05/11/2025
প্রেম করবেন কি করবেন না সেটা নির্ভর করে আপনার মানসিক অবস্থার উপর, যদিও ব্যাপারটা আপেক্ষিক।
তবে মেয়েদের ফিটনেস ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজের প্রতি যত্ন করতে না পারলে,নিজেকে ধরে না রাখতে পারলে কিছুই লংলাস্টিং হবে না।
বুঝতে হবে,মেয়েদের রূপ যেহেতু মুখ্য।
অনেকেই বলবেন–
"এত কিছুর পরেও বয়ফ্রেন্ড/ হাজবেন্ড আমাকে চায় না।"
আপনাকে চাইবে কেমনে?
আপনার মানসিকতার উন্নতি না হইলে শরীর দিয়া সে কি করবে?
এর চেয়ে চকচকে শরীর হোটেলেও পাওয়া যায়।
নিজেকে ধরে রাখার পাশাপাশি আপনি যোগ্য হন, সবাই পা এর নিচে থাকবে।
সবার ক্ষেত্রেই– ভালোবাসা অতিরিক্ত প্রকাশ করতে নেই।
আর মেয়েদের তো গোপন রাখতে হয়।
অবশ্যই আপনাকে স্পেশাল মোমেন্ট ছাড়া মোস্ট অফ দা টাইম ইগনোর করতে হবে;
না হয় বেডা মাইনষের কাছ থেকে কখনোই এটেনশন পাওনের আশা করবেন না।
আবেগী মেয়ে যেখানে এত সস্তা, সেখানে ছেলেরা নিজেদের কেন পুশ করবে?
একটা বুদ্ধিমান ছেলের কাছে সবচাইতে সস্তা খেলনা হল আবেগি বেডি।
আপু,বেশি ঢলে পড়লে হেরে যাবেন।
নিজের উপর ইনভেস্ট করেন,বাকি পাজেলের টুকরাগুলো নিজ থেকে এসে জোড়া লাগবে।
তা না হলে শূন্যের সাথে যত কিছুই গুণ দিন,গুণফল শূন্যই হয়।
ভ্যালু এমন একটা জিনিস,
যোগ্যতায় আসতে পারলে আপনি সোনা, ঠিক বিপরীত হইলে আবর্জনা।
কিছুই না পারলে আপনি বাতিলের খাতার দিকে ধাবিত হচ্ছেন।