
05/08/2025
১০ম 'সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২৫' এর বর্ণাঢ্য আয়োজনে বড় অনুষ্ঠান আসছে। অনুষ্ঠানে সম্মাননা, পুরস্কার, উত্তরীয়, সম্মাননাপত্র, ব্যাজ, ব্যাগ, বই সহ বিভিন্ন উপহার সামগ্রী থাকবে। উক্ত অনুষ্ঠানে কবিতাপাঠ, আবৃত্তি, স্মৃতিচারণ ও সমকালীন সাহিত্য নিয়ে কথা বলতে ইচ্ছুক হলে আপনার নাম নিবন্ধন (অনুষ্ঠানটি নিবন্ধিত অতিথি ছাড়া সবার জন্য উন্মুক্ত নয়) করতে পারেন, কথা বলতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে। ফোন করতে পারেন 019 8007 8008 এই নাম্বারে। তারিখ : ২৪ অক্টোবর ২০২৫, দুপুর ঠিক ২টা। স্থান : বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা-১০০০। (নিবন্ধিত অতিথি ছাড়া অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত নয়)
জায়েদ হোসাইন লাকী। সম্পাদক, সাহিত্য দিগন্ত পত্রিকা।