21/09/2025
পরিবার মানবে না এসব পরিকল্পনা বাদ দেন!
আমি বলবো আপনি চাইলে সব সম্ভব!
কারণ মানুষ পারে না এমন কোন কাজ নাই এই পৃথিবীতে! শুধু এইটুকুই যে একটু কষ্ট করতে হয় ভালোবাসার মানুষটাকে পেতে হলে!
ওহে পুরুষ, ভালোবাসার মানুষটাকে পেতে হলে টাকার প্রয়োজন পড়ে না; শুধু দরকার এক বুক ভালোবাসা! যদি ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও, মানুষটাকে আপনি পাবেন!
ওই যে কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয়!
ভালোবাসায় ছেড়ে যাওয়ার কোনো অজুহাত নেই! যে প্রকৃত ভালোবাসে সে তার প্রিয় মানুষ টার জন্য পরিবার কেন পৃথিবীর বিরুদ্ধেও চলে যায়! তার কেবল একটাই কথা সবকিছুর বিনিময়ে আমি ভালোবাসার মানুষটা কে পেতে চায়!
এর মাঝে যারা পরিবারের অজুহাত, ক্যরিয়ারের অজুহাত দেখিয়ে কিংবা নানান রকম সমস্যার কথা বলে চলে যায়, তারা কখনো ভালবাসেনি!
ভালবাসলে মানুষ ভালোবাসা হারাতে দেয় না! ফ্যামিলির চাপে যে মেয়েটি ছেলেটার হাত ছেড়ে দেয়! ফ্যামিলির অজুহাত দিয়ে যে ছেলেটি কে ফেলে রেখে চলে যায়; সে ভালোবাসা কখনো কারো জীবনে না আসুক!
ভালোবাসা তো এমন হওয়া উচিত...
যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত ধরে পাশে থাকবে! শত বাঁধা, শত ঝামেলা সবকিছু অতিক্রম করে ভালোবাসার মানুষটি কে তার আপন করে নিবে!
সবশেষে এটাই বলবো; একটা ছেলের বুকে মেরে ছুরির আঘাত; নারী তুমি কখনো দিও না ফ্যামিলির অজুহাত!