16/02/2024
আসসামুআলাইকুম,
প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমার কিছু কথা অনেকের কাছে ভালো আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে।।
সবাই বলে আমি নাকি কারো সাথে বেশি মিশতে পারি না। আসলে আমি মানুষটাই এরকম।আমার যাকে ভালো না লাগে আমি তার সাথে অভিনয় করতে পারি না।আমার মানুষের সাথে মিশতে অনেকটা সময় লাগে।কিছু সংখ্যক মানুষ আছে যাদের সাথে আমি চলতে, ফিরতে পছন্দ করি।।
আর তাদের জন্য আমি সবসময় সবকিছু করতে রাজি আছি।আমি সবসময় তাদেরকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি।।
সবাই জানে আমি মানুষটা একা থাকতে পছন্দ করি।আসলে আমিও একজন সঙ্গী খুজি যে আমার সুখ, দুঃখের ভাগিদার হবে। হয়তোবা জীবনে এমন অনেকেই এসেছিলো কিন্তু কেনো যানি তারা খুব কম সময় হয়েই রয়ে যায়।হয়তোবা আমার ভাগ্যটাই খারাপ বন্ধু নামক মানুষগুলো আমার কপালে বেশিদিন টিকে
না বা আমি তাদের বেশিদিন ধরে রাখতে পারি না।।
সবাই বলে আমি নাকি কান্না করতে পারি না।আসলেই আমি খুব সহজে কান্না করতে পারি না।কিন্তু যারা আমার কান্না দেখেছে আমি তাদের ভাগ্যবান মনে করি।কারন খুব কম সংখ্যক মানুষই আমার কান্না দেখেছে।জীবনের অনেক কঠিন সময়টাতেও হাসিখুশি থাকার চেষ্টা করেছি।কাউকে বুঝতে দেই নাই যে আসলে আমি কেমন আছি🙂🙂
আমি মানুষটা অনেকটা বোকা এবং অনেকটা জেদী।কেউ যদি আমার সাথে ভালোভাবে কথা বলে তাহলে তার জন্য সবকিছুই করতে রাজি আছি কিন্তু যদি কেউ একটু খোচা মেরে বা নিচু করে কথা বলে কেনো যেনো তার ছায়াও আমার সহ্য হয় না।দিনশেষে অনেকের কাছেই আমি বোকা এবং অনেকের কাছেই অনেক খারাপ একজন মানুষ।
সবশেষে আমি নিজেকে নিজে শ্রেষ্ঠ মনে করি কারন তোমরা চাইলেও কেউ আমার মতো হতে পারবে না।।