My Sports Today

My Sports Today দেশ-বিদেশের সকল খেলার সংবাদ নিয়মিত পড়ুন এখানে ।

“পারফর্ম করবে, টাকা পাবে—না করলে নয়!”শান্ত, মিরাজ, লিটনদের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের ...
04/07/2025

“পারফর্ম করবে, টাকা পাবে—না করলে নয়!”
শান্ত, মিরাজ, লিটনদের ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ বিশ্লেষক রকিবুল হাসান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানায়, একজন ক্রিকেটার চেষ্টা করুক বা না করুক, মাসে ৮–৯ লাখ টাকা পায়—এটা অন্যায়। এই সিস্টেম বাদ দিয়ে পারফরম্যান্সভিত্তিক বেতন চালু করা হোক। ফিফটি করলে ১ লাখ টাকা, সেঞ্চুরি করলে ৫ লাখ, আর ৩ উইকেট নিলে ১ লাখ—এভাবেই হিসাব হওয়া উচিত। তবেই ক্রিকেটাররা নিজেদের ফিটনেস, ডায়েট, মনোযোগ—সবকিছু নিয়ে সিরিয়াস হবে।

রকিবুল হাসানের এই বক্তব্য যেন অনেক সমর্থকের মনের কথাই বলে দিয়েছে। সত্যিই তো, যখন পারফর্ম না করেও মাস শেষে মোটা অঙ্কের টাকা চলে আসে, তখন দলে দায়বদ্ধতার অভাব দেখা দেয়। একের পর এক ইনিংসে ব্যর্থতা, উইকেটশূন্য বোলিং স্পেল—তারপরও একই বেতন! কেন?

সময়ের দাবি এখন একটাই—বেতন যেন হয় পারফরম্যান্সের ভিত্তিতে। মাঠে কে সত্যিকারের পরিশ্রম করছে, কে দায়িত্ব নিয়ে খেলছে—তাদেরই প্রাপ্য সম্মান ও উপার্জন। সময় এসেছে পুরনো নীতির খোলনলচে পাল্টানোর।

🇧🇩 দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা: 1  তানজীদ হাসান তামিম 2  পারভেজ হোসেন ইমন 3️⃣ নাজমুল হোসেন শান্...
04/07/2025

🇧🇩 দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা:
1 তানজীদ হাসান তামিম
2 পারভেজ হোসেন ইমন
3️⃣ নাজমুল হোসেন শান্ত
4️⃣ তাওহীদ হৃদয়
5️⃣ লিটন কুমার দাস
6️⃣ জাকির আলি
7️⃣ মেহেদী হাসান মিরাজ
8️⃣ রিশাদ হোসেন
9️⃣ তানজীম হাসান সাকিব
🔟 তাসকিন আহমেদ
1️⃣1️⃣ মুস্তাফিজুর রহমান

🗓️ ম্যাচ: দ্বিতীয় ওয়ানডে
📅 তারিখ: ৫ জুলাই
🕒 সময়: বিকাল ৩:০০টা
🆚 প্রতিপক্ষ: 🇱🇰 শ্রীলঙ্কা

📉 প্রথম ম্যাচে হতাশা:প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৭৭ রানে।😳 একপর্যায়ে ৯৯ রানে ১ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ হাতছাড়া করে টাইগাররা।⚠️ একসাথে অনেক ব্যাটার ব্যর্থ হওয়ায়, ম্যানেজমেন্ট সম্ভবত একই স্কোয়াড নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে চায়।

📌 ওপেনিংয়ে যথারীতি দেখা যাবে তানজীদ তামিম ও পারভেজ ইমনকে।
🧊 ফর্মে না থাকা লিটন দাসকে আবারো সুযোগ দেওয়া হচ্ছে—ম্যানেজমেন্ট চাইছে তাকে সমর্থন দিতে।
🔥 হৃদয় ভারতের বিপক্ষে সেঞ্চুরি ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো গড় থাকায় দলে নিশ্চিত।
🌡️ জ্ব,রে ভুগে প্রথম ম্যাচে না খেলা রিশাদ হোসেন স্কোয়াডে ফিরতে পারেন, এতে করে স্পিনার তানভির ইসলাম বাদ পড়তে পারেন।
🤕 মুস্তাফিজুর রহমান ইন,জু,রিতে মাঠ ছাড়লেও দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন বলে জানা গেছে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে নেতৃত্বে পাওয়া শুবমান গিল যেন নিজের সেরা ক্রিকেটটা খেলতেই নেমেছেন। টানা দুই...
03/07/2025

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে নেতৃত্বে পাওয়া শুবমান গিল যেন নিজের সেরা ক্রিকেটটা খেলতেই নেমেছেন। টানা দুই টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে এবার খেললেন ২৬৯ রানের চমৎকার এক ইনিংস, যেটি ভারতের অধিনায়ক হিসেবে উপমহাদেশের বাইরে সর্বোচ্চ।

এজবাস্টনে দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে চড়ে থাকা ভারত ম্যাচে দাপট দেখাল ব্যাটে-বলে দুই বিভাগেই। আগের দিনের ৩১০/৫ স্কোর থেকে শুরু করে ভারত থামে ৫৮৭ রানে। গিলের সঙ্গে দুটি বড় জুটিতে অবদান রাখেন রবীন্দ্র জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দার (৪২)।

গিল ৫০৯ মিনিট স্থায়ী ইনিংসে ৩১১ বলে স্পর্শ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তিনি হয়েছেন পঞ্চম ভারতীয় যিনি টেস্ট ও ওয়ানডে—উভয় সংস্করণে ডাবল সেঞ্চুরির মালিক। তার ইনিংস ভাঙে টংয়ের শর্ট বলে স্কয়ার লেগে ধরা পড়ে, আর শেষ দিকে শোয়েব বাশির তুলে নেন শেষ কয়েকটি উইকেট।

ব্যাটিংয়ের পর বল হাতেও ছিল ভারতের দাপট। মাত্র তৃতীয় ওভারেই আকাশ দিপ ফিরিয়ে দেন বেন ডাকেট ও অলি পোপকে টানা দুই বলে। দুইজনই ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার জ্যাক ক্রলিকে বিদায় করেন মোহাম্মদ সিরাজ।

মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। তবে দিন শেষে কিছুটা প্রতিরোধ গড়েছেন জো রুট (১৮*) ও হ্যারি ব্রুক (৩০*)। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড।

তৃতীয় দিনে লড়াইয়ে টিকে থাকতে হলে বড় কিছু করতে হবে ইংলিশদের। অন্যদিকে, সিরিজে পিছিয়ে থাকা ভারত চাইবে এই ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে সমতায় ফিরতে।

📋 সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
🇮🇳ভারত ১ম ইনিংস: ৫৮৭/১০ (গিল ২৬৯, জাদেজা ৮৯, সুন্দার ৪২; বাশির ৩/১৬৭, টং ২/১১৯)
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৭/৩ (রুট ১৮*, ব্রুক ৩০*; আকাশ দিপ ২/৩৬, সিরাজ ১/২১)

ইমরুল কায়েস তাঁর পুরো ওয়ানডে ক্যারিয়ারে মাত্র ২ বার 🦆 ডাক খেয়েছেন!আর ‍ওদিকে লিটন দাস? তিনি তো রীতিমতো ডাক মেরে গেছেন ১৬ ...
03/07/2025

ইমরুল কায়েস তাঁর পুরো ওয়ানডে ক্যারিয়ারে মাত্র ২ বার 🦆 ডাক খেয়েছেন!
আর ‍ওদিকে লিটন দাস? তিনি তো রীতিমতো ডাক মেরে গেছেন ১৬ বার 🦆 —
তবুও লিটন দলে ‘অটল’, আর ইমরুল? ফর্মে থেকেও ‘আউট’ হয়েছিলেন!

📉 লিটন দাস (ওয়ানডে)
🧢 ম্যাচ: ৯৫
🏏 রান: ২৫৬৯
📊 গড়: ২৯.৮৭ ❌
💯 সেঞ্চুরি: ৫
🌓 ফিফটি: ১২
🫥 শেষ ৮ ইনিংসে: মাত্র ১৩ রান
🦆 ডাক: ১৬ বার (শেষ ৮ ইনিংসে ৪ বার)

📈 ইমরুল কায়েস (ওয়ানডে)
🧢 ম্যাচ: ৭৮
🏏 রান: ২৪৩৪
📊 গড়: ৩২.০২ ✅
💯 সেঞ্চুরি: ৪
🌓 ফিফটি: ১৬
🔥 শেষ ৮ ইনিংসে: ৪৩৬ রান, ২ সেঞ্চুরি
🦆 ডাক: মাত্র ২ বার (এই সময়ে ১ বার)
📈 গড়: ৫৪.৫০

এই পারফরম্যান্সের পরও ইমরুলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে!
অন্যদিকে পারফর্ম না করেও নিয়মিত সুযোগ পাচ্ছেন লিটন দাস।
এমনকি প্রধান নির্বাচক লিপু কাক্কু সাফ বলে দিয়েছেন —
"লিটনের ফর্মে ফেরার দায়িত্ব ওর নয়, বোর্ডের!" 😂

তাই কেউ যদি বলেন,
"ইমরুল কায়েস বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্রিকেটার",
তাতে অবাক হওয়ার কিছু নেই।

ক্ষমা করে দিও, ইমরুল... 🙏
তুমি দেশের জন্য খেলেছো, অথচ দেশ তোমার পাশে দাঁড়ায়নি। 💔

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন কিছু ব্যাটার রয়েছেন, যারা কিছু ম্যাচ পর পরই নিয়ম করে ‘ডাক’ মেরে বসেন। ৭০ বা তার বেশি ম্যাচ...
03/07/2025

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এমন কিছু ব্যাটার রয়েছেন, যারা কিছু ম্যাচ পর পরই নিয়ম করে ‘ডাক’ মেরে বসেন। ৭০ বা তার বেশি ম্যাচ খেলা এই ব্যাটারদের মধ্যে অনেকেই আছেন যারা ধারাবাহিকতার অভাবে কিছু ইনিংস পরপরই ফিরেছেন শূন্য রানে।

সর্বোচ্চ ডাকের গড়ে শীর্ষে হাবিবুল বাশার (প্রতি ৫.৮৬ ইনিংসে ১ ডাক)। প্রায় একই চিত্র লিটন দাস, শাহরিয়ার নাফিসদের ক্ষেত্রেও। ভালো অবস্থানে আছেন সৌম্য সরকারও —গড় ৭.৮৮ ইনিংসে একটি ডাক। আশরাফুলের নামও তালিকায় আছে, তবে ১৬৮ ইনিংসে মাত্র ১৩ ডাক খাওয়ায় তার গড় অপেক্ষাকৃত ভালো (১২.৯২)।

🔻 ডাক মেশিনের তালিকা (৭০+ ইনিংস):

🟥 হাবিবুল বাশার: ১০৫ ইনিংস, ১৮ ডাক → গড় ৫.৮৩ ইনিংসে একবার

🟥 লিটন দাস: ৯৫ ইনিংস, ১৬ ডাক → গড় ৫.৯৩ ইনিংসে একবার

🟥 শাহরিয়ার নাফিস: ৭৫ ইনিংস, ১১ ডাক → গড় ৬.৮১ ইনিংসে একবার

🟩 সৌম্য সরকার: ৭১ ইনিংস, ৯ ডাক → গড় ৭.৮৮ ইনিংসে একবার

🟨 মোহাম্মদ আশরাফুল: ১৬৮ ইনিংস, ১৩ ডাক → গড় ১২.৯২ ইনিংসে একবার

📌 ব্যাট হাতে ‘শূন্য’ রানে ফেরার এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয়—ডাক থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়, তবে কিছুজন যেন ডাককে নিয়ম করেই খেলেন!

ওয়ানডে ক্রিকেটে কিছু ম্যাচ পরপরই ‘ডাক’ মারার পরিচিত মুখদের একজন লিটন দাস। ৯৫ ইনিংসে ১৬ বার শূন্য রানে আউট হওয়া এই ওপেনার গড়েছেন প্রতি ৫.৯৩ ইনিংসে একবার ‘ডাক’ খাওয়ার নজির। তা সত্ত্বেও বর্তমানে তিনি বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক এবং নিয়মিত সদস্য ওয়ানডে দলেও।

ধারনা করা হচ্ছে লিটন দাস ২০১৫ সালে বাংলাদেশ দলে আসার পর থেকেই টাইগাররা ওয়ানডেতে ধীরে ধীরে পেছাতে শুরু করেছে ।

ক্রাইসিস ম্যান জাকির আলি অনিকই বাংলাদেশের শেষ ভরসা । বাংলাদেশের ক্রিকেট যখন টপ-অর্ডারের ব্যর্থতায় ধুঁকছে, তখন নিঃশব্দে জ...
03/07/2025

ক্রাইসিস ম্যান জাকির আলি অনিকই বাংলাদেশের শেষ ভরসা । বাংলাদেশের ক্রিকেট যখন টপ-অর্ডারের ব্যর্থতায় ধুঁকছে, তখন নিঃশব্দে জ্বলে উঠেছেন একজন তরুণ—জাকির আলি অনিক। মাত্র ৮ ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি এসেছেন থিতু হতে, আলো ছড়াতে। ব্যাটিং গড় ৬২.৮০—সেটা কেবল একটি সংখ্যা নয়, বরং তাঁর দৃঢ় মানসিকতা, পরিণত ব্যাটিং এবং দায়িত্বশীল ইনিংসের প্রতিফলন।

৩১৫ রান, তিনটি হাফ-সেঞ্চুরি আর শেষ ম্যাচে ৫১ রানের কার্যকর ইনিংস—সব মিলিয়ে জাকির এখন বাংলাদেশের ওয়ানডে দলের মিডল অর্ডারে সবচেয়ে বড় স্বস্তির নাম।

👉 ওয়ানডে ক্যারিয়ার (চলমান):
📅 ম্যাচ: ৮
🏏 রান: ৩১৫
📈 গড়: ৬২.৮০
🏆 ফিফটি: ৩ | সেঞ্চুরি: ০
🔚 শেষ ইনিংস: ৫১ (৬৪ বল)

যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে খুব শিগগিরই বাংলাদেশের মিডল অর্ডারে "অভিজ্ঞতার প্রতীক" হয়ে উঠবেন জাকির। এখন প্রশ্ন একটাই—লিটন-হৃদয়রা কবে এমন নির্ভরযোগ্যতা দেখাতে পারবেন?

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর লজ্জাজনক রেকর্ড গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১০...
03/07/2025

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর লজ্জাজনক রেকর্ড গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০/১ থেকে হঠাৎই ১০৫/৮—এই ধসে পড়ে বিশ্বরেকর্ড হয়ে যায় টাইগারদের।

এর আগে সবচেয়ে কম ব্যবধানে ৭ উইকেট হারানোর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের। ২০২০ সালে নেপালের বিপক্ষে তারা ২৩/১ থেকে ৩১/৮ হয়ে গিয়েছিল, অর্থাৎ ৮ রানে হারিয়েছিল ৭ উইকেট। এবার সেই রেকর্ডও পেছনে ফেলেছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৬৭ রানে। তানজিদ তামিম করেন ৬২ এবং জাকের আলী অনিক লড়াকু ৫১ রান করলেও বাকি ব্যাটাররা ছিলেন নির্বিষ। তানজিদ ও জাকের মিলে ১১৩ রান করলেও, বাকি ব্যাটারদের সম্মিলিত সংগ্রহ মাত্র ৫৪!

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ২৪৪ রান। জবাবে ৭৭ রানে ম্যাচ হারায় টাইগাররা। সঙ্গী হয় এক বিব্রতকর বিশ্বরেকর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুরু হয়েছে বিসিবির নতুন পরিকল্পনা। আগের আসরগুলোর নানা সমালোচনা আর সীমাবদ্ধতা কাটিয়ে...
03/07/2025

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুরু হয়েছে বিসিবির নতুন পরিকল্পনা। আগের আসরগুলোর নানা সমালোচনা আর সীমাবদ্ধতা কাটিয়ে ১২তম আসরকে আরও পেশাদার ও স্বচ্ছভাবে আয়োজন করতে চায় বোর্ড। আর তাই একেবারে বেইজ লেভেল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রস্তুতি।

বর্তমানে বিসিবি প্রোডাকশন, ফ্র্যাঞ্চাইজি কিংবা স্পন্সর—কারো সঙ্গেই কোনো চুক্তিতে নেই, এমনটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক মাহবুব আনাম। তাঁর মতে, “পুরোনো যেসব ফ্র্যাঞ্চাইজি আগে অংশ নিয়েছিল, তারা চাইলে এবারও অংশ নিতে পারবে। পাশাপাশি নতুন আগ্রহীরাও আবেদন করতে পারবে।”

বিপিএল গভর্নিং কাউন্সিলে বড় পরিবর্তন আনা হচ্ছে। এবার কমিটিতে যুক্ত করা হচ্ছে বিসিবির বাইরের পেশাদার বিশেষজ্ঞদের—আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও বিপণন বিশেষজ্ঞদের। বর্তমানে তিন সদস্যের কমিটিতে আছেন মাহবুব আনাম (চেয়ারম্যান), নাজমুল আবেদীন (সদস্য সচিব) এবং ফাহিম সিনহা (সদস্য)। ভবিষ্যতে এই কমিটি আরও বিস্তৃত হবে।

আরও বড় পরিবর্তন হিসেবে, এবার একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পাবে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ্লেষণ করে উপযুক্ত একটি মডেল তৈরি করছে বিসিবি। আগামী সপ্তাহেই টেন্ডার আহ্বানের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে।

গত আসরের মাধ্যমে শেষ হয়েছে বিপিএলের তিন বছরের চক্র। নতুন করে পাঁচ বছরের মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগস্টে শুরু হবে সেই প্রক্রিয়া, আর সেপ্টেম্বরে চূড়ান্ত হবে নতুন দলগুলোর নাম। সে অনুযায়ী অক্টোবরের আগে প্লেয়ার্স ড্রাফট হবে না।

এছাড়া ভেন্যু বাড়ানোর লক্ষ্যে বর্তমানে ব্যবহৃত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়াও বগুড়া, খুলনা ও বরিশালের মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। স্টেডিয়ামের অবস্থা সন্তোষজনক হলে, সেখানেও হতে পারে বিপিএলের ম্যাচ।

সবমিলিয়ে, পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে একদম নতুন কাঠামোতে, পেশাদার ব্যবস্থাপনায় বিপিএলের ১২তম আসর আয়োজনের প্রস্তুতিতে নেমেছে বিসিবি। ✅

একসময় আয়েশ করে ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন আহমেদ। হঠাৎ চোখ গেল স্কোরবোর্ডে—দেখেন নেই ৫ উইকেট! মুহূর্তেই বুঝে যান, ব...
02/07/2025

একসময় আয়েশ করে ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন আহমেদ। হঠাৎ চোখ গেল স্কোরবোর্ডে—দেখেন নেই ৫ উইকেট! মুহূর্তেই বুঝে যান, বড় বিপদে পড়েছে দল।

চার মাস পর মাঠে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন—৪৭ রানে ৪ উইকেট। পারফরম্যান্স অনুযায়ী দিনটি হতে পারত উদ্‌যাপনের। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাফল্যের গল্প নয়, শুনিয়েছেন হতাশার কাহিনি।

শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। একসময় ১ উইকেটে ১০০ রান ছিল দলের সংগ্রহ। শান্ত-তানজিদ মিলে গড়েছিলেন ৭১ রানের জুটি। কিন্তু নাজমুল হোসেন শান্ত রানআউট হওয়ার পর হঠাৎ করেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ছিটকে যায় ম্যাচ থেকে।

তাসকিন জানান, দুই সেট ব্যাটার ফেরার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তার ভাষায়, ‘তামিম (তানজিদ) আউট হওয়ার পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর যে আউটগুলো হয়েছে, কিছুটা অপ্রত্যাশিত ছিল। যেভাবে আউট হয়েছি, এতটা বাজে দল আমরা নই। সবারই সামর্থ্য আছে। কিন্তু ওই বিপর্যয়টাই আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়।’

প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বড় ব্যবধানে ৭৭ রানে হার মানতে হয় লঙ্কানদের কাছে।

প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ গড়েছে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের ...
02/07/2025

প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ গড়েছে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৭৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল হোসেন শান্তদের।

এর আগে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। টাইগার পেসারদের দাপটে ২৯ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। তবে চারিথ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি (🔥 ১২৩ বলে ১০৬ রান) দলকে টেনে তোলে লড়াকু সংগ্রহে। বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৪টি এবং তানজিম সাকিব নেন ৩টি উইকেট।

জবাবে ভালো শুরু করেও নিয়মিত উইকেট হারিয়ে ছন্দ হারায় টাইগার ব্যাটিং। তানজিদ হাসানের ফিফটি (🪙 ৬২ বলে ৬১) এবং শেষ দিকে জাকের আলী অনিকের ৫১ রানের ইনিংসও রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। একপর্যায়ে ১০০/১ থেকে স্কোর দাঁড়ায় ১০৫/৮! হাসারাঙ্গা একাই গুঁড়িয়ে দেন মিডল অর্ডার (🔥 ৪ উইকেট, মাত্র ১০ রান দিয়ে)।

📊 সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা 🏴 244 all out (49.4 ovs)
👉 আসালাঙ্কা 106, কুশল 45
👉 তাসকিন 4/45, তানজিম 3/44

বাংলাদেশ 🇧🇩 167 all out (34.5 ovs)
👉 তানজিদ 61, জাকের 51
👉 হাসারাঙ্গা 4/10, কামিন্দু 3/19

📅 সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

শেষ ৮ ইনিংসে লিটনের ব্যাটিং গড় ১.৮৬, সাথে আছে ফ্রী চার ডাক 🥴
02/07/2025

শেষ ৮ ইনিংসে লিটনের ব্যাটিং গড় ১.৮৬, সাথে আছে ফ্রী চার ডাক 🥴

চার বলে ডাক মেরে আউট হলেন লিটন দাস । লাস্ট ৬ ম্যাচে ৪ ডাক লিটনের 😂
02/07/2025

চার বলে ডাক মেরে আউট হলেন লিটন দাস । লাস্ট ৬ ম্যাচে ৪ ডাক লিটনের 😂

Address

Mirpur
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when My Sports Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share