Crime Scene

Crime Scene Bangla Crime News

04/10/2024
চিরনিদ্রায় শায়িত শহীদ আবু সাঈদ😭আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।🤲
18/07/2024

চিরনিদ্রায় শায়িত শহীদ আবু সাঈদ😭
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।🤲

বাবা মায়ের সিদ্ধান্তের বাইরে যেয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিলাম,, আপাত দৃষ্টিতে কাজটা অন্যায় মনে হলেও আমার সিদ্...
14/07/2024

বাবা মায়ের সিদ্ধান্তের বাইরে যেয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিলাম,, আপাত দৃষ্টিতে কাজটা অন্যায় মনে হলেও আমার সিদ্ধান্ত ভুল ছিল না এটা আমার স্বামী প্রমাণ করে দিয়েছে।। আমার পরিবারের পছন্দের শীর্ষে সব সময় থাকতো ব্যবসাহিক ছেলে কিংবা প্রতিষ্ঠিত পরিবারের প্রতিষ্ঠিত ছেলে। আমি যে মানুষটাকে পছন্দ করেছিলাম সে এক সময় আমার কোচিং এর টিচার ছিল। সেখান থেকে তার সাথে কথা বলা বিভিন্ন বিষয়ে ভালোলাগা। তিনি তখন রুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করত।।
সে স্টুডেন্ট হিসেবে ভালো-পড়াশোনার বাইরে তার তেমন কোন জগত ছিল না। আমি তাকে আমার ভালো লাগার কথা বলেছিলাম সে রাজি ছিল না দীর্ঘ দেড় বছর তার সাথে কথা বলে তাকে রাজি করিয়েছিলাম। এই দের বছর ছিল আমার ধৈর্যের পরীক্ষা। সে পড়াশোনা নিয়ে যেরকম সিরিয়াস আমার সাথে সম্পর্কে জড়ানোর পর আমার প্রতি কেমন সিরিয়াস ছিল, আমাদের সম্পর্কটা বেশি দিন গোপন রাখতে পারিনি আমার পরিবার জেনে যায় বিষয়টা, এবং আমার পরিবারের সকল সদস্য এক বাক্যে আমার সম্পর্ককে না বলেছে, কিন্তু আমি সবার কথার বাইরে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে কাজী অফিসে বিয়ে করে ফেলি, তখন সে সবে মাত্র রুয়েট থেকে বের হয়েছে। একটা বিদেশি আইটি কোম্পানিতে জব করে। আমার বিয়ের কথাটাও পরিবারের কাছে বেশিদিন গোপন রাখতে পারিনি প্রকাশ পাওয়ার পর আমার পরিবারে আমাকে নিষিদ্ধ করা হয়।
দুইটা অপশন দেওয়া হয়েছিল এক হচ্ছে তালাক দেওয়া আরেক হচ্ছে আমার স্বামীর কাছে একেবারে চলে যাওয়া। আমি কোন চিন্তা ছাড়াই দুই নম্বর অপশনটা বেছে নিয়েছিলাম। নিজেকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমাদের চিলেকোটার সংসার শুরু করেছিলাম।
সংসার জীবনের সাত বছরের অতিবাহিত হলো। আমার স্বামীর অবস্থান পরিবর্তন হয়েছে আমরা এখন নিউজিল্যান্ডে বসবাস করি। এখানকার একটি স্বনামধন্য আইটি কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আমার স্বামী জব করছে। আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ,
আমরা অনেক অনেক ভালো আছি। আমাদের দুই বছরের একটা ছেলে আছে সবকিছু মিলিয়ে পরিপূর্ণ আমাদের সংসার। আমার স্বামী আমার সব কথা শুনে আমাকে সব ধরনের স্বাধীনতা সে দিয়েছে। আমি আমার স্বামীকে তার মত করে ছেড়ে দিয়েছি তার উপর আমার এতটুকু আস্তা আছে সে কখনো ভুল পথে যাবে না। আমার পরিবারের মানুষজনের ভুল কিছুটা ভেঙেছে সেটা হচ্ছে আমার সুখ দেখে। আমার স্বামীর মাত্রা অতিরিক্ত টাকা পয়সা নেই। তারপরেও সমাজের উচ্চবিত্ত ক্লাস মেনটেন করে চলার মত অবস্থা তৈরি হয়েছে। আমার বিশ্বাস সামনের দিনগুলো আরো সুন্দর এবং ভালো যাবে।। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিন....
( collected)

লিস্টের অনেককেই দেখছি পোস্ট দিচ্ছেন, "বিয়ে করার আগে জেনে নিবেন বউ গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারে কিনা।"যারা গরুর ভুঁড়ি পর...
27/06/2024

লিস্টের অনেককেই দেখছি পোস্ট দিচ্ছেন, "বিয়ে করার আগে জেনে নিবেন বউ গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারে কিনা।"
যারা গরুর ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে খুব বেশি প্যাড়ায় আছেন, পীড়ায় আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাসার সুজনের মা ২০০ টাকার বিনিময়ে ভুঁড়ি পরিষ্কার করে দিচ্ছে। আপনি আমাকে ২৫০ টাকা দেবেন। সুজনের মার ২০০ আর সার্ভিস চার্জ ৫০। আপনার ভুঁড়ি পরিষ্কার করার দায়িত্ব সুজনের মায়ের।
এরপরেও যদি আপনি মনে করেন, আপনি আপনার স্ত্রীকে দিয়েই ভুঁড়ি পরিষ্কার করাবেন, তাহলে মনে রাখবেন, ভুঁড়ি পরিষ্কারে pro হওয়ার পরেও সুজনের মাকে তার হাসবেন্ড cheat করে জুলেখা নামের অন্য মহিলাকে নিয়ে ভেগে গেসে। সুজনের মা এখন সিঙ্গেল। আপনি চাইলে আপনার সাথে সুজনের মায়ের বিয়ের ঘটকালি আমি করে দিতে পারি। আর ঘটকালিটা আমি free তে করে দিব। কোনো টাকা লাগবেনা।
( collected)

আমার বড় আপুর শ্বশুরবাড়িতে তার নিজের কোনো আলাদা রুম নেই। ওরা ড্রয়িংরুমের খাটে ঘুমায়। দুইটা বেডরুমের একটায় শ্বশুর শ্ব...
09/06/2024

আমার বড় আপুর শ্বশুরবাড়িতে তার নিজের কোনো আলাদা রুম নেই। ওরা ড্রয়িংরুমের খাটে ঘুমায়। দুইটা বেডরুমের একটায় শ্বশুর শ্বাশুড়ি। আরেকটা দেবর। আপু দুলাভাই ড্রয়িংরুমে। এটা নিয়ে আসলে কিছু বলার নেই নতুন করে। সেখানে অনেক কাহিনী। সেসব বলতে চাইনা।
তারপরে আমার বিয়ের সময় আমার বাবা মা ছেলের বাড়িঘর ঘুরে দেখে আমি কই থাকলে শিউর হয়ে তারপর বিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট বোনের বিয়ে নিয়ে কথা হচ্ছে। বড় চাচীর আনা প্রস্তাব। যেহেতু আমার বড় বোন এসব নিয়ে কষ্ট করছে তাই আমার আব্বু আম্মু সেই ভুল আর।করবেন না।
বোনের হবু শশুর বাসায় গিয়ে আম্মু উনাদের বাসা দেখেছে। ছেলের আলাদা রুম নেই। ছেলে হোস্টেলে থেকে লেখা পড়া করেছে। তাই যখন বাসায় এসেছে ছোট বোনের রুমে থেকেছে। ছোট বোন মায়ের সাথে থেকেছে। উনারা বল্লেন বিয়ের পর উনার মেয়েকে রুম ছেড়ে দিতে বলবেন। পুরো কনভারসেশন এর সময় উনার মেয়েটা মুখ কালো করে ছিল। স্পষ্ট বোঝা যায় যে রাগ।
এখন আমার ছোট বোন এখানে বিয়ে করতে চাচ্ছে না। ওর যুক্তি হলো সেই মেয়েটারও একটা প্রাইভেসি আছে। বিয়ে করেই যদি ভাই এর বউ রুম দখল করে নেয় তাহলে কোনো শুরুতেই যুদ্ধ বাঁধবে। এমন না যে লাভ ম্যারিজ। আম্মু মানা করে দিয়েছ। বড় চাচী রাগ অনেক। উনি বলেন এটা কোনো বিষয় না।
কিন্তু এটা অনেক বড় ব্যাপার।
আমার ছোট বোন কি বেশি বেশি ভাবছে? নাকি এটা মানিয়ে নেওয়া যাবে?
.

(Collected)

রাস্তায় এসব আল্পানার কারনে গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়।ঠিক লাইনে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাই এতে র্দুঘটনার হতে পারে। শিক্...
15/04/2024

রাস্তায় এসব আল্পানার কারনে গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়।ঠিক লাইনে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাই এতে র্দুঘটনার হতে পারে।
শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তম
ফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তম
বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়
দুর্নীতিতে ২০৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ৭ম
স্বাস্থ্যসেবায় ১৬৭ টা দেশের মধ্যে ১০৬ তম
সুখী দেশের তালিকায় ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম
আর বোকাচন্দ্ররা এসেছে আল্পনা এঁকে রেকর্ড গড়তে!
দেশ গোল্লায় যাক, তোরা চেতনা আর সংস্কৃতি চর্চা কর!
অপচয় ছাড়া আর কিছু নয়,
রাস্তায় গাড়ি চালানোর লাইন মুছে ফেলা অপরাধ
Collected from Enayet Karim

আজকে ডিম কিনলাম সাদা ডিম ২৫০ টাকা পাতা(৩০ টা), মানে একটা ডিমের দাম হচ্ছে ৮.৩৩ টাকা। আর লাল ডিম ২৮০ টাকা পাতা।যেহেতু আমি ...
25/03/2024

আজকে ডিম কিনলাম সাদা ডিম ২৫০ টাকা পাতা(৩০ টা), মানে একটা ডিমের দাম হচ্ছে ৮.৩৩ টাকা। আর লাল ডিম ২৮০ টাকা পাতা।
যেহেতু আমি ই বাড়ির বাজার করি, এজন্য প্রায় জিনিসপত্রের দাম জানি।
দোকানদার কে বললাম কিছুদিন আগেও ৩৫০ টাকা পাতা ডিম কিনেছি। এখন অনেক কমে গেছে। ডিমের চাহিদা কী কম,রোজার মাসের জন্য?
তখন উনি বললেন, মানুষ ডিম কম খাচ্ছে। আর এগুলো তো পচনশীল তাই মানুষ না খেলে দাম কমে যায়। কারণ ডিম তো প্রতিদিন উৎপাদন হচ্ছে ই আর হবে।
কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এটা বোঝে না, দাম বাড়লে তারা আরো বেশি করে কিনে রাখে, ফলে ব্যবসায়ীরা ও মন মতো দাম বাড়ায়।
তাই সংগঠিত হন, দাম বাড়লে সাতদিন কেনা বন্ধ রাখুন, দাম এমনিতেই কমবে।
ন্যায্য দামে পন্য কিনবো।

সফলতার প্রত্যেক সিঁড়িতেই একেকটা কুকুর দেখতে পাবেন।💯পাশ কাটিয়ে চলে যান...সব কুকুরের মোকাবেলা করতে গেলে, কখনোই নিজের গন্তব...
18/02/2024

সফলতার প্রত্যেক সিঁড়িতেই একেকটা কুকুর দেখতে পাবেন।💯

পাশ কাটিয়ে চলে যান...

সব কুকুরের মোকাবেলা করতে গেলে, কখনোই নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন না🤗

আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স অনুযায়ি, বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় ৪র্থ বারের মতো স্থান করে নিয়েছেন মাভা...
09/01/2024

আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স অনুযায়ি, বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় ৪র্থ বারের মতো স্থান করে নিয়েছেন মাভাবিপ্রবি-র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক মো. কামরুজ্জামান।

এছাড়া ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজ ক্যাটাগরির ক্রিমিনোলজি, ভিকটিমোলজি ও এ সংক্রান্ত বিষয়ে গবেষণায় তিনি বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ২য়, এশিয়ায় ১১৭ এবং বিশ্বে ২ হাজার ৫১তম স্থানে রয়েছেন।

যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো!ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় , তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের য...
09/01/2024

যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো!

ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় , তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয় ৷

এটা আল্লাহর একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয়।

কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে , ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত সময় থেকে অনেক পরে ছেলে-মেয়েদের বিবাহ দেয়া হয়।
ফলে যৌন চাহিদার বর্শবর্তি হয়ে যেনা ব্যভিচারে পা বাড়ায় যুবক যুবতীরা ৷

আর এমনটা হওয়াই স্বাভাবিক ৷ কারণ আপনি যদি একটি বিড়াল পালেন , আর তাকে খেতে না দেন তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে ৷

অভিভাবকরা ইচ্ছে করেই ছেলেমেয়ের বিয়ে দেরীতে দিচ্ছে , সুতরাং যেনা তো হবেই ৷ আপনার মেয়ে অন্য ছেলের সাথে তো পালাবেই ৷ এটা আপনারই কর্মফল ৷

সরকারি বিধান মোতাবেকও যদি একজন নারীর বিয়ের বয়স ১৮ বছর এবং একজন পুরুষের বিয়ের বয়স ২১ বছর হয় তারপরও অনেক অভিভাবকেরা ছেলের বয়স নিয়ে গেছে ৩০/৩৫ এ এবং মেয়ের বয়স নিয়ে গেছে ২৫/২৮ এ ৷

অথচ ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরীতে বিবাহ দেয়ার কোনো সুযোগ নেই ৷

অভিভাবকের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন তাই যেনা হয়েছে সহজ ৷
এর জন্য এই সমস্ত সহীহ দ্বীনহীন অভিভাবকরাই দায়ী!

আল্লাহ্ প্রতিজ্ঞাও করেছেন “ বিয়ে করলেই তোমাদের ধনী করে দিবো।”

তবুও মেয়ে বিয়ে দেয়ার সময় কেবলই চাকুরীজীবী ছেলে খোজাটা মূলত আল্লাহ্’র উপর অনির্ভরশীলতা’র ইঙ্গিত।

আমি তো মনে করি,

“একটা ভালো চাকুরী’র পূর্বশর্তই হচ্ছে “বিয়ে”।

কেননা, তখন তাকে রিজিক প্রদান করার দায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তা নিয়ে নেন।

পড়ুন সেই মহাপবিত্র আয়াতে কারীমা…

” ﻭﺃﻧﻜﺤﻮﺍ ﺍﻻﻳﺎﻣﻲ ﻣﻨﻜﻢ ﻭ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻋﺒﺎﺩﻛﻢ ﻭ ﺇﻣﺎﺋﻜﻢ ﺇﻥ ﻳﻜﻮﻧﻮﺍ ﻓﻘﺮﺍﺀ ﻳﻐﻨﻬﻢ ﺍﻟﻠﻪ “

(তোমাদের মধ্য হতে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও এবং দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা যদি নিঃস্বও হয়ে থাকেন তবে স্বয়ং আল্লাহ্ তাকে ধনী বানিয়ে দেবেন)
– সূরা নুর। আয়াতঃ ৩২।
অবশ্য উক্ত আয়াতে বিবাহহীনদের অবিভাবকদেরকেই আল্লাহ্ এ আদেশ করেছেন। কেননা আল্লাহ্ জানেন, অবিভাবকেরা কি সব চিন্তা করেন।

অবস্থা এমন দাড়িয়েছে যে কেউ বিয়ে করতে চাওয়া সামাজিকভাবে খারাপ চোখে দেখা হয়।
আমাদের সমাজে কেউ কারো বিয়ের কথা শুনলে মানুষ এতাটাই অবাক হয় যে অবৈধভাবে প্রেম ভালোবাসা যেনা করলেও এতোটা অবাক হয়না।
বিষয়টা এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে।

Happy new year 2024
01/01/2024

Happy new year 2024

Address

Bangla Motor
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Crime Scene posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share