22/06/2025
BCS preliminary strategy
যারা অনেক ইফোর্ট দিয়েও বার বার বিসিএস প্রিলিমিনারিতে ব্যর্থ হচ্ছেন এবং যারা নতুন প্রার্থী তারা নিচের লিখাটা পড়তে পারেন।প্রিলিমিনারি টেকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
বিসিএস প্রিলির জন্যে হাবিযাবি অনেক জিনিস না পড়ে সিস্টেমেটিক ওয়েতে পড়ালেখা করলে কম পড়েই অনেক ভালো করা সম্ভব। আমি ৪৩ বিসিএসে নম্বর পেয়েছি ১৩৭.৫, ৪৪ বিসিএসে সেটা হয়েছে ১৪৯.৫, ৪৫ এ ইনশাআল্লাহ ১৪১।যেহেতু আমি মোটামুটি ভালো করেছি বিসিএসে তাই আমার কিছু স্ট্রাটেজি শেয়ার করছি হয়তো সেটা কারো উপকারে লাগতে পারে।আমি প্রচুর এনালাইসিস করে পড়েছি, কি পড়বো তার থেকে বেশি ফোকাসে রাখতাম কি বাদ দিবো।উদাহরণস্বরূপ আমার আন্তর্জাতিক, বাংলাদেশ বইয়ের অলমোস্ট অর্ধেক কেটে বাদ দেয়া।ওই বাদ দেয়া অংশ আমি কখনো পড়িনা ফলে গুরুত্বপূর্ণ অংশ বারবার রিভাইজ করতে পারি।৪৪ এ সাধারণ জ্ঞানে ৪৬.৫(৫০) এবং ৪৫ বিসিএসে ৪৪.৫(৫০) পেয়েছি অর্ধেকের মত না পড়ে!তাই ভালো ফল করার জন্যে এনালাইসিস করে পড়ার কোন বিকল্প নেই(সকল সাব্জেক্টের জন্যে প্রযোজ্য).
বেশি পড়ার থেকে এখন থেকেই সিস্টেমেটিক পড়া শুরু করলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই প্রিলিতে টিকবেন।
কম্পিউটার, বাংলাদেশ বিষয়াবলি ও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিকের সাজেশন দিলাম।এগুলা যদি শেষ করা না থাকে তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করুন আর যদি পড়া থাকে তাহলে বার বার শেষ করুন।
কম্পিউটার (১৫)
নিচের টপিকগুলো থেকেই প্রিলিতে অধিকাংশ প্রশ্ন আসে।বাজারের কম্পিউটার বইগুলোতে অতিরিক্ত তথ্য দেয়া আছে ।ব্যাংকের আইটি টেকনিক্যাল পার্টের প্রশ্ন আর বিসিএস এর প্রশ্নের ধরন যে আলাদা এটা অনেকে বুঝেন না।আইটি এক্সামের কঠিন প্রশ্নগুলো দেখে অনেকেই আইসিটি সাব্জেক্টকে ভয় পাওয়া শুরু করেন।কিন্তু এখানে নাম্বার তোলা একদমই সহজ।নিচের টপিকগুলো আর বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন শেষ করলে ইনশাআল্লাহ ১০+ নাম্বার খুব সহজেই তুলতে পারবেন।
**ইনপুট-আউটপুট ডিভাইস
**মেমোরী(র্যাম,রম,ক্যাশ)
**প্রটোকল(TCP,IP,SMTP,পোপ,VoIP…)
**ওয়ারলেস কমিউনিকেশন
১.PAN,LAN,MAN,WAN
2. ব্লুটুথ,ওয়াইফাই,ওয়াইম্যাক্স
****IEEE নম্বর
গ্রুপ: বিসিএস সারথি
***কনভার্সন
১.বাইনারি, অক্টাল,ডেসিম্যাল,হেক্সাডেসিমাল
২.1’s complement, 2’s complement
***নেটওয়ার্ক টপোলজি(বাস,রিং,স্টার,মেশ,ট্রি)
***রাউটার,হাব,সুইচ
***ক্লাউড কম্পিউটিং
***ডাটাবেজ(ফিল্ড,এন্টিটি,টেবিল,প্রাইমারী কি,কম্পোজিট কি,DDL,DML…)
***ইকমার্স
**অপারেটিং সিস্টেম
**সোস্যাল মিডিয়া
**কম্পাইলার,ইন্টারপ্রেটার,আসেম্বলার
**ওয়েব সার্ভার,ওয়েব ব্রাউজার,ফায়ারওয়াল উদাহরণ
***ক্লায়েন্ট সার্ভার মডেল,পিয়ার টু পিয়ার মডেল
**ভাইরাস ও এন্টিভাইরাস
**সফটওয়ার (সিস্টেম ও এপ্লিকেশন সফটওয়্যার উদাহরণসহ)
**বিট,নিবল,বাইট,মেগাবাইট,কিলোবাইট…
***লজিক গেট (AND,OR,NOT,XOR,XNOR)
বাংলা সাহিত্য (৩৫)
১.প্রাচীন ও মধ্যযুগ(৫)
* চর্যাপদ
*শ্রীকৃষ্ণকীর্তন
*মংগল কাব্য
**পদাবলী
**জীবনী সাহিত্য
**আরকান রাজসভা
**কবিগান,টপ্পা,পাচালী এদের কবি বা প্রবর্তক)
২. আধুনিক যুগের সাহিত্যিকদের জন্য আমি আমার নোট খাতার বাইরে কিছু পড়া লাগবেনা। বইয়ের সমস্ত এমসিকিউ বেশ কয়েকবার শেষ করতে হবে।
৪.দেশভাগ,ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ রিলেটেড সাহিত্যকর্ম পড়তে হবে।
৫.লেখকের ছদ্মনাম,উপাধি এবং গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের চরিত্রগুলো পড়তে হবে।(২)
৬.সংবাদপত্র (১)
৭.উপরের টপিকগুলো থেকে ৭-৮ মার্ক কমন আসবে।বাকি ১২-১৩ মার্কের জন্যে শুধু নিচের ৩৫ সাহিত্যিকদের ভালো করে পড়লে ১০ + নাম্বার কমন পাবেন ইনশাআল্লাহ।
১.রবীন্দ্রনাথ ঠাকুর
২.নজরুল ইসলাম
৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.বেগম রোকেয়া
৬.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭.প্রমথ চৌধুরী
৮.মাইকেল মধুসূদন দত্ত
৯.দীনবন্ধু মিত্র
১০.মীর মশাররফ হোসেন
১১.আলাওল
১২.জীবনানন্দ দাশ
১৩.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৪.জসীমউদ্দিন
১৫.মাহমুদুল হক
১৬.শওকত ওসমান
১৭.শামসুর রাহমান
১৮.আবু জাফর ওবায়দুল্লাহ
১৯.সৈয়দ শামসুল হক
২০.হাসান আজিজুল হক
২১.নির্মলেন্দু গূন
২২.সেলিনা হোসেন
২৩.সেলিম আল দীন
২৪.জহির রায়হান
২৫.হুমায়ুন আহমেদ
২৬. আখতারুজ্জামান ইলিয়াস
২৭.মুনীর চৌধুরী
৮.এছাড়াও এই টপিকগুলো কভার করবেন:
১.ফোর্ট উইলিয়াম কলেজ
২.শিখা পত্রিকা
৩.ঢাকা মুসলিম সাহিত্য সমাজ
৪.শ্রীরামপুর মিশন
৫.বাংলা একাডেমী+এশিয়াটিক সোসাইটি
৬.ইয়ংবেঙ্গল
৭.অন্ধকার যুগ ও যুগ সন্ধিক্ষণ
**বিসিএসে আসা প্রশ্নগুলো বার বার শেষ করবেন।
উপর্যুক্ত ৮ টি পয়েন্ট অনুসারে প্রিপারেশন নিলে আপনি বাংলা সাহিত্যের ১৪+ মার্ক কাভার করবে ইনশাআল্লাহ।
****বাংলাদেশ বিষয়াবলি
২২-২৩ মার্ক খুব সহজেই নিচের টপিকগুলা থেকে পরীক্ষায় চলে আসে ইনশাআল্লাহ। এই টপিকের বাইরে অন্য টপিকগুলো থেকে অনেক বেশি ইফোর্ট দিয়েও আউটপুট কম আসবে। বই থেকে কি পড়বেন কি বাদ দিবেন সেটা বিসিএস সারথি গ্রুপে দেয়া আছে।
১)সংবিধান
i) সংবিধান প্রণয়নের ইতিহাস
ii) ১ম, ২য় ও ৩য় ভাগ
iii)কিছু সিলেক্টেড অনুচ্ছেদ
v) পঞ্চম সংশোধনী
সেই সাথে কনসার্ট ফর বাংলাদেশ, বিভিন্ন বিখ্যাত বই, চলচিত্র সম্পর্কে বই থেকে যেগুলা দাগিয়ে দিয়েছি সেগুলা ভালো করে পড়ে নিতে হবে।
৩)কৃষিজ সম্পদ
i)ধান,গম সহ বিভিন্ন খাদ্যশস্যের জাতের নাম;
যেমন: গম- বলাকা,দোয়েল।
ii)কোন অঞ্চলে কোনটি বেশি উৎপাদিত হয়?
যেমন: ফরিদপুর -পাট; ময়মনসিংহ -ধান;
iii)বিভিন্ন কৃষি গবেষণা ইন্সটিটিউটের অবস্থান..
নদী গবেষণা ইন্সটিটিউট -ফরিদপুর;
iv)মোট আবাদী,অনাবাদী, এক ফসলি,দো ফসলি জমির পরিমান কত? (রিসেন্ট সরকারি ডাটা সার্চ করে খুজে নেবেন)
iv)রবিশস্য, খরিপশস্য এর সময়কাল
৪) বনজ সম্পদ
*কোন বনের অবস্থান কোথায়?
*বনাঞ্চলের ধরণ (চিরহরিৎ /পত্রপতনশীল)
*বনে কোন কোন বৃক্ষ পাওয়া যায়
*বনাঞ্চলের আয়তন
*পশুপাখির নাম
৫)প্রাচীন বাংলা থেকে কিছু জায়গা হতে বেশি প্রশ্ন হয় :
***জনপদ
**পরিব্রাজক
** চন্দ্রগুপ্ত, অশোক, শশাংক,ধর্মপাল,সমুদ্রগুপ্ত লক্ষণসেন।
***সুলতানি আমল
**পাল
**সেন
**মুঘল আমল
** ব্রিটিশ শাসন
৬)ক্ষুদ্র নৃগোষ্ঠী
৭)এসডিজি
অর্থনীতি+রিসেন্ট টপিকে যা পড়বেন:
i)বাজেট
ii)অর্থনৈতিক সমীক্ষা
iii)জনশুমারী ও গৃহগণনা ২০২২
iv)অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা
v)প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর ও
সম্মেলন
***কারেন্ট এফেয়ার্স পড়ে অযাচিত সময় নষ্ট করবেন না।উপরের টপিকগুলো পড়লে ২০+ নাম্বার চলে আসবে ইনশাআল্লাহ। এর সাথে বইয়ে যেগুলা দাগিয় দিয়েছি শুধু সেটুকু পড়বেন।যা কেটে দিয়েছি সেগুলা সম্পূর্ণ বাদ দিবেন।
অনেকেই কনফিউজড থাকেন যে এই স্ট্রাটেজি শুধু বিসিএস প্রিলির জন্যেই প্রযোজ্য? অন্য নন ক্যাডার পরীক্ষাতেও কাজে দিবে কিনা... তাদের জন্যে বলতে চাই আমি এখন পর্যন্ত জেনারেলে যতগুলো প্রিলি দিয়েছি সবগুলোতেই টিকেছি(সবগুলো ৯ম গ্রেড) যার মধ্যে ছিলো NSI(AD),BEZA(AM),BREB(AD),CAAB(Senior Officer)।তাই প্রসেস ফলো করেন সব এক্সামেই নি:সন্দেহে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ।
শীশ বিন বাহাউদ্দিন
সহকারী কর কমিশনার
৪৩তম বিসিএস
©