বাংলাদেশী তারকাদের এক্সক্লুসিভ ছবি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশী তারকাদের এক্সক্লুসিভ ছবি

বাংলাদেশী তারকাদের এক্সক্লুসিভ ছবি বাংলাদেশী অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়া তারকা, সংগীত শিল্পীদের এক্সক্লুসিভ ছবির বিশাল ভান্ডার

02/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/10/2024

একটা দেশের রাষ্ট্রীয় চুক্তির নমুনা 😔

Follow - Shahin Shimul Vlog
02/10/2024

Follow - Shahin Shimul Vlog

01/10/2024

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

(সংগৃহীত) Follow Shahin Shimul Vlog

একজন ভালো মনের বন্ধু চাই- 01324623405
01/10/2024

একজন ভালো মনের বন্ধু চাই
- 01324623405

30/09/2024
Follow - Shahin Shimul Vlog
28/09/2024

Follow - Shahin Shimul Vlog

পাহাড় পাহাড় আবার কি আমার মুন্সিগঞ্জ, যশোর, নেত্রকোনা কে যেভাবে উল্লেখ করা হয়, সেভাবে উল্লেখ করবেন খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ।

পাহাড় বলে আলাদা করে কেন উল্লেখ করতে হবে?
সমতল যেমন বাংলাদেশের ঐ উঁচু ভূমিটাও বাংলাদেশের।

বাংলাদেশের সমতলের প্রতিটি কোনা যেমন সবার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের মাটিও সবার।
এটাকে আলাদা করে যে বা যারাই ভাববে তারাই এদেশের সার্বভৌমত্বের বিরোধী।
যারা এই সার্বভৌমত্ব না মেনে অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছে বছরের পর বছর তারাই এদেশের সার্বভৌমত্বের বিরোধী।

বাংলাদেশ এর সেনাবাহিনীর প্রধান কাজ ই এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা।
যুগের পর যুগ তারা এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে।
যারা বলবেন পাহাড়ে কেন সেনাবাহিনী তাদের বলব সাজেক, চিম্বুক ঘুরে এসেছেন না মেঘের রাজ্যে ? সেই মেঘের রাজ্য টা আপনার যাওয়ার উপযোগী করেছে এই সেনাবাহিনী।
আপনার বসবাসের উপযোগী নিরাপদ রাখতে তাদের রাতের ঘুম বাদ দিতে হয়।

আপনি কি জানেন সাজেক বাংলাদেশ এর শেষ সীমানা নয়। সাজেক থেকে ছয় দিনের হাঁটা পথ পাড়ি দিয়ে গেলে ও আপনি বাংলাদেশের সীমান্ত পাবেন।

এদেশের বর্ডার গার্ড সেখানে সীমান্ত পাহারা দেয়।

তাদের খাবার টুকু পৌঁছে দিতে হলে সেখানে হেলিকপ্টার পাঠাতে হয়।
জানেন বর্ষায় লাগাতার বৃষ্টি হতে থাকলে হেলিকপ্টার যেতে পারে না সেখানে। খাবার শেষ হয়ে গেলে ওরা কি অবস্থায় থাকে জানেন?

❝একটা ঘটনা বলি,
২০১৭ সালের জুন মাসে রমজান চলছিল। লাগাতার বৃষ্টি। সেই বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজ করতে গিয়ে সেনাবাহিনীর দুই জন অফিসার এবং কয়েক জন সৈনিক মাটি চাপা পড়ে শহীদ হলো।‌সেই ওয়েদারে হেলিকপ্টার চলাচল ও সম্ভব ছিল না।
আমাদের পোস্টিং তখন খাগড়াছড়ির বিজিবিতে।
হাসানের একটা ক্যাম্পে ছয় দিন কোন রেশন ছিল না। ওর সৈনিকেরা মিষ্টি কুমড়া সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছিল। ভাত, তেল, চিনি কিছুই ছিল না।
আমি দেখি হাসান ইফতার করে না ঠিক মতো, এমনকি সেহেরি তে ও কিছু খায় না তেমন। আমার শ্বশুর একদিন ইফতারের টেবিলে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কি হয়েছে খাচ্ছিস না কেন?
সেদিন ইফতারের টেবিলে হাসান কেঁদে ফেলল, আমার সৈনিক গুলো আজ ছয়দিন মিষ্টি কুমড়া খেয়ে আছে আমি অধিনায়ক হয়ে এত এত ইফতার কিভাবে খাই আব্বা?❞

বাবা মা এমনকি সন্তান মারা গেলেও একজন সৈনিক হেলিকপ্টার ছাড়া নেমে আসতে পারে না শেষ দেখা দেখতে সেই সব ক্যাম্প থেকে।
এই বাংলাদেশ কখনো বাংলাদেশ এর ঐ রূপটা অনুধাবন করতেও পারবে না যেখানে প্রতিটি পদে পদে মৃত্যু পাশে পাশে হাঁটে।
এদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড সেই মৃত্যু কে সঙ্গে নিয়েই বাংলাদেশের সার্বভৌমত্ব কে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।
যে বা যারা নিজেকে বাংলাদেশী ভাববে না তাকেই এই দেশের সার্বভৌমত্বের শত্রু ভাবব আমরা। তাদের জন্য কোন সমবেদনা নেই।
ফেসবুকে লম্বা লম্বা স্ট্যাটাস দেয়া সহজ, কমেন্ট করা সহজ কিন্তু কয়েক দিন থেকে দেখে আসেন বাংলাদেশ এর অংশ বজায় রাখতে কত কষ্ট সেই পাহাড়ে।
Shahin Shimul Vlog

Address

Bangshal/বংশাল
Dhaka
1100

Telephone

01858201477

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশী তারকাদের এক্সক্লুসিভ ছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশী তারকাদের এক্সক্লুসিভ ছবি:

Share

Category