Tuli islam

Tuli islam -----গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না..☺️
------মানুষ সুন্দর হয় তার চরিত্রে আচরণে। 🥰
🌈
(39)

কল্পনা করুন—একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাক...
16/09/2025

কল্পনা করুন—
একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন।
কিন্তু বাস্তবতা?
ঘুম নেই, খাওয়ার সময় নেই, শারীরিক যন্ত্রণা, হরমোনের ওঠানামা আর একাকিত্বে ডুবে থাকা এক মা।

রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি।
কোনো এক ভোরে—মাথার ভেতর ঝড় বয়ে যায়।
তিনি বুঝতেই পারেন না কী করছেন…
এবং কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে লেখা হয়—
“মা নিজের সন্তানকে হত্যা করেছে।”

কেউ ভাবে না—তিনি আসলে অসুস্থ ছিলেন।
শরীর নয়, তাঁর মন অসুস্থ হয়ে পড়েছিল।

এর নাম পোস্ট–পার্টাম ডিপ্রেশন।
মা হওয়ার পর অনেক নারী ভয়ংকর মানসিক অবসাদে ভোগেন।

অকারণে কান্না

খিটখিটে মেজাজ

ঘুম না হওয়া

বিরক্তি বা অবসাদ
এসবই হতে পারে এর লক্ষণ।

দুঃখজনক হলো—আমরা এটাকে হেলাফেলা করি।
বলতে শুনি—“মায়ের আবার মানসিক সমস্যা কিসের?”
ফলাফল?
এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো পরিবার, হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ।

তাই এখনই সচেতন হোন—

মা হওয়ার পর শুধু শিশুর যত্ন নয়, মায়ের মানসিক যত্নও নিন।

পরিবারের সবাই, বিশেষ করে স্বামীকে মায়ের পাশে দাঁড়াতে হবে।

অস্বাভাবিক আচরণ দেখলে দেরি না করে ডাক্তার/সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হোন।

মনে রাখবেন—
শরীরের ক্ষত আমরা চোখে দেখি, কিন্তু মনের ক্ষত নিঃশব্দে ভিতরে ভিতরে পচে যায়।
আপনার একটি শেয়ার হয়তো এক মাকে মানসিক ভাঙন থেকে বাঁচাবে, কোনো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করবে।

চলুন, প্রতিটি মায়ের হাসি ফিরিয়ে আনি। মানসিক স্বাস্থ্যের পাশে দাঁড়াই। ❤
পেইজটি ফলো করতে ভুলবেন না

Dr-Abdur Rahman

নিউজটা দেখলাম নিজের ৬ মাসের কন্যা সন্তানকে গলা কে** হ** করেছে। অনেকেই বলতেছে সে পরকীয়া করেছে এই সেই আরো অনেক কিছু। কিন্...
16/09/2025

নিউজটা দেখলাম নিজের ৬ মাসের কন্যা সন্তানকে গলা কে** হ** করেছে। অনেকেই বলতেছে সে পরকীয়া করেছে এই সেই আরো অনেক কিছু। কিন্তু ওনার কথা শুনে এমন কিছুই মনে হয়নি। বরং আপনারা এই বিষয় জানেন না যে এটা Postpartum depression (PPD) এক ধরনের গভীর মানসিক বিষণ্নতা, যা সাধারণত সন্তান জন্মের পর মায়েদের মধ্যে দেখা যায়। এই সময় পরিবার এবং স্বামীর সব থেকে বেশি প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চার জন্মের পর বাচ্চা এবং সংসারের সকল ভার মায়ের ওপর এসে পড়ে এবং সব কিছুর সাথে তাল মিলাতে পারে না পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব হয় ফলে সে এক সময় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় তখন তার কাছে সব থেকে বড় শত্রু তার বাচ্চাকে মনে করে সে। এমনও রোগী দেখেছি আমি যে বারবার বলতেছিল সে তার বাচ্চার র/ক্ত খেতে চায় তার বাচ্চাকে তার কাছে দেওয়া হোক। আবার এমনও রোগী দেখেছি যে নিজেকে নিজেই মা/র/তে চায়। মেয়েটার এই অবস্থার জন্য মোটেও সে নিজে দায়ী নয় বরং তার পরিবার এবং জীবন সঙ্গী দায়ী যারা তার সঠিক সময় পাশে দাঁড়ায়নি। বাচ্চা জন্মের পর মায়ের পাশে থাকতে শিখুন তার ওপর কাজের প্রেসার কম করতে তার সাথে সময় দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর ব্যবস্থা করুন। এই রোগের এটাই সব থেকে বড় প্রতিষেধক।

একটি ছেঁড়া তাঁবুতে, চারপাশ থেকে  জা'য়ো'নি'স্ট  ট্যা'ঙ্ক  দ্বারা ঘেরা, একটি শিশু তার অক্ষম দাদীর সামনে ক্ষুধার্ত হয়ে কা...
31/08/2025

একটি ছেঁড়া তাঁবুতে, চারপাশ থেকে জা'য়ো'নি'স্ট ট্যা'ঙ্ক দ্বারা ঘেরা, একটি শিশু তার অক্ষম দাদীর সামনে ক্ষুধার্ত হয়ে কাতরাচ্ছে।

তার দুর্বল শরীর এমনভাবে হ্রাস পেয়েছে যে কঙ্কাল হয়ে কাঁপছে দুর্বলতায়।

দাদী চোখে অশ্রু নিয়ে তাকে দেখে, খাওয়ানোর কিছু নেই, এমনকি বলার মতো কথাও নেই। 😥

সে শুধু তাকে আশাহীন বুকের কাছে জড়িয়ে ধরে, ক্ষুধার তীব্রতা এবং অপেক্ষার যন্ত্রণাকে কিছুটা হালকা করার চেষ্টা করে। 😥

রুটি নেই, পানি দূষিত, এবং জীবন তাদের আঙুলের ফাঁক দিয়ে সরে যাচ্ছে যেমন এই ছোট্ট শিশুর মুখ থেকে শৈশব পালিয়ে যাচ্ছে। 😭

গা'জা'য় তাদেরকে কেবল বো'মা ধ্বংস করে না, ক্ষুধাও তাদের মেরে ফেলে, এবং বিশ্বজুড়ে বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুর এই ধীরে ধীরে আগুনে চুপচাপ দমন তাদের প্রতি মুহূর্তে ঘিরে রাখে।😥
Copy post.

26/08/2025

আমার স্বামী....
সব সময় একটা কথা বলে কে কি বল্লো,কে কি দিলো,কে ভালো বাসলো,কে বাসলো না কখনো এগুলো নিয়ে মাথা ঘামাবে না...!
আমি যতদিন বেঁচে আছি তোমার কোন চিন্তা নেই,আমি আছি তোমার জন্য...☺️❤️‍🩹🫶
ভালো থাকার জন্য এতটুকুই যথেষ্ট💞

21/08/2025

কথা দাও কখনো ঠকাবে না 🥀❤️
you

আমার সন্তান আমার পৃথিবী 🥀❤️
01/08/2025

আমার সন্তান আমার পৃথিবী 🥀❤️

প্রতিটা কষ্টই মানুষকে শেখায়...! - আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলায়...!
09/03/2025

প্রতিটা কষ্টই মানুষকে শেখায়...!
- আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলায়...!

জীবনে যত অধ্যায় আছে, তাঁর ভেতরে ফেলে আসা স্কুল জীবন ছিল সবচেয়ে সুন্দর সময়!"
13/01/2025

জীবনে যত অধ্যায় আছে, তাঁর ভেতরে ফেলে আসা স্কুল জীবন ছিল সবচেয়ে সুন্দর সময়!"

05/01/2025

আমি লাইব্রেরির প্রকাশিত বই নই😌
যে একের ভিতর সব থাকবে ❤️😊

-এত চিন্তা করে লাভ নেই , মুচকি হাসো আর জিবন কে উপভোগ করো!❤️🙂
27/12/2024

-এত চিন্তা করে লাভ নেই , মুচকি হাসো আর জিবন কে উপভোগ করো!❤️🙂

ঝিলমিল বেলুন || 😊
26/12/2024

ঝিলমিল বেলুন || 😊

জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা খারাপ লাগা জিনিস গুলো সব ফুল হয়ে ফুটুক!❤️🥀
26/12/2024

জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা খারাপ লাগা জিনিস গুলো সব ফুল হয়ে ফুটুক!❤️🥀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuli islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuli islam:

Share