Govt jobs সরকারি চাকরি

Govt jobs সরকারি চাকরি Was this helpful ?

21/01/2025

সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক—এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক। তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা।

একজন সাইকেল চালক বা হেঁটে চলা ব্যক্তি আসলে কী কী করেন না?

তিনি গাড়ি কেনেন না।

লোন নেন না।

গাড়ির বীমা করান না।

তেল কেনেন না।

গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ের খরচ করেন না।

শারীরিকভাবে সুস্থ থাকেন, ফলে মোটা হন না।

এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্য "ক্ষতিকর"!

কারণ:

তিনি বেশি ওষুধ কেনেন না।

হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না।

তিনি GDP-তে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না।

তার বিপরীতে, একজন ফাস্ট ফুড ব্যবসায়ী কী করেন?

১০ জন হার্টের চিকিৎসক,

১০ জন দাঁতের ডাক্তার,

এবং ১০ জন ওজন কমানোর পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করেন।

আর যারা পায়ে হেঁটে চলেন, তারা তো আরও "ক্ষতিকর"! কারণ, তারা সাইকেলটাও কেনেন না।

শিক্ষণীয় বার্তা:

এটি নিছকই একটি রসিকতার আড়ালে বড় একটি সত্যকে তুলে ধরে—আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো অর্থনীতির কোনো বিশেষ অংশে সরাসরি প্রভাব ফেলে না। তবে এটি সামগ্রিকভাবে সমাজের জন্য উপকারী। আপনার সুস্থতা শুধু আপনার নয়, পরোক্ষভাবে একটি সুস্থ জাতি তৈরিতে সাহায্য করে।

তাই, অর্থনীতির চিন্তা বাদ দিয়ে নিজের স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদেরও সুস্থ থাকার অনুপ্রেরণা দিন!

ধন্যবাদ।

লেখাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।

#জীবন #সফল #অনুপ্রেরণা #সাফল্যে #চাবি #আত্মবিশ্বাস #শক্তি #সময় #ক্ষমতা #সিদ্ধান্ত #আত্মনির্ভর #আত্মসম্মান #আত্মমর্যাদা #সুখ #ব্যক্তিগত #উদ্দেশ্য

16/09/2024
16/09/2024
15/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! H M Yakub Miah, Md Tamim

22/08/2024
18/08/2024

Border Guard Bangladesh (BGB) Civil Job Circular 2024

BGB Civilian Job Circular 2024: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) অসামরিক পদে জনবল নিয়োগ দেয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ ১৯ টি পদে মোট ১৯৬ জনকে নিয়োগ দেবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ০৪ আগষ্ট ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে ২৪ আগষ্ট ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

পদের নাম : ইমাম/আরটি
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : ফাজিল।

পদের নাম : পরিবার কল্যাণ পরিদর্শিকা
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

পদের নাম : কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার/ইলেক্ট্রনিক্স ডিপ্লোমা পাস।

পদের নাম : অফিস সহকারী
পদ সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান।

পদের নাম : ড্রাফট্সম্যান
পদ সংখ্যা : ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

পদের নাম : যানবাহন চালক
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

পদের নাম : কার্পেন্টার
পদ সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪
পদ সংখ্যা : ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান।

পদের নাম : সহকারী ওবিএম ড্রাইভার
পদ সংখ্যা : ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

পদের নাম : ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা : ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান।

পদের নাম : বুটমেকার
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : লস্কর
পদ সংখ্যা : ০২টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : ওয়ার্ড বয়
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : অফিস সহাযক
পদ সংখ্যা : ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/সমমান।

পদের নাম : আয়া
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : মালী
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : মেসওয়েটার
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি পাশ।

পদের নাম : বাবুর্চি
পদ সংখ্যা : ৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/সমমান।

পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদ সংখ্যা : ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/সমমান।

০১ অক্টোবর ২০২৪ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

07/08/2024

আস্থা হারিয়ে ফেলার কারনে পোস্ট করা বন্ধ রাখছিলাম। পরিস্থিতি স্বাভাবিক মনে হলে আবার হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি গুলা প্রকাশ করতে পারবো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt jobs সরকারি চাকরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category