Gaudiya TV Dhaka

Gaudiya TV Dhaka ⭕❗⭕ এই পেজে জগৎগুরু প্রভুপাদের সিদ্ধান্তমূলক ধর্মিয় ভিডিও শিক্ষামূলক আলোচনা পোস্ট করা হয় আপনাদের ভালো লাগলে কমেন্ট ও লাইক শেয়ার করতে পারেন⭕❗⭕

24/09/2025
🙏শুভ সন্ধ্যা 🙏 *শ্রীকৃষ্ণের বনদাহন লীলা (আগুন খাওয়ার লীলা)*  🔥 *রাতের জ্যোৎস্না, আর কৃষ্ণের করুণা* 🦚এক সন্ধ্যাবেলা, শ্র...
24/09/2025

🙏শুভ সন্ধ্যা 🙏
*শ্রীকৃষ্ণের বনদাহন লীলা (আগুন খাওয়ার লীলা)* 🔥 *রাতের জ্যোৎস্না, আর কৃষ্ণের করুণা* 🦚

এক সন্ধ্যাবেলা, শ্রীকৃষ্ণ তাঁর গোপসখাদের নিয়ে বৃন্দাবনের এক গভীর বনে গরু চরাতে গিয়েছিলেন। সেদিন গা ছমছমে হাওয়া বইছিল, পাখিরা কিচিরমিচির করে ঘরে ফিরছিল। গোপসখারা মিলে খেলাধুলা, গান, নৃত্যে আনন্দে মত্ত ছিল।

দিন শেষে তারা সেই বনের মধ্যেই গরুদের ঘিরে বিশ্রামে বসে পড়ে। রাত গভীর হতে থাকে। গাছের ফাঁকে ফাঁকে জোনাকির আলো, দূরে দূরে রাতপোকার ডাক—সব মিলে এক মায়াবী পরিবেশ।

*হঠাৎ করে বনে আগুন লেগে যায়!*
শুষ্ক পাতা, শুকনো কাঠ, সবকিছুতে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। গোপসখারা ভয়ে চিৎকার করতে লাগল—"হে কৃষ্ণ! আমাদের রক্ষা করো!"

গরুগুলো ছুটোছুটি করতে থাকে, গোপসখারা চোখে জল নিয়ে কৃষ্ণের শরণ নেয়। চারদিকে শুধু লাল আগুন আর ধোঁয়া।

*ঠিক তখনই শ্রীকৃষ্ণ দুই হাত তুলে বললেন:*
_"ভয় পেয়ো না, আমি আছি।"_

তিনি বড় বড় নিশ্বাস নিয়ে *সেই জ্বলন্ত আগুনটিকে আস্তে আস্তে নিজের মুখ দিয়ে গিলে ফেললেন*—যেন তা ছিল একটুখানি বাতাস মাত্র। আগুন মুহূর্তে নিভে যায়, বন আবার শান্ত হয়ে যায়।

সেই রাতে গোপসখারা আর গরুগুলো শান্তিতে ঘুমালো। রাতপোকারা আবার ডাকতে শুরু করল—যেন তারা কৃষ্ণের কীর্তনের সুর গাইছে।

---

*এই লীলার শিক্ষা:*
- বিপদ যত বড়ই হোক, ঈশ্বর যখন পাশে থাকেন, কিছুই ক্ষতি করতে পারে না।
- কৃষ্ণ শুধু মাখন চোর নন, তিনিই বিশ্বরক্ষক।

**🌸 হরে কৃষ্ণ 🙏
🌟 জয় বনদাহন লীলা
🙏 জয় শ্রীকৃষ্ণ**
゚viralシypシ゚ ゚viralシalシ

✅✅✅শুভ বিকেল ✅ ✅ ✅    ゚viralシalシ    ゚viralシypシ゚
24/09/2025

✅✅✅শুভ বিকেল ✅ ✅ ✅
゚viralシalシ ゚viralシypシ゚

শ্রীকৃষ্ণের বাঁশি  তিন ধরনের, এবং সেগুলোর নাম ও কাজ আলাদা। সেগুলো হলো:সম্মোহিনী: এই বাঁশির শব্দে শ্রীকৃষ্ণ প্রকৃতি এবং ত...
24/09/2025

শ্রীকৃষ্ণের বাঁশি তিন ধরনের, এবং সেগুলোর নাম ও কাজ আলাদা। সেগুলো হলো:
সম্মোহিনী: এই বাঁশির শব্দে শ্রীকৃষ্ণ প্রকৃতি এবং তার ভক্তদের মোহিত করতেন। এই বাঁশি বাজলে প্রকৃতিতে এক অদ্ভুত শান্তি নেমে আসত, এবং রাধা ও অন্যান্য গোপিনীরা তার কাছে চলে আসতেন।
আকর্ষণী: এই বাঁশির সুর গোপ-গোপিনীদের শ্রীকৃষ্ণের দিকে আকর্ষণ করত। এই বাঁশির মাধ্যমে শ্রীকৃষ্ণ তার প্রিয়জনদের কাছে আসার জন্য আহ্বান জানাতেন।
আনন্দিনী: এই বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণ আনন্দ প্রকাশ করতেন এবং সবাইকে আনন্দ দিতেন। বিশেষ করে রাসলীলার সময় এই বাঁশি ব্যবহার করা হত, যা পরিবেশকে আরও আনন্দময় করে তুলত।
এই তিন ধরনের বাঁশি ছাড়াও, বিভিন্ন পুরাণে ও লোককথায় শ্রীকৃষ্ণের অন্যান্য বাঁশির কথাও পাওয়া যায়, যেমন বংশী বা মুরলী। তবে প্রধানত এই তিন ধরনের বাঁশিই তার জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত।
゚viralシypシ゚ ゚viralシalシ

শুভ দুপুর জয় শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ---🌸 শ্রীল প্রভুপাদের জীবনকথা (সংক্ষিপ্ত) 🌸১৮৭৪ খ্রিষ্টাব্দে...
24/09/2025

শুভ দুপুর
জয় শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ
---🌸 শ্রীল প্রভুপাদের জীবনকথা (সংক্ষিপ্ত) 🌸

১৮৭৪ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি (বাংলা ১২৮০ সনের মাঘ মাসের ২৫ তারিখ), শ্রীধাম মায়াপুরে জন্মগ্রহণ করেন এক মহান আত্মা। তাঁর পিতামাতা ছিলেন গৌড়ীয় বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর এবং ভগবতী দেবী। জন্মের সময় তাঁর নাম রাখা হয় বিমল প্রসাদ দত্ত।

শৈশবকাল থেকেই বিমল প্রসাদ ছিলেন অত্যন্ত মেধাবী ও ভক্তিময়। বলা হয়, ছোটবেলায় তিনি গঙ্গার বালিতে শালগ্রামশিলা খুঁজে পেতেন। তাঁর জন্মকে অনেকেই দैবীয় বলে মনে করতেন।

কৈশোরে তিনি জ্যোতির্বিদ্যা, গণিত ও শাস্ত্র অধ্যয়নে অসাধারণ প্রতিভার প্রমাণ দেন। তাই তাঁকে “সিদ্ধান্ত সরস্বতী” উপাধি দেওয়া হয়। পরে দীক্ষা গ্রহণ করে তিনি পরিচিত হন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নামে।

প্রভুপাদ সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ প্রচারে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ১৯১৮ সালে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং স্বল্প সময়ে সারা ভারতজুড়ে ৬৪টিরও বেশি মঠ প্রতিষ্ঠা করেন। তাঁর উপদেশ ছিল—
👉 “শ্রীচৈতন্য মহাপ্রভুর বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে হবে।”

তাঁর জীবন ছিল এক নির্ভীক প্রচারকের জীবন। তিনি কুসংস্কার, ভণ্ডামি ও ধর্মের নামে ভ্রান্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করেছিলেন।

১৯৩৭ সালের ১ জানুয়ারি তিনি মহাসমাধিতে প্রবেশ করেন। আজও সারা বিশ্বের গৌড়ীয় বৈষ্ণব ভক্তরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন “জগৎ-গুরু শ্রীল প্রভুপাদ” নামে।

---

゚viralシypシ゚ ゚viralシalシ

জড়ের কোন প্রকার অভিজ্ঞতা চেতনকে দর্শন করতে পারে না, চেতনের বৃত্তি দ্বারা চেতনের চক্ষু দ্বারা চেতনের দর্শন হয় - এটাই গৌড়ী...
24/09/2025

জড়ের কোন প্রকার অভিজ্ঞতা চেতনকে দর্শন করতে পারে না, চেতনের বৃত্তি দ্বারা চেতনের চক্ষু দ্বারা চেতনের দর্শন হয় - এটাই গৌড়ীয় দর্শন।

(সরস্বতী ঠাকুর শতাব্দীর স্মরণে)
゚viralシypシ゚ ゚viralシalシ

✅✅🌹✅🌹 শুভ সকাল 🌹 ✅🌹✅✅*শ্রীকৃষ্ণের বকাসুর বধ লীলা কাহিনী*  *(ভক্তিময় ও রোমাঞ্চকর কাহিনী)*একদিন বৃন্দাবনের শিশু গোপাল (শ্...
24/09/2025

✅✅🌹✅🌹 শুভ সকাল 🌹 ✅🌹✅✅
*শ্রীকৃষ্ণের বকাসুর বধ লীলা কাহিনী*
*(ভক্তিময় ও রোমাঞ্চকর কাহিনী)*

একদিন বৃন্দাবনের শিশু গোপাল (শ্রীকৃষ্ণ), গোপসখাদের সঙ্গে গরু চরাতে গিয়েছেন যমুনার তীরে। আকাশে ছিল শান্তি, মাঠে ছিল স্নিগ্ধতা—সব গোপবালক মিলে আনন্দে খেলাধুলা করছে।

হঠাৎ সেই শান্ত পরিবেশে প্রবেশ করল এক *ভয়ংকর দানব — বকাসুর*।
সে ছিল কংসের পাঠানো আর এক রাক্ষস, বিশালাকার এক *বক পাখির* রূপে। তার চোখে আগুন, ঠোঁট ছিল ধারালো তরবারির মতো।

সে এসে হঠাৎ শ্রীকৃষ্ণকে ঠোঁট দিয়ে গিলে ফেলে!

সব গোপসখা ভয়ে চিৎকার করে উঠল—"গোপাল! গোপাল!"

কিন্তু পরক্ষণেই দেখা গেল, বকাসুর হঠাৎ অস্থির হয়ে উঠছে। শ্রীকৃষ্ণ তাঁর গলার ভিতর থেকে এমন এক দ্যুতি ছড়ালেন, যা অসহ্য হয়ে উঠল রাক্ষসটির জন্য।

*শ্রীকৃষ্ণ ভেতর থেকে ফাটিয়ে বেরিয়ে এলেন*, এবং তারপর দুই ঠোঁট ধরে বকাসুরকে ছিঁড়ে ফেললেন ঠিক যেমন একজন শিশু একটি পাতলা খড়ের খেলনা ছিঁড়ে ফেলে।

রক্তাক্ত বকাসুর মাটিতে পড়ে যায়, আর গোপসখারা আনন্দে দৌড়ে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে।

---

*এই লীলার তাৎপর্য:*
- বকাসুর ছিল ভণ্ডামির প্রতীক — বাইরের শান্ত মুখ, ভিতরে হিংসা ও ষড়যন্ত্র।
- কৃষ্ণের এই বধ জানিয়ে দেয়—*ভক্তের শত্রু যত বড়ই হোক, ঈশ্বর তাঁর রক্ষা করেন।*

**🌸 জয় বাল গোপাল!
🦚 জয় শ্রীকৃষ্ণ!**

23/09/2025

শ্রীল প্রভুপাদ জানাইয়াছেন শত লাঞ্ছনা গঞ্জনায় হরিভজন ত্যাগ করিবেন না। ত্রিদণ্ডীভিক্ষু নানাভাবে নির্য্যাতীত হইয়া হরিভজন ত্যাগ করেন নাই। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ এবং ঠাকুর হরিদাস বহুল পরিমাণে নির্য্যাতীত হইয়াও হরিনাম ত্যাগ করেন নাই। শ্রীমন্মহাপ্রভুর শিক্ষায় বৃক্ষের মত সহনশীল না হইলে হরিভজন হইবে না। শ্রীচৈতন্যভাগবত আদি ১৬/৯৪,-

খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ।

তবু আমি বদনে না ছাড়ি হরিনাম।।





゚viralシypシ゚

☘️শুভ দুপুর, ☘️ শ্রীচৈতন্য মহাপ্রভুর মাথা মুণ্ডন (মন্ডল) সম্পর্কিত একটি সুন্দর লীলা কাহিনী:*শ্রীচৈতন্য মহাপ্রভুর মুণ্ডনে...
23/09/2025

☘️শুভ দুপুর, ☘️
শ্রীচৈতন্য মহাপ্রভুর মাথা মুণ্ডন (মন্ডল) সম্পর্কিত একটি সুন্দর লীলা কাহিনী:

*শ্রীচৈতন্য মহাপ্রভুর মুণ্ডনের কাহিনী*

শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে "গৌরাঙ্গ" রূপে লীলায় মগ্ন ছিলেন, তখন তিনি ছিলেন গৃহস্থ ও পণ্ডিত—নিমাই পণ্ডিত নামে পরিচিত। তাঁর অতুল জ্ঞান, কীর্তনের রস, ও ভক্তির আবেগ সকলের মন জয় করেছিল। কিন্তু শচীমাতা ও ভক্তদের হৃদয়ে তখনো তিনি ছিলেন "ঘরের ছেলে"।

কিন্তু একদিন তিনি গুরুতর সিদ্ধান্ত নিলেন—এই সংসার ছেড়ে, পার্থিব বন্ধন ছিন্ন করে তিনি গ্রহণ করবেন *সন্ন্যাস*। কারণ, তিনি ভাবলেন—"আমি যদি সংসার ত্যাগ না করি, তবে লোকেরা আমাকে ঈশ্বর বলে গ্রহণ করবে না। আমি যদি সন্ন্যাস গ্রহণ করি, তবে সকলে আমাকে গুরুতরভাবে গ্রহণ করবে এবং কৃষ্ণ নামের প্রচার ছড়িয়ে পড়ব
এই সিদ্ধান্তে তিনি গোপনে কটয়াতে গিয়ে শ্রীকেশব ভরতী থেকে সন্ন্যাস গ্রহণ করেন। সেইসময়ই *তাঁর মুণ্ডন করেন মধু নাপীত দিয়ে—অর্থাৎ চুল কেটে ফেলা হয়। কেশব ভরতী নিজ হাতে মহাপ্রভুর চুল মুণ্ডন করেন এবং তাঁকে সন্ন্যাস দীক্ষা দেন। চুল পড়ার সময় উপস্থিত ভক্তদের চোখে জল, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল। মাতা শচীদেবী সে সময় ছিলেন কাঁদতে কাঁদতে নির্বাক।

এই মহামূহূর্তে, চৈতন্য মহাপ্রভু তাঁর নতুন নাম গ্রহণ করেন — *"শ্রীকৃষ্ণ চৈতন্য"*।

এই মুণ্ডন কেবল বাহ্যিক রূপান্তর নয়—এ ছিল এক *আধ্যাত্মিক পুনর্জন্ম*। চুল ফেলে তিনি দুনিয়ার বন্ধন ত্যাগ করলেন এবং ভগবান নাম প্রচারের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করলেন।
এই ঘটনার পর থেকেই তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় — নিত্যানন্দ, হরিদাস, অধ্বৈত আচার্যের সঙ্গে তিনি গৃহে গৃহে গিয়ে শুরু করেন *নামসংকীর্তন আন্দোলন*। আজ সেই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

*শেষ কথা*:
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুণ্ডন লীলার মধ্যে লুকিয়ে আছে আত্মত্যাগ, স্নেহ, এবং বিশ্বজনকে ভগবানের নাম শোনানোর এক মহান সংকল্প।

*হরিনাম সংকীর্তনে জয় হোক!*
**হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।**





゚viralシypシ゚

23/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801303228314

Alerts

Be the first to know and let us send you an email when Gaudiya TV Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaudiya TV Dhaka:

Share