
15/12/2024
**খিলক্ষেত নিকুঞ্জ ২ এবং টানপাড়া এলাকায় মার্কিন বাবুর দলের চাঁদাবাজি,ছিনতাই, মুক্তিপণ ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার বাসিন্দারা অসহ্য ও অতিষ্ঠ**
আপনারা কি নীচের মানুষ টাকে চিনেন? নাম হলো, এমদাদুল ইসলাম বাবু ( মার্কিন বাবু) নামে পরিচিত, সে নিজেকে বিএনপির একজন নেতা হিসেবে পরিচয় দেয় সকলকে অথচ সে কোন সময় এরুপ যোগ্যতায় ছিল কিনা সন্দেহ। কিন্তু সে এরুপ পরিচয় দিয়ে খিলক্ষেত নিকুঞ্জ ২ ( টানপাড়া সহ) এলাকায় তার ২০/৩০ জনের দলবল নিয়ে প্রতিনিয়ত এলাকার নীরিহ ও শান্তিপূর্ণ লোকজন থেকে চাঁদাবাজি ছিনতাই করে যাচ্ছে এমন কি বাসা বাড়ীতে গিয়েও হামলা ভাংচুর চালায়ে এবং মানুষ কে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে, প্রান নাশের হুমকি সহ মুক্তিপনও আদায় করার মত মারাত্মক ও ভয়ানক অপরাধ ও অন্যায় অবৈধ ভাবে জোর জুলুম অপকর্ম করে যাচ্ছে।। এর কারণে মানুষ ভয়ে আতংকে মূখও খুলতে পারছে না।
এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষ শান্তি তে ও স্বস্তি তে সব সময় বসবাস করতে চাই কিন্তু এরূপ মাস্তানী চাঁদাবাজি ছিনতাই মুক্তিপণ আদায় জোর জুলুম করার কারনে সাধারণ মানুষ অসহনীয় ও অতিষ্ঠ হয়ে গেছে।।
এর দ্রুত প্রতিকার ও প্রতিরোধের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনের সকল ধরনের সর্বউচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে নিন্মের ছবি ওয়ালাকে ও তার গ্রুপের বিরুদ্ধে কঠিন আইন গত ব্যবস্হা নিয়ে গ্রেফতার করতঃ কঠিন শাস্তির জোর দাবি জানাচ্ছি, যাতে অত্র এলাকার লোকজন শান্তি তে ও স্বস্তি তে বাস বাস ও রাস্তা ঘাটে চলাফেরা করতে পারে সেই দিকে কঠিন পদক্ষেপ নেওয়ার সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।।