Suvo roy

Suvo roy I am suvo roy. I am professional digital marketer.

Udemy কি ?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে...
15/01/2024

Udemy কি ?
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

https://www.udemy.com

কেন Udemy ?
যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।

ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।

এখন আসি আসল কথা এতক্ষণ অনেক বকবক করলাম যা বাস্তবতা আপনি টের পাবেন এবং এটা বলা নিজের দায়িত্ব মনে করে বললাম । যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ । এখানে বিভিন্ন প্রফেশনাল লোক গুলো বিভিন্ন ভিডিও কোর্স তৈরী করে থাকেন এবং এখানে আপনাকে টাকা ইনকামের লোভ দেওয়া হবে না , তারা আপনাকে শুরুতে লোভ দিবে কি কি শিখব তার কোর্সে কারণ তারা আপনাকে সত্যি শিখাতে এসেছে এবং এর ফলে কিছু ডলার নিয়ে থাকে । আমরা অনেকেই জানি , Udemy একটি পেইড অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম , এখানে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে Udemy যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট এবং এখানে ডলারে বিভিন্ন কোর্স কিনতে হয় আর যা আমাদের দেশের মর্ধবৃত্তদের জন্য কষ্টের ।

কিন্তু চিন্তা নেই আমি আজকে দেখাব কিভাবে Udemy বিভিন্ন কোর্স গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এটি শুধু তাদের জন্য তারা কোর্স গুলো কিনার সার্ম্থ্য রাখে না কিন্তু দয়া করে যাদের সার্ম্থ্য আছে তারা কোর্স গুলো নিবেন অবশ্যই আপনার শিক্ষকের দাম দেওয়া উচিত সম্মানি দেওয়া উচিত । আগেই বলছি এই ইন্টারন্যাশনাল একটি সাইট তাই প্রায়ই কোর্স গুলোই ইংরেজি তে হয়ে থাকে কিন্তু এতে কোন ভয়া পাবার কারণ নাই যারা মোটামুটি ইংলিশ জানে বুঝে তারা সহজেই ভিডিও গুলো বুঝতে পারবেন আর যদি ইংলিশ এইটুকু ও না বুঝেন তাহলে আগে এটা বজবুত করে তারপর এখানে আসেন । আর যদি ইংলিশ ভিডিও দেখে শিখতে না পারেন তাহলে ইউটিউবে প্রায়ই বিষয় গুলোর উপর ভিডিও আছে সেগুলো দেখে শিখতে থাকুন ইংলিশ যখন বুঝতে শিখবেন তখন এই কোর্স গুলো করতে পারেন ।

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা !ডিজিটাল মার্কেটিং কি??সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ...
11/01/2024

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা !

ডিজিটাল মার্কেটিং কি??
সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।

ডিজিটাল মার্কেটিং -এর বিভিন্ন পদ্ধতি:-

ডিজিটাল মার্কেটিং কি কি ধরনের ও কত প্রকারের হতে পারে:

1️⃣ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
2️⃣ সোশ্যাল মিডিয়া মার্কেটিং
3️⃣ কন্টেন্ট মার্কেটিং
4️⃣ ইমেইল মার্কেটিং
5️⃣ ইনফ্লুয়েন্সার মার্কেটিং
6️⃣ অ্যাফিলিয়েট মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাঃ

আপনি এতো সময় যেহেতু এই আর্টিকেল টা মন দিয়ে পড়েছেন যেহেতু ধরেই নিলাম আপনার অনলাইন বিজনেস রয়েছে। এখন এই অনলাইন বিজনেস এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কত টা প্রয়োজন সেটাও জেনে নিন।

মানুষ এখন আর দোকানে গিয়ে ঘুরে ঘুরে কেনা কাটা করে না বরং সেই সময় টা কে কোনো প্রোডাক্টিভ কাজে ব্যয় করে। এই শ্রেণির মানুষ কেনাকাটার জন্য সম্পূর্ণ অনলাইন এর উপর নির্ভরশীল। তাই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে আপনার অনলাইন বিজনেস এর মার্কেটিং করা টা খুব জরুরি। বর্তমান বিশ্বে ২ বিলিয়ন এর বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। দিন দিন এই সংখ্যা টা ২বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। আর প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে।

যত মানুষ মোবাইল ফোন ব্যবহার করবে যত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও বাড়বে এবং ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রায় ৫৫% মানুষ কেনা কাটা করে থাকে। তাই আপনার অনলাইন বিজনেস কে সবার কাছে পৌঁছাতে চাইলে বিজনেস এর বিজ্ঞাপন দিন। আর মার্কেটিং করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কে বেঁছে নিন। এর ফলে আপনার বিজনেস সবার কাছে পৌঁছে যাবে এবং আপনার সেল অনেক বেড়ে যাবে। তাই প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বিজনেস এর মার্কেটিং করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অগ্রণী ভূমিকা পালন করে।

04/01/2024

Welcome to🥰
digital marketer 🥰

Address

Belaichondi Bus-stand, Parbotipur, Dinajpur
Dhaka
5250

Opening Hours

Monday 23:55 - 22:00
Tuesday 11:55 - 21:00
Friday 09:00 - 17:00

Telephone

+8801704219469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvo roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suvo roy:

Share