05/02/2024
মেয়ে মানুষের অবার কিসের জেদ?
জে'দ থাকবে তো পুরুষ মানুষের।
মেয়ে হয়ে জন্ম নিয়েছ মানে তোমাকে সব কিছুই মুখ বুজে মেনে নিতে হবে, সব কিছুতে তোমাকেই মানিয়ে নিতে হবে, ছোট বেলা থেকে এটাই শেখানো হয়েছে,
মেয়েদের উচ্চ স্বরে কথাও বলতে নেই, হাসতেও নেই, দুঃ'খ পেলেই প্রকাশ করে কান্নাও করতে নেই, এটা খাবো না ওটা খাবো না বলতে নেই।
মেয়েদের ছেলে বন্ধু থাকতে নেই, কলেজ শে'ষে ক্যাম্পাসে আড্ডা দিতে নেই, নিজের মতো করে যেখানে সেখানে ঘুরে বেড়াতেও নেই, সন্ধ্যার পর বাড়ির বাহিরে যেতে নেই, বিয়ের পর শ্বশুর শ্বাশুড়ি আর স্বামী বাদে কাউকে আপন ভাবা যাবে না, স্বামী যা বলবে তাই শুনতে হবে, কেউ ভুল বললে ভুল ই মেনে নিতে হবে, নিজেকে প্রমাণ করা যাবে না।
সেই আদিকাল থেকেই মেয়েদের জীবনটা একটা ধরা বাঁ'ধা গন্ডিতে বেঁধে দিয়েছে আমাদের সমাজ আজও সে ধারাবাহিকতাতেই চলছে টুকটাক ব্যাতিক্রম ছাড়া,
সারা দুনিয়ার দিকে তাকালেই দেখতে পাওয়া যায়-- মেয়ে মানুষ আজকের দিনে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, শিক্ষামন্ত্রী, পাইলট, ব্যাংকার, বাস চালক, রিক্সা চালক সহ আরও কত কি হয়েও মেয়েরা কোনো না কোনো দিক দিয়ে আজও খুব পরাধীন।
মেয়েদের কোনো জেদ নেই।
মেয়ে মানুষের আবার কিসের জেদ?😅💔