Rajvi

Rajvi https://linktr.ee/rajvibd Former "Radio Jockey" now "wannabe" digital creator, Rajvi loves to read, travel, movies and series, networking with others.

He also loves to observe people around, read them carefully and enlighten thyself through this as a whole! YT: https://www.youtube.com/c/TheHAMPLEXBoyzHEADLIGHT
Insta: bdrajvi
Twitter: Rajvi

Eid Mubarak ❤️
08/06/2025

Eid Mubarak ❤️

শুভ নববর্ষ ❤️
14/04/2025

শুভ নববর্ষ ❤️

ঈদ মুবারাক ❤️
31/03/2025

ঈদ মুবারাক ❤️

30/03/2025



29/03/2025

আরও একটি কদরের রাত চলে যাচ্ছে।
হয়ত এটাই আমার শেষ কদর, শেষ রমজান।

এই পোস্ট যিনি দেখছেন, আপনার কাছে আমি দোয়াপ্রার্থী।
আমার জন্য, আমার বাবা মায়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, দোয়ায় রাখবেন।

আর আমি প্রার্থনা করি, আপনার ও আপনার পরিবারের ভালো হোক।
মালিক যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদের এই দেশের ওপর রহমত নাজিল করেন।

আমিন।

শাকরাইন ❤️পৌষ সংক্রান্তি ❤️
14/01/2025

শাকরাইন ❤️
পৌষ সংক্রান্তি ❤️

01/01/2025

01/01/2025

203 Movies + Series
56 Books
4 Tours
Wrap of 2024!

পাগল রাগ করে চলেই গেল, ফিরেও এল না...
18/11/2024

পাগল রাগ করে চলেই গেল, ফিরেও এল না...

প্রিয় "চন্দ্র কারিগর"এখন এখানে "যদিয়ও সন্ধ্যা" কিন্তু আশা করি "এই মেঘ রৌদ্রছায়া"র হেমন্তের মাঝে "মীরার গ্রামের বাড়ি" তে ...
12/11/2024

প্রিয় "চন্দ্র কারিগর"

এখন এখানে "যদিয়ও সন্ধ্যা" কিন্তু আশা করি "এই মেঘ রৌদ্রছায়া"র হেমন্তের মাঝে "মীরার গ্রামের বাড়ি" তে বেশ ভালো আছেন। ভেবেছিলাম আরও "অপেক্ষা"র পর "চৈত্রের দ্বিতীয় দিবস"এ আপনাকে লিখবো। কিন্তু দেখতে দেখতে "শ্রাবণ মেঘের দিন" পার হয়ে যাচ্ছে তাই "আমি এবং আমরা" আর "এই বসন্তে"র জন্য বসে থাকতে পারলাম না।

জানেন, "আসমানিরা তিন বোন" নাকি আজ "অন্ধকারের গান" করতে করতে "ইস্টিশন"এ গিয়ে "কালো জাদুকর" দেখে এসেছে! সে নাকি এক বিরাট "কানি ডাইনি"। প্রতি "কৃষ্ণপক্ষ"র রাতে "আমাদের সাদা বাড়ি"র ঠিক পাশে দাঁড়িয়ে সে নাকি "নিশিকাব্য" করে আর বৃষ্টির দিনে "বৃষ্টি বিলাস" করতে করতে নাকি "পরীর মেয়ে মেঘবতী" কে ডাকে "এপিটাফ"এর সামনে! আর সে নাকি আসে সেই "অচিনপুর" থেকে। এটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে "একা একা" এই "রজনী"তে বিশেষত "প্রথম প্রহর"এ "আজ আমি কোথাও যাবো না"।
অহ, আপনাকে তো বলাই হয়নি, "তিথির নীল তোয়ালে" নিয়ে সেদিন "কবি" তো সেই সিনক্রিয়েট করেছে! "পিপলী বেগম" নাকি ওটা ধুয়ে "সাজঘর"এ না রেখে "আয়নাঘর"এ রেখে এসেছিলো। আর তাইতেই "শুভ্র" ক্ষেপে গিয়ে "নবনী"কে দিয়েছে সেই ঝাড়ি আর তার শেষটা গিয়ে পড়েছে ওর ওপর। শেষে "আমি মিসির আলী" তার রাগ ভাঙালাম এই বলে যে "আজ দুপুরে তোমার নিমন্ত্রণ"।

"অন্যদিন" অনেকটা "মধ্যাহ্ন"এর দিকে "রুপা" আবার "মৃণ্ময়ীর মন ভালো নেই" দেখে আর কাউকে না পেয়ে "হিমু"র কাছেই মেয়েটাকে উপহার দেবে বলে "বাদলা দিনের দ্বিতীয় কদমফুল" দাবি করে বসেছিল। "ছেলেটা" তারপর "ম্যাজিক মুন্সী"র সেই "মেঘের ওপর বাড়ি"তে হাজির! সেখানে গিয়ে দেখে বিরাট তালা দেয়া। তার মেয়ে "লীলাবতী" বেশ কয়েকবার ফোনকল করার পর জানালো যে "আমরা কেউ বাসায় নেই"! তো সেখান থেকে ফিরতে গিয়ে আরেক "বিপদ"। "চাঁদের আলোয় কয়েকজন যুবক"এর খপ্পরে পড়ে সব হারিয়ে "নিষাদ"এর সাহায্য চাইতে গিয়ে ও শুনল যে ওরা নাকি "আঙ্গুল কাঁটা জগলু"র লোক! তাই "ভয়"এ অভিমানে তার সিদ্ধান্ত, আমি আর থাকবো না "তোমাদের এই নগরে"। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন? বিশ্বাস করুন কি না করুন, "আজ হিমুর বিয়ে"!

যার জন্য দুশ্চিন্তায় "চলে যায় বসন্তের দিন", যে কিনা এখনও "নক্ষত্রের রাত"এ শুয়ে শুয়ে "জোছনা ও জননীর গল্প" শোনে চুপ করে, যে কিনা এখনও "দরজার ওপাশে"র "দেয়াল"এর ওপরে উঠে "পারাপার" হওয়ার খেলা খেলে মজা করে, সেই ছেলেটার নাকি বিয়ে! ভাবা যায়?!

যাই হোক, অনেক হল "বৃক্ষ কথা"। আর নষ্ট না করি আপনার সময়। এদিকে আবার মৃদুমন্দ "লিলুয়া বাতাস" ধীরে ধীরে রুপ নিচ্ছে "মাতাল হাওয়া"য়। আজ মনে হয় ঠাণ্ডাটা বাড়বে! "দিনের শেষে" এই "কিছুক্ষণ" সময় পেয়ে আপনাকে লিখছি আর কি!

ভালো থাকবেন

ইতি
"প্রিয়তমেষূ"
(১৩ নভেম্বর ২০১৯ এর পোস্ট)

28/10/2024

একজন মা তার ফোনে নিজের সন্তানের ছবি দেখছেন।
আর অশ্রু বিসর্জন করছেন।
কেন?
কারণ, তার সন্তান গু.লিতে মা.রা গেছে।
আর সেই মর.দেহ ফেলে রাখা হয়েছে রাস্তার ধূলায়।
দাফ.নের জন্য মর.দেহ নিয়ে আসতে গেলেও বাধা দেয়া হয়েছে।
কেন?
অপরাধ কি?
কারণ, সেই সন্তান এক কুখ্যাত সৈরাচার রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছিল।
তার নিজের দেশের মাটিতে, নাগরিক হিসেবে স্বাভাবিকভাবে বাঁচা মরা.র অধিকার আদায়ে লড়াই করছিল।
আর সেই দেশের মাটিতেই তার দাফ.ন পেতে এত হেনস্থা!

কে করেছে এসব? কার এত সাহস?

এক ছিনতাইকারী!
এক "নির্বাচিত" এমপি!
এক গডফাদার!

মাত্র ১১ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া, ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত এক সময়ের পলিটিক্যাল কামলা, একটা অশিক্ষিত মূর্খ "নির্বাচিত" মাদারদোচের জন্য স্বাধীন দেশে স্বাধীন একজন নাগরিক তার নিজের মর.দেহ দাফনের অধিকারটুকু পেতেও হিমসিম খেয়ে গেছে।

এটা জাস্ট একজনের গল্প।
এরকম হাজারটা গল্প আছে লিটারেলি।

চাক্ষুষ এত প্রমাণ থাকার পরেও, এত কিছু করার পরেও, আক্ষরিক অর্থেই দেশের বিরুদ্ধে বিদ্রোহমূলক এত কর্মকাণ্ডের পরেও; যখন সেই সৈরাচার রেজিমের একটা মাত্র উইং নিষিদ্ধ হয় এবং নিষিদ্ধ হওয়ার সংবাদে সেই উইংয়ের চিহ্নিত কিছু কুত্তারবাচ্চাকে দেখি নিজেদেরকে সিংহের সাথে তুলনা করে প্রকাশ্যে গলাবাজী করে; তখন আমার অবাক ও ঘৃণা দুটোই অনুভূত হয়।

কি পরিমাণ দলকানাশোধা এবং অন্ধ হলে নিজেদের দেশবিরোধী কর্মকাণ্ডকেও এরকম অনায়াসে সাপোর্ট করা যায়, এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কের ধারণক্ষমতায় আসে না।

এই সকল কুত্তারবাচ্চা এবং তাদের দালালদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হোক।

এদের সাথে ঠিক সেরকম আচরণই করা হোক, যেমনটা তারা করেছে এতদিন।

এবং সেই সাথে, দেশবিরোধী কর্মকাণ্ডে এদের ওতপ্রোতভাবে জড়িত থাকার অভিযোগে, I demand all round BAN for this specific "political" party and its bunch of bast.ards with all of their wings for good.

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Rajvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajvi:

Share