28/10/2024
একজন মা তার ফোনে নিজের সন্তানের ছবি দেখছেন।
আর অশ্রু বিসর্জন করছেন।
কেন?
কারণ, তার সন্তান গু.লিতে মা.রা গেছে।
আর সেই মর.দেহ ফেলে রাখা হয়েছে রাস্তার ধূলায়।
দাফ.নের জন্য মর.দেহ নিয়ে আসতে গেলেও বাধা দেয়া হয়েছে।
কেন?
অপরাধ কি?
কারণ, সেই সন্তান এক কুখ্যাত সৈরাচার রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছিল।
তার নিজের দেশের মাটিতে, নাগরিক হিসেবে স্বাভাবিকভাবে বাঁচা মরা.র অধিকার আদায়ে লড়াই করছিল।
আর সেই দেশের মাটিতেই তার দাফ.ন পেতে এত হেনস্থা!
কে করেছে এসব? কার এত সাহস?
এক ছিনতাইকারী!
এক "নির্বাচিত" এমপি!
এক গডফাদার!
মাত্র ১১ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া, ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত এক সময়ের পলিটিক্যাল কামলা, একটা অশিক্ষিত মূর্খ "নির্বাচিত" মাদারদোচের জন্য স্বাধীন দেশে স্বাধীন একজন নাগরিক তার নিজের মর.দেহ দাফনের অধিকারটুকু পেতেও হিমসিম খেয়ে গেছে।
এটা জাস্ট একজনের গল্প।
এরকম হাজারটা গল্প আছে লিটারেলি।
চাক্ষুষ এত প্রমাণ থাকার পরেও, এত কিছু করার পরেও, আক্ষরিক অর্থেই দেশের বিরুদ্ধে বিদ্রোহমূলক এত কর্মকাণ্ডের পরেও; যখন সেই সৈরাচার রেজিমের একটা মাত্র উইং নিষিদ্ধ হয় এবং নিষিদ্ধ হওয়ার সংবাদে সেই উইংয়ের চিহ্নিত কিছু কুত্তারবাচ্চাকে দেখি নিজেদেরকে সিংহের সাথে তুলনা করে প্রকাশ্যে গলাবাজী করে; তখন আমার অবাক ও ঘৃণা দুটোই অনুভূত হয়।
কি পরিমাণ দলকানাশোধা এবং অন্ধ হলে নিজেদের দেশবিরোধী কর্মকাণ্ডকেও এরকম অনায়াসে সাপোর্ট করা যায়, এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কের ধারণক্ষমতায় আসে না।
এই সকল কুত্তারবাচ্চা এবং তাদের দালালদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হোক।
এদের সাথে ঠিক সেরকম আচরণই করা হোক, যেমনটা তারা করেছে এতদিন।
এবং সেই সাথে, দেশবিরোধী কর্মকাণ্ডে এদের ওতপ্রোতভাবে জড়িত থাকার অভিযোগে, I demand all round BAN for this specific "political" party and its bunch of bast.ards with all of their wings for good.