Shuvo Rahman

Shuvo Rahman Exploring the beauty of nature and lifestyle, I create stories that inspire and connect.

From scenic trails to cozy corners, my content celebrates life’s simple joys, taking you on a journey through vibrant landscapes and meaningful moments.

27/06/2025

আর কত সহ্য করব?

সেন্টমার্টিন বা টাঙ্গুয়ার হাওর রক্ষায় আমরা সবাই সোচ্চার হচ্ছি, সচেতনতার কাজও কিছুটা হলেও হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অবাক লাগে, খোদ ঢাকা শহরের এক ভয়ংকর বাস্তবতা যেন আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে!

বর্তমানে ঢাকা শহরের গণপরিবহন, বিশেষ করে পুরনো বাস, যেভাবে প্রতিদিন প্রচুর কালো ধোঁয়া নির্গত করছে, তা সত্যিই আতঙ্কজনক। প্রতিটি ট্রাফিক সিগনালে দাঁড়ালে এই বাসগুলো যখন আবার চলতে শুরু করে, মুহূর্তেই চারপাশে গাঢ় কালো ধোঁয়ার দেয়াল তৈরি হয়, যা শুধু দৃষ্টিকটু নয়, বরং সরাসরি শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

এই কালো ধোঁয়া এখন এমন এক প্রকট রূপ নিয়েছে, যা আর উপেক্ষা করার সময় নেই। নাগরিক জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষার স্বার্থে এখনই প্রয়োজন যথাযথ পদক্ষেপ নেওয়ার।

আমরা পরিবেশবান্ধব যানবাহনের কথা বলি, ইলেকট্রিক বাসের স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে আমাদের রাস্তায় চলছে এমন সব বাস, যা প্রতিদিনই আমাদের ফুসফুসের আয়ু কমিয়ে দিচ্ছে।

কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক।
বাস মালিকদের সচেতন করা হোক এবং যেগুলোর অবস্থা সত্যিই বিপজ্জনক, সেগুলো যেন আর সড়কে না নামে।
পরিবেশবান্ধব ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হোক।

চলুন, আমরা নিজের শহরের বাতাসটুকু অন্তত বাঁচিয়ে রাখি।

আকাশ ভরা মেঘ
11/06/2025

আকাশ ভরা মেঘ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category