Utshob TV

Utshob TV যেতে হবে বহুদুর

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

17/04/2025

তালতলীতে সড়ক নির্মাণে অনিয়ম , প্রকৌশলীর বিরেুদ্ধে জনতার ঝাড়ু মিছিল

30/11/2024
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। মঙ্গলবার (২৩ মে) এ জামিন দ...
23/05/2023

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। মঙ্গলবার (২৩ মে) এ জামিন দেন আদালত যা আগামী ৮ জুন পর্যন্ত মঞ্জুর করা হয়েছে...

20/05/2023

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ পথ হারাবে না: কাদের
***

14/05/2023

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের কয়েকটি গ্রাম প্লাবিত, হাজারখানেক বাড়িঘর বিধ্বস্ত

বিস্তারিত কমেন্টে...

শীতল আরশের নিচে ছায়া পাবেন যে ৭ শ্রেণীর ব্যক্তি১- ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রনায়ক,২- সেই যুবক যে তার যৌবনকে আল্লাহ ত...
14/05/2023

শীতল আরশের নিচে ছায়া পাবেন যে ৭ শ্রেণীর ব্যক্তি

১- ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রনায়ক,
২- সেই যুবক যে তার যৌবনকে আল্লাহ তা’আলার ইবাদতে কাটিয়েছে,
৩- সেই ব্যক্তি যার অন্তর মসজিদের প্রতি সদা আকৃষ্ট থাকে,
৪- সেই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে; যারা এই ভালবাসার উপর একত্রিত হয় এবং এই ভালবাসায় অটুট থেকেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়।
৫- সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী অবৈধ সম্পর্কের আহ্বান জানায়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং বলে “আমি আল্লাহকে ভয় করি”,
৬- সেই ব্যক্তি যে গোপনে দান করে; এতটাই গোপনে যে, তার ডান হাত যা দান করে তার বাম হাত পর্যন্তও সেটা জানতে পারে না,
৭- আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়।
[সহিহ বুখারি]

দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট...
11/05/2023

দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত হেলেন লাফাভে এবং ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সানজিদা জানান, গত ১৪ ডিসেম্বর তাদের বৈঠকটি অসমাপ্ত ছিলো৷ ফলে আজ তারা মার্কিন রাষ্ট্রদূতকে তাদের প্রত্যাশার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন৷ নিখোঁজ ব্যক্তিদের মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং এসব ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা৷ (সূত্র: সমকাল)

10/05/2023

টাকা অনেকভাবেই কামানো যায়, অনেকভাবেই বিখ্যাত হওয়া যায়। কিন্তু রুচিবোধ খুবই গুরুত্বপূর্ণ, এতে সামাজিক স্ট্যাটাস ও মর্যাদা বহন করে৷

Address

Dhaka

Telephone

+8809638177021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utshob TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Utshob TV:

Share

UTSOB TELEVISION

UTSOB TELEVISION is the most popular Bangladeshi 1st lifestyle satellite TV channel in Bangladesh that offers unbiased & comprehensive news and entertainment programs.

UTSOB TELEVISION offers a diverse mix of programs such as news bulletins, current affairs, talk shows, soap operas, educational, religious, politics related programs, drama, movie, reality shows and other entertainment programs.

UTSOB TELEVISION delivers its news and entertainment programs across all platforms: TV, Internet and Mobile (including apps)