আসসালামু আলাইকুম..💛
" Knitex"তে স্বাগতম🤗
এটি একটি অনলাইন সেলিং পেইজ৷ সব প্রোডাক্ট হুবহু ১০০% ছবির মতো৷ কালার আপনার স্কীনের সেটিংস অথবা রেজুলেশন অনুযায়ী সামান্য তফাত হতে পারে৷ ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন৷ আমাদের কোন ট্রায়াল অথবা রির্টান অপশন নেই৷
একটি পন্য অর্ডার দেয়ার পর তা ডেলিভারী দিতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে৷
___________________
পন্য অর্ডারের নিয়ম:
১)প্রোডাক্টের ছবি/প্রোডাক্টের কোড
২)আপন
ার নাম ও ঠিকানা
৩)মোবাইল নাম্বার
লিখে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন(যে কোন সময়)
___________________
Terns and Conditions for placing a order:
✔ ঢাকার মধ্যে ডেলিভারের জন্য প্রোডাক্টের ৫০% অগ্রিম bkash এর মাধ্যমে দিতে হবে৷ ঢাকার বাইরে ডেলিভারের জন্য প্রোডাক্টের ১০০% ফুল পেমেন্ট অগ্রিম bkash এর মাধ্যমে দিতে হবে৷
✔বিকাশ ছাড়া অন্য কোন মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবেনা৷
✔bkash চার্জ প্রতি ১০০০ টাকার জন্য অতিরিক্ত ২০ টাকা দিতে হবে৷
✔ডেলিভারির চার্জ ঢাকার ভিতরে ১০০ টাকা এবং ঢাকার বাইরে কুরিয়া মাধ্যমে প্রোডাক্ট দেওয়া হবে
✔বিকাশ/পেমেন্ট সংক্রান্ত যেকোন ভুলের জন্য কাস্টমার দায়ী থাকবেন ৷ বিকাশ করার পর বিকাশ নম্বর ও পেমেন্টের পরিমান পেজে ইনবক্স করবেন৷
___________________
ঢাকার ভেতর হোম ডেলিভারীর ক্ষেএে::
✔ টি_সার্ট হাতে পাবার পর বাকি টাকা পরিশোধের আগেই ভাল করে চেক করে নিতে হবে৷ কোন সমস্যা থাকলে সাথে সাথে ডেলিভারী ম্যান অথবা অ্যাডমিনের কাছে জানাতে হবে৷ ডেলিভারী ম্যান পেমেন্ট নিয়ে চলে আসার পর কোন অভিযোগ গ্রহনযোগ্য হবে না৷
ধন্যবাদ
#হ্যাপিশপিং👕 ⬅