Demranews.com

Demranews.com ডেমরা নিউজ ডট কম । ডেমরা থেকে প্রকাশিত এক মাত্র পত্রিকা।

01/08/2025

৬৫ নং ওয়ার্ড এর ফার্মের মোরে টানা বর্ষণে তলিয়ে গেছে।

ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিতডেমরা (ঢাকা) প্রতিনিধিআগামি পহেলা আগস্ট যাত্রাবাড়ীতে ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে...
31/07/2025

ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
আগামি পহেলা আগস্ট যাত্রাবাড়ীতে ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের রসুলনগর ইউনিট বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। সভায় ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মো.আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক দুলাল ভুইঁয়াসহ সকল অঙ্গ সংগঠন ও ইউনিট পর্যায়ের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় এস.এম রেজা চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, স্বৈরাচারের পতন ঘটাতে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের এ জাতি আমরণ ঋনি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামি ১ আগস্ট যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডেমরা থানা বিএনপি, ইউনিট বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাবেশে আমারা সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই। এ সময় ডেমরা থানা বিএনপির এ দুই নেতা সকলকে সমাবেশে উপস্থিত হতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ডেমরায় র‌্যাব পরিচয়ে ডাকাতি:পুলিশের অভিযানে গ্রেফতার চালক কারাগারেডেমরা (ঢাকা) প্রতিনিধিরাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে না...
31/07/2025

ডেমরায় র‌্যাব পরিচয়ে ডাকাতি:পুলিশের অভিযানে গ্রেফতার চালক কারাগারে
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে নাটকিয় ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ট্রাক চালক মো. শাকিলকে বুধবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার রাতে (২৯ জুলাই) প্রযুক্তির সহায়তায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে চালককে গ্রেফতার করা হয়। গত ২৫—জুলাই রাতে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের বাঁশেরপুল এলাকা ৬০ ব্যারেল পাম ওয়েল সহ (ঢাকা মেট্রো—ট—১১—৪৩২৫) একটি ট্রাক ডাকাতি হয়। এ সময় ৫ সদস্যের ডাকাতদল র‌্যাবের সাজসজ্জায় চালক শাকিলকে বেঁধে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও দড়িকান্দি এলাকায় ফেলে যায়। তারপর থেকে শাকিল নিখোঁজ ছিল। এ ঘটনায় গত ২৮—জুলাই রাতে ডেমরা থানায় একটি অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন তেল ব্যবসায়ী ইব্রাহিম মুন্সি। গ্রেফতার শাকিল ভোলার দক্ষিণ আইচা থানার আল কলমি গ্রামের ইমান হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, রূপগঞ্জের একটি অয়েল মিল থেকে ইব্রাহিম মুন্সি গত ২৫ জুলাই তার পাইকারী মোকামের জন্য ৬০ ব্যারেল পাম অয়েল ক্রয় করেন। ওই রাতেই ১৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ওই তেল ঢাকার কামরাঙ্গির চরে পরিবহনের জন্য ট্রাকও ভাড়া করেন। ওই রাতেই তেল নিয়ে কামরাঙ্গিরচর মোকামে রওনা হওয়ার বিষয়টি ফোনে ইব্রাহিম মুন্সিকে নিশ্চিত করেন ট্রাক মালিক তাজুল ইসলাম। এদিকে গত ২৬ জুলাই সকাল সাড়ে ৬ টার দিকে ট্রাক মালিক ইব্রাহীম মুন্সিকে জানায় তেল ও ট্রাক ডাকাতি হয়েছে।

ওসি আও বলেন, চালকের সঙ্গে কথা বলে জানা যায় জ্ঞাতনামা একটি কালো মাইক্রোবাস পিছন থেকে ট্রাকের সামনে গিয়ে ডাকাতরা র‌্যাব সেজে ট্রাকের গতিরোধ করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করে। তবে শাকিলের দেওয়া এলোমেলো তথ্যে বুঝা গেছে এ ডাকাতির সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। তাই অধিকতর তদন্তের জন্য চালকে বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

25/07/2025

৪ নং বিপদ সংকেত চলছে কক্সবাজারে। দেখুন কি পরিমান ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতে।

21/07/2025

ডেমরায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল।

09/07/2025

#টানা বর্ষণে ডেমরার বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি।


30/06/2025

#চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল।
ভিডিও
নুর আলম ভূইয়া।

29/06/2025

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডেমরা থানা বিএনপির।

 #বয়লার মুরগি ক্রয়ে অধিকতর সাবধান হোন।
28/06/2025

#বয়লার মুরগি ক্রয়ে অধিকতর সাবধান হোন।

অচিরেই দেশের সব ইসলামী দলগুলো সমঝোতায় আসছে - গোলাম পরওয়ার
28/06/2025

অচিরেই দেশের সব ইসলামী দলগুলো সমঝোতায় আসছে - গোলাম পরওয়ার

28/06/2025

শনিবার (২৮-জুন) সকাল ১১ টার সময় ঐতিহ্যবাহী সারুলিয়া বাজারে প্রবেশ মুখের মেনহোলের ডাকনা স্থায়ীত্ব করনের কাজের শুভ উদ্ভবোধন করেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশি এস এম সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুজ্জামান (জামান)। এ সময় উপস্থত ছিলেন, ডেমরা থানা সেচ্ছাসেবক দলের সাবক সভাপতি মো, শওকত আকবর, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন। সহযোগিতায় ছিলেন সারুলিয়া বাজার ব্যাবসায়ী সমিতির পক্ষে শামীমুল আলম (শামীম), শহর আলী, নবী হোসেন,দীন ইসলাম,জাহাঙ্গীর মোল্লা, জসীম উদ্দিন প্রমুখ।

 #বাংলাদেশ রিপাবলিক পার্টি'র  আত্মপ্রকাশ।ডেমরা নিউজ: ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের...
19/06/2025

#বাংলাদেশ রিপাবলিক পার্টি'র আত্মপ্রকাশ।

ডেমরা নিউজ:
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে "সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে 'বাংলাদেশ রিপাবলিক পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ ঘটিকার সময় নেক্সাস ক্যাফে বারিধারা ডিপ্লোমেটিক জোনে সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান, মেজর (অবঃ) মোঃ রাজিবুল হাসান, মোঃ সেলিম প্রধান, কৃষিবিদ মন্জুরুল ইসলাম, মেজর (অবঃ) রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ইউনিভার্সিটি নেতা সাজ্জাদ হোসেন ইউনুস, শ্রমিক নেতা মোঃ শাহাদাৎ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আনিকা তাসলিম খান তাবাসসুম, বাংলাদেশ মহাজীর ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট কমিটির সভাপতি মোঃ আয়েজ আহমেদ সিদ্দিক, মোঃ আবুল হাসনাত, ক্যাপ্টেন (অবঃ) মোঃ শফিকুল ইসলাম।

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা। যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হন। এবং আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে। কিন্তু আজ সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে। ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে ও বিভিন্ন নামে বার বার ফিরে আসার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, গত জুলাই অভ্যুত্থানে দেখেছি কিভাবে আবু সাঈদ, মীর মুগ্ধ ফাইয়াজরা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে ফ্যাসিস্টদের সকল হুমকি ও ভীতি। নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে অকাতরে ঢেলে দিয়েছে বুকের তন্ত্ররক্ত। এভাবেই দিকে দিকে শহীদদের মৃত্যুকে আলিঙ্গন করার তীব্র ইচ্ছাশক্তির কাছে প্রথমে পরাজিত হয়। 'ভয়', আর সংক্রামক ব্যাধির মত দিক দিগন্তে ছড়িয়ে পড়ে 'সাহস'। সবশেষে পরাজিত হয় দানবীয় ফ্যাসিস্ট শক্তি, ব্যাপিত হয় নতুন বাংলাদেশের বীজ। পুরো জাতি ঐক্যবদ্ধ হয় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে।
দায়িত্বশীলদের দায়হীন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস্ট জামানার ভীতি স্পষ্ট। জন আকাঙ্ক্ষা আজ উপেক্ষিত ও হুমকির মুখে।

এই প্রেক্ষাপটে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে 'বাংলাদেশ রিপাবলিক পার্টি' (বিআরপি) নামের একটি নতুল রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যা হবে গণমানুষের দল এবং জন আকাঙ্খার প্রতিচ্ছবি। উক্ত দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামী ২০ জুন ২০২৫ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

আমরা সকল শ্রেণী-পেশার নাগরিকদের জুলাই অভ্যুত্থানের মন্ত্রে উজ্জীবিত হয়ে উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলে দলে-স্বতঃস্ফূর্ত ভালে অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানান।

Address

Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Demranews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share