24/09/2025
মায়ের নিরবতা কেউ শিখিয়ে দেয় না সন্তান বড় হয়ে গেল তখন আর মাকে প্রয়োজন হয় না তখনেই মায়ের বুকের ভেতর ভেঙে যায় শূন্য হয়ে যায় তারপর মাতার সন্তানের জন্য মঙ্গল কামনা করে রাতভর আল্লাহর কাছে প্রার্থনা করে তার সন্তান যেন সকল প্রকার ঝরে ঝাপটা বিপদ আপদ থেকে মুক্ত থাকে এবং সেেজনো সকল জীবনে সফলতা অর্জন করতে পারে