HSC & Medical, Public University Admission Helpline - ভর্তি যুদ্ধ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • HSC & Medical, Public University Admission Helpline - ভর্তি যুদ্ধ

HSC & Medical, Public University Admission Helpline - ভর্তি যুদ্ধ HSC & Medical, Public University Admission Helpline - ভর্তি যুদ্ধ

30/07/2025

পড়াশোনার গতি কেমন তোমাদের?

11/07/2025

রেজাল্টতো হলো, এবার কে কোন কলেজে ভর্তি হতে চাও??

10/07/2025

এবারের রেজাল্ট পরবর্তী সকল পরীক্ষার্থীদের প্রতি এক সকর্কতা স্বরূপ কেননা কোন রকম পড়াশোনা করে আর পাশ করা যাবে নাহ। গনহারে ফেল করবে সবাই যদি পড়াশোনার উন্নতি না হয়।

22/06/2025

BCS preliminary strategy
যারা অনেক ইফোর্ট দিয়েও বার বার বিসিএস প্রিলিমিনারিতে ব্যর্থ হচ্ছেন এবং যারা নতুন প্রার্থী তারা নিচের লিখাটা পড়তে পারেন।প্রিলিমিনারি টেকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

বিসিএস প্রিলির জন্যে হাবিযাবি অনেক জিনিস না পড়ে সিস্টেমেটিক ওয়েতে পড়ালেখা করলে কম পড়েই অনেক ভালো করা সম্ভব। আমি ৪৩ বিসিএসে নম্বর পেয়েছি ১৩৭.৫, ৪৪ বিসিএসে সেটা হয়েছে ১৪৯.৫, ৪৫ এ ইনশাআল্লাহ ১৪১।যেহেতু আমি মোটামুটি ভালো করেছি বিসিএসে তাই আমার কিছু স্ট্রাটেজি শেয়ার করছি হয়তো সেটা কারো উপকারে লাগতে পারে।আমি প্রচুর এনালাইসিস করে পড়েছি, কি পড়বো তার থেকে বেশি ফোকাসে রাখতাম কি বাদ দিবো।উদাহরণস্বরূপ আমার আন্তর্জাতিক, বাংলাদেশ বইয়ের অলমোস্ট অর্ধেক কেটে বাদ দেয়া।ওই বাদ দেয়া অংশ আমি কখনো পড়িনা ফলে গুরুত্বপূর্ণ অংশ বারবার রিভাইজ করতে পারি।৪৪ এ সাধারণ জ্ঞানে ৪৬.৫(৫০) এবং ৪৫ বিসিএসে ৪৪.৫(৫০) পেয়েছি অর্ধেকের মত না পড়ে!তাই ভালো ফল করার জন্যে এনালাইসিস করে পড়ার কোন বিকল্প নেই(সকল সাব্জেক্টের জন্যে প্রযোজ্য).

বেশি পড়ার থেকে এখন থেকেই সিস্টেমেটিক পড়া শুরু করলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই প্রিলিতে টিকবেন।

কম্পিউটার, বাংলাদেশ বিষয়াবলি ও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিকের সাজেশন দিলাম।এগুলা যদি শেষ করা না থাকে তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করুন আর যদি পড়া থাকে তাহলে বার বার শেষ করুন।

কম্পিউটার (১৫)
নিচের টপিকগুলো থেকেই প্রিলিতে অধিকাংশ প্রশ্ন আসে।বাজারের কম্পিউটার বইগুলোতে অতিরিক্ত তথ্য দেয়া আছে ।ব্যাংকের আইটি টেকনিক্যাল পার্টের প্রশ্ন আর বিসিএস এর প্রশ্নের ধরন যে আলাদা এটা অনেকে বুঝেন না।আইটি এক্সামের কঠিন প্রশ্নগুলো দেখে অনেকেই আইসিটি সাব্জেক্টকে ভয় পাওয়া শুরু করেন।কিন্তু এখানে নাম্বার তোলা একদমই সহজ।নিচের টপিকগুলো আর বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন শেষ করলে ইনশাআল্লাহ ১০+ নাম্বার খুব সহজেই তুলতে পারবেন।

**ইনপুট-আউটপুট ডিভাইস
**মেমোরী(র‍্যাম,রম,ক্যাশ)
**প্রটোকল(TCP,IP,SMTP,পোপ,VoIP…)
**ওয়ারলেস কমিউনিকেশন
১.PAN,LAN,MAN,WAN
2. ব্লুটুথ,ওয়াইফাই,ওয়াইম্যাক্স
****IEEE নম্বর
গ্রুপ: বিসিএস সারথি
***কনভার্সন
১.বাইনারি, অক্টাল,ডেসিম্যাল,হেক্সাডেসিমাল
২.1’s complement, 2’s complement
***নেটওয়ার্ক টপোলজি(বাস,রিং,স্টার,মেশ,ট্রি)
***রাউটার,হাব,সুইচ
***ক্লাউড কম্পিউটিং
***ডাটাবেজ(ফিল্ড,এন্টিটি,টেবিল,প্রাইমারী কি,কম্পোজিট কি,DDL,DML…)
***ইকমার্স
**অপারেটিং সিস্টেম
**সোস্যাল মিডিয়া
**কম্পাইলার,ইন্টারপ্রেটার,আসেম্বলার
**ওয়েব সার্ভার,ওয়েব ব্রাউজার,ফায়ারওয়াল উদাহরণ
***ক্লায়েন্ট সার্ভার মডেল,পিয়ার টু পিয়ার মডেল
**ভাইরাস ও এন্টিভাইরাস
**সফটওয়ার (সিস্টেম ও এপ্লিকেশন সফটওয়্যার উদাহরণসহ)
**বিট,নিবল,বাইট,মেগাবাইট,কিলোবাইট…
***লজিক গেট (AND,OR,NOT,XOR,XNOR)

বাংলা সাহিত্য (৩৫)

১.প্রাচীন ও মধ্যযুগ(৫)
* চর্যাপদ
*শ্রীকৃষ্ণকীর্তন
*মংগল কাব্য
**পদাবলী
**জীবনী সাহিত্য
**আরকান রাজসভা
**কবিগান,টপ্পা,পাচালী এদের কবি বা প্রবর্তক)

২. আধুনিক যুগের সাহিত্যিকদের জন্য আমি আমার নোট খাতার বাইরে কিছু পড়া লাগবেনা। বইয়ের সমস্ত এমসিকিউ বেশ কয়েকবার শেষ করতে হবে।

৪.দেশভাগ,ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ রিলেটেড সাহিত্যকর্ম পড়তে হবে।

৫.লেখকের ছদ্মনাম,উপাধি এবং গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের চরিত্রগুলো পড়তে হবে।(২)

৬.সংবাদপত্র (১)

৭.উপরের টপিকগুলো থেকে ৭-৮ মার্ক কমন আসবে।বাকি ১২-১৩ মার্কের জন্যে শুধু নিচের ৩৫ সাহিত্যিকদের ভালো করে পড়লে ১০ + নাম্বার কমন পাবেন ইনশাআল্লাহ।

১.রবীন্দ্রনাথ ঠাকুর
২.নজরুল ইসলাম
৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.বেগম রোকেয়া
৬.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭.প্রমথ চৌধুরী
৮.মাইকেল মধুসূদন দত্ত
৯.দীনবন্ধু মিত্র
১০.মীর মশাররফ হোসেন
১১.আলাওল
১২.জীবনানন্দ দাশ
১৩.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৪.জসীমউদ্দিন
১৫.মাহমুদুল হক
১৬.শওকত ওসমান
১৭.শামসুর রাহমান
১৮.আবু জাফর ওবায়দুল্লাহ
১৯.সৈয়দ শামসুল হক
২০.হাসান আজিজুল হক
২১.নির্মলেন্দু গূন
২২.সেলিনা হোসেন
২৩.সেলিম আল দীন
২৪.জহির রায়হান
২৫.হুমায়ুন আহমেদ
২৬. আখতারুজ্জামান ইলিয়াস
২৭.মুনীর চৌধুরী

৮.এছাড়াও এই টপিকগুলো কভার করবেন:
১.ফোর্ট উইলিয়াম কলেজ
২.শিখা পত্রিকা
৩.ঢাকা মুসলিম সাহিত্য সমাজ
৪.শ্রীরামপুর মিশন
৫.বাংলা একাডেমী+এশিয়াটিক সোসাইটি
৬.ইয়ংবেঙ্গল
৭.অন্ধকার যুগ ও যুগ সন্ধিক্ষণ
**বিসিএসে আসা প্রশ্নগুলো বার বার শেষ করবেন।
উপর্যুক্ত ৮ টি পয়েন্ট অনুসারে প্রিপারেশন নিলে আপনি বাংলা সাহিত্যের ১৪+ মার্ক কাভার করবে ইনশাআল্লাহ।

****বাংলাদেশ বিষয়াবলি
২২-২৩ মার্ক খুব সহজেই নিচের টপিকগুলা থেকে পরীক্ষায় চলে আসে ইনশাআল্লাহ। এই টপিকের বাইরে অন্য টপিকগুলো থেকে অনেক বেশি ইফোর্ট দিয়েও আউটপুট কম আসবে। বই থেকে কি পড়বেন কি বাদ দিবেন সেটা বিসিএস সারথি গ্রুপে দেয়া আছে।

১)সংবিধান
i) সংবিধান প্রণয়নের ইতিহাস
ii) ১ম, ২য় ও ৩য় ভাগ
iii)কিছু সিলেক্টেড অনুচ্ছেদ
v) পঞ্চম সংশোধনী


সেই সাথে কনসার্ট ফর বাংলাদেশ, বিভিন্ন বিখ্যাত বই, চলচিত্র সম্পর্কে বই থেকে যেগুলা দাগিয়ে দিয়েছি সেগুলা ভালো করে পড়ে নিতে হবে।

৩)কৃষিজ সম্পদ
i)ধান,গম সহ বিভিন্ন খাদ্যশস্যের জাতের নাম;
যেমন: গম- বলাকা,দোয়েল।

ii)কোন অঞ্চলে কোনটি বেশি উৎপাদিত হয়?
যেমন: ফরিদপুর -পাট; ময়মনসিংহ -ধান;

iii)বিভিন্ন কৃষি গবেষণা ইন্সটিটিউটের অবস্থান..
নদী গবেষণা ইন্সটিটিউট -ফরিদপুর;

iv)মোট আবাদী,অনাবাদী, এক ফসলি,দো ফসলি জমির পরিমান কত? (রিসেন্ট সরকারি ডাটা সার্চ করে খুজে নেবেন)

iv)রবিশস্য, খরিপশস্য এর সময়কাল

৪) বনজ সম্পদ

*কোন বনের অবস্থান কোথায়?
*বনাঞ্চলের ধরণ (চিরহরিৎ /পত্রপতনশীল)
*বনে কোন কোন বৃক্ষ পাওয়া যায়
*বনাঞ্চলের আয়তন
*পশুপাখির নাম

৫)প্রাচীন বাংলা থেকে কিছু জায়গা হতে বেশি প্রশ্ন হয় :
***জনপদ
**পরিব্রাজক
** চন্দ্রগুপ্ত, অশোক, শশাংক,ধর্মপাল,সমুদ্রগুপ্ত লক্ষণসেন।
***সুলতানি আমল
**পাল
**সেন
**মুঘল আমল
** ব্রিটিশ শাসন

৬)ক্ষুদ্র নৃগোষ্ঠী
৭)এসডিজি

অর্থনীতি+রিসেন্ট টপিকে যা পড়বেন:

i)বাজেট
ii)অর্থনৈতিক সমীক্ষা
iii)জনশুমারী ও গৃহগণনা ২০২২
iv)অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা
v)প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর ও
সম্মেলন

***কারেন্ট এফেয়ার্স পড়ে অযাচিত সময় নষ্ট করবেন না।উপরের টপিকগুলো পড়লে ২০+ নাম্বার চলে আসবে ইনশাআল্লাহ। এর সাথে বইয়ে যেগুলা দাগিয় দিয়েছি শুধু সেটুকু পড়বেন।যা কেটে দিয়েছি সেগুলা সম্পূর্ণ বাদ দিবেন।

অনেকেই কনফিউজড থাকেন যে এই স্ট্রাটেজি শুধু বিসিএস প্রিলির জন্যেই প্রযোজ্য? অন্য নন ক্যাডার পরীক্ষাতেও কাজে দিবে কিনা... তাদের জন্যে বলতে চাই আমি এখন পর্যন্ত জেনারেলে যতগুলো প্রিলি দিয়েছি সবগুলোতেই টিকেছি(সবগুলো ৯ম গ্রেড) যার মধ্যে ছিলো NSI(AD),BEZA(AM),BREB(AD),CAAB(Senior Officer)।তাই প্রসেস ফলো করেন সব এক্সামেই নি:সন্দেহে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ।

শীশ বিন বাহাউদ্দিন
সহকারী কর কমিশনার
৪৩তম বিসিএস

©

08/06/2025

ঈদ তো শেষ! এবার হোক পড়াশোনা!

এই দেশে টাকায় মন্দির থাকলে যেমন জাত চলে যায়,ঠিক তেমনি তাদের দেশে প্রকাশ্যে  গরু জবাই দিলে তাদেরও জাত চলে যায়! তখন তুমি ই...
05/06/2025

এই দেশে টাকায় মন্দির থাকলে যেমন জাত চলে যায়,ঠিক তেমনি তাদের দেশে প্রকাশ্যে গরু জবাই দিলে তাদেরও জাত চলে যায়! তখন তুমি ইমোশনাল হয়ে যাও!
মন্দির খচিত টাকা মসজিদে দিতে গেলে তোমার যেটুকু আবেগ কাজ করে!মসজিদ খচিত টাকায় ঘুষ দিলে,মদ কিনে খেলে অথবা পতিতার বিল মেটালে তোমার সেই আবেগ কাজ করে নাহ! তখন তো মনেই থাকে নাহ এই টাকায় মসজিদের ছবি আছে।

এটাকে হিপোক্রেসি বলে!
বাঙালির দুর্দশার অন্যতম কারণ সম্ভবত এটাই!

04/06/2025

শিল্পবিপ্লবের সময় ইউরোপ মেশিন বানিয়েছে। আমরা তখন বেলুন উড়িয়েছি হাতে বাঁধা ছিলো লাল সুতো। ওরা সেন্টিমিটার মেপে কারখানা গড়েছে, আমরা পাটের দড়ি গুণে দোকান খুলেছি।
ফলাফল? পিছিয়ে পড়েছি এক শতাব্দী।

এবারও ইতিহাসের পাতা ওলটাচ্ছে, মেশিনের জায়গায় এবার AI।
এটা এমন এক প্রযুক্তি, যা শেখে, বোঝে, আপনাকে ছাড়িয়ে যেতে পারে… আপনি যদি এখনই না বোঝেন, তাহলে আপনি নিজের গল্প থেকে সরে পড়বেন।

২০২৬ সাল থেকে Meta নিজেই আপনার জন্য বিজ্ঞাপন তৈরি করবে। ছবি, ক্যাপশন, ভিডিও সব AI দেবে। আপনি শুধু “Confirm” চাপবেন। আপনার মার্কেটিং টিম তখন বিস্ময় নিয়ে শুধু তাকিয়ে থাকবে। আর যারা এই AI শেখেনি, তারা নীরব হয়ে যাবে ঠিক সেই বেকার মিস্ত্রির মতো, যার রেঞ্জার খুলে কেউ আর দেয়ালে পেরেক গাঁথে না। এমনকি যারা বড় ব্যবসায়ী তারাও ঝুঁকিতে আছেন। কারণ আপনার মার্কেটিং টিম যদি AI না বোঝে,
আপনার ব্র্যান্ড একদিন ছোট হয়ে যাবে, আর যারা AI দিয়ে কাজ করছে, তারা আপনাকে বাইপাস করে সামনে চলে যাবে।

এই AI-এর সর্বোচ্চ ব্যবহার করে আমার নতুন কোম্পানি এখন যে প্রজেক্টে হাত দিয়েছে, তা হলো বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলোকে পুরো পৃথিবীতে রপ্তানি করা। সুতা না, পোষাক না, আস্ত কোম্পানি রপ্তানি করা। আমার কাছে সব আছে। লাইসেন্স, লোকেশন, সফটওয়্যার, স্ট্র্যাটেজি, স্কেলিং একটি কোম্পানিকে গ্লোবাল করতে যা লাগে, সব।

তবে কথা একটাই, এই সুযোগ থাকবে উইন্টারের পূর্ব পর্যন্ত। কারণ উইন্টারে আমি ঘুমাবো। আমার শরীর শীতে ক্লান্ত হয়ে যায়। আমি তখন নতুন স্বপ্নে ব্যস্ত থাকি। যদি আপনি তখন আসেন, তখন দরজা খোলা থাকবে না।

আমি আমার যোগ্যতায় বিশ্বাস করি, আর আল্লাহর রহমতের উপর ভরসা রাখি। বাংলাদেশি যে সকল কোম্পানি আমার সাথে কোলাব করবে না তারা ছিটকে পরবে যেভাবে টেলিভিশন চ্যানেলগুলো ছিটকে পরেছে ইউটিউবার উত্থানে। সময় শুধু এই সামার। আর পরের সামারে.....
এই সুযোগ যাবে আফ্রিকায়।

কাটাতার ভাজ করে রাখ।
এ তাবৎ বিশ্ব আমার।

কার্টসিঃ তাবিব মাহমুদ ভাই







যখন পড়তে বসবেন, মোবাইল ডাটা অফ করে নিন।
04/06/2025

যখন পড়তে বসবেন, মোবাইল ডাটা অফ করে নিন।

03/06/2025

এবার ঈদের ছুটিতে কার কি প্লান? সবার থেকে এগিয়ে থাকতে পাঠ্যবই হোক সঙ্গী।

যে কোন চাকুরী বা ভর্তি পরীক্ষায় ইংরেজি গ্রামার ও সাহিত্যে সর্বোচ্চ ভাল করতেএই এ্যাপটি হতে পারে সর্বত্তম সহায়ক।  সময় থাকল...
02/06/2025

যে কোন চাকুরী বা ভর্তি পরীক্ষায় ইংরেজি গ্রামার ও সাহিত্যে সর্বোচ্চ ভাল করতেএই এ্যাপটি হতে পারে সর্বত্তম সহায়ক। সময় থাকলে ডাউনলোড করে একটি রিভিউ দিবেন।

সকলের জন্য!!
31/05/2025

সকলের জন্য!!

31/05/2025

পড়াশুনার ক্ষেত্রে, আপনার সবচেয়ে দুর্বল দিক গুলো কি কি?

দেখি সমাধান দিতে পারি কিনা

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC & Medical, Public University Admission Helpline - ভর্তি যুদ্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share