19/03/2024
এই পোস্টটি পড়লে আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশা-আল্লাহ🥰
প্রশ্ন :পড়ালেখা করেন কেনো,❓
উ: চাকরি পাওয়ার জন্য ।
প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।
প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।
প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।
প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।
প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।
✅ প্রতি মাসে স্কুল কলেজের বেতন যদি ১৫০ টাকা হয় তাহলে স্কুল কলেজ মিলে ১২ বছরে মোট খরচ হয় ২১,৬০০ টাকা।
আর প্রাইভেট কোচিং মিলে প্রতি মাসে ১০০০ করে হলে ১২ বছরে দাড়ায় ১,৪৪০০০ টাকা।
✅ অর্থাৎ (২১,৬০০+১,৪৪,০০০)= ১,৬৫,৬০০ টাকা আপনার পড়া লেখার খরচ।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।
✅ প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।
✅ প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓
💁♀️দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে..
#ধন্যবাদ💝