আলপিনAlpin

আলপিনAlpin লাইক দিয়ে সাথেই থাকুন ?

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে সম্ভাবনার দ্বার প্রান্তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ভারতের সাথে গোল শূন্য খেলা। দুই দলের পয়েন...
25/03/2025

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে সম্ভাবনার দ্বার প্রান্তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ভারতের সাথে গোল শূন্য খেলা। দুই দলের পয়েন্ট ভাগাভাগি। খেলার শুর থেকে কয়েকটা যদি আর আহ্ ছাড়া ভারত থেকে ভালো খেলেছে বাংলাদেশ। আজকের খেলায় বাংলাদেশ এগিয়ে।
অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল।

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্...
07/03/2025

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা 😭


পোষ্ট কালেক্টেড

03/01/2025
গল্পটি অরাজনৈতিক...!এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে ঢুকে পড়লো। রাজার মনে দয়া এলো।রাজামশাই মন্ত্রী-কে ড...
30/10/2024

গল্পটি অরাজনৈতিক...!
এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে
ঢুকে পড়লো। রাজার মনে দয়া এলো।
রাজামশাই মন্ত্রী-কে ডেকে বললেন-
"'জানো হে, এই ভিক্ষুক জন্মান্ধ নন, একে চিকিৎসা করানো হোক। আমার দৃঢ় বিশ্বাস, চিকিৎসা করানো হলে এর দৃষ্টিশক্তি ফিরে আসবে।"
রাজ-বৈদ্য কে ডাকা হলো।
রাজ-বৈদ্য এসে অন্ধের চোখ পরীক্ষা করে বললেন-
"মহারাজ, আপনার অনুমান সত্যি, ইনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন, কিন্তু চিকিৎসা সময় সাপেক্ষ আর ব্যায়বহুল।
রাজামশাই বললেন- কোনো সমস্যা হবে না, বৈদ্য-রাজ, আপনি চিকিৎসা শুরু করুন।
বৈদ্য-রাজ চলে গেলেন, আগামী কাল থেকেই চিকিৎসা শুরু করা হবে। অন্ধকে রাজপ্রাসাদের কোনে, একটা ছোট্ট কুটিরে থাকার ব্যাবস্থা করে দেওয়া হলো।
রাতের খাবার খেতে খেতে মন্ত্রী বললেন-
"মহারাজ, একটা কথা বলার ছিলো।"
-"নির্ভয়ে বলুন মন্ত্রীমশাই।"
রাজামশাই অভয় দিয়ে বললেন।
মন্ত্রী বললেন-
"রাজামশাই, ভিক্ষুকের চেহারা-টা কিন্তু দশাসই, যদি দৃষ্টি-শক্তি ফিরে পায়, তাহলে- আপনার দূর্নীতি, স্বজনপোষণ, আপনার আয়েশ-আরাম, এসব দেখে ফেলবে, প্রতিবাদ করবে....
শুধুশুধু শত্রু বাড়াতে যাবেন কেন?
বরং একে অন্ধ করেই রেখে দিন, দুবেলা দুমুঠো খেতে দিন, সারাদিন ওকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আপনার মহত্ত্ব প্রচার করতে দিন। আপনার গুনগান গাইতে থাকুক। প্রয়োজনে- দেশে যতো অন্ধ আছে, সবাইকে এক জায়গায় করা হোক। একটা বড়ো হলঘরে সকলের থাকার ব্যাবস্থা করুন। সকালবেলা ভরপেট খেয়ে বেরিয়ে যাক, সারাদিন আপনার গুনকীর্তন করে, সন্ধাবেলা ফিরে এসে, ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়ুক। আবার সকালবেলা.....
রাজামশাই মাথা নেড়ে, বললেন- "আইডিয়া-টা মন্দ নয় হে, তোমার।"
মন্ত্রী অট্টহাসি হেসে বললেন- "মহারাজ, আমি যোগ্য রাজার উপযুক্ত মন্ত্রী, সবই আপনার করুনা।"
সকল অন্ধ এক জায়গায় হয়ে, প্রতিদিন এক এক এলাকায় গিয়ে, রাজার মহিমা, গরিমা, প্রচারের কাজে লেগে গেলো। বিনিময়ে দুবেলা দুমুঠো অন্ন। প্রজাদের ক্ষোভ-বিক্ষোভ, মান-অভিমান, জ্বালা-যন্ত্রণা, সবকিছু অন্ধদের গুনকীর্তন -এ চাপা পড়ে গেলো।
অন্ধ-গুলো বুঝতেই পারলো না, রাজার ছল-কপট,ধূর্ত রাজার
কৌশল। দুবেলা দুমুঠো খেতে পেয়েই তারা সন্তূষ্ট।
অথচ--
দৃষ্টি শক্তি ফিরে পেলে, তারা নিজের শরীরকে কাজে লাগিয়ে বহু রোজগার করতে পারতো, সুন্দর পৃথিবীর অপরুপ সৌন্দর্য
চাক্ষুষ দেখতে পেতো।
কিন্তু, নির্বোধ তারা, সামান্য দান-খয়রাত, ভিক্ষাশ্রী -ভোজনশ্রী
নিয়েই মেতে রইলো। সমানে চলতে থাকলো- রাজ-বন্দনা, রাজার গুনকীর্তন।
বর্তমানে -
দেশে-বিদেশে এভাবেই চলছে রাজকার্যক্রম, দেশ ও জনসেবা।
অল্প কিছু পাইয়ে দিচ্ছে, অথবা ভবিষ্যতে কিছু পাওয়ার লোভ দেখিয়ে চলেছে।
কিন্তু, চোখের জ্যোতি, অর্থাৎ শিক্ষা এবং রোজগারের দিশা দেখাচ্ছে না। কারণ, সবাই সঠিক শিক্ষা পেলে এবং সবার হাতে কাজ থাকলে, রাজার সমালোচক উত্তরোত্তর বৃদ্ধি পায়, আর সেটা রাজার জন্য বিশেষ সুখকর হয়ে উঠে না।
#সংগৃহীত #গল্প #ইচ্ছে Content Attribution📢প্রিয় অনুসারীরা, একটি ছোট্ট 📢 ঘোষণা ::
আলপিনAlpin পেজে শেয়ার করা গল্প, কৌতুক, পোস্ট এবং ছবি সবসময় আমাদের নিজস্ব সৃষ্টি নয়। আমরা বিশ্বজুড়ে প্রতিভাবান স্রষ্টাদের অসাধারণ সৃজনশীল কাজগুলো শেয়ার করতে ভালোবাসি। সমস্ত কৃতিত্ব মূল লেখক এবং শিল্পীদের। আমরা যতদূর সম্ভব সঠিকভাবে ক্রেডিট দিতে চেষ্টা করি, কিন্তু কখনো কখনো তথ্যের অভাব বা ভুল হতে পারে।
আপনি যদি আপনার কাজ এখানে দেখতে পান এবং এতে কোনও সমস্যা থাকে বা সঠিকভাবে কৃতিত্ব দিতে চান, দয়া করে আমাদের জানান! আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবার কঠোর পরিশ্রমের প্রতি সম্মান রেখে আনন্দ এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে চাই। বুঝার জন্য ধন্যবাদ এবং কন্টেন্ট উপভোগ করুন!
Dear Followers, A Little 📢 Announcement::
Stories, jokes, posts, and pictures shared on আলপিনAlpin pages are not always our creations. We love to share the amazing creative works of talented creators worldwide. All credit to the original writers and artists. We try to credit as accurately as possible, but sometimes information may be missing or incorrect.
Please let us know if you see your work here and have a problem with it or want to be properly credited! We will take appropriate action. We want to spread joy and creativity while respecting everyone's hard work. Thanks for understanding and enjoy the content!

নিউটনের মনে হয়েছিলো, আপেলটি গাছ থেকে নিচে পড়লো কেন? এই প্রশ্নটি নিউটনের আগে কারো মাথায় আসেনি।..............................
28/10/2024

নিউটনের মনে হয়েছিলো, আপেলটি গাছ থেকে নিচে পড়লো কেন? এই প্রশ্নটি নিউটনের আগে কারো মাথায় আসেনি।...............................................................................................................................
সপ্তদশ শতাব্দীতে নিউটনের মনে হয়েছিলো, আপেলটি গাছ থেকে নিচে পড়লো কেন? এই প্রশ্নটি নিউটনের আগে কারো মাথায় আসেনি। সবাই ভেবেছে আপেলতো নিচেই পড়বে। আপেল কি পাখি যে উড়ে যাবে? এ নিয়ে তাই কেউ কোন প্রশ্ন করেনি।
কিন্তু নিউটন সেভাবে ভাবেন নি।
তিনি ভেবেছিলেন কোনো এক অদৃশ্য বল আপেলটিকে নিচের দিকে টানছে। তারপর তিনি আবিষ্কার করলেন, মহাবিশ্বের সকল বস্তুই পরস্পরকে আকর্ষণ করছে। যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণের ক্ষমতাও তত বেশি। পৃথিবীটা যেহেতু বিশাল বড়ো, তাই তার আকর্ষণের ক্ষমতাও খুবই বেশি।
সেটাকে উপেক্ষা করা ক্ষুদ্র আপেলের পক্ষে সম্ভব নয়, তাই বেচারাকে মাটিতেই পড়তে হয়েছে। নিউটন এই আকর্ষণধর্মী বলের নাম দিয়েছিলেন, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ। তিনি একটি সহজ সমীকরণ দিয়ে মহাকর্ষ বলের ব্যাখ্যা দিয়েছিলেন।
এর পাশাপাশি, তিনি বলের সাথে গতির চিরায়ত সম্পর্ক তাঁর তিনটি বিখ্যাত গতিসূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন।
এছাড়াও তিনি ছিলেন ক্যালকুলাসের আবিষ্কারক। আলোর বর্ণালী বিশ্লেষণ নিয়েও নিউটন বিস্তর পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। বলাই বাহুল্য নিউটন তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়েছিলেন। নিউটনকে বলা হয় চিরায়ত গতিবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের জনক।
অসাধারণ প্রতিভার অধিকারী স্যার আইজ্যাক নিউটনের জন্য কবি আলেকজান্ডার পোপ একটি চমৎকার কবিতা লিখেছিলেন:
‘Nature and Nature's laws lay hid in night:
God said, Let Newton be! and all was light.’
এই দুটো পঙ্ক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন, ঈশ্বরের কৃপায় মহাবিজ্ঞানী নিউটন প্রকৃতির সকল রহস্যের সমাধান করে রেখে গেছেন।
কিন্তু গত শতাব্দীতে আলবার্ট আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে সময়ের সাথে গতির একটি সম্পর্ক তুলে ধরলেন। তিনি বললেন, সময় ব্যাপারটি ধ্রুব নয়, এটি আপেক্ষিক। বস্তুর গতি বৃদ্ধির সাথে সাথে সময়ের গতি শ্লথ হয়ে যায়।
কোন বস্তু যদি আলোর গতিতে চলে তাহলে তার জন্য সময়ের গতি একেবারেই থেমে যাবে। আইনস্টাইন তাত্ত্বিকভাবে দেখিয়েছেন, আলোর গতির চেয়ে বেশি গতিতে কোন বস্তু চলতে পারে না। আলোর গতিতে চললে কোন বস্তুর ভর হয়ে যাবে অসীম, কিন্তু তার দৈর্ঘ্য হয়ে যাবে শুন্য। আলোর গতিই হলো বস্তুর সর্বোচ্চ গতিসীমা। একে অতিক্রম করা কোন বস্তুর পক্ষে সম্ভব নয়।
এছাড়াও তিনি আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে মহাকর্ষ বলের যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন, বস্তুর উপস্থিতিতে স্থান-কালের চাদরে এক ধরনের বক্রতার সৃষ্টি হয়। স্থান-কালের বুননের মাঝে এই বক্রতাটিই হলো মহাকর্ষ বলের উৎস। যে বস্তুর ভর যত বেশি হবে তার চারপাশের স্থান-কালের চাদরে বক্রতার পরিমাণও তত বেশি হবে।
সেজন্য তার মহাকর্ষ বলও হবে তত বেশি। আইনস্টাইনের মতে, মহাকর্ষ আসলে একটি জ্যামিতিক ব্যাপার। তখন বোঝা গেল নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে মহাবিশ্বের সব রহস্যের জট খোলা সম্ভব নয়। এজন্য আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের শরণাপন্ন হতে হবে। মোদ্দা কথা হলো, আইনস্টাইন নিউটনকে ভুল প্রমাণ করেছিলেন।
সেই সময় একজন ব্রিটিশ কবি (J. C. Squire), আলেকজান্ডার পোপের সেই বিখ্যাত কবিতার সাথে আরো দুটো লাইন জুড়ে দিলেন:
‘It did not last: the Devil howling ‘Ho!
Let Einstein be!" restored the status quo’
তিনি বোঝাতে চেয়েছেন, মহাবিজ্ঞানী আইনস্টাইন প্রকৃতির রহস্যকে আগের মতই জটিল করে দিয়ে গেছেন।
আসলে বিজ্ঞানে শেষ কথা বলে কিছু নেই, প্রকৃতির রহস্য ভেদে মানুষের পথ চলা তাই অবিরাম।
Content Attribution📢প্রিয় অনুসারীরা, একটি ছোট্ট 📢 ঘোষণা ::
আলপিন পেজে শেয়ার করা গল্প, কৌতুক, পোস্ট এবং ছবি সবসময় আমাদের নিজস্ব সৃষ্টি নয়। আমরা বিশ্বজুড়ে প্রতিভাবান স্রষ্টাদের অসাধারণ সৃজনশীল কাজগুলো শেয়ার করতে ভালোবাসি। সমস্ত কৃতিত্ব মূল লেখক এবং শিল্পীদের। আমরা যতদূর সম্ভব সঠিকভাবে ক্রেডিট দিতে চেষ্টা করি, কিন্তু কখনো কখনো তথ্যের অভাব বা ভুল হতে পারে।
আপনি যদি আপনার কাজ এখানে দেখতে পান এবং এতে কোনও সমস্যা থাকে বা সঠিকভাবে কৃতিত্ব দিতে চান, দয়া করে আমাদের জানান! আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবার কঠোর পরিশ্রমের প্রতি সম্মান রেখে আনন্দ এবং সৃজনশীলতা ছড়িয়ে দিতে চাই। বুঝার জন্য ধন্যবাদ এবং কন্টেন্ট উপভোগ করুন!
Dear Followers, A Little 📢 Announcement::
Stories, jokes, posts, and pictures shared on Alpin pages are not always our creations. We love to share the amazing creative works of talented creators worldwide. All credit to the original writers and artists. We try to credit as accurately as possible, but sometimes information may be missing or incorrect.
Please let us know if you see your work here and have a problem with it or want to be properly credited! We will take appropriate action. We want to spread joy and creativity while respecting everyone's hard work. Thanks for understanding and enjoy the content!

জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ- ১|| যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান...
21/10/2024

জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ-

১|| যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত!

২|| সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না!

৩|| দু'টো জিনিস খুবই কষ্টদায়ক-একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়!

৪|| বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু!

৫|| দু:খ কখনও একা আসে না, যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে!

৬|| আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়-ই দুঃখের কারণ হয়ে দাড়ায়!

৭|| অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়!

৮|| কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না!

৯|| যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না!

১০|| আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে!

১১|| সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

১২|| তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না!

১৩|| তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা!

১৪|| শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন!

১৫|| প্রয়োজন খারাপকেও ভাল করে তোলে!

১৬|| মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা!

১৭|| জীবন-জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ!

১৮|| আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়!

১৯|| ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে!

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

30/09/2024

সরকারি চাকরি থেকে অ.বৈধ ইনকামের পথ বন্ধ হ‌য়ে গে‌লে ৯০ ভাগ মেধাবীরা সরকারি চাকরির পিছনে ছুটা বন্ধ করে দিবে ।
আপনাদের মতামত কি?

19/09/2024

চাকরির বয়স ৩৫ করে আমাদেরকে বিপদে ফেলবেন না প্লিজ। নইলে এই বুড়া বয়সে আবারও বিভিন্ন দেশের নাম, মুদ্রার নাম, উগান্ডার রাজধানীর নাম, জেনজি, মেধাবী, জুলাই-আগস্ট, আওয়ামী লীগের পতনের কারণ, অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাগণের নাম, বয়স, দপ্তর, তারেক রহমানের জীবনী, খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা, জামাত-শিবির, চরমোনাই পীর, মন্দির পাহারা, মাজার ভাঙার ফতোয়া, নতুন সংবিধান, পুরান সংবিধান এবং সবশেষ সেনা বাহিনীর 'বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি' ইত্যাদি ইত্যাদি মুখস্থ করতে করতে আমরা আরো বুড়া হয়ে যাবো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলপিনAlpin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share