Topdeal

Topdeal Lets all deals to be Topdeal
টপডিলে হোক সব ডিল

বাংলাদেশের সবচেয়ে রিজনেবল অনলাইন শপে আপনাকে স্বাগতম । Topdeal.com.bd এর যেকোনো পন্যই অনলাইন মার্কেটে সবচেয়ে রিজনেবল । আমাদের পন্য ঢাকার ভেতর হোম ডেলিভারী রয়েছে । ঢাকার বাইরে রয়েছে কুরিয়ার বুকিং । যেকোনো সময় অর্ডার করতে ডায়াল করুন 01724720868 নাম্বারে ।

20/09/2025

চোখের ব্যায়াম আপনি করেন তো ?

বলিভিয়ার উয়ুনি মরুভূমির ঠিক মাঝখানে রয়েছে এক বিস্ময়কর স্থাপনা—প্যালাসিও দে স্যাল বা "লবণের প্রাসাদ"। এটি বিশ্বের প্রথম হ...
18/09/2025

বলিভিয়ার উয়ুনি মরুভূমির ঠিক মাঝখানে রয়েছে এক বিস্ময়কর স্থাপনা—প্যালাসিও দে স্যাল বা "লবণের প্রাসাদ"। এটি বিশ্বের প্রথম হোটেল, যা সম্পূর্ণভাবে লবণের ব্লক দিয়ে নির্মিত। দেয়াল, ছাদ, এমনকি টেবিল, চেয়ার ও বিছানাও তৈরি করা হয়েছে লবণ কেটে। সল্ট ফ্ল্যাটের অনন্ত সাদা প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা এই হোটেল ভ্রমণকারীদের দেয় এক ভিন্ন অভিজ্ঞতা। এখানে অবস্থান করলে মনে হয় যেন মানুষ কোনো সাধারণ স্থাপনায় নয়, বরং প্রকৃতির অদ্ভুত এক শিল্পকর্মের ভেতর বসবাস করছে। অতিথিদের জন্য সব আধুনিক সুবিধা থাকলেও কিছু বিশেষ নিয়ম মানতে হয়, যেমন—লবণ নষ্ট এড়াতে ভেতরে পানি ছিটানো বা দেয়াল থেকে লবণ ভাঙা কঠোরভাবে নিষিদ্ধ। তাই বলা হয়, প্যালাসিও দে স্যাল শুধু একটি হোটেল নয়, বরং এটি একটি জীবন্ত জাদুঘর, যেখানে প্রকৃতি ও মানুষের সৃজনশীলতার অনন্য মেলবন্ধন ঘটে।

নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরপলাশীর যুদ্ধের পর বন্দি হয়ে পড়েন নবাব সিরাজউদ্দৌলা। মীর জাফরের নির্দেশে মীরনের লোকেরা তাকে ...
18/09/2025

নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর

পলাশীর যুদ্ধের পর বন্দি হয়ে পড়েন নবাব সিরাজউদ্দৌলা। মীর জাফরের নির্দেশে মীরনের লোকেরা তাকে হত্যা করে। মৃত্যুর পর তার মরদেহ একটি হাতির পিঠে তুলে পুরো মুর্শিদাবাদ শহর ঘুরিয়ে দেখানো হয়। মানুষ শেষবারের মতো তাদের নবাবকে দেখে অশ্রু ধরে রাখতে পারেনি, রাস্তায় রাস্তায় কান্নার রোল পড়ে যায়।

এই সময় তার মা আমেনা বিবি কিছুই জানতেন না। কিন্তু হাতিটি হঠাৎ তার মহলের সামনে এসে দাঁড়ালে তিনি ছেলের লাশ দেখে আর পর্দার আড়ালে থাকতে পারেননি। তিনি দৌড়ে গিয়ে মরদেহের কাছে ভেঙে পড়েন, বিলাপ করতে থাকেন। আশপাশের জনতা তখন উত্তেজিত হয়ে প্রতিশোধের শপথ নিতে উদ্যত হয়, কিন্তু মীর জাফরের সৈন্যরা সবাইকে পিটিয়ে ছত্রভঙ্গ করে এবং আমেনা বিবিকেও জোর করে মহলে ফিরিয়ে নেয়।

এরপর শুরু হয় সিরাজউদ্দৌলার পরিবার ও অনুগতদের ওপর নির্মম হত্যাযজ্ঞ। তার ছোট ভাইকে দুই দেয়ালের মাঝে পিষে মারা হয়। আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ অনুসারীসহ প্রায় তিনশ জনকে হত্যা করা হয়।

সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয় তার হারেমের নারীদের। তাদের একটি নৌকায় তুলে হুগলি নদীর মাঝখানে ডুবিয়ে দেওয়া হয়। তবে লুৎফুন্নেসা বেঁচে যান—কারণ মীর জাফরের ছেলেরা তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, “সে অনেকবার হাতির পিঠে উঠেছে, তাই আর গাধার পিঠে উঠবে না।” জীবনের শেষদিন পর্যন্ত তিনি আর বিয়ে করেননি।

18/09/2025

Morning Math
4*2+1-6=???

আসসালামু আলাইকুমশুভ সকালصباح الخيرGood Morningআজ বৃহস্পতিবার১৮ই সেপ্টেম্বর , ২০২৫ খ্রীস্টাব্দ২৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজর...
18/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
صباح الخير
Good Morning

আজ বৃহস্পতিবার

১৮ই সেপ্টেম্বর , ২০২৫ খ্রীস্টাব্দ
২৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এখন শরৎকাল
আজকের সূর্যোদয়: সকাল ০৫.৪৬মিনিট
আজকের সূর্যাস্ত: সন্ধ্যা ০৫.৫৮মিনিট

🌸 আপনার দিনটি হোক শান্তিময় ও সাফল্যমণ্ডিত।

14/09/2025

নিখোঁজ হউয়া বিমান রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ ৩৭০, যা শনিবার ৮ মার্চ, ২০১৪ তারিখে অদৃশ্য হয়ে গিয়েছিল। মালয়েশিয়ার থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি। ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যকে বহন করেছিল। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের এক ঘণ্টা এবং রাডারে পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশীয় সামরিক রাডারটি প্রায় এক ঘণ্টার পর বিমানটি ট্র্যাক করে, এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত – কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে, ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে, সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

১৯১৯ সালে চুরি হওয়া একটি বিখ্যাত মমি, যার নাম ছিল আপো আন্নু, তাকে গবেষকরা উদ্ধার করতে সক্ষম হন। এই ব্যক্তি প্রায় পাঁচশ ...
14/09/2025

১৯১৯ সালে চুরি হওয়া একটি বিখ্যাত মমি, যার নাম ছিল আপো আন্নু, তাকে গবেষকরা উদ্ধার করতে সক্ষম হন। এই ব্যক্তি প্রায় পাঁচশ বছর আগে মারা যান এবং তার সারা শরীরে সুন্দর ট্যাটু করা ছিল, যার তথ্য পাওয়া গেছে।

অলিভার লার্চের রহস্যময় ঘটনা লোককথার জগতে একটি অত্যন্ত আলোচিত গল্প। বলা হয়, ১৯ শতকের শেষ দিকে শীতকালে রাশিয়ার (আবার কো...
14/09/2025

অলিভার লার্চের রহস্যময় ঘটনা লোককথার জগতে একটি অত্যন্ত আলোচিত গল্প। বলা হয়, ১৯ শতকের শেষ দিকে শীতকালে রাশিয়ার (আবার কোথাও কোথাও আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের) একটি ছোট গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামটির মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। ঘরে ঘরে রান্না করা খাবার টেবিলে অ untouched অবস্থায় পড়ে ছিল, আলমারিতে কাপড়চোপড় ও জিনিসপত্র স্বাভাবিকভাবেই ছিল, এমনকি চুলায় আগুনও তখনও জ্বলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—কোথাও কোনো মানুষের কিংবা পশুপাখির পায়ের ছাপ পাওয়া যায়নি, বরং পুরো গ্রামটি যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছিল। কিংবদন্তি অনুসারে, অলিভার লার্চ নামে এক শিশু প্রথম নিখোঁজ হয়। সে বাড়ি থেকে কূপের দিকে পানি আনতে গিয়েছিল, তখন হঠাৎ চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়—“ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে!”। পরিবারের লোকজন দৌড়ে বের হলেও কোথাও তাকে পাওয়া যায়নি, বরং বরফে শুধু পদচিহ্ন শুরু হয়েছে বাড়ি থেকে, কিন্তু মাঝপথে হঠাৎ করেই তা মিলিয়ে গেছে। এরপর ধীরে ধীরে পুরো গ্রাম রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। গবেষকরা যদিও এই ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাননি এবং একে অধিকাংশ সময়েই লোককথা বা মিথ হিসেবেই বিবেচনা করেন, তবুও এ নিয়ে নানা ধরনের তত্ত্ব রয়েছে—কেউ মনে করেন এটি অতিপ্রাকৃত শক্তির কাজ, কেউ বলেন ভিনগ্রহবাসীর হস্তক্ষেপ, আবার কেউ একে নিছক কল্পকাহিনি বলে উড়িয়ে দেন। তবে এখনো এটি রহস্যের আচ্ছাদনেই ঢাকা রয়েছে এবং অজানার প্রতি মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়।

র‍্যাফ্লেশিয়া (Rafflesia arnoldii) পৃথিবীর অন্যতম বিস্ময়কর ফুল হিসেবে পরিচিত। এটি আকারে অনেক বড় হয়—ব্যাস প্রায় এক মিটার...
14/09/2025

র‍্যাফ্লেশিয়া (Rafflesia arnoldii) পৃথিবীর অন্যতম বিস্ময়কর ফুল হিসেবে পরিচিত। এটি আকারে অনেক বড় হয়—ব্যাস প্রায় এক মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন হয় ১০ কিলোগ্রামের বেশি। তবে ফুলটির সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর তীব্র দুর্গন্ধ, যা পচা মাংসের মতো গন্ধ ছড়ায়। এই কারণে একে অনেক সময় “Corpse Flower” বা মৃতদেহ ফুল বলা হয়। আসলে এই গন্ধই এর বেঁচে থাকার উপায়, কারণ দুর্গন্ধে মাছি ও পোকামাকড় আকৃষ্ট হয়, আর তারাই এর পরাগায়ন ঘটায়। র‍্যাফ্লেশিয়ার আরেকটি বিশেষ দিক হলো, এর কোনো ডাঁটা, পাতা বা শিকড় নেই। এটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ, যা টেট্রাস্টিগমা নামের একধরনের লতানো গাছের ভেতরে থেকে খাদ্য ও পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। মূলত ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিওর ঘন জঙ্গলে এই বিরল ফুলের দেখা মেলে। এর সৌন্দর্য যেমন অসাধারণ, তেমনি এর অদ্ভুত বৈশিষ্ট্যও একে প্রকৃতির এক রহস্যময় উপহার করে তুলেছে।

14/09/2025

আপনি জানেন কি???

পৃথিবীতে এমন একটি অদ্ভুত জায়গা রয়েছে, যা দেখলে মনে হবে সেখানে এলিয়েনরা থাকে। এটি ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশনে অবস্থিত। লাভাতে ভরা পুল ও উষ্ণ প্রস্রবণ ইত্যাদির জন্য এ জায়গাটিকে দেখলে অন্য জগতের বলে মনে হয়। এ জায়গায় প্রচুর বিষাক্ত গ্যাস এবং পুকুরের পানিতে অ্যাসিড থাকে।

14/09/2025

Morning Math
8+9-3+2+1=???

আসসালামু আলাইকুমশুভ সকালصباح الخيرGood Morningআজ রবিবার১৪ই সেপ্টেম্বর , ২০২৫ খ্রীস্টাব্দ২০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩০ই ...
14/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
صباح الخير
Good Morning

আজ রবিবার

১৪ই সেপ্টেম্বর , ২০২৫ খ্রীস্টাব্দ
২০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৩০ই ভাদ্র , ১৪৩২ বঙ্গাব্দ

এখন শরৎকাল
আজকের সূর্যোদয়: সকাল ০৫.৪৫মিনিট
আজকের সূর্যাস্ত: সন্ধ্যা ০৬.০২মিনিট

🌸 আপনার দিনটি হোক শান্তিময় ও সাফল্যমণ্ডিত।

Address

179, Bangshal Road
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Topdeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topdeal:

Share