News - Bangla

News - Bangla সোনালী বাংলার সকল আপডেট পেতে আমাদের স?

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কি...
19/03/2024

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বর্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।

ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।😢😢
একটা তরমুজ সরাসরি কৃষকের হ্মেত থেকে ক্রয় হয় ৮০-১২০ ৳ পর্যন্ত! ওজন ৭-১০ কেজি
আর বাংলাদেশের জাতীয় ফেরাউনরা বাজারে বিক্রি করে প্রতি পিস ৫০০-৭০০৳ পর্যন্ত

বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে!
নেক্সট ১৫ দিন কোন তরমুজ কিনবেন না..সব পচে যাবে।এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ।

13/03/2024
09/02/2024

বাপের নাম : আকাশ
মায়ের নাম : মেঘলা মেয়ের নাম: বৃষ্টি
হলে জামাইয়ের নাম কি হওয়া উচিত?

৭০ জীবনের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত 🤭আপনা...
09/01/2024

৭০ জীবনের বিনিময়ে অর্জন ৪০% তার মধ্যে ৩৮% জাল ২% কাস্ট গত ১৫ বছরে এটাই তাদের অর্জন...! সাংবাদিক হিসেবে আমি লজ্জিত 🤭

আপনার মতো একজন সৎ সাহসী সাংবাদিক কে স্যালুট জানাই 🫡
DW বাংলা সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর মন্তব্য।

এই দুইটি চিত্রের মধ্যে কোন পার্থক্য আছে কি??
23/12/2023

এই দুইটি চিত্রের মধ্যে কোন পার্থক্য আছে কি??

11/11/2023

প্রথম ভালোবাসার মানুষ টা কে আজো কি মনে পরে।
কত সালে ঘটে গেলো এমনটা!😭

টাইমলাইনে রাখাতে পারেন গুরুত্বপূর্ণ পোস্ট 💞💞 ১২ রকম সালাত 💞
02/11/2023

টাইমলাইনে রাখাতে পারেন গুরুত্বপূর্ণ পোস্ট 💞

💞 ১২ রকম সালাত 💞

28/10/2023

বাংলাদেশের কিক্রেট বোর্ড বন্ধ করে দিয়ে, হাডুডু জাতীয় খেলাতে ফিরে যাওয়া উচিৎ
তাইনা!?

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কো...
27/10/2023

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

19/10/2023

পকেট ভরে টাকা নিয়ে গেলাম কিন্তু ব্যাগ ভরে খরচ আনতে পারলাম না!😭😭 নির্বাচনের প্রথম ভোট টা নৌকায় দিয়ে এই অগ্রগতির অব্যহতি রাখবো। তখন খরচের বাজারে যেতে হবেনা। একবার সাদা কাপরের বাজারে ঘুরে আসলে হবে।

জালিমের কারাগারে বন্দী ইমরান খান💔🥹 বর্তমানে ইসলামের সিংহ পুরুষ💙
07/10/2023

জালিমের কারাগারে বন্দী
ইমরান খান💔🥹
বর্তমানে ইসলামের সিংহ পুরুষ💙

06/10/2023

আমি চাই তুমি চাও এবং দেশের সরকার ও আপামর সকল জনগণের প্রানের দাবী, সাথে বন্ধু প্রিয় দেশ গুলো ও চায় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মুলক নির্বাচন। তবে সমস্যা টা কোথায়!? সকলের চাওয়া ই-তো এক। কেউ কি রাতে ভোট নিতে চায় নাকি? নাকি মেল মানি তালগাছ আমার! #ফেসবুকে

Address

Dhania Jatrabari Dhaka
Dhaka
1285

Alerts

Be the first to know and let us send you an email when News - Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News - Bangla:

Share