Tania's Lifestyle

Tania's Lifestyle la ilaha illallah muhammadur rasulullah

03/02/2025

আমার কুড়ো আমার প্রথম বেড়াল দুইটা বছর আমি তাকে মায়ের স্নেহে বড় করেছি।।।।। আজ আমাকে ছেড়ে চলে গেল।।।

02/02/2025

আল্লাহর কাছে একটাই চাওয়া সকাল হলে যেন দেখতে পাই আমার কুড়ো একদম ঠিক হয়ে গেছে।।।। ওর ছোট মেয়েটা খুব কষ্ট পাচ্ছে।।।। কুড়োকে আলাদা রাখছি ওর ছোট মেয়েটা ওকে খুঁজে বেড়াচ্ছে।।।।। একবার আমার বুকে আসে সবার বুকে যে মায়ের বুকটা খুজে বেড়াচ্ছে।।।। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ পুতুলের দিকে তাকিয়ে হলেও আল্লাহ তুমি কুড়কে ফেরত দাও।।।

প্লিজ আপনারা সবাই একটু দোয়া করবেন।।।

02/02/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

খায়রুল ইসলাম খায়রুল

আমার কুড়ো ভীষণ অসুস্থ।।। ভীষণ শ্বাসকষ্ট যেটা দেখা যায় না।।।।সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমি ওকে নিয়ে বিভিন্ন হাসপাতা...
02/02/2025

আমার কুড়ো ভীষণ অসুস্থ।।। ভীষণ শ্বাসকষ্ট যেটা দেখা যায় না।।।।

সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমি ওকে নিয়ে বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়িয়েছি পশু হাসপাতালে।।।।।

আল্লাহ তো অনেক মীরাক্কেল আছে আল্লাহ কি আমার বাচ্চাকে আমার কোলে ফেরত দিতে পারে না।।।।।

সবাই একটু দোয়া করবেন আমার কূড়োর জন্য

আলোচিত হতেও যোগ্যতা লাগে।।।।সমালোচিত হতেও যোগ্যতা লাগে।।।।শুভ সকাল।।।।।
02/02/2025

আলোচিত হতেও যোগ্যতা লাগে।।।।

সমালোচিত হতেও যোগ্যতা লাগে।।।।

শুভ সকাল।।।।।

শুভ সকাল।।।।
01/02/2025

শুভ সকাল।।।।

31/01/2025

শুভ সকাল বন্ধুরা।।।। জুম্মা মোবারক।।।

আপনার স্বপ্নগুলো পূরণের জন্য শুধুমাত্র আল্লাহকে ডাকুন।।।।ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে।।।।শুভরাত্রি।।।।
30/01/2025

আপনার স্বপ্নগুলো পূরণের জন্য শুধুমাত্র আল্লাহকে ডাকুন।।।।

ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে।।।।

শুভরাত্রি।।।।

30/01/2025

বেঁচে থাকতে আমরা মানুষের মূল্য বুঝিনা।।।। হারিয়ে গেলে তখন সবাই বলি মানুষটা খুব ভালো ছিল।।।।। শুভ দুপুর

শুভ সকাল।।।। শরীরে প্রচন্ড ব্যথা হালকা জ্বর আছে।।।।এই ব্যথার কারণ আসলে আমি জানিনা তবে আজকে মনে হয় ডক্টরের সাথে একটু কনস...
30/01/2025

শুভ সকাল।।।। শরীরে প্রচন্ড ব্যথা হালকা জ্বর আছে।।।।

এই ব্যথার কারণ আসলে আমি জানিনা তবে আজকে মনে হয় ডক্টরের সাথে একটু কনসাল্ট করতে হবে।।।।

কারণ এত ব্যথা যে আমি কোন কিছু করব একটু মুভ করবো একটু কাজ করব সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।।।।

কেউ জেনে থাকলে একটু জানাবেন তো এত ব্যথা কেন হঠাৎ করে।।।।

শরীরে যদি জ্বর থাকতো খুব বেশি তাহলে ব্যথা হয় এটা আমিও জানি কিন্তু আমার জ্বর খুবই হালকা কিন্তু এত ব্যথা আমি মুভ করতে পারছি না।।।।

শুভ সকাল।।।।

মানুষের মধ্যে এখনো মনুষত্ব আছে।।।। আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক ভালোবাসে।।।।সকাল বিকাল দুইবার আসে।।। ও কখনো এই টাইমে ...
29/01/2025

মানুষের মধ্যে এখনো মনুষত্ব আছে।।।। আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক ভালোবাসে।।।।

সকাল বিকাল দুইবার আসে।।। ও কখনো এই টাইমে এসে আমাকে শুয়ে থাকতে দেখে নাই।।। তাই একটা লাল চা করে দিয়ে গেল আর বলল আপনার মোবাইলে আমি ছবি দেই আপনি দেখেন আপনাকে কেমন লাগছে।।।।

আপনি উঠেন আপু আপনি না উঠলে ভালো লাগে না।।।।

ওর প্যানপ্যানানি যদিও আমার তেমন একটা ভালো লাগছিল না,,,, তারপরও কথাগুলো মন ছুয়ে গেল তাই ওর তোলা ছবিটা শেয়ার করলাম।।।।

প্রচন্ড গায়ে ব্যথা ।।।

শুভ সন্ধ্যা।।।।

শুভ দুপুর।।।
29/01/2025

শুভ দুপুর।।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tania's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share