Syeda Sharika Hossain Sifat

Syeda Sharika Hossain  Sifat I am a social media marketer

29/12/2023

কনটেন্ট
আমাদের জীবনের প্রত্যেকটি ধাপেই কন্টেন্টের প্রয়োজন হয়।একজন ডিজিটাল মার্কেটিং এর কাজের ক্ষেত্রে সকল জায়গায় কনটেন্টের ব্যবহার উল্লেখযোগ্য।কিন্তু এই কনটেন্ট টা কি?আসলে কনটেন্ট হচ্ছে ইন্টারনেটে লিখিত বিভিন্ন বিষয়বস্তুকে তথ্যবহুল ও আকর্ষণীয় করে লিখাকে কন্টেন বলে।আর যারা এইসব কনটেন্ট লেখে তাদেরকে বলে কনটেন্ট রাইটার।

এ কনটেন্টকে আবার চার ভাগে ভাগ করা যায়।যেমন :১)writing conten বা লিখার মাধ্যমে ২)ভিডিও কনটেন্ট, ৩) ইমেজ কনটেন্ট এবং ৪)অডিও কন্টেন।
বর্তমানে লিখার কনটেন্ট থেকে ভিডিও কনটেন্ট সাথে ইমেজ কন্টেন বেশি জনপ্রিয়। একটি লিখার সাথে ভিডিও বা ইমেজ ব্যবহার করলে সে কনটেন্টটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়।

একটি কনটেন্ট লিখার সময় লেখককে অবশ্যই মনে রাখতে হবে বা কিছু দিকে নজর রাখতে হবে তাহলো, লেখকের লেখা যাতে কোন ভাবে কপি পেস্ট না হয়। তার লেখা পড়ে পাঠক যাতে আকর্ষণীয় অনুভব করে সাথে যে বিষয় সম্পর্কে লেখক কন্টেন লিখেছে তা থেকে কোন কিছু শিখতে পারে।লেখক যে বিষয়ে কন্টেন্ট লিখছে সে বিষয় সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে।লেখক ইংরেজি বা বাংলা যে ভাষায় কন্টেন্ট লেখে না কেন তা সে ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে।লিখার মাঝে কোন রূপ বানান ভুল বা শব্দ চয়নে ভুল থাকতে পারবেনা।

এই কনটেন্ট লেখক দুই ভাবে লিখতে পারে।
একটি হচ্ছে টিউটোরিয়াল টাইপ আরেকটি হচ্ছে পোডাক রিভিউটার টাইপ।
টিউটোরিয়াল টাইপ হচ্ছে কোন একটি বিষয়বস্তুকে লেখক প্রথমে অভিজ্ঞতা অর্জন করে তার উপরে বিস্তারিত লেখা। আবার প্রোডাক্ট রিভিউ টাইপ হচ্ছে একটি পণ্য সম্পর্কে ধারণা নিয়ে সে পণ্য সম্পর্কে বিস্তারিত পাঠক কে জানানো।
লেখক যে বিষয়ে কন্টেন্ট লিখুক না কেন তার সে বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা এবং জ্ঞান থাকতে হবে। তা না হলে পাঠক তার সে কনটেন্ট পরে আকর্ষণ বোধ করবে না সাথে সে পণ্য সম্পর্কে সঠিক তথ্য ও পণ্য সম্পর্কে উপকারিতা ও অপকারিতা জানতে পারবে না।

বর্তমানে একজন ডিজিটাল মার্কেটর কন্টেন লেখেও আয় করতে পারে। ইন্টারনেটে ব্যাপক ব্যবহারে ফলে কনটেন্ট রাইটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি পেজকে রেংকিং উঠানর জন্য একজন কনটেন্ট রাইটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে একজন কনটেন রাইটারে চাহিদা অনেক বেশি।তাই একজন কন্টেন্ট রাইটারের উচিত উপরের বিষয়গুলো বিবেচনায় রাখা।

28/12/2023

Good Morning

03/12/2023

Wellcome to my new professional page

Address

Dhaka

Telephone

+8801675119985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syeda Sharika Hossain Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syeda Sharika Hossain Sifat:

Share