কথা নন্দিতা

কথা নন্দিতা Artist....

কথা নন্দিতা চায় কথার মধ্যে থেকে সুন্দর কিছু গল্প তুলে ধরতে।
(5)

কথা মানেই গল্প, তবে সব কথা থেকেই সুন্দর গল্প তৈরি হয়না। কথা নন্দিতা চায় কথার মধ্যে থেকে সুন্দর কিছু গল্প তুলে ধরতে। হতে পারে সেটা আপনার বাস্তব জীবনের গল্প বা কোনো লেখকের লেখা কাল্পনিক গল্প।


Facebook Group
https://www.facebook.com/groups/kotharkothaofficial....................

page
https://www.facebook.com/kathanandita/......................

Youtube
https://www.youtube.com/c/sbstudio1jgphotogallery2kathanandita3bbfun

সুখী মানুষেরা কেন সুখী জানেন? সবাই তাকে সুখ দেয় বলে সে সুখী না, বরং সবকিছুতে সে সুখ অনুভব করে বলেই সে সুখী।
31/07/2025

সুখী মানুষেরা কেন সুখী জানেন?
সবাই তাকে সুখ দেয় বলে সে সুখী না, বরং সবকিছুতে সে সুখ অনুভব করে বলেই সে সুখী।

28/07/2025

এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা একদিন আপনাকে ভালোবাসেন আর চারদিন আপনাকে মানসিক কষ্ট দিয়ে থাকেন । এই লোক গুলোকে নার্সিসিষ্ট পার্সোনালিটির লোক বলতে পারেন ।কারন এরা ভয়ংকর ভাবে আপনাকে তার মাইন্ড গেইমের কন্টেইন্ট বানিয়ে নিজের মনের সেটিসফেকশন নিবে।

বুকটা কেটে তার ভেতরে সন্তানকে রেখে দিতে মন চাচ্ছে,  যেন কোন বিপদ ওকে ছোয়ার আগে আমার সামনে দাড়ায়। এই কষ্টের 'গভীরতা' মাপা...
25/07/2025

বুকটা কেটে তার ভেতরে সন্তানকে রেখে দিতে মন চাচ্ছে, যেন কোন বিপদ ওকে ছোয়ার আগে আমার সামনে দাড়ায়।

এই কষ্টের 'গভীরতা' মাপার সাহস নেই, এই কষ্টের 'সমব্যাথিত' হওয়ারও সুযোগ নেই।
সন্তানের লা*শ বুকে নেওয়ার মত বেদনা.........
এ বেদনার ভার সহ্য করা কি যায় হে ঈশ্বর..?!
হে সৃষ্টিকর্তা, তুমি যাদের এই বিশাল আকাশ সমান কষ্ট দিলে, সেই কষ্ট আমৃত্যু বয়ে যাওয়ার শক্তি ও তাদের দিও।

যখন প্রায় আড়াই মাসের বেবিটা Miscarriage হল তখনকার সেই যন্ত্রণা মুখে বলেও বোঝানো সম্ভব না আমার। তাকে তো বুকেও নেয়নি, ছুয়েও দেখিনি, শুধু দেখেছি এক টুকরো রক্তপিণ্ডের আকৃতি। তবুও কতরাত ঘুমাতে পারিনি। বুকের ওপর মনে হত বিশালাকার পাথর নিয়ে আছি। মনে হত যেন ব্যার্থ আমার এ জীবন যে কিনা একটা সন্তানকে রক্ষা করতে পারলো না, বুকে জড়িয়ে নিতে পারলো না।
তার কথা মনে হলে বুকটা কেঁপে কেঁপে ওঠে এতদিন পরেও।

আর আজ কত কত মা-বাবাদের বুকে নিয়ে জড়িয়ে থাকা ছোট ছোট প্রানগুলো তাদের থেকে দূরে চলে গেছে।
হে ভগবান ওই তাজা প্রান, মলিন মুখ, কোমল হাত-পা গুলো তো আর ফিরে আসবে না। তবে তোমার কাছে দুহাত তুলে চাই ওই হাহাকার ভরা বাবা-মায়েদের শক্তি দান করো। তাদের দু-চোখের পাতায় একটুখানি ঘুম দান করো। এই এক জীবন যন্ত্রণা সহ্য করতে পারার মত ক্ষমতা দান করো। তাদের এই দীর্ঘ জীবনসীমা যত তারাতারি পারো ফুরানোর শক্তি দিও।

তুমি সব পারো সৃষ্টিকর্তা!
যা দিলে তা সহ্য করার ধৈর্য দিও।

🌻🌝🌼☀️⭐️🍊🏵️
24/07/2025

🌻🌝🌼☀️⭐️🍊🏵️

ভাবুন, আগুনে জ্বলছেন আপনি, সাহায্যের আকুতি জানাচ্ছেন চারদিকে— কিন্তু সবাই ফোন তুলে ভিডিও করছে। সহমর্মিতা নয়, কৌতূহল আর ভ...
21/07/2025

ভাবুন, আগুনে জ্বলছেন আপনি, সাহায্যের আকুতি জানাচ্ছেন চারদিকে— কিন্তু সবাই ফোন তুলে ভিডিও করছে। সহমর্মিতা নয়, কৌতূহল আর ভাইরাল হওয়ার নেশা।
হায়, আমরা কী ভয়ংকর নিষ্ঠুর এক জাতিতে পরিণত হয়েছি!

🌼
15/07/2025

🌼

26/06/2025

Self care মানে Selfishness না। তাই "না" বলাটা জরুরি। "না" বলা কিন্তু মোটেও রুড বিষয় না। ভালো থাকবেন তখনই যখন নিজের ভালোটা বুঝবেন। আপনিই একমাত্র আপনার নিজেকে সাপোর্ট করতে পারবেন। script : Farhan nahid

23/06/2025

পরিবার দেখে সম্পর্ক তৈরি করুন।

যা কিছুই জীবনে অর্জন করেন না কেন। নিজের সন্তানকে যদি সময় না দেন, সঠিক মানুষ বানাতে না পারেন তাহলে আপনার পুরো জীবনের সমস্...
29/05/2025

যা কিছুই জীবনে অর্জন করেন না কেন। নিজের সন্তানকে যদি সময় না দেন, সঠিক মানুষ বানাতে না পারেন তাহলে আপনার পুরো জীবনের সমস্ত অর্জনই বৃথা যাবে। জীবনে যাই কিছুই করেন না কেন সময় সঞ্চয় করুন। এই সময়ই আপনাকে প্রফিট দিবে। পরিবারের সাথে প্রতিদিন দু'দন্ড গল্প করুন। দেখবেন জীবন কত মধুর.......ঠিক আমার মত 😑😍

28/05/2025

Facebook, Instagram_এ যুগে কিভাবে কাউকে খুশি করবেন 😊
Script - foring camelia

26/05/2025

শুরুতেই যে সমস্যা ঠেকানো যেত সেটা পরে ভয়াবহ রুপ নেয়। তখন আর কিছুই করার থাকে না।

নতুব বছর ১৪৩২
14/04/2025

নতুব বছর ১৪৩২

Address

West Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when কথা নন্দিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথা নন্দিতা:

Share