Sultaans । সুলতানস

Sultaans । সুলতানস Your Multimedia Solution

ক্যামেরাবিজ্ঞানী হাসান ইবনে আল-হাইসামকে বন্দি করা হলো। তাকে বন্দি করলেন মিশরের বাদশাহ। ছোট একটা ঘরে আটকে রাখা হলো তাকে। ...
28/07/2025

ক্যামেরা
বিজ্ঞানী হাসান ইবনে আল-হাইসামকে বন্দি করা হলো। তাকে বন্দি করলেন মিশরের বাদশাহ। ছোট একটা ঘরে আটকে রাখা হলো তাকে। কোনো জানালা ছিল না সে ঘরে। আলোও ছিল না তেমন। অন্ধকার। ইবনে হাইসাম হঠাৎ একদিন ছোট্ট সে ঘরে একটা ছিদ্র দিয়ে আলো আসতে দেখলেন।
অন্ধকার ঘরে ছিদ্র দিয়ে আলো আসা নিয়ে গবেষণা করে বিজ্ঞানের নতুন এক সূত্র আবিষ্কার করলেন তিনি। মানুষের চোখের দৃষ্টি কীভাবে কাজ করে-তার সূত্র আবিষ্কার করলেন ইবনে হাইসাম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে, আলোর প্রতিসরণ বা ক্যামেরা অবন্ধুরা সূত্র।

বিস্তারিত জানতে ভিজিট করুন:—https://duaalife.com/step/kids/

মোরগ কখন ডাকে এবং কেন ডাকে?গ্রামাঞ্চলের মানুষের ভাষ্য ও অভিজ্ঞতা মতে, মোরগ সাধারণত ভোররাতে ডাকে। আবু হুরায়রা (রা.) থেকে ...
27/07/2025

মোরগ কখন ডাকে এবং কেন ডাকে?
গ্রামাঞ্চলের মানুষের ভাষ্য ও অভিজ্ঞতা মতে, মোরগ সাধারণত ভোররাতে ডাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহতায়ালার কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করবে। কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর যখন তোমরা গাধার ডাক শুনবে, তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কারণ গাধা শয়তান দেখতে পায়। '১৭জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের জৈবঘড়ি বিশেষজ্ঞ তাকাশি ইউশিমুরা ও তার সহকারী শুয়োশি ইউশিমুরা মোরগের ডাক নিয়ে গবেষণা করেছেন। তারা দুই গ্রুপ মোরগকে ১২ ঘণ্টা করে দুটি ভিন্ন ভিন্ন আলোতে রেখে গবেষণা করে জানার চেষ্টা করেছেন-কোন মোরগ কখন ডাকে। ফলাফল হিসেবে তারা দেখেছেন-মোরগগুলো দিনের আলো ফোটা অর্থাৎ ভোর হওয়ার ২ ঘণ্টা আগে বাগ দেয় বা ডেকে ওঠে। ১৮

অর্ডার করতে ভিজিট করুন:—https://duaalife.com/step/pm/

কুরাইশদের ব্যবসাবাণিজ্যগত ঐতিহ্যতৎকালে ব্যবসাবাণিজ্য ছিল আভিজাত্যের পেশা। ঐতিহ্যগত অভিধা। অভিজাত বংশের দক্ষ-মেধাবী সদস্য...
27/07/2025

কুরাইশদের ব্যবসাবাণিজ্যগত ঐতিহ্য
তৎকালে ব্যবসাবাণিজ্য ছিল আভিজাত্যের পেশা। ঐতিহ্যগত অভিধা। অভিজাত বংশের দক্ষ-মেধাবী সদস্যরা হতেন বণিক। এখনকার মতো তখনো ছোট ও বড় সব ধরনের ব্যবসার প্রচলন ছিল। ব্যবসাবাণিজ্য এতটাই গ্রহণযোগ্য, লাভজনক এবং নিরাপদ পেশা ছিল-অনেক নারীও অংশীদারি পদ্ধতিতে ব্যবসা করতেন। শুধু কুরাইশরা নয়; গোটা মক্কার অন্য অনেকেই ব্যবসা করত। যেহেতু বংশগত দিক থেকে কুরাইশদের প্রাধান্য স্বীকৃত ছিল—তাই সর্বক্ষেত্রে কুরাইশদের নেতৃত্ব চলত। আমদানি ও রপ্তানি-উভয় প্রকারের ব্যবসার বেশ চাহিদা ছিল তৎকালে। ব্যবসার সুবাদে শাম-সিরিয়ার সাথে কুরাইশদের গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল।১৫

বিস্তারিত জানতে ভিজিট করুন:—https://duaalife.com/step/tgem/

22/07/2025
যখন বৃষ্টি নামার সম্ভাবনা থাকে না ঘাস কেটেই তখন রোদেলা দুপুরগুলো পার হয়ে যায়। সেখানে উড়ে চলা পতঙ্গ, ঘুরে বেড়ানো মূষি...
20/07/2025

যখন বৃষ্টি নামার সম্ভাবনা থাকে না ঘাস কেটেই তখন রোদেলা দুপুরগুলো পার হয়ে যায়। সেখানে উড়ে চলা পতঙ্গ, ঘুরে বেড়ানো মূষিক ও পাখ-পাখালিরা স্বাগতম জানায়।
লতাগুল্মাচ্ছাদিত বনভূমি দ্বারা ইউরোপের অনেক বাগানই পরিপূর্ণ। বিশেষত যুক্তরাজ্যের বাগানগুলোতে এমনটি বেশি লক্ষ করা যায়। যদিও মধ্যযুগের ইউরোপে এই বাগানগুলো অভিজাত শ্রেণির বিচারালয় কিংবা সন্ন্যাসীদের আশ্রয়স্থল হিসেবেই ব্যবহৃত হতো। এ ছাড়াও সেখানে স্বপ্রণোদিত হয়ে গড়ে ওঠা ঔষধি বৃক্ষ ও শাকসবজির বিভিন্ন ব্যবহার প্রসিদ্ধ ছিল।
মুসলমানদের জন্য বাগানগুলো সবসময়েই আশ্চর্য আত্মিক প্রশান্তির জায়গা ছিল— কারণ গাছপালা, প্রাণীকুল এসবই মহান প্রভুর আশীর্বাদ ও মহানুভবতা।
ইসলাম আমাদের এগুলোকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিবর্তন, ব্যবহার ও উপভোগের অনুমতি দেয়।
তাই ইসলামি সভ্যতার বাগানগুলো ছিল প্রকৃতিবান্ধব এবং এই সুদৃশ্য বাগানগুলো মানুষের মনে উচ্চ মর্যাদার অনুভূতি সৃষ্টি করে। ইডেনের মতো স্বর্গীয় বাগানের
প্রশান্তিময়তা ও সৌন্দর্যের কথা কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে। এগুলোকে সৌন্দর্য, নির্মলতা, ধ্যান ও ভাবনার জন্য আদর্শ জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে।
তাই অষ্টাদশ শতকে স্পেন থেকে ইন্ডিয়া অবধি গোটা মুসলিম বিশ্বে এসব স্বর্গীয় নন্দনকাননগুলোকে গড়ে তোলা হয়েছে। এর একশ বছর পরে আব্বাসীয়রা তাদের নিজেদের নকশা প্রণয়ন করতে শুরু করে।
সেই অনুযায়ী পার্সিয়া, স্পেন, সিসিলি এবং ইন্ডিয়ায় বাহিরের জগৎ থেকে প্রশান্তি দিতে জ্যামিতিক ফুলের বাগিচা, অগভীর খাল ও ঝরনার সাহায্যে এসব বাগান গড়ে তোলা হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুন:—https://duaalife.com/step/1001/

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমার খালাম্মা একবার রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগলের ক...
20/07/2025

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমার খালাম্মা একবার রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগলের কাঁধের গোশত ও দুধসহ কিছু খাবার হাদিয়া পাঠালেন। তিনি খাবারগুলো দস্তরখানার ওপরে রাখলেন।
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন এবং ছাগলের গোশত খেলেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন:—https://duaalife.com/step/pm/

Address

House : 40/42, Road : 05, Block : E, Aftab Nagar, Badda
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 23:45
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801810011125

Alerts

Be the first to know and let us send you an email when Sultaans । সুলতানস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultaans । সুলতানস:

Share

Category

বাজারের সর্বচ্চ ছাড়ে মাত্র ১৪৪৪/- টাকায় পাচ্ছেন শুধুমাত্র Sultaans -এ...

কুরআনে বর্ণিত ৩০ জন নবী-রাসূল ও আসহাবুল কাহাফের জীবনী সিরিজ

#কসাসুল_কুরআন (১-১১ খণ্ড)

বাজারের সর্বচ্চ ছাড়ে মাত্র ১৪৪৪/- টাকায় পাচ্ছেন শুধুমাত্র Sultaans -এ...

এক্ষুনি অর্ডার করুন: +8801856144441