কূটনৈতিক

কূটনৈতিক Hi! got any queries regarding this magazine? E-mail us: [email protected]

"আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা নজিরবিহীন মাত্রায় বেড়েছে। প্রত্যেক বছর হতাহতের সংখ্য...
01/08/2025

"আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা নজিরবিহীন মাত্রায় বেড়েছে। প্রত্যেক বছর হতাহতের সংখ্যা আগের বছরের চেয়ে ছাড়িয়ে যায়। শুধু ২০২৪ সালেই পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩,০০০ এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ২,৫৪৬ জন ছিল বেসামরিক নাগরিক। এটি পাকিস্তানের জন্য গত এক দশকের সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বেশিরভাগ হামলার জন্য টিটিপিই দায়ী।

পাকিস্তান সামরিক অভিযানের মাধ্যমে টিটিপিকে প্রতিহত করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের দাবি, টিটিপি জঙ্গিরা সহজেই আফগানিস্তানে পালিয়ে যায়। সীমান্তে জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তান ডুরান্ড লাইনের কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু তা তালেবান সরকারের তীব্র বিরোধিতার মুখে পড়ে। দুই দেশের সীমান্তরক্ষীরা এ নিয়ে বেশ কয়বার সংঘর্ষেও জড়িয়েছে।"

উপরের লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "সীমান্ত উত্তেজনা ও আস্থাহীনতা: পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক বিশ্লেষণ" এর চৌম্বকাংশ। লিখেছেন জর্জটাউন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইশফাক ফারহান সিয়াম।

পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

#কূটনৈতিক

"ভূরাজনৈতিক প্রতিযোগিতার বাজারে ট্রাম্পের শুল্ক ও সহায়তা প্রত্যাহার একটি বিপজ্জনক দ্বৈত ধাক্কা।বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ...
31/07/2025

"ভূরাজনৈতিক প্রতিযোগিতার বাজারে ট্রাম্পের শুল্ক ও সহায়তা প্রত্যাহার একটি বিপজ্জনক দ্বৈত ধাক্কা।

বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে, যুক্তরাষ্ট্র যদি একদিকে বিদেশি পণ্যে শুল্ক বসায় আর অন্যদিকে উন্নয়ন সহায়তা বন্ধ করে দেয়, তাহলে সেই দেশগুলোর অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে।

এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবে, চীন এই সুযোগে নিজেদের প্রভাব বাড়াতে পারবে, আর এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।"

উদ্ধৃতাংশটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত লেখা "ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: একটি অর্থনৈতিক ও কৌশলগত ভুল" থেকে নেয়া। পুরো কলামটি লিখেছেন, 'সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস' এর সিনিয়র ফেলো রায়ান মুলহোল্যান্ড। অনুবাদ করেছেন সাবরিয়া বাসেত।

পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

29/07/2025
29/07/2025
1st International Conference on the July Revolution
27/07/2025

1st International Conference on the July Revolution

"গত বছরের (২০২৪) অক্টোবর মাসে স্কটের স্মরণসভায় অংশগ্রহণকারীদের হাতে দেওয়া হয়েছিল একটি কাপড়ের ব্যাগ, যাতে লেখা ছিল “Becom...
25/07/2025

"গত বছরের (২০২৪) অক্টোবর মাসে স্কটের স্মরণসভায় অংশগ্রহণকারীদের হাতে দেওয়া হয়েছিল একটি কাপড়ের ব্যাগ, যাতে লেখা ছিল “Become Ungovernable", অর্থাৎ "শাসন অমান্য করো”। এই বার্তাটিই একভাবে স্কটের সমগ্র জীবনের কাজের মূলমন্ত্র হিসেবে প্রতিভাত হয়। ২০১২ সালে প্রকাশিত তাঁর সংক্ষিপ্ত বই Two Cheers for Anarchism-এ তিনি নিজের মতামত তুলে ধরেন একধরনের অনন্য ভঙ্গিতে যা অনেকটা আধুনিক যুগের হেনরি ডেভিড থোরোর মতো। বইটিতে তিনি দেখিয়েছেন, সমাজে প্রকৃত পরিবর্তন সাধিত হয় সাধারণ মানুষের নীরব অবাধ্যতা ও অনুগত্য অস্বীকারের মধ্য দিয়ে। তিনি যুক্তি দেন যে, আমেরিকার গৃহযুদ্ধের সময় কনফেডারেট সেনাদের ব্যাপক পালিয়ে যাওয়া সম্ভবত দাসপ্রথা পতনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। এমনকি তিনি প্রশংসাসূচকভাবে উল্লেখ করেন ভিয়েতনাম যুদ্ধকালে প্রচলিত “ফ্র্যাগিং” প্রথার কথাও যেখানে বলা হয়, সাধারণ সৈনিকেরা তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করতে জীবন্ত গ্রেনেড ব্যবহার করত।"

উপরের লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "ক্ষমতাকে প্রশ্ন করা: দেশে দেশে প্রতিরোধ আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান" এর চৌম্বকাংশ। লিখেছেন নিখিল সাভাল আর অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফাইজুল্লাহ।

পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

#কূটনৈতিক

"মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি ও যুদ্ধবিরতির ঘোষণার পর বিরোধী রাজনীতিবিদরা একাধিক প্রশ্ন তুলেছেন।কিভাবে যুদ্ধবিরত...
23/07/2025

"মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি ও যুদ্ধবিরতির ঘোষণার পর বিরোধী রাজনীতিবিদরা একাধিক প্রশ্ন তুলেছেন।

কিভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের জন্য সরকারকে প্রতি-ি নয়ত চাপও দিচ্ছে তারা। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার দাবিও তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।

প্রশ্ন উঠছে, এই জাতীয় সামরিক অভিযানের ক্ষেত্রে সরকারের কি বিরোধী দলের সাথে পরামর্শ করা উচিত?"

উপরের লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "ভারত-পাকিস্তান সঙ্ঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মিলেনি" এর চৌম্বকাংশ। সম্প্রতি ঘটে যাওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের নানা অজানা দিকে আলোকপাত করা হয়েছে কলামটিতে।

পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

#কূটনৈতিক

"যদিও ইরান এখনও দাবি করে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত, কিন্তু ইরানের পারমাণবিক...
22/07/2025

"যদিও ইরান এখনও দাবি করে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত, কিন্তু ইরানের পারমাণবিক অস্ত্র কেন থাকতে পারবে না এরকম দাবি খোদ ইরান সরকারের ভেতর থেকে জোরগলাতেই উঠছে। যেমন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনীর উপদেষ্টা কামাল খারাজাই বলেন, 'এটা কোন গোপন বিষয় নয় যে আমরা একটি পারমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার সক্ষমতা অর্জনের দোরগোড়ায় রয়েছি। এটাও কোনো গোপন কথা নয় যে, পারমাণবিক বোমা তৈরির জন্য আমাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে।"

উপরোক্ত লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে ইরানের আর কতটা পথ বাকি" এর চৌম্বাংশ। লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিব মাহমুদ।

পুরো কলামটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

#কূটনৈতিক

"মধ্যপ্রাচ্যে কেবল ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। গণমাধ্যমে এটি খুব কমই উল্লেখ করা হয়। পশ্চিমা সংবাদমাধ্যমের কর...
20/07/2025

"মধ্যপ্রাচ্যে কেবল ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। গণমাধ্যমে এটি খুব কমই উল্লেখ করা হয়। পশ্চিমা সংবাদমাধ্যমের কর্মীদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। এটি এই সংঘাতে মিডিয়ার পক্ষপাতিত্বের দিকেও ইঙ্গিত করে। ইসরায়েল এই অঞ্চলের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং নীতিগতভাবে তারা তা স্বীকার করে না। কিন্তু তার অর্থ এই নয় যে এটি কারো অজানা। কিন্তু যদি একজন সাধারণ আমেরিকান নাগরিককে জিজ্ঞাসা করা হয় যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ কোনটি, তারা এর উত্তর দিবে ইরান। উত্তর হিসেবে ইসরায়েল খুব কমই আসে যদি না তার বৈশ্বিক রাজনীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে। এটি মার্কিন পেশাজীবী সম্প্রদায়ের মধ্যে একটি পরিচিত সত্য। এটি মিডিয়া কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর ফলস্বরূপ মার্কিন পররাষ্ট্রনীতি কীভাবে গঠিত হয় সে সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই। এটি একটি গুরুতর সমস্যা। মিডিয়া সংস্থাগুলিকে এটি মোকাবেলা করা উচিত। রাজনীতিবিদদের তথ্য গোপন করার জন্য সব ধরণের উদ্দেশ্য এবং কারণ থাকে। কিন্তু কেন মিডিয়া এই ধরণের পক্ষপাত করছে তা একটি বড় প্রশ্ন।"

উপরের লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত কলাম "ইরানে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ ও পশ্চিমা সংবাদমাধ্যমের পক্ষপাতপূর্ণ অবস্থান" এর চৌম্বকাংশ। কলামটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাহিয়ান ফারদীন।

পুরো লেখাটি পড়তে আপনার কূটনৈতিক এর কপি আজই সংগ্রহ করুন।

#কূটনৈতিক

"জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকান্ডের উপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা...
19/07/2025

"জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকান্ডের উপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, "অধিকার লঙ্ঘনের ঘটনা লুকানোর পদ্ধতিগত ও সুসংগঠিত প্রচেষ্টায় গোয়েন্দা সংস্থাগুলোও জড়িত ছিল। এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) যৌথভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সাথে মিলে মন্ত্রণালয়ের নির্দেশে কৌশলগতভাবে সময়োপযোগী ও উদ্দেশ্যমূলকভাবে "গোয়েন্দা সংস্থাগুলোও এই পদ্ধতিগত এবং সংগঠিত গুরুতর মানবধিকার লঙ্ঘনগুলো চাপা রাখার পক্ষ কাজ করে।"

উপরোক্ত লেখাটি কূটনৈতিক এর জুন ২০২৫ সংখ্যায় প্রকাশিত "দেশে দেশে ইন্টারনেট শাটডাউন: দমন পীড়নের নতুন হাতিয়ার" কলামের একটি চৌম্বকাংশ। কলামটি লিখেছেন এএফপির সাংবাদিক মুহাম্মাদ আলী মাজেদ।

পুরো লেখাটি পড়তে আজই কূটনৈতিক এর কপি সংগ্রহ করুন।

#কূটনৈতিক

নিচের ২য় ছবিটি প্রকাশ করেছে আমেরিকার সামরিক সদর দফতর পেন্টাগন। সেখানে দেখা যাচ্ছে কাতারে মার্কিন 'আল উদেইদ এয়ার বেইস' এ...
18/07/2025

নিচের ২য় ছবিটি প্রকাশ করেছে আমেরিকার সামরিক সদর দফতর পেন্টাগন। সেখানে দেখা যাচ্ছে কাতারে মার্কিন 'আল উদেইদ এয়ার বেইস' এ ইরানের মিসাইল আঘাত হানার পরে ঘাঁটিটির একটি কমিউনিকেশন ডোমের চিত্র। দোহা নিউজও এটা নিয়ে রিপোর্ট করেছে।

ইরান সে রাতে ১৯ টি মিসাইল ছুঁড়েছিল। তার মধ্যে ১৮ টিই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করলেও, একটি মিসাইল সব প্রতিরোধ ভেদ করে নিখুঁতভাবে এয়ার বেইসের এই কমিউনিকেশন ডোমে আঘাত হানে। যার ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় স্থাপনাটি।

ইরানের মিসাইল মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে কিনা এ নিয়ে বিতর্কের মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর এই স্বীকারোক্তি আপাতত বিতর্কে ইতি টেনেছে। কিন্তু উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে এই আঘাত হানা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হবে।

ইরান-ইসরাইল যুদ্ধের এরকম অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা কূটনৈতিক ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা বের করছি। আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।

#কূটনৈতিক

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when কূটনৈতিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share