
04/07/2025
“পারফর্ম করবে, টাকা পাবে—না করলে নয়!”
শান্ত, মিরাজ, লিটনদের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ বিশ্লেষক রকিবুল হাসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানায়, একজন ক্রিকেটার চেষ্টা করুক বা না করুক, মাসে ৮–৯ লাখ টাকা পায়—এটা অন্যায়। এই সিস্টেম বাদ দিয়ে পারফরম্যান্সভিত্তিক বেতন চালু করা হোক। ফিফটি করলে ১ লাখ টাকা, সেঞ্চুরি করলে ৫ লাখ, আর ৩ উইকেট নিলে ১ লাখ—এভাবেই হিসাব হওয়া উচিত। তবেই ক্রিকেটাররা নিজেদের ফিটনেস, ডায়েট, মনোযোগ—সবকিছু নিয়ে সিরিয়াস হবে।
রকিবুল হাসানের এই বক্তব্য যেন অনেক সমর্থকের মনের কথাই বলে দিয়েছে। সত্যিই তো, যখন পারফর্ম না করেও মাস শেষে মোটা অঙ্কের টাকা চলে আসে, তখন দলে দায়বদ্ধতার অভাব দেখা দেয়। একের পর এক ইনিংসে ব্যর্থতা, উইকেটশূন্য বোলিং স্পেল—তারপরও একই বেতন! কেন?
সময়ের দাবি এখন একটাই—বেতন যেন হয় পারফরম্যান্সের ভিত্তিতে। মাঠে কে সত্যিকারের পরিশ্রম করছে, কে দায়িত্ব নিয়ে খেলছে—তাদেরই প্রাপ্য সম্মান ও উপার্জন। সময় এসেছে পুরনো নীতির খোলনলচে পাল্টানোর।