14/09/2025
অলিভার লার্চের রহস্যময় ঘটনা লোককথার জগতে একটি অত্যন্ত আলোচিত গল্প। বলা হয়, ১৯ শতকের শেষ দিকে শীতকালে রাশিয়ার (আবার কোথাও কোথাও আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের) একটি ছোট গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামটির মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। ঘরে ঘরে রান্না করা খাবার টেবিলে অ untouched অবস্থায় পড়ে ছিল, আলমারিতে কাপড়চোপড় ও জিনিসপত্র স্বাভাবিকভাবেই ছিল, এমনকি চুলায় আগুনও তখনও জ্বলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—কোথাও কোনো মানুষের কিংবা পশুপাখির পায়ের ছাপ পাওয়া যায়নি, বরং পুরো গ্রামটি যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছিল। কিংবদন্তি অনুসারে, অলিভার লার্চ নামে এক শিশু প্রথম নিখোঁজ হয়। সে বাড়ি থেকে কূপের দিকে পানি আনতে গিয়েছিল, তখন হঠাৎ চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়—“ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে!”। পরিবারের লোকজন দৌড়ে বের হলেও কোথাও তাকে পাওয়া যায়নি, বরং বরফে শুধু পদচিহ্ন শুরু হয়েছে বাড়ি থেকে, কিন্তু মাঝপথে হঠাৎ করেই তা মিলিয়ে গেছে। এরপর ধীরে ধীরে পুরো গ্রাম রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। গবেষকরা যদিও এই ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাননি এবং একে অধিকাংশ সময়েই লোককথা বা মিথ হিসেবেই বিবেচনা করেন, তবুও এ নিয়ে নানা ধরনের তত্ত্ব রয়েছে—কেউ মনে করেন এটি অতিপ্রাকৃত শক্তির কাজ, কেউ বলেন ভিনগ্রহবাসীর হস্তক্ষেপ, আবার কেউ একে নিছক কল্পকাহিনি বলে উড়িয়ে দেন। তবে এখনো এটি রহস্যের আচ্ছাদনেই ঢাকা রয়েছে এবং অজানার প্রতি মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়।