BD360NEWS

BD360NEWS BD360NEWS | 24/7 Bangla Breaking News BD360NEWS is the online news platform which publishes 24/7 breaking news.
(1)

We cover the latest news of National, Politics, Economics, Crime, Education, Sports Lifestyle, Travel, Science & Tech, Jobs, Health etc.

19/05/2025
চলমান তাপদাহের প্রভাবে বিপাকে পড়েছেন পোল্ট্রি মুরগির খামারিরা। প্রতিদিন হিটস্ট্রোকে মারা যাচ্ছে শত শত মুরগি। কমে যাচ্ছে...
17/05/2025

চলমান তাপদাহের প্রভাবে বিপাকে পড়েছেন পোল্ট্রি মুরগির খামারিরা। প্রতিদিন হিটস্ট্রোকে মারা যাচ্ছে শত শত মুরগি। কমে যাচ্ছে ডিম উৎপাদন। মৃত্যু ঝুঁকি এড়াতে অনেকে খামারের মুরগি অল্প দামে বিক্রি করে দিচ্ছেন।

হিটস্ট্রোক ঝুঁকি থেকে মুরগি বাঁচাতে খামারের পরিবেশ ঠাণ্ডা রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

তাপদাহের প্রভাবে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে ছোট বড় প্রতিটি খামারে প্রতিদিন অন্তত ৩০ থেকে অর্ধশতাধিক মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি ডিম উৎপাদনের পরিমাণ কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। এতে খামারিদের ঘাড়ে পড়ছে উৎপাদন খরচের বাড়তি চাপ। তুলনামূলক বিক্রি দর কম বলে লোকসানের মুখে পড়ছেন তারা।
খামারি মো. মামুন বলেন, গেল কয়েক দিনের টানা তাপদাহের কারণে হিটস্ট্রোকে প্রতিদিন অনেক মুরগি মারা যাচ্ছে। লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় বিপদ আরো বেড়েছে।

এক খামারি ফয়সাল বলেন, আমার শেডে ৩ হাজার কক মুরগি তুলেছি। কিন্তু গেল তিন দিনে গরমে প্রায় ২শ' মুরগি মারা গেছে। এভাবে চলতে থাকলে লাভতো দূরের কথা, মূলধনই হারাতে হবে।

খামারিদের সাথে কথা বলে জানা যায়, গরমের কারণে মুরগি মরার পাশাপাশি কমেছে ডিমের উৎপাদন। স্বাভাবিক সময়ে যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ ডিম উৎপাদন হতো, তা কমে এখন ২০ থেকে ৩০ শতাংশ হয়েছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে খামারে লোকসানের বোঝা।

গরমের হাত থেকে রক্ষা করতে খামার ঠাণ্ডা রাখতে হবে। প্রয়োজনে টিনের চালে চট বিছিয়ে পানি দিতে পারেন। তাছাড়া মুরগিকে স্ল্যাইনের পানি দিতে হবে। দুপুরে খাবার না খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। তাপমাত্রা কমে আসলে ডিমের উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে।

13/05/2025

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫১৯৮
খ। ০১৭৬৯-০৯৫২৫০
গ। ০১৭৬৯-০৯১০২০

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯২৪২৮
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫২০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৩৫০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০২৫৭৬৬
খ। ০১৭৬৯-০২৫৭৬৯
গ। ০১৭৬৯-০২৫৮৬৫
ঘ। ০১৭৬৯-০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫০৭১০
খ। ০১৭৬৯-০৫০৬৯৩
গ। ০১৭৬৯-০৫০৬৯৫
ঘ। ০১৭৬৯-০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৮২৮৩৬
খ। ০১৩১৮-৩৭১৫৫৪
গ। ০১৩১৮-৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৩৩৭০০
খ। ০১৭৬৯-০৩৩৭০২
গ। ০১৭৬৯-০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০৫০২৮৩
খ। ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫১৮২৫
খ। ০১৭৬৯-০১৯০৭৩
গ। ০১৭৬৯-০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮৯৭৯১৪৮৬২
খ। ০১৮৯৭৯১৪৮৬৩
গ। ০১৮৯৭৯১৪৮৬৪
ঘ। ০১৮৯৭৯১৪৮৬৫
ঙ। ০১৭৬৯০৫১৮৩৮
চ। ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮১৫৭৯৫৯৫১
খ। ০১৭৬৯০৫৯৮৮৮
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৯৪০৯
খ। ০১৭৬৯০১৯৪১৫
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৩৪৩৯
খ। ০১৬১৯৮৩২০৬৯
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অনেক আগের কথা। স্কুলে পড়ি। আব্বা তাঁর এক বন্ধুর বাসায় দাওয়াতে নিয়ে গেছেন। তেমন বড়ো আয়োজন নয়, শুধু আমাদের দাওয়াত। সবাই খে...
02/05/2025

অনেক আগের কথা। স্কুলে পড়ি। আব্বা তাঁর এক বন্ধুর বাসায় দাওয়াতে নিয়ে গেছেন। তেমন বড়ো আয়োজন নয়, শুধু আমাদের দাওয়াত। সবাই খেতে বসেছি। সামনে খাবার, কিন্তু দেখলাম হোস্ট খাওয়া শুরু করছেন না। আমার অধৈর্য লাগছে। এত সুখাদ্য নিয়ে অপেক্ষা করা যায় নাকি? আব্বার চেহারায়ও দেখি প্রশ্ন। একটু পর চাচি (আব্বার বন্ধুর স্ত্রী) এসে বললেন, 'আম্মা খাওয়া শুরু করেছেন।' আব্বার বন্ধু এবার আমাদের প্লেটে খাবার দিতে দিতে বললেন, 'ভেতর বাড়িতে আমার মা খেতে বসেছেন, আমরা সবাই একসাথে খেতে বসি। মা নড়াচড়া করতে পারেন না বলে বিছানায় বসে খান। তবে তিনি প্রথম লোকমা মুখে না দেওয়া পর্যন্ত আমরা খাওয়া শুরু করি না।খাবার টেবিলে অপেক্ষা করি। দেরির জন্য ক্ষমা করবেন, ভাইসাহেব।'

খাওয়া শেষে ফিরে আসছি, আব্বা বললেন, 'এ বাড়িতে কখনো খাবারের অভাব হবে না।'
আমি জিজ্ঞেস করলাম, 'কেন?'
আব্বা উত্তর দিলেন, 'যে বাড়ির মানুষ মা খাওয়া শুরু না করলে নিজেরা খায় না সে বাড়িতে সবসময় আল্লাহতালার খাস রহমত বর্ষিত হয়।তাই সেখানে কখনো অভাব দেখা দেয় না।'

Collected.

17/04/2025

স্বাস্থ্যসেবা এখন আর বিলাসিতা নয়, বরং সবার অধিকার। ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকায় মিলছে বহির্বিভাগে (OPD) চিকিৎসাসেবা। সাধারণ মানুষ যাতে কম খরচে মানসম্মত চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

এখানে রইল ঢাকার সরকারি হাসপাতালের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর—যেখানে মাত্র ১০ টাকার টিকিটেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আর অনেক সময় বিনামূল্যে ওষুধও।

১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬
ফোন: +880-2-55062350
ওয়েবসাইট: kurmitolahospital.gov.bd

২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-58151368, 02-48120079, 02-48118808
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nins.gov.bd

৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন: 02-8878155
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nient.gov.bd

৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩
ফোন: 02-9668690
ওয়েবসাইট: dmc.gov.bd

৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪
ফোন: 02-7215400
ওয়েবসাইট: mmch.gov.bd

৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: 02-9122560
ওয়েবসাইট: shsmc.gov.bd

৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-9137292
ওয়েবসাইট: nhf.gov.bd

৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২
ফোন: 02-9893491
ওয়েবসাইট: nicrh.gov.bd

কীভাবে সেবা পাওয়া যাবে?
সকাল বেলা হাসপাতালে গিয়ে মাত্র ১০ টাকায় OPD টিকিট কাটলেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনেক সময় রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

এই সেবাগুলো পেতে হলে—

সকাল সকাল হাসপাতালে উপস্থিত থাকুন

জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন

সঠিকভাবে টিকিট সংগ্রহ করুন এবং সিরিয়াল অনুসরণ করুন

সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এই হাসপাতালগুলোতেই আসুন—মাত্র ১০ টাকায়।

শুভ নববর্ষ ১৪৩২বাংলা মাসের নামকরণ-------------------বাংলা ১২ মাসের নামকরণ করা হয় নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনের সাপেক্ষ...
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

বাংলা মাসের নামকরণ
-------------------

বাংলা ১২ মাসের নামকরণ করা হয় নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনের সাপেক্ষে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ ‘সূর্যসিদ্ধান্ত’ হতে এই নামগুলি নেয়া হয়। বঙ্গাব্দের মাস এবং নক্ষত্রের নাম সমূহ হচ্ছে...

মাস ——— নক্ষত্রের নাম

বৈশাখ —— বিশাখা
জ্যৈষ্ঠ —— জ্যেষ্ঠা
আষাঢ় —— উত্তরাষাঢ়া
শ্রাবণ —— শ্রবণা
ভাদ্র —— পূর্বভাদ্রপদ
আশ্বিন —— অশ্বিনী
কার্তিক —— কৃত্তিকা
অগ্রহায়ণ — মৃগশিরা
পৌষ —— পুষ্যা
মাঘ —— মঘা
ফাল্গুন —— উত্তরফাল্গুনী
চৈত্র —— চিত্রা

* অগ্রহায়ণ মাসের আরেক নাম মার্গশীর্ষ, যাঁর নামকরণ মৃগশিরা নক্ষত্র হতে করা হয়।

বাংলায় সপ্তাহের সাত দিনের নামও জ্যোতিষ্ক হতে নেয়া হয়। যেমন -

সোমবার (সোম বা চাঁদ, Moon)
মঙ্গলবার (মঙ্গল গ্রহ, Mars)
বুধবার (বুধ গ্রহ, Mercury)
বৃহস্পতিবার (বৃহস্পতি গ্রহ, Jupiter)
শুক্রবার (শুক্র গ্রহ, Venus)
শনিবার (শনি গ্রহ, Saturn)
রবিবার (রবি বা সূর্য, Sun)

* চাঁদ উপগ্রহ এবং সূর্য নক্ষত্র হলেও প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী ৯টা গ্রহ তথা নবগ্রহে চাঁদ ও সূর্য অন্তর্ভূক্ত।

কিছুক্ষণের ইহজাগতিক মজায় মানুষ আছে জমে  ~~মৃত্যুযোগে কিভাবে কাটাবে, সে কি ভাবছে  ~~~হায়রে জীবন, ডাকে মরণ ~~কে রাখে, কারে...
02/04/2025

কিছুক্ষণের ইহজাগতিক মজায় মানুষ আছে জমে ~~
মৃত্যুযোগে কিভাবে কাটাবে, সে কি ভাবছে ~~~

হায়রে জীবন, ডাকে মরণ ~~
কে রাখে, কারে কতক্ষণ স্মরণ।|

একাকী মানুষের পথ চলার মালিক একজনই।|
একাকী মানুষের ভরসার মালিক একজনই।|

দেখাও সহজ সরলপথ, প্রভু।|
~~~ক্ষমা করো, প্রভু।|

সব যখন ক্ষণস্থায়ী,
সব পাপাচার ছাড়ি।|

~~অন্তরে অন্তর বাধি,
মানুষের পাশে থাকি।|

~~ মইনুল ইসলাম।| 💕

একদিন একটি গাধা অসাবধানতাবশত এক কুয়োর ভেতরে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি জোরে জোরে কাঁদতে লাগল। গাধার...
31/03/2025

একদিন একটি গাধা অসাবধানতাবশত এক কুয়োর ভেতরে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি জোরে জোরে কাঁদতে লাগল। গাধার মালিক তখন তাকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ চেষ্টা চালাল, কিন্তু তাতে কোনো লাভ হলো না।

হাল ছেড়ে দিয়ে তখন লোকটি ভাবলেন, যেহেতু গাধাটি বুড়ো আর একে দিয়ে কোনো কাজ করা যায় না এবং যেহেতু কুয়োটিও শুকিয়ে হয়ে গেছে আর এখান থেকে পানি তোলা যায় না, সেহেতু কুয়োটিকে মাটি ফেলে বুজিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত। কারণ কুয়ো থেকে গাধাটিকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি!

সুতরাং, কুয়োটি ঢেকে দেবার জন্য সে গ্রামবাসীদের ডেকে আনল। তখন প্রত্যেকে একটি করে কোদাল নিয়ে কুয়োয় ময়লা ফেলতে লাগল।

কি ঘটছে বুঝতে পেরে গাধাটি তারস্বরে চিৎকার করতে লাগল। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপর, সবাইকে অবাক করে দিয়ে, সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে একদম শান্ত হয়ে গেল।

তারপর যা ঘটল তা দেখে সবার চক্ষু ছানাবড়া। প্রতিটি বেলচা ময়লা নিচে ফেলার সাথে সাথে গাধাটি সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই ময়লার উপর চড়ে বসছে।

খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল গাধাটা কিভাবে কিভাবে জানি কুয়োর মুখে পৌঁছে গেছে। প্রাণীটি ছোট্ট একটা লাফ দিয়ে কুয়ো থেকে বের হয়ে আসলো। এরপর সে কাউকে ভ্রুক্ষেপ না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল।

শিক্ষা: আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি সেখান থেকে শিক্ষা নিন এবং আর কখনোই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে বাঁচুন।

সংগৃহীতঃ

02/03/2025

অনুগ্রহ করে ২ মিনিট সময় দিন এবং এটি পড়ুন:-

1. ধরুন রাত ৭:৪৫ বাজে, এবং আপনি একটি কঠিন কর্মদিবস শেষে একা বাড়ি ফিরছেন।

2. আপনি খুব ক্লান্ত, বিরক্ত এবং হতাশ।

3. হঠাৎ আপনার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়, যা ধীরে ধীরে আপনার বাহু এবং চোয়ালে ছড়িয়ে পড়ে। আপনি আপনার বাড়ির কাছাকাছি থাকা হাসপাতালে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আছেন।

4. দুর্ভাগ্যবশত, আপনি নিশ্চিত নন যে আপনি এতদূর যেতে পারবেন কি না।

5. আপনি CPR প্রশিক্ষণ পেয়েছেন, কিন্তু প্রশিক্ষক আপনাকে নিজে কিভাবে CPR করবেন তা শেখাননি।

6. যখন আপনি একা থাকেন, তখন হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কী?
অনেক মানুষ একা থাকাকালীন হার্ট অ্যাটাকের শিকার হন এবং সাহায্য না পাওয়ায় তারা দ্রুত সংজ্ঞাহীন হয়ে পড়েন। হার্টের অনিয়মিত স্পন্দন শুরু হলে এবং মাথা ঝিমঝিম করলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

7. তবে, আক্রান্ত ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন জোরে এবং বারবার কাশি দিয়ে।
প্রতিটি কাশির আগে গভীর শ্বাস নিতে হবে এবং কাশি হতে হবে দীর্ঘ ও গভীর, যেমন আমরা বুকের গভীর থেকে কফ বের করার সময় করি।
প্রতি দুই সেকেন্ড পরপর একবার শ্বাস নেওয়া এবং কাশি দেওয়া চালিয়ে যেতে হবে যতক্ষণ না সাহায্য আসে বা হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে যায়।

8. গভীর শ্বাস নেওয়ার ফলে ফুসফুসে অক্সিজেন পৌঁছায় এবং কাশির মাধ্যমে হার্ট সংকুচিত হয়ে রক্তসঞ্চালন চালু রাখে। এই চাপ হার্টের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে সাহায্য করে। এইভাবে একজন হার্ট অ্যাটাক আক্রান্ত ব্যক্তি হাসপাতালে পৌঁছাতে পারেন।

9. দয়া করে যত বেশি সম্ভব মানুষের কাছে এই তথ্য পৌঁছে দিন। এটি কারও জীবন বাঁচাতে পারে!

10. একজন কার্ডিওলজিস্ট বলেছেন, যদি প্রত্যেকে এই বার্তাটি অন্তত ১০ জনকে পাঠান, তাহলে অন্তত একজনের জীবন রক্ষা পাবে।

11. শুধুমাত্র রসিকতা পাঠানোর পরিবর্তে, অনুগ্রহ করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি ফরোয়ার্ড করুন, যা একটি জীবন বাঁচাতে পারে...

12. যদি বার্তাটি একাধিকবার আপনার কাছে আসে, বিরক্ত হবেন না... বরং খুশি হোন যে আপনার অনেক বন্ধু আছেন যারা আপনার যত্ন নেন এবং আপনাকে আবারও হার্ট অ্যাটাক মোকাবিলার উপায় মনে করিয়ে দিচ্ছেন...

প্রেরক:
ডঃ এন শিবা
(সিনিয়র কার্ডিওলজিস্ট)

বন্ধু ------ জসিম উদ্দিন মাহমুদ দেখা হবে বন্ধু কারণে অকারণে তুমি যে আছো মনের গহীনে,কত শত স্মৃতি, আড্ডা - মস্তিভুল বোঝো ন...
28/11/2024

বন্ধু
------ জসিম উদ্দিন মাহমুদ

দেখা হবে বন্ধু কারণে অকারণে
তুমি যে আছো মনের গহীনে,
কত শত স্মৃতি, আড্ডা - মস্তি
ভুল বোঝো না কখনো, কসম দোস্তি।
তোমার সাথে পথ চলা, জীবনের বাঁকে,
কথা হবে বন্ধু, শত ব্যস্ততার ফাঁকে।।

08/11/2024

PROFESSIONAL CLUB PRO LEAGUE - 06

Say no to drugs, connected with sports..
moto of the professional club..
Pro League 2024 season -6
Organized by:The professional club
Ten teams are ready for action.
14 & 15 November 2024
( Day nights cricket events)
Venue :Azimpur 27 no field

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BD360NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD360NEWS:

Share