22/10/2025
🌟আলহামদুলিল্লাহ - নতুন একটি সুন্দর যাত্রা শুরু!🌟
সেমিস্টার ব্রেকে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) তে একটি বিশেষ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।
OIC দেশগুলো থেকে আগত আরবি ভাষাভাষী মেধাবী শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন কোর্সে ইংরেজি পড়াচ্ছি - এবং সেটাও তাদের মাতৃভাষা আরবির মাধ্যমে! 🇧🇩✨
এই তরুণরা পূর্ণ বৃত্তি নিয়ে এসেছে স্বপ্ন নিয়ে, জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে। উইন্টার সেমিস্টার শুরুর আগে আগামী দুই মাস তাদের ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্সে প্রস্তুত করা হবে।
যদিও আমার মূল বিষয় আরবি ও ইসলামিক স্টাডিজ, কিন্তু আল্লাহর রহমতে এই সুযোগে আমি আমার দুটি প্রিয় ভাষাকে একসাথে কাজে লাগাতে পারছি। আরবির মাধ্যমে ইংরেজি শেখানো - এটা যেন ভাষার এক অপূর্ব সেতুবন্ধন!
"خير الناس أنفعهم للناس"
"সেই ব্যক্তিই সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।"
এই শিক্ষার্থীরা আগামীর প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক। তাদের ভিত মজবুত করতে পারাটা একটা সম্মানের বিষয়।
আপনাদের সবার কাছে দোয়া চাই - যেন এই যাত্রা সফল হয়, শিক্ষার্থীরা উপকৃত হয় এবং আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করেন।
বারাকাল্লাহু ফিকুম! 💚
---
🇧🇩