হিমু

হিমু হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্ট হিমু একটি চরিত্র কেবল মাত্র।
আবেগ, অনুভূতি, স্বাধীনতা এসবকেই ঘিরেই।

11/05/2025

“তুমি বই পড়ো, আর আমি পড়ি তোমায়—প্রতিদিন নতুনভাবে।”🩶

15/04/2025

📚 বই পড়ার শক্তি!
"একটি বই তোমার মনকে উন্মুক্ত করে, নতুন দুনিয়া, নতুন চিন্তা এবং অভিজ্ঞতার দরজা খুলে দেয়। 📖🌟 এটি শুধু সময় কাটানোর উপায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এনে দেয়। আজকের দিনে, যখন চারপাশে এত কিছু ঘটছে, বই আমাদের চিন্তাভাবনা আর জীবনকে গভীরভাবে বদলে দিতে পারে। তাহলে কেন অপেক্ষা? একটি বই খুলুন, নতুন কিছু শিখুন, এবং নিজের মধ্যে এক নতুন পৃথিবী আবিষ্কার করুন!"
কথাঃ সংগৃহীত
#বইপড়া #জ্ঞান #সাহিত্য #পাঠকপ্রেমী

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশা...
01/04/2025

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।
মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশালী করে তোলে।

বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিক ভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্নতা, অবহেলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরী।

দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষন্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে,
ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেটে পথে পথে না ঘুরলে, অবহেলায় নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পরলে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়েনা।

বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিক ভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ নয়।💙

09/01/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি,তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!

তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়,তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্তান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।

আমার মন খারাপে এককালীন সজিব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে।কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।

সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে, আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে।কেউ সারাজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়, আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁ'দে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে কতো মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক!

লেখাঃ সংগ্রহীত

With বাস্তববাদী লেখক – I just got recognized as one of their top fans! 🎉
30/10/2024

With বাস্তববাদী লেখক – I just got recognized as one of their top fans! 🎉

আগে কি সুন্দর দিন কাটাইতাম 🥹🥹💔💔১৩ টা গরুর মধ্যে ৮  টা এখানে বাকি গুলা ঘাস খাইতে গেছিলো-ব্যালেস্টিক সুমন
28/10/2024

আগে কি সুন্দর দিন কাটাইতাম 🥹🥹💔💔
১৩ টা গরুর মধ্যে ৮ টা এখানে বাকি গুলা ঘাস খাইতে গেছিলো-ব্যালেস্টিক সুমন

30/08/2024
এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে...
30/08/2024

এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো!

30/08/2024

বন্ধুবান্ধব যা আছে সব প্রেমে আসক্ত,তাই একা একা থাকি।

Address

Uttara, Sector/7
Dhaka
1230

Telephone

+8801976657117

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিমু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিমু:

Share