ক সাহিত্য প্রকাশনী

ক সাহিত্য প্রকাশনী আত্ম-মনন গড়ার লক্ষ্যে...

এইযে, শাটল ট্রেনের জনক!জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনার আগামী আরও সুন্দর ও সাবলীল হোক। সাহিত্যের প্রতিটি শ...
07/07/2025

এইযে, শাটল ট্রেনের জনক!
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনার আগামী আরও সুন্দর ও সাবলীল হোক। সাহিত্যের প্রতিটি শাখায় আপনার স্বাক্ষর থাকুক অম্লান!...

শুভ জন্মদিন প্রিয় লেখক 💖

—ইতি
ক সাহিত্য পরিবার

‘দর্পচূর্ণ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সামাজিক জনরার গল্প। যেখানে নারীর আত্মমর্যাদা, সংসারজীবনের টানাপোড়েন এবং স...
27/06/2025

‘দর্পচূর্ণ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সামাজিক জনরার গল্প। যেখানে নারীর আত্মমর্যাদা, সংসারজীবনের টানাপোড়েন এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের সূক্ষ্ম দ্বন্দ্ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূখ্য চরিত্র নরেন্দ্র। একদিকে সে সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে লিখে যাচ্ছে যতটা সম্ভব। অন্যদিকে আর্থিক টানাপোড়েনে দিনাতিপাত করতে হচ্ছিল তাকে। অপররদিকে স্ত্রী ইন্দুমতী ছিলো ধনাঢ্য পরিবারের সন্তান। একই সাথে যেমন শিক্ষিতা তেমনই ছিলো আত্মসম্মানবোধী। ইন্দুর চরিত্রের মাধ্যমেই লেখক দেখিয়েছেন, নারী কেবল ভালোবাসা নয়— সম্মান, স্বাধীনতাও চায়। এ গল্পটি বাস্তবতা, আবেগ ও প্রশ্নবোধকতার এক অনন্য মিশ্রণ।

🔸 বই : দর্পচূর্ণ
🔸 লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
🔸 প্রকাশনী : ক সাহিত্য প্রকাশনী
🔸 প্রচ্ছদ মূল্য : ৭০৳

🔸 অনলাইন পরিবেশক : পাঠকের ঠিকানা ও বুকস্টল - Bookstall

আলহামদুলিল্লাহ পাঠকের ঠিকানা বুকশপের মাধ্যমে আমাদের নতুন প্রকাশিত বই ❝দর্পচূর্ণ❞ ও পূর্বের প্রকাশিত ❝শাটল ট্রেনের সুর❞ ব...
25/06/2025

আলহামদুলিল্লাহ পাঠকের ঠিকানা বুকশপের মাধ্যমে আমাদের নতুন প্রকাশিত বই ❝দর্পচূর্ণ❞ ও পূর্বের প্রকাশিত ❝শাটল ট্রেনের সুর❞ বইটি পৌঁছে গেলো সালমান নামক ভাইয়ের কাছে।

ছবি কৃতজ্ঞতা পাঠকের ঠিকানা ও পাঠক সালমান ভাই।

আসসালামু আলাইকুম প্রিয় লেখক/লেখিকা, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ ক সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শ...
06/06/2025

আসসালামু আলাইকুম
প্রিয় লেখক/লেখিকা, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ ক সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা! 🥰

🌙 ঈদ মোবারক

শুভেচ্ছান্তে—
ক সাহিত্য প্রকাশনী টিম

ময়মনসিংহ থেকে ছবি পাঠাইছেন কবি আবু ইউসুফ ভাই 😌 #সুলতানা_বিবির_মাজার
30/04/2025

ময়মনসিংহ থেকে ছবি পাঠাইছেন কবি আবু ইউসুফ ভাই 😌

#সুলতানা_বিবির_মাজার

'শাটল ট্রেনের সুর' বইটি এবারের বই মেলা থেকে নেওয়া। এই নামে যে কোন বই আছে আমি জানতাম না? কলি প্রকাশনীর স্টলটিতে গিয়েছিলাম...
02/04/2025

'শাটল ট্রেনের সুর' বইটি এবারের বই মেলা থেকে নেওয়া। এই নামে যে কোন বই আছে আমি জানতাম না? কলি প্রকাশনীর স্টলটিতে গিয়েছিলাম তূর্জয় শাকিল ভাইয়ের একটা বই নিতে। তার বইয়ের পাশে এতো সুন্দর প্রচ্ছদে ঘেরা বইটা (মানে 'শাটল ট্রেনের সুর' ) দেখে হাতে না নিতে থাকতে পারলাম না। কিছু সময় প্রচ্ছদটা দেখলাম কি সুন্দর প্রচ্ছদ দু'জন প্রেমিক প্রেমিকা রেলওয়ে স্টেশন প্রেম করছে পাশে ট্রেন চলেছে। প্রচ্ছদ এর সাথে নামটাও বেশ মিল। এরপর বই খুলে ফ্ল‍্যাপ এর লিখাটা পড়ে বুঝলাম বইটা বন্ধুমহল নিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস নিয়ে কোন গল্প? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু লিখা তখন মনে হলো লেখক হয়তো আমাদের চট্টগ্রামের কেউ হবে। লেখক পরিচিতি পড়ে আরো অবাক হলাম লেখক শুধু আমার শহরে না আমার এলাকার মানুষ বটে🥰 বই নেওয়া আগে ফ্ল‍্যাপ লেখাটা আর লেখক পরিচিতিটা পড়া আমার অভ‍্যাস। এরপর টুপ করে বইটা সংগ্রহ করে নিলাম।।
বেশ অনেকগুলো দিন ধরে যেদিন থেকে এই বইটা সংগ্রহে নিয়ে বসে আছি, সেদিন থেকে বারবার শুধু এটাই মনে হয়েছে আমি এই বইটি এখনও পড়ছি না কেনো? কেনো আমার পাঠক মন বইটা নিয়ে এখনও পড়ার তোরজোর করছে না? সেই থেকে অপেক্ষায় আমি মাঝেমাঝেই বইটি পড়তে চেয়েছি ‌। অবশেষে এতগুলো দিন পরে আজ বইটি পড়া হলো ।
বইটা পড়তে পড়তে কখন যে বইয়ের মাঝে হারিয়ে গেলাম টেরি পেলাম না। সকাল থেকে টানা বসে পড়া শেষ করেছি। বইটি আমার বেশ ভালো লেগেছে। কেন বেশ ভালো লেগেছে সেটা বলি- প্রথমত বইয়ের গল্পটির সাথে,বইয়ের নামের সাথে, এবং প্রচ্ছদের সাথে এতো মিল যে বেশ ভালো লাগেছে। দ্বিতীয়ত বইটিতে বন্ধুমহল, আড্ডা, ঝগড়া, রাগ, প্রেম, ভালোবাসা, ঘুরাঘুরি সব মিলিয়ে বেশ ভালো লেগেছে বইটা।
তাদের বন্ধুমহলে হুটহাট ঘুরাঘুরিটা বেশ সুন্দর। তাদের বন্ধুমহলের সবাই মিলে পরিকল্পনা করেছিলো সাজেকে ঘুরতে যাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলো ঠিক কিন্তু তারা কি তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছিলো? তারা সাজেকে যাওয়ার পর কি কি করবে আশা করেছিলো তাদের সেই আশা কি পূরণ হয়েছিলো? এসব জানতে হলে আপনাকে কিন্তু 'শাটল ট্রেনের সুর' বইটা পড়তে হবে।

বই: শাটল ট্রেনের সুর
লেখক: ফায়রোজ শাহরিয়ার

"বই সকলের বন্ধু হোক"

রিভিউদাতা : আফরিন চৌধুরী

30/03/2025

আসসালামু আলাইকুম
আমাদের প্রকাশনীর সাথে যুক্ত থাকা সকল লেখক, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে ঈদের শুভেচ্ছা রইল! 🍁
ঈদ মোবারক ⭐💚
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❣️❣️❣️

কোনটা বেশি সুন্দর?
25/03/2025

কোনটা বেশি সুন্দর?

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ ক...
24/03/2025

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, _"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, _"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_

সংগৃহীত

পার্ট টাইম কাজ করার জন্য লোক লাগবে ৬৪ জেলায়। কাজ খুব আহামরি না। তাই স্যালারিও তেমন। পড়াশোনার পাশাপাশি খুব অল্প সময়েই কাজ...
15/03/2025

পার্ট টাইম কাজ করার জন্য লোক লাগবে ৬৪ জেলায়। কাজ খুব আহামরি না। তাই স্যালারিও তেমন। পড়াশোনার পাশাপাশি খুব অল্প সময়েই কাজ করতে পারবেন! হাত খরচ চালানোর জন্য একটা বেস্ট সমাধান হতে পারে আমাদের উদ্যোগটি। আগ্রহী হলে কমেন্ট করুন কিংবা Amir Hamza আইডিতে নক দিন। 🥰

বি.দ্র. ঘরে বসে কোন কাজ নেই আমাদের কাছে!

বোধহয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের একটি হলো কাউকে বুঝিয়ে বলা যে তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।বই : তোহফালেখক : শেহনাজ ...
12/03/2025

বোধহয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের একটি হলো কাউকে বুঝিয়ে বলা যে তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।

বই : তোহফা
লেখক : শেহনাজ ফাতেমা

ফটোগ্রাফি by Sehrish Mehza অনেক অনেক শুকরিয়া ক সাহিত্য প্রকাশনীর বইগুলো দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য 🥰
11/03/2025

ফটোগ্রাফি by Sehrish Mehza
অনেক অনেক শুকরিয়া ক সাহিত্য প্রকাশনীর বইগুলো দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য 🥰

Address

Dhaka

Telephone

+8801873889845

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক সাহিত্য প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category