Korniya Koly

Korniya Koly Welcome To My Page❤️
Please Follow My Page🥰❤️

মা হিসেবে আমি নি-খুঁত নই! আমি ভুল করি আমি অনেক বিষয় ভুলে যাইমাঝে মাঝে আমি আমার সন্তানের সাথে  অশ-ন্ত হয়ে যাইআর মাঝে মা...
23/07/2025

মা হিসেবে আমি নি-খুঁত নই!

আমি ভুল করি
আমি অনেক বিষয় ভুলে যাই
মাঝে মাঝে আমি আমার সন্তানের সাথে
অশ-ন্ত হয়ে যাই

আর মাঝে মাঝে আমি আমার স-ন্তানদের সাথে
রাগে পা-গল হয়ে যাই
But it's ok

তবুও শেষ পর্য-ন্ত কেউ আমার স-ন্তানকে আমার চেয়ে বেশি ভালবাসতে পারবে না।✨🤍

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?? ☹️দাম্পত্য কলহ এমন এক নির্মম বাস্তবতা যা একটা বাচ্চাকে ধীরে ধীরে মানসিক মৃ*ত্যুর দ...
22/07/2025

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?? ☹️

দাম্পত্য কলহ এমন এক নির্মম বাস্তবতা যা একটা বাচ্চাকে ধীরে ধীরে মানসিক মৃ*ত্যুর দিকে ঠেলে দেয়।বাবা-মায়ের টানাহেঁচড়া,ঝগড়াঝাঁটি, অশালীন বাক্য নিক্ষেপণ থেকে প্রতিদিন একটা শিশু একটু করে ভেঙে যায়। যাদের হাত ধরে 'ভালোবাসা', 'সহানুভূতি' আর ভদ্রতা শেখার কথা ছিল তারা নিজেরাই যখন অভদ্র তো তাদের কাছ থেকে বাচ্চা কি শিখবে?

তাই বলি, সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন। সম্পর্ক যতই জটিল হোক, বাচ্চার সামনে অন্তত সহনশীল থাকার চেষ্টা করুন। আর যদি মানিয়ে চলা একেবারেই সম্ভব না হয়, তবে আলাদা হয়ে যান সম্মানের সঙ্গে।তবুও সন্তানের আনন্দের একেকটা দিনকে নরকে পরিণত করবেন না।🥲
~সংগৃহিত

13/08/2024

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?🖤

07/07/2024

পারিবারিক শিক্ষা কি জানেন???

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না। নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

03/07/2024

খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না ।

©

26/06/2024

মহিলাদের চেয়ে!

পুরুষের লজ্জা বেশী!!

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"

কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।

প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে? তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।

প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?

প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।

আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?

#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস- আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।

অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।

#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।



R Tohin KhAn@

05/02/2024

Soulmate এমন বানাবেন, যেন পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও সে একাই আপনার পক্ষে থাকে!'🤍

05/02/2024

মেয়ে মানুষের অবার কিসের জেদ?
জে'দ থাকবে তো পুরুষ মানুষের।

মেয়ে হয়ে জন্ম নিয়েছ মানে তোমাকে সব কিছুই মুখ বুজে মেনে নিতে হবে, সব কিছুতে তোমাকেই মানিয়ে নিতে হবে, ছোট বেলা থেকে এটাই শেখানো হয়েছে,
মেয়েদের উচ্চ স্বরে কথাও বলতে নেই, হাসতেও নেই, দুঃ'খ পেলেই প্রকাশ করে কান্নাও করতে নেই, এটা খাবো না ওটা খাবো না বলতে নেই।
মেয়েদের ছেলে বন্ধু থাকতে নেই, কলেজ শে'ষে ক্যাম্পাসে আড্ডা দিতে নেই, নিজের মতো করে যেখানে সেখানে ঘুরে বেড়াতেও নেই, সন্ধ্যার পর বাড়ির বাহিরে যেতে নেই, বিয়ের পর শ্বশুর শ্বাশুড়ি আর স্বামী বাদে কাউকে আপন ভাবা যাবে না, স্বামী যা বলবে তাই শুনতে হবে, কেউ ভুল বললে ভুল ই মেনে নিতে হবে, নিজেকে প্রমাণ করা যাবে না।
সেই আদিকাল থেকেই মেয়েদের জীবনটা একটা ধরা বাঁ'ধা গন্ডিতে বেঁধে দিয়েছে আমাদের সমাজ আজও সে ধারাবাহিকতাতেই চলছে টুকটাক ব্যাতিক্রম ছাড়া,
সারা দুনিয়ার দিকে তাকালেই দেখতে পাওয়া যায়-- মেয়ে মানুষ আজকের দিনে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, শিক্ষামন্ত্রী, পাইলট, ব্যাংকার, বাস চালক, রিক্সা চালক সহ আরও কত কি হয়েও মেয়েরা কোনো না কোনো দিক দিয়ে আজও খুব পরাধীন।
মেয়েদের কোনো জেদ নেই।
মেয়ে মানুষের আবার কিসের জেদ?😅💔

03/02/2024

অন্ধকার শহরে আয়না বিক্রি করা,
আর বিশ্বাস ঘাতককে বিশ্বাস করা একই কথা😅🖤

03/02/2024

- স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত😊
- যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করবে!❤️

23/01/2024

একদিন সব ঠিক হয়ে যাবে, এ ধরণের মিথ্যে স্বান্তনা নিয়ে আমি কোন দিনই শান্ত হইনি! আমি জানি, একদিন সবই হবে! তবে সেদিন আমি আর আমি থাকবো নাহ্! সমুদ্র পাড়ে বসে সমুদ্র দেখার ইচ্ছে থাকবে নাহ্! পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে নাহ্! জীবনে সবই হয়, সবই আসে! কিন্তু সময় মতো জীবনে কিছুই হয়না, কিছুই আসে নাহ্.!😅💔

23/01/2024

মানুষ প্রথমে বলে তুমি যেমন তেমনই চাই, তারপর তাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে বিশ্বাস অবিশ্বাসের অজুহাত দেখায়! 💔🙂

Address

Gazipur Chowrasta
Dhaka

Telephone

+8801839402344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Korniya Koly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Korniya Koly:

Share