01/08/2025
"আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা নজিরবিহীন মাত্রায় বেড়েছে। প্রত্যেক বছর হতাহতের সংখ্যা আগের বছরের চেয়ে ছাড়িয়ে যায়। শুধু ২০২৪ সালেই পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩,০০০ এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ২,৫৪৬ জন ছিল বেসামরিক নাগরিক। এটি পাকিস্তানের জন্য গত এক দশকের সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বেশিরভাগ হামলার জন্য টিটিপিই দায়ী।
পাকিস্তান সামরিক অভিযানের মাধ্যমে টিটিপিকে প্রতিহত করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের দাবি, টিটিপি জঙ্গিরা সহজেই আফগানিস্তানে পালিয়ে যায়। সীমান্তে জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তান ডুরান্ড লাইনের কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু তা তালেবান সরকারের তীব্র বিরোধিতার মুখে পড়ে। দুই দেশের সীমান্তরক্ষীরা এ নিয়ে বেশ কয়বার সংঘর্ষেও জড়িয়েছে।"
উপরের লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "সীমান্ত উত্তেজনা ও আস্থাহীনতা: পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক বিশ্লেষণ" এর চৌম্বকাংশ। লিখেছেন জর্জটাউন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইশফাক ফারহান সিয়াম।
পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।
#কূটনৈতিক