Purboposhchimbd

Purboposhchimbd তরুণ প্রজন্মের অনলাইন Online newsportal of New genaration..
(455)

বাহরাইনকে উড়িয়ে দেওয়ার পর মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। বাহরাইন ও তুর্...
02/07/2025

বাহরাইনকে উড়িয়ে দেওয়ার পর মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচটি ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের, প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার ইতিহাস গড়ল মেয়েরা।

#বাংলাদেশেরনারীফুটবল #নারীফুটবল #এশিয়ানকাপ

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া গণ-আন...
02/07/2025

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‌‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

#৫আগস্ট #সাধারণছুটি

বাহরাইনকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। এতে প্রথমবার এ...
02/07/2025

বাহরাইনকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। এতে প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার পথে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।ম্যাচের ১৯মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। খেলার একেবারে শেষপর্যায়ে একটি গোল করে ব্যবধান কমান মিয়ানমারের উইন উইন।

৭ বছর আগে ঠিক ইয়াংগুনের এই মাঠেই মিয়ানমারের ৫ গোল হজম করেছিল বাংলাদেশ।স্বাগতিকদের হারিয়ে বদলে যাওয়া বাংলাদেশ এবার তার প্রতিশোধ নিল।

বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে উঠল পিটার জেমস বাটলারের দল। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে অনাকাঙ্খিত কিছু না ঘটলে আগামী বছর অস্ট্রেলিয়া হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করবে বাংলাদেশের মেয়েরা।

#এশিয়ানকাপ #বাংলাদেশেরনারীফুটবল #নারীফুটবল

দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা উপযোগী কি না তা ভেবে দেখা আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার...
01/07/2025

দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা উপযোগী কি না তা ভেবে দেখা আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও সরকারকে অস্থিতিশীল করতে পারে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রস্তাবের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কি না, তাও ভাবা দরকার।

#তারেকরহমান #বিএনপি

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে কোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্র...
01/07/2025

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে কোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ‘জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক শহীদ পরিবারের সম্মানে এ আলোচনা সভা করে বিএনপি। লন্ডন থেকে আলোচনা সভা ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, গুম-খুন করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসকগোষ্ঠী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন করে বাংলাদেশকে গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।

#খালেদাজিয়া #বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে...
30/06/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় ১৫ মিনিট আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১৫ মিনিটব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।

#মার্কিনপররাষ্ট্রমন্ত্রী #প্রধানউপদেষ্টা #ফোনালাপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৯ জুন) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া...
29/06/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৯ জুন) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দিনভর আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যায়। বিষয়টি ব্যাখ্যা করে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফায় যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’

তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ (রবিবার) ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই থেকে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।’

#উপদেষ্টাআসিফ #আসিফমাহমুদ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইনের নারী ফুটবল দল। এশিয়ান কাপে বাছাইয়ে সেই বাহরাইনকে ৭-০ গোলে...
29/06/2025

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইনের নারী ফুটবল দল। এশিয়ান কাপে বাছাইয়ে সেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মনিকা-ঋতুপর্ণা-তহুরারা। মিয়ানমারের ইয়াংগুনে রোববার নিজেদের প্রথম ম্যাচে এই বড় জয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই বাংলাদেশ দেখা পায় ৫টি গোলের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোলের আনন্দে মেতে ওঠে মেয়েরা। জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। একবার করে জালের দেখা পেয়েছেন কোহাতি কিসকু ও মুনকি আক্তার। অন্য গোলটি আত্মঘাতী।

‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।

#বাহরাইন #বাংলাদেশেরনারীফুটবল

৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ৮ আগস্ট কোনো বিশেষ দিবস প...
29/06/2025

৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালিত হবে না।

রোববার (২৮জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

#শহীদদিবস #গণঅভ্যুত্থানদিবস

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...
28/06/2025

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের পক্ষে জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন।

#তারেকরহমান #প্রধানউপদেষ্টা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হা...
28/06/2025

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৯ জুন) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) স্বর্ণের দাম কমিয়ে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

#স্বর্ণেরদাম #স্বর্ণ

শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজ...
28/06/2025

শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। আমি সম্পূর্ণ দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, তিনজন আলাদা অধিনায়ক দলের জন্য বিভ্রান্তির কারণ হতে পারে। এ জায়গা থেকে সরে যাওয়াটাই ভালো হবে।’

শান্ত জানান, তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পান শান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের ভার যেন তার কাঁধ থেকে একে একে খসে পড়েছে। বছরের শুরুতেই তিনি টি–টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন, যেখানে দায়িত্ব বুঝে নেন লিটন দাস। এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের হাতে—যেটি শান্ত নিজেও জানতে পারেননি সময়মতো। সেই থেকেই গুঞ্জন ছিল, টেস্ট নেতৃত্ব নিয়েও হয়তো আর আগ্রহী নন তিনি।

Address

House/103 (2nd Floor), Road/7, Block/B, Bashundhara R/A, Dhaka/
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purboposhchimbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

PURBOPOSHCHIMBD

PURBOPOSHCHIMBD ‍is an Online news portal of New generation..