Dewan Soldiers

Dewan Soldiers Welcome

ছবি বা ভিডিও দিতে চাইলে নিচের মেইলে, মেইল করুন❤️

[email protected]

15/10/2024

হয়ে যাক আমার জিবনে এই রকম একটা পরিক্ষা 🙃🙃

30/05/2024

সপ্ন কি আছে তোমার ❤️❤️❤️🙃

💔💔~তখন সুখের দাম ছিল খুবই কম।চেস্ট নাম্বার টা খুলে পকেটে নিয়ে একটু হাটতে পারলেই আনন্দের আর শেষ থাকত না।২১ দিন পর পর লম্ব...
13/04/2024

💔💔
~তখন সুখের দাম ছিল খুবই কম।
চেস্ট নাম্বার টা খুলে পকেটে নিয়ে একটু হাটতে পারলেই আনন্দের আর শেষ থাকত না।
২১ দিন পর পর লম্বা লাইন ধরে পরিবারের সাথে ফোন আলাপ, বিকালে মেরিন ড্রাইভে এক ঘন্টা লিবার্টি সাথে একটা আইসক্রিম। 🙂🙂
পরিবার বিহীন ১৫৮ রাতের আদিম স্টাইলে জীবন যাপন।
😔😔
আর অপেক্ষার প্রহর গুণতাম প্রিয়জনদের কাছে যাওয়া আর দেখা করার ⏱️
কি এক অদ্ভুত জীবন ছিল। 😶😶

এখনকার জীবনের চেয়ে

সেই জীবন টা খুব ভালো ছিলো 😅😅😴A-23

বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিট সোয়াডস-এর প্রশিক্ষণ এর অংশ "হেল উইক" ( নারকীয় সপ্তাহ )-এ প্রশিক্ষণ গ্রহন ক...
07/04/2024

বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিট সোয়াডস-এর প্রশিক্ষণ এর অংশ "হেল উইক" ( নারকীয় সপ্তাহ )-এ প্রশিক্ষণ গ্রহন করার একজন প্রশিক্ষণার্থীর "পা"।

উল্লেখ্য হেল উইক (নারকীয় সপ্তাহ) প্রশিক্ষণ চলাকালীন সময়ে অর্থাৎ সাতদিনে প্রশিক্ষণার্থীর মাত্র ৪ ঘন্টা ঘুমানোর সুযোগ হয়।

©️ Bangladesh Military Affairs

👉সৈনিক হওয়া কোন মজার বিষয় নয় 👈গ্রামের কোন ছেলে যখন সৈনিক হবার সপ্ন দেখে তো ওর সকাল হয় চারটায় । উঠেই গ্রামের রাস্তায় দৌড়ত...
07/04/2024

👉সৈনিক হওয়া কোন মজার বিষয় নয় 👈
গ্রামের কোন ছেলে যখন সৈনিক হবার সপ্ন দেখে তো ওর সকাল হয় চারটায় । উঠেই গ্রামের রাস্তায় দৌড়তে থাকে , আর বয়স এই ষোলো,সতেরো বছর হয় । মুখে তখনও বাচ্ছার ভাব থেকে যায় আর ঘাড়ে থাকে বাড়ির ভার । মাধ্যমিক এর ওই ছেলে যে সৈনিক হওআর জন্যে দিন রাত এক করে দেয় ।
ওর এই এক সপ্নের জন্যে ঘরে বসে থাকা যুবতি বোন, বুড়ি মা, আর সময়ের সাথে দুর্বল হয়ে যাওআ বাবার শুধু আশাই জুড়ে থাকে না,জুড়ে থাকে এক সত্যি বাংলাদেশী হওয়ার লক্ষন ।
তোমরা যদি জানতে সৈনিক জীবন কতটা কষ্টের তাহলে তোমরা সবাই সৈনিক হতে চাইতে না,, সৈনিকরা তোমাদের মতো দেখতে সাধারণ মানুষ হলেও তারা মানুষ নামের এক একটা যন্ত্র। একটা সোনার পাতকে যেমন অলংকার করতে হলে আগুণে পুড়িয়ে হাতুড়ি পিটিয়ে গরম পানিতে ধুয়ে অনেক ঘসা মাজা করে হয়,ঠিক তেমন সাধারণ মানুষদের মধ্যে সক্ষম মানুষ গুলা বেছে নিয়ে ৫০ সপ্তাহ শারীরিক, মানুষিক ভাবে সেই সোনার মত করে সাধারণ মানুষ থেকে সৈনিকে পরিণত করতে হয়, একবারও কি ভেবে দেখেছো একটা সাধারণ মানুষের রক্ত মাংসকে সৈনিকের রক্ত মাংস করতে কি কি কষ্ট করতে হয়?? জানোনা যদি জানতে তাহলে সবাই সৈনিক হতে চাইতে না। ১৭ বছর বয়সে তোমরা যখন বন্ধু-বান্ধবীর সাথে সারাদিন আড্ডা দেও, ঠিক তোমার বয়সি ছেলে-মেয়ে গুলা ঘন্টার পর ঘন্টা ধরে সামরিক প্রশিক্ষণে ব্যস্ত থাকে। রাতে ঘরে ফিরে মাকে বলো যে মা খেতে দেও, তখন তারা সাওয়ারে গিয়ে শরীরে ক্ষত বিক্ষত আংশ গুলো পরিষ্কার করে আর চোখের জ্বল ফেলে ভাবে যে মাকে কতদিন দেখা হয়নি তার মায়ের কোলে সে আবার যেতে পারবে কিনা তাও সে জানে না সেই হলো সৈনিক। তোমরা যখন বাবার টাকায় কেনা বাইকে ঘুরতে যাও নিজের পছন্দের মানুষকে নিয়ে, ঠিক তোমার বয়সি ছেলে গুলা তখন তোমার নিরাপত্তার জন্য তার প্রিয় রাইফেল নিয়ে ঘুরা ফেরা করে আর তারাই হলো সৈনিক। তুমি যখন বন্ধুদের সাথে মাঠে খেলতে যাও ঠিক তোমার বয়সি ছেলে গুলা শত্রুদের সাথে মরণ মরণ খেলা করে যেনো তোমরা নিরাপদে খেলতে পারো। তোমাদের ১টা মা কিন্তু তোমার হয়তো জানোনা যে আমাদের সৈনিকের ২টা মা ১.জন্মদাতা মা ২.জন্মভূমি মা এই ২ মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের মত সৈনিকদের। সৈনিকরা সব সময় সবাইকে দিতে জানে নিতে নয়, সমাজের আর ৫ট মানুষের মত তাদের জীবন বিলাস বহুল নয়, পরিবারের বাবা,মা,ভাই,বোন সকলের চাহিদা মেটাতে গিয়ে তাদের যে কত কষ্ট করতে হয় তোমরা তা জানো না, দিন শেষে শুধু তার শূন্য জীবন নিয়েই খুশি থাকে সকলের পরবর্তী চাহিদা মেটানোর জন্য। সবার মতো তাদের অসংখ্য পোশাক থাকে না ২-৩টা পোশাকেই চলে যাই বছরের পর বছর, তাদের অর্তনাদ গুলো বুঝতে পারে তার পা, কারণ একটা নয় দুটি নয় অসংখ্য ফোসকা পড়ে আছে তাদের পায়ে,ছোট বেলায় একটু কেটে গেলে বা ফোসকা পড়লে মা মলম লাগিয়ে হাত বুলিয়ে দিয়ে বলতে বাবা কি করে হলো এটা?? কিন্তু মা তোমার ছেলের সারা পা জুড়েই যে আজ ফোসকা, মলম বা হাত বুলিয়ে দিতে না তোমার মুখটা একবারের জন্য দেখব তাও যে পারিনা মা,এরাই হলো সৈনিক। এই সৈনিকদের ওপর ভর করেই আজ এই দেশের মানুষ শান্তিতে বাঁচতে পারছে,শান্তিতে ঘুমাতে পারছে, তবুও তাদের মনে সৈনিকদের প্রতি কোনো ভালোবাসা সম্মান বোধ টুকু জাগ্রত হয় না, যারা দেশ ও দেশের মানুষের জন্য এত কষ্ট, এত পরিশ্রম করছে তাদের মূল্য কোথায় আজ মানুষদের কাছে??

একটা কথা মানতেই হবে,বন্ধুগুলো ছিলো বলেইঅনেক কঠিন মুহূর্তহাসিমুখে কাটিয়ে দিতে পেরেছি।বন্ধুরা জীবনে সেইসব স্মৃতি তৈরী করতে...
11/03/2024

একটা কথা মানতেই হবে,বন্ধুগুলো ছিলো বলেইঅনেক কঠিন মুহূর্তহাসিমুখে কাটিয়ে দিতে পেরেছি।

বন্ধুরা জীবনে সেইসব স্মৃতি তৈরী করতে সাহায্য করে,যেগুলো মনে করলে পরে নিজেই মনে মনে হেসে ওঠা যায়,,
তোর সাথে দেখা হলেও আবার হতে পারে ভালো থাকিস বন্ধু ❤️

যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা
23/02/2024

যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা

প্রিয়, আমি আর বলছিনা কাউকেআকাশের নীলে সাদা মেঘের জলেকার নাম বুকে চেপে চলে যাই আমি দেশান্তরে,আবেগের ঠাই নেই নাবিকের মনে।...
21/02/2024

প্রিয়, আমি আর বলছিনা কাউকে
আকাশের নীলে সাদা মেঘের জলে
কার নাম বুকে চেপে চলে যাই আমি দেশান্তরে,
আবেগের ঠাই নেই নাবিকের মনে।
প্রিয়, তবে তাই হোক, জানলোনা ডাঙার মানুষেরা
তোমার আমার রোদ রোদ খেলার কথা,
সাগরের নীলে একাকিত্বে ভিজে যাওয়া নাবিকের ডায়রীর পাতা,
কিছু প্রেম আর কিছু ভালবাসা।
প্রিয়, নাইবা জানলো সন্ধ্যা বেলার শুক তারা,
জোৎছনার ছলনায় তোমার চুলে হয়ে যেতাম বাধন ছাড়া,
নির্জীব অন্ধকার রাতে মনে পড়ে সে সব কথা
বলেছিলে এক মেঘলা সন্ধ্যায় নাবিকের বুকে ঠেকিয়ে মাথা।
প্রিয়, তুমি না জানাই থেকে গেলে কবিদের কাব্যে,
তোমায় নিয়ে লেখা আমার হাজারো ছন্দে
জানবে কি শহরের মানুষেরা তুমি ছিলে আমার পাশে?
পুরোনো স্মৃতি দিয়ে যায় ব্যাথা শুধু নাবিকের মনে ।
প্রিয়, তবে নাইবা জানলো মানুষ পাড়ার লোকেরা
আকাশের নীলে আঁকা খামে ছিল আমার হাজারো কবিতা,
সাগরের নীলে তাই শুধু এঁকে যাই পথের ঠিকানা।
প্রিয়, নাবিকের বুকে থাকে নীল রঙ্গের ভালবাসা

Address

Dhaka

Telephone

+8801308503713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dewan Soldiers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dewan Soldiers:

Share