ক্যাথিওন

ক্যাথিওন °

~ অনিশ্চিত অপেক্ষায় অপেক্ষিত আমি >♡


°
(6)

14/08/2025

জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি হলো: মানুষ মানুষের জন্য কাঁদে অথচ মানুষ দেখেও নাহ…...

10/08/2025

আপনি আসবেন না জেনেও হৃদয়ে আপনার জন্য এক চিরস্থায়ী জায়গা সংরক্ষিত.! 🖤🌸

09/08/2025

সত্যি বলবো? আমি ভালো নেই! বাহির থেকে দেখতে ভালো মনে হলেও ভেতরে আমি ভালো নেই। কতোবার যে একা ঘরের কোণে বসে বসে অপেক্ষা করেছি, নিজের উপর কতো অভিমান করেছি, কতো চিৎকার করেছি। কিন্তু দুনিয়ায় কারো সামনে তা বুঝতে দেইনি। যতোবারই মানুষের সামনে গিয়েছি আমি হেসেছি...❤️‍🩹

Every girl's dream outfit...❤️🕊️✨
07/08/2025

Every girl's dream outfit...❤️🕊️✨

06/08/2025

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইল আপনাকে ভুলে যাইতেছি— নিজেরে মনে হইলো স্বার্থপর।

আবার মনে হইলো সব ভুলে যাওয়া স্বার্থপরতা না, কোন কোন ভুলে যাওয়া নিজের প্রতি দয়া করা।

দুপুরে ভাত খাইতে বসে হঠাৎ মনে হইলো, আপনি আমারে আর ভালোবাসেন না, মনে হইলো আপনাকে দেখিনা অনেকদিন হয়ে গেছে।

মনে হইলো
বুকের ভিতর কিছু দুঃখ থাকা ভালো...!

03/08/2025

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।

চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে।

এত বড় পৃথিবীতে এতটা একা আমি। মাঝেমাঝে মনে হয় আর সম্ভব হচ্ছে না। এভাবে ধুঁকে ধুঁকে আর কতদিন বাঁচা যায়। এমন ছন্নছাড়া হাহাকার করা জীবন কখনোই চাইনি আমি। কখনো'ই নাহ্!!

01/08/2025

In this moment, I saw my whole future in one dress.🖤

Where are you? Where is your love? Why did you love me so much? Why did you leave me again?? You know how much I love yo...
31/07/2025

Where are you? Where is your love? Why did you love me so much? Why did you leave me again?? You know how much I love you, but why? Why did you do this?? I can't bear it anymore. I still cry for you every night. Tell me how I can't forget you, all your memories Every moment I remember again and again, how will I forget? How will I forget your memories?? Tell me... 💔😭

29/07/2025

ব্যাডা মানুষ দেখলেই অটোমেটিক কপাল কুঁচকে যায়। এর সমাধান কী?

মাফ করে দেবো?আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম…কিন্তু আমাকে কেন কষ্ট দিলেন?আমাকে কেন ছেড়ে গেলেন?আমার ভালোবাসায় কি কোনো কমতি ছ...
28/07/2025

মাফ করে দেবো?
আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম…
কিন্তু আমাকে কেন কষ্ট দিলেন?
আমাকে কেন ছেড়ে গেলেন?
আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিলো?
আমাকে কেন একটু বোঝার চেষ্টা করলেন না?
আপনি তো নিজে এসেছি'লেন, তাহলে
আমার সাথে কেন এমন করলেন?
এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন?
‘মাফ করো’ বললেই কি মাফ করা যায়?
ভালো তো আমিও বাসতাম,
আমি তো কোনো কমতি রাখিনি,
তবে কেন আমাকে কষ্ট দিলেন?
শুধু এই কথাগুলোর উত্তর খুঁজে বেড়াই আজও!
আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম না?
সবশেষে বলবো—আমার কোনো অভিযোগ নেই আপনার কাছে।
শুধু বলবো—ভালো থাকবেন আর… মাফ?
ভালোবাসার মানুষের প্রতি রাগ থাকে না,
থাকে শুধু অভিমান। 😊❤️‍🩹

Address

Maona
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাথিওন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share