AJɪT ʀOY

AJɪT ʀOY I like to serve the average person as much as possible. This is the only page for me personally. Subscribe My channal
www.youtube.com/ajitdiary

11/08/2025

প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি। হুট করে কোথা থেকে জানি রাগ এসে ভর করে। আবার একটু পরই বিষন্নতা চেপে ধরে। খুব কান্না পায়। এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত। আমি জানি না আমার কী হয়েছে! জানি না আমার কী করা দরকার!
জানি না আমার কীসের অভাব! আমি নিজের এতো বদলানোর কারণটাও জানি না।
শুধু জানি, আমি আগ্রহ হারাচ্ছি! ধীরে ধীরে… সবকিছুর উপর থেকে।

21/07/2025
সবার তো তাদের বাপ-দাদারা ক্যারিয়ার গুছিয়ে রেখে যায় না। তাই গুছাতে সময় লাগে। এজন্য খোচাখুচি না করে পাশে থাকতে শিখুন।
05/07/2025

সবার তো তাদের বাপ-দাদারা ক্যারিয়ার গুছিয়ে রেখে যায় না। তাই গুছাতে সময় লাগে। এজন্য খোচাখুচি না করে পাশে থাকতে শিখুন।

13/06/2025

Good Morning ❤️

12/06/2025

"শহরের রক্ষক: পরিচ্ছন্নতা যোদ্ধা বিড়াল | Mew on Mission"
🐾 বিড়াল ও কনটেন্ট থিম:









কত গল্প অপূর্ণ থেকে গেলো একপাক্ষিক পূর্ণতার আড়ালে 🌿
17/05/2025

কত গল্প অপূর্ণ থেকে গেলো একপাক্ষিক পূর্ণতার আড়ালে 🌿

সকাল সকাল কফিলের ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴 #সান্ডা
15/05/2025

সকাল সকাল কফিলের ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴
#সান্ডা

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানি...
28/02/2025

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।

শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?" এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"

স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"

শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, "ম‍্যানেজার কি বললেন?"

"উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।"-স্ত্রী বললেন।

শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন! উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"

"ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"

শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ‍্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"
স্ত্রী বললেন-৮০৮২
"তুমি ঠিকঠাক বলে দিলে?"
"আমি ৪০৪১ বলেছি। আমিতো পুরোটা বলতে পারিনা। যৌথ অ্যকাউন্ট,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী,জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP-ও হাফ বলেছি।"

শ‍্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

ওনার ক্যামেরার ফিল্টার মনেহয় বিদেশে।🐸
11/01/2025

ওনার ক্যামেরার ফিল্টার মনেহয় বিদেশে।🐸

New year’s resolution…
17/12/2024

New year’s resolution…

একটা বয়সের পর মানুষ যেটার পেছনে সবচেয়ে বেশি ছোটে সেটা হলো মানসিক শান্তি!!🙂
04/11/2024

একটা বয়সের পর মানুষ যেটার পেছনে সবচেয়ে বেশি ছোটে সেটা হলো মানসিক শান্তি!!🙂

Address

Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when AJɪT ʀOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share