Payra Community Blood Centre

Payra Community Blood Centre আমরা করবো রক্ত দান,বেচেঁ যাবে হাজারো প্রান।

21/07/2025

রাজধানীর উত্তরায় আজকের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউট, উত্তরা এবং বিভিন্ন হাসপাতালে আমাদের পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার টিম উপস্থিত আছে। আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন।

Md.Mahabubur Rahman = 01725252527
Md. Sojib = 01873147373

এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে পারে তাদের জীবন!

➡️ হাসপাতাল: ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং বিমান ভয়া‘বহভাবে বিধ্ব‘স্ত হয়েছে।হে আরশের মালিক, তুমি আমাদের হেফাজত কর...
21/07/2025

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং বিমান ভয়া‘বহভাবে বিধ্ব‘স্ত হয়েছে।
হে আরশের মালিক, তুমি আমাদের হেফাজত করো।
#ইমার্জেন্সি_রক্ত_প্রয়োজন
1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগবে।
Payra Community Blood Centre
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার

ডোনেট নং- ৪২৮আলহামদুলিল্লাহ। আমরা করবো রক্তদান,বেঁচে যাবে হাজারো প্রাণ। মৈত্রীরতন ভিক্ষু দাদামানবতার ডাকে সাড়া দিয়ে ২৯তম...
20/07/2025

ডোনেট নং- ৪২৮

আলহামদুলিল্লাহ।
আমরা করবো রক্তদান,
বেঁচে যাবে হাজারো প্রাণ।

মৈত্রীরতন ভিক্ষু দাদা
মানবতার ডাকে সাড়া দিয়ে
২৯তম বারের মতো B+পজিটিভ
(লাল+হলুদ)ভালোবাসা উপহার
দিলো ক্যান্সার রোগীকে🥰❤️

প্লাটিলেট -১৮
হোল ব্লাড -১১
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার
Payra Community Blood Centre

পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি  Mahbubur Rahman Opu, দেশ টেলিভিশন বরগুনা জেলা প্রতিনিদি( রিয়াজ আহমে...
20/07/2025

পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি Mahbubur Rahman Opu, দেশ টেলিভিশন বরগুনা জেলা প্রতিনিদি( রিয়াজ আহমেদ মুছা) এর সার্বিক খোঁজখবর নিতে ডিএনসিসি হাসপাতালে ছুটে যান,
ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই,
এভাবে এগিয়ে যাবেন আগামী দিনে সবসময় মানবতার সেবায়।


Payra Community Blood Centre
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার

ডোনেট নং:৪২২ #আলহামদুলিল্লাহ❤️❤️🩸🩸আমরা করব রক্তদান              বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸 মানবতার ডাকে সারা দিয়ে আমাদের...
19/07/2025

ডোনেট নং:৪২২

#আলহামদুলিল্লাহ❤️❤️

🩸🩸আমরা করব রক্তদান
বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸

মানবতার ডাকে সারা দিয়ে আমাদের প্রিয় ভাই মো: মিরাজ ৭ম বার (ও নেগিটিভ) লাল ভালোবাসা উপহার দিলেন 🌹🥀🥀
সবাই রোগী ও রক্তদাতা জন্য দোয়া করবেন।

#বিঃদ্রঃ
রক্তদানের ছবি পোস্ট করা মানে বিজ্ঞাপন বা নিজে সেলিব্রিটি বানানো নয়। অন্যকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য

তারিখ: ১৯/০৭/২০২৫

স্থান: ইবনে সিনা হাসপাতাল ঢাকা

ডোনেট নং:৪২০ #আলহামদুলিল্লাহ❤️❤️🩸🩸আমরা করব রক্তদান              বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸 মানবতার ডাকে সারা দিয়ে আমাদের...
12/07/2025

ডোনেট নং:৪২০

#আলহামদুলিল্লাহ❤️❤️

🩸🩸আমরা করব রক্তদান
বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸

মানবতার ডাকে সারা দিয়ে আমাদের প্রিয় ভাই মো: ইমরান প্রথম বার (ও পজিটিভ) লাল ভালোবাসা উপহার দিলেন 🌹🥀🥀
সবাই রোগী ও রক্তদাতা জন্য দোয়া করবেন।

#বিঃদ্রঃ
রক্তদানের ছবি পোস্ট করা মানে বিজ্ঞাপন বা নিজে সেলিব্রিটি বানানো নয়। অন্যকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য

তারিখ: ১১/০৮/২০২৫

স্থান: শহিদ সোয়ারাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

08/07/2025

আমরা করবো রক্তদান
বেঁচে যাবে হাজারো প্রান।

🙏একটি মানবিক আবেদন 🙏
জরুরী প্রয়োজনে সেচ্ছাসেবী ও
রক্ত দাতা এগিয়ে

💁‍♀️রোগীর সমস্যা 👉 অপারেশন
🙍‍♀️রুগীর বয়স 👉 33
🩸রক্তের গ্রুপ👉 A- নেগেটিভ
❤️হিমোগ্লোবিন 👉
💉রক্তের পরিমান👉 1 ব্যাগ
🗓️রক্তদানের তারিখঃ 11/07/2025
⌚রক্ত দানের সময়: শুক্রবার সকাল ১০ টা থেকে 12 টার মধ্যে
🏣রক্ত দানের স্থান👉 । বাড্ডা নতুন বাজার
☎️যোগাযোগ: ‪01934911610
রেফারেন্স :
বিঃদ্রঃ
আপনি রক্তদান না করতে পারলেও পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো। আপনার একটি শেয়ার ও হতে পারে এই অনাগত সন্তান এর পৃথিবীর আলো দেখার উছিলা 🙏🙏🙏।

এখানে রক্ত বিক্রয় হয় না সেচ্ছায় দেওয়া হয়।
ডোনার হাসপাতালে পৌছানোর আগে কোনো প্রকার টাকা লেনদেলেনদেনন করবেন না। টাকা লেনদেন করে দয়া করে সংগঠন এর নাম নষ্ট করবেন না ধন্যবাদ

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
07/07/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।

আল্লাহু আকবার

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”

সূরা আর রহমান,আয়াত-১৩
কপি পোষ্ট
Payra Community Blood Centre
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার

আচ্ছা হঠাৎ করে সিজার হয় নাকি জাতীর কাছে প্রশ্ন...
06/07/2025

আচ্ছা হঠাৎ করে সিজার হয় নাকি
জাতীর কাছে প্রশ্ন...

💖💖❣️ ,,হামাগুড়ি দিয়ে র*ক্ত দান করতে যায় দাসপুরের মানা!দাসপুরের এক প্রতিবন্ধী তরুণী—মানা। শারীরিক অক্ষমতা তাকে থামাতে পার...
06/07/2025

💖💖❣️ ,,হামাগুড়ি দিয়ে র*ক্ত দান করতে যায় দাসপুরের মানা!
দাসপুরের এক প্রতিবন্ধী তরুণী—মানা। শারীরিক অক্ষমতা তাকে থামাতে পারেনি। কারও প্রাণ বাঁচাতে তিনি হামাগুড়ি দিয়ে পৌঁছে যান র*ক্তদান শিবিরে।
এই সাহস, এই মানসিক শক্তি দেখে অবাক হয়ে যান সবাই।

মানার এই মানবিক সাহস আর আত্মদানের গল্পে মুগ্ধ হয়ে এক যুবক তাঁকে জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করেন।
ভালোবাসা জিতেছে আবার। সমাজের বাধা নয়, মানুষের অন্তরের শক্তি জয়ী হয়েছে।

সত্যি যদি আপনি কারও ভালো চান, তাহলে উপরওয়ালাও আপনার ভালোটা লিখে রাখেন....💖


Payra Community Blood Centre
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার

ডোনেট  নং- ৪১৬📢 আপনার মানবিক অবদান আমাদের গর্ব!আমাদের মাঝে অনেক রক্তদাতা ও প্লাটিলেট বীর আছেন, যাঁরা নিঃস্বার্থভাবে অসহা...
05/07/2025

ডোনেট নং- ৪১৬

📢 আপনার মানবিক অবদান আমাদের গর্ব!

আমাদের মাঝে অনেক রক্তদাতা ও প্লাটিলেট বীর আছেন, যাঁরা নিঃস্বার্থভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার।

🙏 এখন আমরা একটা তালিকা প্রস্তুত করতে চাচ্ছি , যেখানে দেখা যাবে— ➡️ কে কতবার রক্ত দিয়েছেন
➡️ কে কতবার প্লাটিলেট দান করেছেন

🎯 ভবিষ্যতে আপনাদের এই মহান কাজকে সম্মান জানানোর জন্য আমাদের বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে!

👇 কমেন্টে লিখে জানান: 🔹 নাম (ঐচ্ছিক)
🔹 রক্তদান - কতবার
🔹 প্লাটিলেট দান - কতবার
আমি মৈত্রীরতন ভিক্ষু ১০ বার হোল্ড
১৯ বার প্লটিলেট দিয়েছি
মোট ২৯ বার
৩০ বার এর জন্য অপেক্ষায় আছি

ডোনেট নং:৪১৫ #আলহামদুলিল্লাহ❤️❤️🩸🩸আমরা করব রক্তদান              বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸 মানবতার ডাকে সারা দিয়ে আমাদের...
05/07/2025

ডোনেট নং:৪১৫
#আলহামদুলিল্লাহ❤️❤️

🩸🩸আমরা করব রক্তদান
বেঁচে যাবে হাজারো প্রাণ।🩸🩸

মানবতার ডাকে সারা দিয়ে আমাদের প্রিয় ভাই মোঃ ইব্রাহীম ৪র্থ তম (এ পজিটিভ) লাল ভালোবাসা উপহার দিলেন 🌹🥀🥀
সবাই রোগী ও রক্তদাতা জন্য দোয়া করবেন।

#বিঃদ্রঃ
রক্তদানের ছবি পোস্ট করা মানে বিজ্ঞাপন বা নিজে সেলিব্রিটি বানানো নয়। অন্যকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য

তারিখ: ০৪/০৭/২০২৫

স্থান: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Payra Community Blood Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share