02/04/2025
'শাটল ট্রেনের সুর' বইটি এবারের বই মেলা থেকে নেওয়া। এই নামে যে কোন বই আছে আমি জানতাম না? কলি প্রকাশনীর স্টলটিতে গিয়েছিলাম তূর্জয় শাকিল ভাইয়ের একটা বই নিতে। তার বইয়ের পাশে এতো সুন্দর প্রচ্ছদে ঘেরা বইটা (মানে 'শাটল ট্রেনের সুর' ) দেখে হাতে না নিতে থাকতে পারলাম না। কিছু সময় প্রচ্ছদটা দেখলাম কি সুন্দর প্রচ্ছদ দু'জন প্রেমিক প্রেমিকা রেলওয়ে স্টেশন প্রেম করছে পাশে ট্রেন চলেছে। প্রচ্ছদ এর সাথে নামটাও বেশ মিল। এরপর বই খুলে ফ্ল্যাপ এর লিখাটা পড়ে বুঝলাম বইটা বন্ধুমহল নিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে কোন গল্প? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু লিখা তখন মনে হলো লেখক হয়তো আমাদের চট্টগ্রামের কেউ হবে। লেখক পরিচিতি পড়ে আরো অবাক হলাম লেখক শুধু আমার শহরে না আমার এলাকার মানুষ বটে🥰 বই নেওয়া আগে ফ্ল্যাপ লেখাটা আর লেখক পরিচিতিটা পড়া আমার অভ্যাস। এরপর টুপ করে বইটা সংগ্রহ করে নিলাম।।
বেশ অনেকগুলো দিন ধরে যেদিন থেকে এই বইটা সংগ্রহে নিয়ে বসে আছি, সেদিন থেকে বারবার শুধু এটাই মনে হয়েছে আমি এই বইটি এখনও পড়ছি না কেনো? কেনো আমার পাঠক মন বইটা নিয়ে এখনও পড়ার তোরজোর করছে না? সেই থেকে অপেক্ষায় আমি মাঝেমাঝেই বইটি পড়তে চেয়েছি । অবশেষে এতগুলো দিন পরে আজ বইটি পড়া হলো ।
বইটা পড়তে পড়তে কখন যে বইয়ের মাঝে হারিয়ে গেলাম টেরি পেলাম না। সকাল থেকে টানা বসে পড়া শেষ করেছি। বইটি আমার বেশ ভালো লেগেছে। কেন বেশ ভালো লেগেছে সেটা বলি- প্রথমত বইয়ের গল্পটির সাথে,বইয়ের নামের সাথে, এবং প্রচ্ছদের সাথে এতো মিল যে বেশ ভালো লাগেছে। দ্বিতীয়ত বইটিতে বন্ধুমহল, আড্ডা, ঝগড়া, রাগ, প্রেম, ভালোবাসা, ঘুরাঘুরি সব মিলিয়ে বেশ ভালো লেগেছে বইটা।
তাদের বন্ধুমহলে হুটহাট ঘুরাঘুরিটা বেশ সুন্দর। তাদের বন্ধুমহলের সবাই মিলে পরিকল্পনা করেছিলো সাজেকে ঘুরতে যাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলো ঠিক কিন্তু তারা কি তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছিলো? তারা সাজেকে যাওয়ার পর কি কি করবে আশা করেছিলো তাদের সেই আশা কি পূরণ হয়েছিলো? এসব জানতে হলে আপনাকে কিন্তু 'শাটল ট্রেনের সুর' বইটা পড়তে হবে।
বই: শাটল ট্রেনের সুর
লেখক: ফায়রোজ শাহরিয়ার
"বই সকলের বন্ধু হোক"
রিভিউদাতা : আফরিন চৌধুরী