Md Fojle Rabbi

Md Fojle Rabbi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Fojle Rabbi, Digital creator, Dhaka.

⬇️⬇️⬇️বর্তমান সময়ে সারাবিশ্বে সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কীল গুলোর মধ্যে "ডিজিটাল মার্কেটিং" অন্যতম । বর্তমান প্রেক্ষাপটে ...
24/04/2024

⬇️⬇️⬇️
বর্তমান সময়ে সারাবিশ্বে সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কীল গুলোর মধ্যে "ডিজিটাল মার্কেটিং" অন্যতম । বর্তমান প্রেক্ষাপটে "ডিজিটাল মার্কেটিং" এর মাধ্যমে বিশ্বের সকল ব্যবসা পরিচালিত হচ্ছে ।

বাংলাদেশি কোম্পানিগুলোতে ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিজিটাল মার্কেটিং এর রয়েছে ব্যাপক চাহিদা ।

এখনই আপনার সময় কে কাজে লাগান। আপনি যদি যে কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে লোকাল কিংবা ইন্টারন্যাশনাল যেকোনো একটি মার্কেটপ্লেসে নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবেন


ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ❓২০২০ সালের এক গবেষণায় দেখা যায় ডিজিটাল মার্কেটিং-এর মার্কেট ভ্যালু প্রায় ৩৬০-৩৮০ বিলিয়ন...
23/04/2024

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ❓

২০২০ সালের এক গবেষণায় দেখা যায় ডিজিটাল মার্কেটিং-এর মার্কেট ভ্যালু প্রায় ৩৬০-৩৮০ বিলিয়ন। ২০২৩ সালের শেষে এর মার্কেট ভ্যালু ৪.২ ট্রিলিয়ন বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।দিন দিন ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর আরও ভ্যালুএবল হয়ে চলেছে। প্রতিনিয়ত অসংখ্য ব্যবসা তৈরি হচ্ছে। তাই নতুন নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে ওএতে করে এই সেক্টরের মার্কেট ভ্যালু প্রতিনিয়ত বেড়েই চলেছে। Statista - র মতে ২০২৭ সালে এটি US$910.30bn এ পৌঁছাবে।

22/03/2024
📌কেন ফ্রিল্যান্সিং করবেন????এই সেক্টরে রয়েছে--✅কাজের ক্ষেত্রে স্বাধীনতা🍀✅সময়ের স্বাধীনতা🕙🕙🕙✅অবস্থান বা স্থান ভিত্তিক স্ব...
21/03/2024

📌কেন ফ্রিল্যান্সিং করবেন????
এই সেক্টরে রয়েছে--
✅কাজের ক্ষেত্রে স্বাধীনতা🍀
✅সময়ের স্বাধীনতা🕙🕙🕙
✅অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা🙂
✅ঘরে বসে কাজ করার সুবিধা🤞
✅নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা👍👍
✅নিজের মূল্য নিজেই নির্ধারনের স্বাধীনতা🤝🤝🤝🤝
✅অবসরের ক্ষেত্রে কোন বাঁধা না থাকা
উপার্জনের স্বাধীনতা💼
✅একক বা দলগত কাজের সুবিধা💪💪
✅একই সময়ে কয়েকটি কোম্পানীতে কাজ করার স্বাধীনতা✍️
✅ দ্রুত উপার্জন করতে পারার সুবিধা💰💰
✅ সৎভাবে উপার্জন করা

এই পোস্টটি পড়লে আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশা-আল্লাহ🥰প্রশ্ন :পড়ালেখা করেন কেনো,❓উ...
19/03/2024

এই পোস্টটি পড়লে আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশা-আল্লাহ🥰

প্রশ্ন :পড়ালেখা করেন কেনো,❓
উ: চাকরি পাওয়ার জন্য ।

প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।

প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।

প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।

প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।

✅ প্রতি মাসে স্কুল কলেজের বেতন যদি ১৫০ টাকা হয় তাহলে স্কুল কলেজ মিলে ১২ বছরে মোট খরচ হয় ২১,৬০০ টাকা।
আর প্রাইভেট কোচিং মিলে প্রতি মাসে ১০০০ করে হলে ১২ বছরে দাড়ায় ১,৪৪০০০ টাকা।

✅ অর্থাৎ (২১,৬০০+১,৪৪,০০০)= ১,৬৫,৬০০ টাকা আপনার পড়া লেখার খরচ।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।

✅ প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।

✅ প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓

💁‍♀️দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে..

#ধন্যবাদ💝

🔥জীবনের সফল হতে চাইলে ৩ নাম্বার হাত অর্থাৎ অজুহাতকে বাদ দেন, নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করুন এবং সে অনুযায়ী কাজ করুন। স...
16/03/2024

🔥জীবনের সফল হতে চাইলে ৩ নাম্বার হাত অর্থাৎ অজুহাতকে বাদ দেন, নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করুন এবং সে অনুযায়ী কাজ করুন।
সফলতা আপনার ই হবে।

Address

Dhaka

Telephone

+8801812320893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Fojle Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share