দৈনিক ২১ প্রতিদিন

দৈনিক ২১ প্রতিদিন The Dainik 21 Pratidin, one of the leading Bengali news media of Bangladesh in both print and online.

দৈনিক ২১ প্রতিদিন, ফেসবুকে এর নিজস্ব পাতা।
এতে থাকছে, দৈনিক সংবাদ ও বিশ্লেষণ এবং রেডিও ও টেলিভিশন অনুষ্ঠান সম্পর্কিত সর্বশেষ খবরাখবর। এর পাশাপাশি অনলাইন পাঠকদের সাথে সামাজিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করা হয় এই পাতায়।

সম্পাদক ও প্রকাশকঃ সুখময় চৌধুরী বাবু

15/12/2024

**খিলক্ষেত নিকুঞ্জ ২ এবং টানপাড়া এলাকায় মার্কিন বাবুর দলের চাঁদাবাজি,ছিনতাই, মুক্তিপণ ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার বাসিন্দারা অসহ্য ও অতিষ্ঠ**

আপনারা কি নীচের মানুষ টাকে চিনেন? নাম হলো, এমদাদুল ইসলাম বাবু ( মার্কিন বাবু) নামে পরিচিত, সে নিজেকে বিএনপির একজন নেতা হিসেবে পরিচয় দেয় সকলকে অথচ সে কোন সময় এরুপ যোগ্যতায় ছিল কিনা সন্দেহ। কিন্তু সে এরুপ পরিচয় দিয়ে খিলক্ষেত নিকুঞ্জ ২ ( টানপাড়া সহ) এলাকায় তার ২০/৩০ জনের দলবল নিয়ে প্রতিনিয়ত এলাকার নীরিহ ও শান্তিপূর্ণ লোকজন থেকে চাঁদাবাজি ছিনতাই করে যাচ্ছে এমন কি বাসা বাড়ীতে গিয়েও হামলা ভাংচুর চালায়ে এবং মানুষ কে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে, প্রান নাশের হুমকি সহ মুক্তিপনও আদায় করার মত মারাত্মক ও ভয়ানক অপরাধ ও অন্যায় অবৈধ ভাবে জোর জুলুম অপকর্ম করে যাচ্ছে।। এর কারণে মানুষ ভয়ে আতংকে মূখও খুলতে পারছে না।
এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষ শান্তি তে ও স্বস্তি তে সব সময় বসবাস করতে চাই কিন্তু এরূপ মাস্তানী চাঁদাবাজি ছিনতাই মুক্তিপণ আদায় জোর জুলুম করার কারনে সাধারণ মানুষ অসহনীয় ও অতিষ্ঠ হয়ে গেছে।।
এর দ্রুত প্রতিকার ও প্রতিরোধের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনের সকল ধরনের সর্বউচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে নিন্মের ছবি ওয়ালাকে ও তার গ্রুপের বিরুদ্ধে কঠিন আইন গত ব্যবস্হা নিয়ে গ্রেফতার করতঃ কঠিন শাস্তির জোর দাবি জানাচ্ছি, যাতে অত্র এলাকার লোকজন শান্তি তে ও স্বস্তি তে বাস বাস ও রাস্তা ঘাটে চলাফেরা করতে পারে সেই দিকে কঠিন পদক্ষেপ নেওয়ার সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।।

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের পৈতৃক বসত ভিটা বাড়ি ঘর দখলের কারণে তীব্র  প্রতিবাদে ...
14/09/2024

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের পৈতৃক বসত ভিটা বাড়ি ঘর দখলের কারণে তীব্র প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে গতকাল বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘর এর পার্শ্বে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট গুনি জনরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তাঁর বেশ কিছু কবিতা আবৃত্তি করে শুনিয়ে এর প্রতিবাদ করেন। আরো উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন দৈনিক একুশ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক, সুখময় চৌধুরী বাবু, তিনি বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস মহোদয় কে অনুরোধ করেন অনতিবিলম্বে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসত বাড়ী ঘর যাতে সুষ্ঠু রক্ষনাবক্ষন হয় তার ব্যবস্হা নিতে। এই সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন আমার প্রিয় বাংলাদেশ এর আহ্বায়ক জনাব রুশো রকিব এবং , এর আয়োজকও আমার প্রিয় বাংলাদেশ সংগঠনটির।।

29/08/2024

জনপ্রশাসন মন্ত্রনালয়ে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদায়নে অসচ্ছতা।।

জন প্রশাসন মন্ত্রনালয়ে শেষ্যের ভিতরে ভুত রয়ে গেছে,গত ৩/৪ দিন আগে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদায়ন করে যে প্রজ্ঞাপন তালিকা প্রকাশ করে নব অতিরিক্ত সচিবদের পোস্টিং দেয়া হয়েছে তাতে অনেক বৈষম্য পরিলক্ষিত। ঐ তালিকায় অনেক সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র দের অতিরিক্ত সচিব পদে প্রমোশন দেওয়া হয়েছে, কেন এরুপ এত বড় বৈষম্য, কেন সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র কর্মকর্তাদের পদন্নোতি করা হলো? এটা কিসের আলামত?
যে বা যাদের দ্বারা এরূপ অসচ্ছ ও অন্যায় কাজ গুলো হয়েছে তাদের অনতি বিলম্বে প্রয়োজনীয় ব্যবস্হা নিয়ে প্রকৃত সিনিয়র, সৎ ও দূর্নীতি মুক্ত করমকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদায়ন করার জোর দাবি জানাচ্ছি।।

বীরশ্রেষ্ট হাসনাত আবদুল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক এখন সিএমএইচে চিকিৎসাধীন।সৃষ্টি কর্তার কাছে মন ...
26/08/2024

বীরশ্রেষ্ট হাসনাত আবদুল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক এখন সিএমএইচে চিকিৎসাধীন।

সৃষ্টি কর্তার কাছে মন ভরে দোয়া আশীর্বাদ করি এই বীরশ্রেষ্ঠ ছেলে ও দেশের গৌরব হাসনাত যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। যারা এরুপ অন্যায় কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্হার জোর দাবি জানাচ্ছি।

10/08/2024

সরাসরি ঢাকা শাহবাগ থেকে লাখো মানুষের গণ জাগরন। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন জ্বালাও পোরাও, মঠ মন্দির ভাংচুরের প্রতিবাদে অবস্হান। দাবী না মানা পর্যন্ত চলবে।।।

এরাই ❤️ জাতির শ্রেষ্ঠ সন্তান।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন এর ৬ সমন্বয়ক।।
06/08/2024

এরাই ❤️ জাতির শ্রেষ্ঠ সন্তান।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন এর ৬ সমন্বয়ক।।

তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএ...
05/08/2024

তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

05/08/2024

ধর্মীয় সংখ্যালঘুদের দাঙ্গা হাঙ্গামা প্রসঙ্গে.....

সনাতনী ধর্মীয় গুষ্টির পাড়া মহল্লা, মঠ মন্দির উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখার দৃষ্টি আকর্ষণ করছি, সকলে সচেতন সজাগ পাহারায় থাকুন।।
বিভিন্ন স্হান থেকে তথ্য পাওয়া যাচ্ছে এক শ্রেনীর দুষ্কৃতকারীর দল সনাতনী দের ঘর- বাড়ি উপাসনালয়ে ভাংচুর,লুটপাট এবং অগ্নি সংযোগ করছে।
ছাত্র ছাত্রী জনতার গণ অভুথানের উচ্ছাস ও উল্লাসের বলি যেন না হয় আমাদের সনাতনী সমাজ।। এই মহা ও ঐতিহাসিক আন্দোলনের বিজয়ী কর্ণধারগণকে তথা সকল বিবেকবান মানুষের প্রতি উক্ত বিষয়ের জন্য জোর দৃষ্টি আকর্ষণ করছি।।
ছাত্র ছাত্রী জনতার এই ঐতিহাসিক আন্দোলনের বিজয়কে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।।

05/08/2024

আগামী কাল মঙ্গলবার থেকে সকল সরকারি বেসরকারি কল কারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।।

Address

19, Topkhana Road, Shabag, Dhaka/.
Dhaka
1000

Telephone

+8801781922222

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ২১ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ২১ প্রতিদিন:

Share