ শেষে তিনি গোপনে ব্যাংক কর্মকর্তা ও স্টাফদের বললেন, ডাকাতরা শুধুমাত্র কয়েক বস্তা টাকাই তো নিয়েছে। বেশির ভাগ টাকই কিন্তু রয়ে গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলো যথাস্থানেই আছে। আসুন আমরা ব্যাংকের সব টাকা ও স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগভাগি করে নেই। কেউ বুঝতেও পারবেনা। পরেরদিন সংবাদ মাধ্যমে খবর বের হলো, ব্যাংক থেকে ৩০ কোটি টাকাসহ দুইহাজা ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। ডাকাত দলতো এই সংবাদ শুনে বেহুশ। বর্তমান আমাদের রাষ্ট্রও কিন্তু ক্ষমতার পটপরিবর্তনের পরে ব্যাংক ডাকাতির ঘটনারমতো সেই পথেই হাটছে।"

15/08/2024

সাম্রাজ্যবাদী অপশক্তির এদেশীয় দালালরা পুড়ে ছাই করে দিয়েছে বাঙালীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। সেই পুড়ে যাওয়া বাড়িটির ভয়ে দিশেহারা শাসক সাম্রাজ্যবাদী অপশক্তি। ওরা আরেকটি গণ অভ্যুথানের ভয়ে ততষ্ট। আসন্ন সেই গণ অভ্যুথানের জোয়ার যেদিন শুরু হবে, সেদিন ওরা পালানোর সুযোগ পাবেন।

18/07/2023

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাসরুবা এবং আন্দালিব রহমান পার্থর নির্দেশে হি.....

"একটি বিশেষ বিজ্ঞপ্তি"জাতীয় সাপ্তাহিক "দুর্নীতি রিপোর্ট" একটি অপরাধ ও দুর্নীতির তথ্য প্রকাশ আপোষ হীন জাতীয় সাপ্তাহিক। ...
28/06/2023

"একটি বিশেষ বিজ্ঞপ্তি"
জাতীয় সাপ্তাহিক "দুর্নীতি রিপোর্ট" একটি অপরাধ ও দুর্নীতির তথ্য প্রকাশ আপোষ হীন জাতীয় সাপ্তাহিক। পত্রিকাটি গণ প্রজাতন্ত্র বাংলাদেশের অভ্যুদয়ের শুরু থেকেই নিয়মিত, অনিয়মিত প্রকাশ ও প্রচার হয়ে আসছে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন "ইরান মজুমদার"। কিন্তু ইরান মজুমদার গত ১ জানুয়ারী ২০১৭ইং তারিখে জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে পত্রিকার নিজস্ব প্যাডে সম্পুর্ন দায় দায়িত্ব মোহাম্মদ আহসান হাবীবকে বুঝিয়ে দেন। এর প্রেক্ষিতে মোহাম্মদ আহসান হাবীব জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির সকল দায় দায়িত্ব প্রাপ্ত হয়ে পত্রিকাটির অনলাইন সংস্করণ সহ প্রিন্টিং ভার্সন প্রকাশ করে আসছিলেন। অতঃপর জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিগণ অপরাধ ও দুর্নীতি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জরিয়ে পরার কারণে মোহাম্মদ আহসান হাবীব পত্রিকাটির নিয়মিত প্রচার ও প্রকাশনা বন্ধ করে দেন। সম্প্রতি জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক "ইরান মজুমদার" হঠাৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করার কারণে জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির সকল দায় দায়িত্ব একক ভাবে মোহাম্মদ আহসান হাবীব এর উপর বর্তায়। এহেনো পরিস্থিতিতে মোহাম্মদ আহসান হাবীব পুনরায় জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে অনলাইন সংস্করণ সহ প্রিন্টিং ভার্সন প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খুব শীঘ্রই জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটি পুনরায় নিয়মিত প্রকাশিত হতে যাচ্ছে।
জাতীয় সাপ্তাহিক দুর্নীতি রিপোর্ট পত্রিকাটির সকল পাঠক, গ্রাহক ও সুভানুধ্যায়ীদের জন্য র‌ইলো শুভকামনা ও অভিনন্দন।
মোহাম্মদ আহসান হাবীব
নির্বাহী সম্পাদক ও প্রকাশক
জাতীয় সাপ্তাহিক "দুর্নীতি রিপোর্ট"

09/04/2023

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের অদ্য ৯ এপ্রিল ২০২৩ খ্রীস্...

08/04/2023
08/04/2023

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম তা.....

Address

Section/1, Muktabangla Shopping Complex, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when দুর্নীতি রিপোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুর্নীতি রিপোর্ট:

Share