রঙ তুলি

রঙ তুলি প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। "ফুলের চাষ করো"। দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।

12/07/2025
04/07/2025
😀🤣
03/07/2025

😀🤣

30/06/2025

১০ ই মহররমের স্মরণীয় কিছু ঘটনা ও ইসলামের অশেষ শক্তির উত্স।

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন ! বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব,...
28/06/2025

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে।
পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হল (১০ম বিসিএস পরীক্ষা)।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না।
পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইভাতে উপস্থিত!
ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,
“জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
উত্তরে নাজিম উদ্দিন জানালেন,
আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন,
তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি।
তারপর, বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন?”
উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়কগাছ!
নাজিম উদ্দিনের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।
নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সি‌স্টেমস বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ।
তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন।
কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।
বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে-তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি।
কারণ, তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

I need Haha reacts🤣
25/06/2025

I need Haha reacts🤣

ইরান ইস্রাইল যুদ্ধ থেকে আমরা কি শিখলাম১। সমস্ত সেনানিবাস মাটির নীচে নিতে হবে।২। দেশের বুয়েট ও এমআইএসটি র সেরাদের রিক্রট ...
25/06/2025

ইরান ইস্রাইল যুদ্ধ থেকে আমরা কি শিখলাম

১। সমস্ত সেনানিবাস মাটির নীচে নিতে হবে।

২। দেশের বুয়েট ও এমআইএসটি র সেরাদের রিক্রট করে মিসাইল সাইন্সে কাজে লাগাতে হবে। নিজেদের মিসাইল নিজেরা বানাতে হবে কোন আমদানী নয়।

৩। নিজেদের টেকনোলজিতে নিজেদের অস্ত্রে ডিফেন্স সাজাতে হবে। অন্য দেশের অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে দেশের প্রতিরক্ষার পরিকল্পনা একদমই করা যাবে না। অস্ত্রের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হলে বিপদে কাউকে কাছে পাওয়া যাবে না। অস্ত্র রিসাপ্লাই পাওয়া যাবে না।

৪। যেহেতু আমরা আগ্রসী আর্মী হব না তাই দামী কোন এয়ার ক্রাফট দরকার নাই তার চেয়ে মিসাইল ইন্টাসেপ্টার ও এয়ার ডিফেন্সে বাজেট বরাদ্ধ করতে হবে কাজ হবে সব নিজস্ব টেকনোলজিতে।

৫। এয়ারফোর্সের কোন বিমান ও হেলিকপ্টার বাইরে হ্যাংগারে রাখা যাবে না। সব মাটির নীচে রাখতে হবে। কারন ভারত প্রথম স্ট্রাইকে বাংলাদেশের সমস্ত এয়ারক্রাফট ধ্বংশ করে দিবে। পারলে সিভিল এয়ার ক্রাফটও মাটির নীচে বাংকারে রাখতে হবে।

৬। সমস্ত বাহিনী সমস্ত ট্যাংক ও এপিসি সব সময় বাংকারে রাখতে হবে। যেন ইন্ডিয়া মিসাইলে বা এয়ার স্ট্রাইকে কিছু করতে না পারে।

৭। দেশে 'র' এর এজেন্ট চিরুনী অভিযানের মাধ্যমে বের করতে হবে।

৮। দেশে ড্রোনের উন্নয়নে ব্যাপক কাজ করতে হবে।

৯। গত ১৭ বছরে হাসিনা সরকার ভারতকে স্বামী ও দাদা র মত আলগা পীরিতে নিয়ে গেছে। এখন ন্যারেটিভ বদল করে ভারতকে ১ নং শত্রু করে ডিফেন্স প্লানিং করতে হবে।

১০। ইস্রাইলে প্রতিটা দালানের নীচে বাংকার/ অন্ডার গ্রাউন্ড শেল্টার আছে আমাদের প্রতিটা দালানে এরুপ করতে হবে। তার লাভ হাতে হাতে। এত ধ্বংশের পরও ইস্রাইলের প্রানহানি অনেক অনেক কম।

23/06/2025

এখানে দোষটা কার? সবার কাছে জানতে চাই,
এখন যদি মামলা হয় তাহলে কার নামে হবে ? ১) বাইকারের নামে ২) ট্রাক ড্রাইভারের নামে ৩) যে পুলিশ ধাক্কা দিছে তার নামে ৪) যে আহত হয়েছে তার নামে ৫) পার্টি ইনচার্জের নামে

এই তিনজন মিলে ২৩ বছরে প্রায় এক কোটিরও বেশি মুসলমান হ'ত্যা করেছে বিভিন্ন দেশে। কিন্তু মুসলমান এখনো শিয়া-সুন্নি নিয়ে পড়ে আ...
22/06/2025

এই তিনজন মিলে ২৩ বছরে প্রায় এক কোটিরও বেশি মুসলমান হ'ত্যা করেছে বিভিন্ন দেশে। কিন্তু মুসলমান এখনো শিয়া-সুন্নি নিয়ে পড়ে আছে। অথচ তারা শিয়া সুন্নি নয় মুসলমান ভেবেই হ'ত্যা করেছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রঙ তুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share