Omi's Mind

Omi's Mind I want to please and benefit people around
(1)

أينَ الجَمالُ، وأينَ اللَّونُ والنَّسَبُ؟কোথায় সেই সৌন্দর্য, আর কোথায় সেই গায়ের রঙ ও বংশমর্যাদা?أينَ اللُّغاتُ، وأينَ...
08/10/2025

أينَ الجَمالُ، وأينَ اللَّونُ والنَّسَبُ؟
কোথায় সেই সৌন্দর্য, আর কোথায় সেই গায়ের রঙ ও বংশমর্যাদা?
أينَ اللُّغاتُ، وأينَ الجاهُ والرُّتَبُ؟
কোথায় সেই (একাধিক) ভাষা, আর কোথায় সেই সম্মান ও পদমর্যাদা?
أينَ الثَّراءُ، وأينَ المالُ مَكنَزُهُ؟
কোথায় সেই প্রাচুর্য, আর কোথায় সেই সঞ্চিত সম্পদ?
أينَ التَّكَبُّرُ، وأينَ اللَّهوُ والطَّرَبُ؟
কোথায় সেই অহংকার, আর কোথায় সেই খেল-তামাশা ও আনন্দ-ফুর্তি?

পবিত্র কুরআনের আয়াত:
﴿إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ﴾
(হে নবী) নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল।
– সূরা আয-যুমার, আয়াত ৩০

- ইনসানের কোমল ছোঁয়া

゚viralシfypシ゚ ゚viralシ

আল্লাহ বলেন তুমি হয়তো আমাকে অনেকবার ডেকেছো।আর ডাকতে ডাকতে এখন চুপ হয়ে গেছো। হয়তো কষ্টে  আমাকে আর ডাকতেও পারছো না। কিন্তু...
07/10/2025

আল্লাহ বলেন তুমি হয়তো আমাকে অনেকবার ডেকেছো।
আর ডাকতে ডাকতে এখন চুপ হয়ে গেছো। হয়তো কষ্টে আমাকে আর ডাকতেও পারছো না। কিন্তু আমি জানি এই নিরবতা আর এই নিরব কান্না।

এবং এই নিরব কান্নার মাঝে তুমি কি চাও।

আমি শুধু মুখের শব্দ শুনি না আমি হৃদয়ের ভাষাও বুঝি।

তুমি চাইলেও আবার না চাইলেও আমি তোমার খবর রাখি। কারন আমি অসীম দয়াময়। আমি তোমার নিরব প্রার্থনাকে বৃথা যেতে দেই না।

তুমি হারিয়ে গেলে আমি তোমাকে পথ দেখাই। অন্ধকারে পড়ে গেলে আমি তোমার জন্য আলোর ব্যাবস্থা করে দেই। তুমি যখন ভাবো তোমার দিকে কেউ নাই তখন আমি আল্লাহ বলি আমি তোমার সাথে আছি।

কারণ আমি তোমার রব আমি তোমার রিজিকের মালিক আমি তোমাকে ছেড়ে যাই নাই।

゚viralシfypシ゚ ゚viralシ

আমরা কোথায় আছি?১.সালাত একটা আবশ্যকীয় ইবাদত। ফজরে ২-৩ কাতারের বেশী হয় না অথচ আজ জুম্মাতে তিন তলা কানায় কানায় পূর্ণ হয়ে যা...
06/10/2025

আমরা কোথায় আছি?

১.সালাত একটা আবশ্যকীয় ইবাদত। ফজরে ২-৩ কাতারের বেশী হয় না অথচ আজ জুম্মাতে তিন তলা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। মুয়াজ্জিন এর মাধ্যমে এই সালাতের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছে।

২. শেষ কবে আমরা কুরআন তিলাওয়াত করেছি? তাফসীর বোঝার চেষ্টা করেছি?

৩. স্ত্রী,কন্যার পর্দার কি অবস্থা?

৪. ঘরে দ্বীনের পরিবেশের কি অবস্থা? সিনেমা, নাটক, সিরিয়াল, গান? দ্বীনি আলোচনা? কবর, জান্নাত, জাহান্নাম?

৫. ছেলেমেয়েদের শিক্ষার কি অবস্থা? সহ শিক্ষা? কার সাথে মিশছে? তাদের সালাতের কি অবস্থা?

৬. অর্থ আছে কিন্ত হজ্বের কি অবস্থা? জাকাত, সাদাকা??

৭. বয়স ৪০ পেরিয়েছে কিন্ত এখনো দাড়ি বড় করতে দিচ্ছি না। অন্যান্য সুন্নাহের কি অবস্থা। নবীজী সাঃ এর জীবনকে কতটুকু গ্রহণ করেছি? কোনটা প্রিয়? ইসলাম নাকি পশ্চিমা তথাকথিত আধুনিকতন্ত্র।

৮. সুদের কার্যক্রম, ঘুষের লেনদেন, অন্যদের হক্বের কি অবস্থা?

আসুন, নিজেকে আয়নার সামনে দাঁড় করাই। এখনি মারা গেলে আমার কি হবে?

゚viralシfypシ゚ ゚viralシ

ঘুমের নেশা ভেঙে  ফজরের নামাজে দাঁড়ানো হলো প্রকৃতো  ঈমানদারের সৌন্দর্য।।       ゚viralシfypシ゚  ゚viralシ
06/10/2025

ঘুমের নেশা ভেঙে ফজরের নামাজে দাঁড়ানো হলো প্রকৃতো ঈমানদারের সৌন্দর্য।।

゚viralシfypシ゚ ゚viralシ

03/10/2025

নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি।

30/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

30/09/2025

What a rain

゚viralシfypシ゚ ゚viralシ

Sometimes to convey importance... There is a need to create distance... ゚viralシfypシ゚  ゚viralシ
30/09/2025

Sometimes to convey importance... There is a need to create distance...

゚viralシfypシ゚ ゚viralシ

আল্লাহর সাথে একবার কথা বলা শিখে গেলে, সব সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকেই আসে 🤲❤️ ゚viralシ            ゚viralシfypシ゚
29/09/2025

আল্লাহর সাথে একবার কথা বলা শিখে গেলে, সব সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকেই আসে 🤲❤️

゚viralシ ゚viralシfypシ゚

Address

Dhaka
1207

Telephone

+8801712659666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omi's Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omi's Mind:

Share

Category