হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ "একজন মানুষ কে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা" - হুমায়ূন আহমেদ

14/04/2025

বি'প'দে পরলে কে জড়িয়ে ধরেছে,কারা এড়ি'য়ে চলেছে তাদের মনে রাখবেন!🖤

17/03/2025

উচ্চশিক্ষিত কিংবা বড়লোক হওয়া থেকে ভালো মনের মানুষ হওয়া জরুরি।

14/03/2025

আর যখনই আপনি কারো- উচ্চতা, গায়ের রঙ, শারীরিক গঠন কিংবা যা উপর ওয়ালার সৃষ্টি তা নিয়ে হাসিতামাশা করলেন সমালোচনা করলেন; আপনি উপরওয়ালার সৃষ্টি নিয়ে হাসাহাসি করলেন।

আপনি হয়তো মানব ভাষায় দেখতে সুন্দর; তবে আপনার মনমানসিকতা ও অন্তর কুৎসিত থেকেও বেশি জ'ঘ'ন্যের পরিচয় দেয়। আপনি মানব জাতির জন্য নি'কৃ'ষ্ট থেকেও নিম্ন যে সুস্থ মানুষের পর্যায়ে পরে না।

এই কথা গুলো যদি কোনো ভাবে আপনার কিঞ্চিৎ পরিমাণ শুনতে খারাপ লেগে থাকে, তাহলে আপনার তওবা করা উচিৎ নিজেকে সংশোধন করা উচিৎ। এমন পর্যায়ে চলে যাবেন না যে পর্যায়ে গেলে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিয়ে বাজে মন্তব্য করাকে আপনি স্মার্টনেস ভাবেন।

বই - শেষ অধ্যায়
লেখা - Ashraf Ahmed

13/03/2025

“এই পৃথিবীতে কেউ কেউ প্রচুর দায়িত্ব নিয়ে জম্মায়, আবার কেউ কেউ জম্মায় কোনো রকম দায়-দায়িত্ব ছাড়া।”
—হুমায়ূন আহমেদ (নবনী)

13/03/2025

আছিয়ার অক্সিজেন লেভেল এখন শূন্যতে, ধ*র্ষকের অক্সিজেন লেভেল ৯৫-১০০ ভাগ। আছিয়া আর বেঁচে নেই , ধ*র্ষক বেঁচে থাকবে আরও ১৮০ দিনেরও বেশি...

সূত্র: The Daily star

08/03/2025

যে আপনাকে শ্রদ্ধা করে, তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেললে আপনি মহামতি হলেও আপনার পতন অনিবার্য।

07/03/2025

“সকালের নরম আলোয় সব কিছুই দেখতে সুন্দর লাগে।”
—হুমায়ূন আহমেদ (শুভ্র)

08/02/2025

“গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।”
—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

07/02/2025

তোমাকে পাওয়ার সব পথই খোলা ছিল, ঠিক যেমন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা একাকী পথিকের সামনে বিস্তৃত দিগন্ত। আমার ভালোবাসা ছিল নিরবধি, প্রতিটি শ্বাসে তোমাকে চাওয়া, প্রতিটি স্বপ্নে তোমার হাত খোঁজা। তবুও, তোমার চোখে আমি কখনো সেই আলো হয়ে উঠতে পারিনি, যে আলোয় তুমি পথ খুঁজে নিতে চাইতে।

আমি চেয়েছিলাম, ভাগ্যও হয়তো মিলে যেতে রাজি ছিল "কিন্তু শুধু তুমি চাইলে না"। আর তাই, শত পথ থাকলেও, "আমি তোমার হতে পারিনি"!

© Juman Ahmed

07/02/2025

❝আমি বিশ্বাস করি না অপরিচিত কোন পুরুষকে মেয়েরা বিয়ের দিন থেকে ভালবাসতে পারে! যেহেতু স্বামী তাই ভালবাসতেই হবে এমন বোধ বাঙালি মেয়েদের মধ্যে ঢোকানো হয়ে থাকে কিন্তু সেটা স্বাভাবিক নয়। হয়তো একসঙ্গে থাকতে থাকতে একসময় ভালবাসা তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই পরস্পরকে মেনে নিয়ে দীর্ঘকাল যাপন করেন। মেনে নিয়ে না বলে মানিয়ে নিয়ে বলাটাই সঠিক। সেক্ষেত্রে নারীর প্রথম ভালবাসা অবশ্যই তার সন্তান।

অনেক সুখ অনেক উদ্বেগ এবং প্রচণ্ড যন্ত্রণা দিয়ে নিজস্ব যে মানুষটিকে নারী পৃথিবীতে নিয়ে এল তার বদলে সে পেল ভালবাসার স্বাদ। আবার স্বামীর যৌন আচরণ বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে যে নারীকে, সে কিছুতেই সন্তানকে নিজের বলে ভাবতে পারে না। ভালবাসার জন্মের পেছনে সুস্থতা দরকার।❞
—সমরেশ মজুমদার (মেয়েরা যেমন হয়)

06/02/2025

নিজের দুঃখ প্রকাশ করতে নেই, তাতে অন্যরা ঘৃণা করে।

06/02/2025

বালতি যতো বিশালই হোক ক্ষুদ্র একটি ছিদ্রই তা খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই ছোটো করে দেখা উচিৎ না।

Address

Dhaka
1205

Telephone

+8809638850481

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়ূন আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হুমায়ূন আহমেদ:

Share