14/07/2024
বাবা মায়ের সিদ্ধান্তের বাইরে যেয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিলাম,, আপাত দৃষ্টিতে কাজটা অন্যায় মনে হলেও আমার সিদ্ধান্ত ভুল ছিল না এটা আমার স্বামী প্রমাণ করে দিয়েছে।। আমার পরিবারের পছন্দের শীর্ষে সব সময় থাকতো ব্যবসাহিক ছেলে কিংবা প্রতিষ্ঠিত পরিবারের প্রতিষ্ঠিত ছেলে। আমি যে মানুষটাকে পছন্দ করেছিলাম সে এক সময় আমার কোচিং এর টিচার ছিল। সেখান থেকে তার সাথে কথা বলা বিভিন্ন বিষয়ে ভালোলাগা। তিনি তখন রুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করত।।
সে স্টুডেন্ট হিসেবে ভালো-পড়াশোনার বাইরে তার তেমন কোন জগত ছিল না। আমি তাকে আমার ভালো লাগার কথা বলেছিলাম সে রাজি ছিল না দীর্ঘ দেড় বছর তার সাথে কথা বলে তাকে রাজি করিয়েছিলাম। এই দের বছর ছিল আমার ধৈর্যের পরীক্ষা। সে পড়াশোনা নিয়ে যেরকম সিরিয়াস আমার সাথে সম্পর্কে জড়ানোর পর আমার প্রতি কেমন সিরিয়াস ছিল, আমাদের সম্পর্কটা বেশি দিন গোপন রাখতে পারিনি আমার পরিবার জেনে যায় বিষয়টা, এবং আমার পরিবারের সকল সদস্য এক বাক্যে আমার সম্পর্ককে না বলেছে, কিন্তু আমি সবার কথার বাইরে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে কাজী অফিসে বিয়ে করে ফেলি, তখন সে সবে মাত্র রুয়েট থেকে বের হয়েছে। একটা বিদেশি আইটি কোম্পানিতে জব করে। আমার বিয়ের কথাটাও পরিবারের কাছে বেশিদিন গোপন রাখতে পারিনি প্রকাশ পাওয়ার পর আমার পরিবারে আমাকে নিষিদ্ধ করা হয়।
দুইটা অপশন দেওয়া হয়েছিল এক হচ্ছে তালাক দেওয়া আরেক হচ্ছে আমার স্বামীর কাছে একেবারে চলে যাওয়া। আমি কোন চিন্তা ছাড়াই দুই নম্বর অপশনটা বেছে নিয়েছিলাম। নিজেকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমাদের চিলেকোটার সংসার শুরু করেছিলাম।
সংসার জীবনের সাত বছরের অতিবাহিত হলো। আমার স্বামীর অবস্থান পরিবর্তন হয়েছে আমরা এখন নিউজিল্যান্ডে বসবাস করি। এখানকার একটি স্বনামধন্য আইটি কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আমার স্বামী জব করছে। আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ,
আমরা অনেক অনেক ভালো আছি। আমাদের দুই বছরের একটা ছেলে আছে সবকিছু মিলিয়ে পরিপূর্ণ আমাদের সংসার। আমার স্বামী আমার সব কথা শুনে আমাকে সব ধরনের স্বাধীনতা সে দিয়েছে। আমি আমার স্বামীকে তার মত করে ছেড়ে দিয়েছি তার উপর আমার এতটুকু আস্তা আছে সে কখনো ভুল পথে যাবে না। আমার পরিবারের মানুষজনের ভুল কিছুটা ভেঙেছে সেটা হচ্ছে আমার সুখ দেখে। আমার স্বামীর মাত্রা অতিরিক্ত টাকা পয়সা নেই। তারপরেও সমাজের উচ্চবিত্ত ক্লাস মেনটেন করে চলার মত অবস্থা তৈরি হয়েছে। আমার বিশ্বাস সামনের দিনগুলো আরো সুন্দর এবং ভালো যাবে।। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিন....
( collected)