Muhsin Mashkur Academy

Muhsin Mashkur Academy অর্থ বুঝে কুরআন পড়ি,
কুরআনের আলোয় জীবন গড়ি 👇
www.academy.muhsinmashkur.com
www.muhsinmashkur.com

🌟আলহামদুলিল্লাহ - নতুন একটি সুন্দর যাত্রা শুরু!🌟সেমিস্টার ব্রেকে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) তে একটি বিশে...
22/10/2025

🌟আলহামদুলিল্লাহ - নতুন একটি সুন্দর যাত্রা শুরু!🌟

সেমিস্টার ব্রেকে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) তে একটি বিশেষ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।

OIC দেশগুলো থেকে আগত আরবি ভাষাভাষী মেধাবী শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন কোর্সে ইংরেজি পড়াচ্ছি - এবং সেটাও তাদের মাতৃভাষা আরবির মাধ্যমে! 🇧🇩✨

এই তরুণরা পূর্ণ বৃত্তি নিয়ে এসেছে স্বপ্ন নিয়ে, জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে। উইন্টার সেমিস্টার শুরুর আগে আগামী দুই মাস তাদের ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্সে প্রস্তুত করা হবে।

যদিও আমার মূল বিষয় আরবি ও ইসলামিক স্টাডিজ, কিন্তু আল্লাহর রহমতে এই সুযোগে আমি আমার দুটি প্রিয় ভাষাকে একসাথে কাজে লাগাতে পারছি। আরবির মাধ্যমে ইংরেজি শেখানো - এটা যেন ভাষার এক অপূর্ব সেতুবন্ধন!

"خير الناس أنفعهم للناس"
"সেই ব্যক্তিই সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।"

এই শিক্ষার্থীরা আগামীর প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক। তাদের ভিত মজবুত করতে পারাটা একটা সম্মানের বিষয়।

আপনাদের সবার কাছে দোয়া চাই - যেন এই যাত্রা সফল হয়, শিক্ষার্থীরা উপকৃত হয় এবং আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করেন।

বারাকাল্লাহু ফিকুম! 💚
---








🇧🇩

22/10/2025

🌸 দোয়া:
اللَّهُمَّ اجْعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا، وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا
উচ্চারণ: আল্লাহুম্মা ইজ‘আলনī ফি ‘আইনī সাগীরান, ওয়া ফি আ‘ইউনিন্ নাসি কাবীরান।

📖 অর্থ:
“হে আল্লাহ! আমাকে আমার নিজের চোখে ছোট (নম্র) করে দাও,
আর মানুষের চোখে আমাকে বড় (সম্মানিত) করে দাও।”

🌿 English Translation:
O Allah! Make me small (humble) in my own eyes,
and great (honorable) in the eyes of people.

💬 অর্থ ও বার্তা:
এই দোয়াটি বিনয় ও সম্মানের মিশেল।
নিজের কাছে যেন অহংকার না আসে,
আর মানুষের কাছে যেন চরিত্রের মর্যাদা ও সম্মান অটুট থাকে —
এটাই একজন মুমিনের সৌন্দর্য। 🌺

📚 রেফারেন্স:
দোয়াটি সহীহ হাদীসে সরাসরি নেই,
কিন্তু এটি ইমাম আহমাদ ইবন হাম্বল (رحمه الله)–এর দোয়া হিসেবে বর্ণিত।
(দেখুন: جامع العلوم والحكم – ইবনু রজব, পৃ. ৪৬৫)

🕊️ اللهم اجعلنا من المتواضعين المحبوبين عندك وعند خلقك. 🤍

21/10/2025

টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাথুরিয়া
কুরআনের আওয়াজ আমরা তুলবোই, ইন শা আল্লাহ!

যাঁরা ইতোমধ্যেই কুরআন তিলাওয়াত করতে পারেন অথবা তিলাওয়াত শিখছেন।যাঁরা কুরআন বুঝতে ও উপলব্ধি করতে আগ্রহীযাঁদের অন্তরে বিন্...
20/10/2025

যাঁরা ইতোমধ্যেই কুরআন তিলাওয়াত করতে পারেন অথবা তিলাওয়াত শিখছেন।

যাঁরা কুরআন বুঝতে ও উপলব্ধি করতে আগ্রহী
যাঁদের অন্তরে বিন্দুমাত্র কুরআনের প্রতি শ্রদ্ধা ও প্রেম আছে
কুরআন বুঝতে আগ্রহী সকল স্তরের মানুষ
যাঁরা কুরআন নিয়ে পড়াশোনা ও গবেষণা করেন
অবসরে যারা কুরআন অধ্যয়ন ও তাদাব্বুরে সময় কাটান
এই গ্রন্থটি সেইসব কুরআনপ্রেমী মানুষের জন্য, যাঁরা কুরআন অর্থসহ বুঝে পড়তে চান। আল্লাহর সাথে সংলাপের মর্ম উপলব্ধি করতে চান এবং কুরআনের আলোয় আলোকিত জীবন গড়তে ইচ্ছুক।
এটি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কিশোর, যুবক, বৃদ্ধ এবং কুরআনপ্রেমীদের জন্য উপযোগী, যারা কুরআনকে হৃদয়ে ধারণ করতে চান।
আমরা যারা ইতোমধ্যে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি, একবার ভেবে দেখুন তো, কেমন হবে যদি আপনি যা পড়ছেন, তা সরাসরি আরবী থেকেই শব্দে শব্দে কিছুটা হলেও বুঝতে পারেন?
*
কুরআন বোঝার হাতেখড়ি
লেখক : হাফেজ মাওলানা মুহাম্মাদ মুহসিন মাশকুর

13/10/2025

কুরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত সপ্তম শব্দটি শিখি

12/10/2025

কুরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত নবম শব্দটি শিখি 2

11/10/2025

আসুন শিখি কুরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত দশম শব্দটি

আর তিনিই তোমাদের জন্য নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ওগুলির সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পার স্থল ভাগে এবং...
10/10/2025

আর তিনিই তোমাদের জন্য নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ওগুলির সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পার স্থল ভাগে এবং সমুদ্রে। নিশ্চয়ই আমি প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি ঐ সমস্ত লোকের জন্য যারা জ্ঞান রাখে। (সুরা আনআম: ৯৭)

09/10/2025

শব্দ বুঝে কুআন পড়ি সিরিজের ৪থ শব্দটি দেখে নিন

তিনিই ঊষার (প্রভাতের) উন্মেষ ঘটান, তিনি রাত সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, সূর্য ও চন্দ্র বানিয়েছেন গণনার জন্য। এসব মহাপর...
09/10/2025

তিনিই ঊষার (প্রভাতের) উন্মেষ ঘটান, তিনি রাত সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, সূর্য ও চন্দ্র বানিয়েছেন গণনার জন্য। এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞাতা (আল্লাহ) কর্তৃক নির্ধারিত। (সুরা আনআম: ৯৬)

08/10/2025

কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রিয়া কোনটি

Address

465/18 West Rampura
Dhaka
1219

Website

http://www.muhsinmashkur.com/

Alerts

Be the first to know and let us send you an email when Muhsin Mashkur Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share