একাকিত্ব

একাকিত্ব আমি আমার খারাপ সময়'গুলো একাই পার করেছি, তাই কে সাথে থাকলো আর কে চলে গেলো তাতে আমার কোনো কিছু যায় আসেনা কখনো। দিনশেষে আমি আমার! 💙
(12)

19/02/2025

উত্তরায় স্বামী-স্ত্রীর ভালবাসার তুলনা হয়-না।

18/02/2025

মা ও মেয়ে দু'জন আ'বাসিক হোটেলে ক'ট...!

18/02/2025

হ-ঠাৎ ছাত্রলীগের মশাল মিছিল

17/02/2025

সিঙ্গেল যারা একমাত্র তারাই বুঝে সিঙ্গেলদের কষ্ট

16/02/2025
ভাবছিলাম ভ্যালেন্টাইনের গরমে ম ই রা গেছে।না ভাই ফটোগ্রাফি চলতেছে!
15/02/2025

ভাবছিলাম ভ্যালেন্টাইনের গরমে ম ই রা গেছে।
না ভাই ফটোগ্রাফি চলতেছে!

14/02/2025

একবার করে ইসমে আজম পড়ে দোয়া করে দেন 🤲
আল্লাহ যেনো আমার ও আপনার মনের আশা পূরণ করেন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম"

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যানা মোহাম্মদ

১বার দোয়া ইউনুস পড়ে দেন-
"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"
-পড়া শেষ "আমিন" লেখার অনুরোধ সবাইকে।

14/02/2025

গোপন মোনাজাতে যা কিছু চেয়েছিলেন,
সবকিছু আপনার হোক!দোয়া কবুলের আনন্দে হৃদয় ভরে উঠুক "আমিন!.সুম্মা আমিন🤲🤲

14/02/2025

- আয়াতুল কুরসিঃ

বাংলা উচ্চারণ:- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আজিম।

- পড়া শেষে বলি: আলহামদুলিল্লাহ 🥰🥰

13/02/2025

কিছু একটা অপূর্ণ ছিল, যা পূর্ণতা পায়নি কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি.!😥💔🥀

13/02/2025

টর্চার শেলে একটি রুমে ৬,৭ জন মেয়েকে উলঙ্গ করে দাড় করে রেখেছে বুঝলাম এরা আমাদের তাওহীদবাদী বোন। ওদের টর্চার করছে ৪জন মহিলা ও ২জন পুরুষ র‍্যাব সদস্য।
সেই মেয়েদের কে কি জানি একটা বিষয় স্বীকার করতে বলা হচ্ছে। তারা কোনোভাবেই স্বীকার করছে না। পরে একটু পর পর
তাদের লজ্জাস্থানে বিভিন্ন জিনিস
দিয়ে আঘাত করা হচ্ছিল। এক পর্যায়ে
এক বোন পস্রাব করে দেয়। তখন
এক র‍্যাব পুরুষ সদস্য সেই বোনের ঘাড়
ধরে মেঝেতে তার পস্রাবের উপর মুখ
ঠেসে ধরে। অপর পুরুষ র‍্যাব সদস্য কে দেখলাম বাকি মেয়েদের ল'জ্জাস্থানে হাত দিয়ে হেনস্থা করতে। আর মহিলা র‍্যাব সদস্যরা অট্ট হাসিতে মেতে উঠলো।

সাল টা ২০২৩। চট্টগ্রামের কোনো এক গুম শেল।
আয়না ঘরে কাটানো আমার পুরো ১টি দিন।
✍️লেফটেন্যান্ট আবির হাসান ফারাবী

13/02/2025

আমার অনেক ফ্রেন্ড আছে। সবার সাথেই খুব ভালো সম্পর্ক। কিন্তু "বেস্ট ফ্রেন্ড" বলে একটা কথা আছেনা? আমি কারো বেস্ট ফ্রেন্ড না। আমার বেস্ট ফ্রেন্ড থাকলেও আমি কারোই বেস্ট ফ্রেন্ড না। আমি বন্ধু মহলের সেই তিন নাম্বার ব্যক্তি। যে থাকা না থাকায় কখনো প্ল্যান ক্যান্সেল হয়না।💔😅

পার্লারে অফার চলছিল একজন সাজলে আর একজন ফ্রি।🙂
13/02/2025

পার্লারে অফার চলছিল একজন সাজলে আর একজন ফ্রি।🙂

13/02/2025

আমাকে একটা ভদ্র ইনোসেন্ট ব্যাক্তি দেখাও, যে আগামীকাল সারাদিন বাসায় থাকবে! 🙂

এই রকম নাকের মধ্যে যদি দুইটা নাট বল্টু লাগাতে না পারেন তাহলে নিজেকে মেয়ে ভাবা বাদ দাও😭😭😭
13/02/2025

এই রকম নাকের মধ্যে যদি দুইটা নাট বল্টু লাগাতে না পারেন তাহলে নিজেকে মেয়ে ভাবা বাদ দাও😭😭😭

--১৪ ফেব্রুয়ারিতে তোমার শরীর চাই আমার কান্তা। --সম্পর্কের '৩' মাস হলো তাতেই এই কথা বলছো। কেমন Boyfriend তুমি হ‍্যা।--আমি...
13/02/2025

--১৪ ফেব্রুয়ারিতে তোমার শরীর চাই আমার কান্তা।

--সম্পর্কের '৩' মাস হলো তাতেই এই কথা বলছো। কেমন Boyfriend তুমি হ‍্যা।

--আমি রোমান্টিক বয়ফ্রেন্ড তোমার বুঝছো।

কান্তা: প্লিজজ হাসিব বিয়ের পরে যা ইচ্ছে তাই করিও। সবে মাত্র আমাদের সম্পর্ক শুরু হলো।

হাসিব : জানতাম এই কথাই বলবা।

কান্তা : এমন করেনা সোনা আমার। আমি তো শুধুমাত্র তোমারি।

হাসিব : তাহলে আমি যা চাইতেছি দিয়ে দাও।

কান্তা : আচ্ছা আমি ভেবে দেখি।

হাসিব : ভেবে দেখা দেখির সময় নেই। আমি চাইতেছি তোমার দিতেই হবে।

কান্তা : আমার সঙ্গে এই সব করার পরে যদি সম্পর্ক না রাখো তখন কি হবে।

হাসিব : এইইই বিশ্বাস আমার প্রতি তোমার।

কান্তা : বিশ্বাস না কররে কি ভালোবাসতাম বলো।

হাসিব : তাহলে ১৪ই ফেব্রুয়ারিতে চলোনা জান ডেটে যাই প্লিজজজ প্লিজজজ।

" boyfriend এর এমন রিকুয়েস্টে শেষ পযর্ন্ত কান্তা রাজি হয় ডেটে যাওয়ার জন্যে?

কান্তা : ঠিক আছে আমি রাজি। কিন্তু আমাদের বিয়েটা কবে হবে শুনি।

হাসিব : সময় হোক বিয়ে করবো।

কান্তা : আচ্ছা জান।

হাসিব : রেডি থাকিও কিন্তু ১৪ তারিখে।

কান্তা : হুমম।

--এর পরে সেই ১৪ তারিখে কান্তা তার নিজের শরীর টা boyfriend হাসিবের হাতে তুলে দেয়। যা হাসিব পাগলের মতো ভোগ করতে থাকে?

হাসিব : উফফফ জান তুমি সেই একটা জিনিস।

কুন্তা : যাহহ দুষ্টু একটা। আমার লজ্জা করে।

হাসিব : ওরে আমার লজ্জাবতি girlfriend?

কান্তা : হুম।

"এর পর ১৪ ফেব্রুয়ারি হাসিব ও কান্তা দুজনেই বেশ রোমান্স করে ঘুরে বেড়ায়।

"এর ঠিক ৪মাস পরে কান্তা হঠাৎ করেই একদিন মাথা ঘুড়ে পরে যায়। আর সঙ্গে সঙ্গে তাকে ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে।

ডাক্তার : আপনাদের মেয়ে গর্ভবতী।

--কিন্তু ডাক্তার আমাদের মেয়ের তো এখন পযর্ন্ত বিয়েই হয়নি তাহলে গর্ভবতী কিভাবে হয়।

ডাক্তার : সেটা আপনাদের মেয়েকেই জিঙ্গেস করুন?

"এই কথা শুনে কান্তার বাবা কান্তাকে জিঙ্গেস করে"

--এই সব কি কান্তা। ডাক্তার যা বলতেছে সব কি সত্যিই নাকি মিথ্যা।

কান্তা : বাবা সব সত্যি। আমি একটি ছেলেকে ভালোবাসি আর ওর সঙ্গেই আমি...?

কথাটি শেষ হতে না হতেই কান্তার গালে ঠাসসস ঠাসস করে থাপ্পড় পরে যায়।

--ঠাসসস! ঠাসস! এই জন্যে তোকে পরাশুনা করাচ্ছি। এখন সমাজে মুখ দেখাবো কিভাবে আমি।

"কথাটি বলেই কান্তাকে রুমের ভিতরে বন্ধ করে বাহিরে চলে আসে। আর এই ফাকে কান্তা boyfriend কে ফোন দেয়।

কান্তা : হ‍্যালো......হাসিব আমি প্রেগনেন্ট তোমার বাচ্ছা আমার পেটে। কিছু একটা করো।

হাসিব : কিইই বলো এই সব। রুম ডেটের পর তুমি ওষুধ খাওনাই।

কান্তা : নাহ।

হাসিব : ভালো খুব ভালো।

কান্তা : চলো আমরা পালিয়ে যাই।

হাসিব : আমার পক্ষে সম্ভব না। এছারা আমার পরাশুনা এখনো শেষ হয়নি।

কান্তা : তাহলে আমার কি হবে এখন।

হাসিব : আমি জানিনা।

কান্তা : জানোনা মানে। তোমার সন্তান আমার পেটে এখন বলতেছো জানো না।

হাসিব : আমি তোমাকে পেটে সন্তান নিতে বলছি নাকি। ফোন রাখো আমাকে ডিস্টাপ করবে না।

কান্তা : প্লিজজজ এমন করিওনা। তুমি এমন করলে আমার মৃত্যু ছারা পথ থাকবেনা।

হাসিব : যা ইচ্ছে হয় করো।

--এই বলে হাসিব ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখে। এই দিকে কান্তা ফোন দিতে দিতে পাগল হয়ে যায় কিন্তু হাসিবের ফোনে আর কল ডুকেনা।

"শেষ মেশ কোন উপায় না পেয়ে কান্তা গলায় ওরনা টাঙ্গিয়ে আত্মহত্যা করে।

এই কান্তার মতো পাগলামি কখনোই করবেন না। সমস্যা হয়েছে পরিবারের কাছে সব খুলে বলুন অবশ্যই সমাধান বের হবে।

এই হলো ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা বিনিময়ে একটি অসুন্দর সুন্দর দৃশ্য।

#গল্প_১৪ই_ফেব্রুয়ারি

13/02/2025

পরীক্ষার ২০ নাম্বারের মতো রচনা'র সমান টেক্সট দিয়ে নিজের কষ্টের কাহিনী বললাম, সে রিপ্লাই দিয়েছে hmmm! 🙂

Address

Dhaka

Telephone

+8801701812018

Website

Alerts

Be the first to know and let us send you an email when একাকিত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একাকিত্ব:

Share