A Zaman

A Zaman It is a comedy satire page. All of our contents are for fun purpose.

রিসেন্ট ক্লিকে ঢালিউড কুইন নিহা।কলকাতার নামীদামী নায়ক পরিচালক যে নায়িকার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়ায় সেই নায়িকার না...
02/11/2025

রিসেন্ট ক্লিকে ঢালিউড কুইন নিহা।

কলকাতার নামীদামী নায়ক পরিচালক যে নায়িকার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়ায় সেই নায়িকার নাম নিহা।

And that’s how October ends...
01/11/2025

And that’s how October ends...

না
30/10/2025

না

রিসেন্ট ক্লিকে মহানায়ক শাকিব খান
27/10/2025

রিসেন্ট ক্লিকে মহানায়ক শাকিব খান

এবারের সংগ্রাম......
24/10/2025

এবারের সংগ্রাম......

🎬 Twinkling Watermelon (2023)স্পয়লার নাই 🍉18 Again ড্রামাটা দেখার পর একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম, কেমন করে ড্রামাটা আমা...
21/10/2025

🎬 Twinkling Watermelon (2023)
স্পয়লার নাই 🍉

18 Again ড্রামাটা দেখার পর একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম, কেমন করে ড্রামাটা আমাকে মুগ্ধ করেছিল। তখন সবাই সাজেস্ট করলো ভাইয়া, এটা যদি ভালো লাগে, তাহলে Twinkling Watermelon (2023) দেখে দেখেন!

আসলেই আমি কোরিয়ান বুঝি না, তাই ডাব ভার্সনেই দেখি,

কিন্তু ডাব সেই আসল ফিলটা পাওয়া যায় না তাই আমি রীতিমতো ডাব-ইংলিস সাবটাইটেল দিয়ে দেখি।

যারা যারা আমাকে সাজেস্ট করেছিল, তাদেরকে অনেক ধন্যবাদ দিতে হয় কারণ আমি সত্যি খুব ইনজয় করেছি।

এই ড্রামাটা এমন এক মাইন্ড রিফ্রেশার, যা দেখা শেষে মনে হবে এই তো সেই ফিলিং, যেটা অনেক দিন হারিয়ে গিয়েছিল!

বন্ধুত্ব, ভালোবাসা পরিবার, টাইম ট্রাভেল সব কিছুই আছে এই সিরিজে শুরুর ৩টা এপিসোডে মাথা ঘুরে যাবে কি হচ্ছে বুঝবেন না কিন্তু ৪ নাম্বার এপিসোড থেকে কাহিনী এমনভাবে খুলে যাবে, আপনি আর থামতে পারবেন না।

স্পয়লার দেবো না, শুধু এটুকুই বলবো যারা এখনো দেখেননি,

একবার শুরু করলেই ১৬টা এপিসোড শেষ না করে থাকতে পারবেন না!

এটা এমন একটা ড্রামা, যা শেষ করার পরও মাথা থেকে বের হবে না এরকম অনেক ড্রামা আছে যা মন ছুঁয়ে যায়, কিন্তু Twinkling Watermelon একেবারে অন্যরকম।

সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে সেকেন্ড লিডের লাভ স্টোরি মানে মেইন লিডের বাবা-মার ভালোবাসা।

ওদের ইমোশন, ওদের সংযোগ... সত্যি বলতে, মেইন লিড থেকেও ওদের কেমিস্ট্রি ছিল অনেক বেশি টাচিং। 💔

একজন মানুষের মন ভালো করার জন্য এই ড্রামাটা এক প্রকার থেরাপির মতো কাজ করে সাইন ল্যাঙ্গুয়েজকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে এই ড্রামা আর এটা শেষ করার পর অসংখ্য মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে!

সবচেয়ে মজার ব্যাপার, পোস্টার দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা K-pop নিয়ে 😅

তাই অনেকদিন না দেখার লিস্টে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখার পর বুঝেছি এটা শুধু একটা ড্রামা না, এটা একটা ফিলিং। ❤️

Viva la vida🍉
©joy

Series : True Detective (Season 1-4)Genre : Thriller, Mystery Cast : Matthew McConaughey, Woody Harrelson, Alexandra Dad...
21/10/2025

Series : True Detective (Season 1-4)
Genre : Thriller, Mystery
Cast : Matthew McConaughey, Woody Harrelson, Alexandra Daddario
IMDB : 8.9/10
P/R : 9.7/10

No Spoiler

আমাদের সকলের প্রিয় (কপার, ইন্টারস্টলার) মেথিউ ভাই আর ( কারনেজ, ভেনম) উডি ভাই তাদের ক্যারিয়ারের সেরা অভিনয় টা করেছে True Detective সিরিজেই। অভিনয়ের জন্য তাদের কে ১০/১০ দেওয়া ছাড়া উপায় নাই।

গল্পের দিকে আসলে, গল্প টা শুরু হয় একটা মেয়ের একটা লাশ পাওয়া এবং দুজন ডিটেকটিভের মাধ্যমে। গল্পটি বাকিসব থ্রিলার মুভি সিরিজ থেকে একটু আলাদাই।

যদি সিরিজের নির্মান আর কালার কম্বিনেশন কাস্ট এসব বিচার করা হয় তারপরও ১০/১০ ই পাবে।

গল্পে রাস্ট চরিত্র মেথিউ কে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আর পছন্দের একটি চরিত্র হওয়ার সব গুন আছে। তার দেওয়া ডায়ালগ গুলো জাস্ট অসাধারণ।

প্রতিটি এপিসোড উপভোগ করার মতো আর টুন গুলো তো মাথা নষ্ট করার মতো। গল্পে কোনো স্লো ভাব নাই একদম সাসপেন্স বিষয় টা সিজন -১ এর প্রথম এপিসোড থেকে শেষ পর্যন্ত ছিল, এরকম আসলে খুব কমই দেখা যায়।

মাস্ট ওয়াচ একটা সিরিজ যারা মিস্ট্রি, থ্রিলার জনরার মুভি সিরিজ পছন্দ করে।

সিরিজে প্রতিটি কাজ সর্বোচ্চ মানসম্মত হয়েছে ডায়ালগ ডেলিভারিতে ১০/১০ আর সেই সাথে Hartin আর Rustin এর কেমিস্ট্রি অসাধারণ।
©sp emon

Movie Name • Mirage [ 2025 ]Genre • Thriller/DramaReview Number • 143Personal rating • 8/10 [ NO SPOILER ]সিনেমাটা দেখার...
21/10/2025

Movie Name • Mirage [ 2025 ]
Genre • Thriller/Drama

Review Number • 143

Personal rating • 8/10

[ NO SPOILER ]

সিনেমাটা দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, অবশেষে দেখে ফেললাম — আর সত্যি বলছি, অপেক্ষাটা একদমই বিফলে যায়নি। দৃশ্যম-এর পর থেকেই জিতু জোসেফের সিনেমা মানেই একটা আলাদা এক্সপেরিয়েন্সের আশায় থাকি, আর Mirage সেই প্রত্যাশা একদম পূরণ করেছে। প্রথম থেকেই এমন এক রহস্যময় আবহ তৈরি হয়, যেটা ধীরে ধীরে আপনাকে গল্পের গভীরে টেনে নেয়। প্রতিটা মুহূর্তে একটা অদ্ভুত টেনশন কাজ করে, মনে হবে এখনই কিছু একটা হতে যাচ্ছে — কিন্তু কী, সেটা বোঝা যায় না শেষ পর্যন্ত।

জিতু জোসেফ এবারও প্রমাণ করলেন, কিভাবে টুইস্টের পর টুইস্ট দিয়েও গল্পের গতি নষ্ট না করে বরং আরও টানটান রাখা যায়। পুরো সিনেমাটা দেখতে দেখতে মাথায় বারবার একটাই ভাবনা এসেছে — এই মানুষটা কীভাবে এমন নিখুঁতভাবে সাসপেন্স তৈরি করেন। সোজা কথায়, Mirage 2025 এমন এক অভিজ্ঞতা, যেটা দেখা শুরু করলে থামাতে ইচ্ছে করবে না। থ্রিলারপ্রেমীদের জন্য একদম মিস না করার মতো সিনেমা।
©rasel Chowdhury

From (Season 3) - 2024📎স্পয়লার নেই📎From-এর তৃতীয় সিজন শুরু হয় আগের সিজনের ধারাবাহিকতায়। রহস্যময় শহরে আটকে পড়া মানুষগুলোর...
21/10/2025

From (Season 3) - 2024

📎স্পয়লার নেই📎

From-এর তৃতীয় সিজন শুরু হয় আগের সিজনের ধারাবাহিকতায়। রহস্যময় শহরে আটকে পড়া মানুষগুলোর জীবন এখন আরও অন্ধকার ও অনিশ্চিত। এবার কাহিনি শুধু বাঁচা-মরার লড়াই নয়, বরং প্রশ্ন করে; এই শহরের অভিশাপ আসলে কোথা থেকে শুরু? সিজনের মূল গল্পে আছে অজানা শক্তির উৎপত্তি এবং চরিত্রদের মানসিক ভাঙচুর।

তৃতীয় সিজন মূলত সিরিজের মিথোলজির গভীরে ঢোকার চেষ্টা করেছে। আমরা শহরের গোপন ইতিহাস, ভৌতিকতা আর সময়ের বিকৃতি নিয়ে কিছু উত্তর পাই, যদিও নতুন প্রশ্নও তৈরি হয় অনেক। বেঁচে থাকা চরিত্ররা যখন মুক্তির আশায় তটস্থ, তখনই গল্প দেখায়; কীভাবে ভয়, সন্দেহ আর হতাশা মানুষকে বদলে দেয়।

হারল্ড পেরিনো আগের মতোই দারুণ। তার অভিনয়ে নেতৃত্ব, ভয়, এবং পিতৃত্ব; সব একসঙ্গে ধরা পড়ে। ক্যাটরিনা শ্যাঙ্কস ও অন্যান্য পার্শ্বচরিত্ররা এবার বেশি জায়গা পেয়েছে, বিশেষ করে তাদের মধ্যে মানসিক দ্বন্দ্বগুলো ভালোভাবে ফুটে উঠেছে। চরিত্রগুলো এখন আর শুধু ভিকটিম না; তারা নিজেদের বিশ্বাস আর নৈতিকতার মুখোমুখি দাঁড়ায়।

পরিচালক আবারও অজানার আতঙ্কটা চমৎকারভাবে ধরেছেন। From-এর পরিবেশই এর আসল নায়ক; ঘন কুয়াশা, নীরব রাস্তা, হালকা আলো, আর দূর থেকে আসা চিৎকারের শব্দ যেন একটা ভয়ংকর কবিতা তৈরি করে।
সিনেমাটোগ্রাফি আগের দুই সিজনের চেয়ে আরও পরিণত। রঙের ব্যবহার ঠিকঠাক, আলো ও ছায়ার খেলায় ভয়ের আবহ তৈরি করে। ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ কাজ করেছে, বিশেষ করে ক্লাইম্যাক্সের সময়।

তবে গল্পের গতি মাঝে মাঝে কিছুটা বোরিং লাগে। মাঝামাঝি কয়েকটি এপিসোডে রহস্যের চেয়ে পুনরাবৃত্ত সংলাপ বেশি মনে হয়। কিছু প্রশ্নের উত্তর মিললেও, অনেক কিছু এখনো ঝুলে আছে। যা দর্শককে একদিকে কৌতূহলী রাখে, অন্যদিকে খানিকটা হতাশও করে।

এই সিজনে ভয় কাকে বলে, হতাশা কত দূর পর্যন্ত মানুষকে ঠেলে দিতে পারে; এই দুই দিকই চমৎকারভাবে দেখানো হয়েছে। সিরিজটা এখন আর শুধু হরর না বরং এক ধরণের মানবিক সাইকোলজিক্যাল থ্রিলার।

তৃতীয় সিজন From-এর রহস্য আরও গভীর করেছে, উত্তেজনা কমায়নি একটুও। কিছু জায়গায় ধীর গতি থাকলেও আবহ, অভিনয় ও থিমের জন্য এটি এখনো দারুণ একটা সিরিজ। শেষটা এমন জায়গায় শেষ হয়েছে, যে+ চতুর্থ সিজনের জন্য অপেক্ষা করতেই হবে। চতুর্থ সিজন সামনের বছর রিলিজ হবে যতটুকু জানলাম।

IMDb : 7.8/10
Rotten Tomatoes : 96%
My Rating : 8/10
©হৃদয় আহমেদ

🎬 Our Fault (2025)বহু আলোচিত, সমালোচিত আর অতি রোমাঞ্চকর সিনেমা My Fault, Your Fault 2 দেখার পর যাঁরা Our Fault এর জন্য অ...
21/10/2025

🎬 Our Fault (2025)
বহু আলোচিত, সমালোচিত আর অতি রোমাঞ্চকর সিনেমা My Fault, Your Fault 2 দেখার পর যাঁরা Our Fault এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর!

আজকে Prime Video–তে রিলিজ হয়েছে যারা The Bads of Bollywood* টাইপ সিরিজ বা সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট!

শোনা যাচ্ছে, এটাই নাকি এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা তাই সবাই ইনজয় করুন 💔
©joy

আমার মনে হয় সবচাইতে আন্ডার রেটেড ফ্যান্টাসি সিরিজ The Shannara Chronicles!আনুমানিক ১০ বছর আগে রিলিজ হয়, তাও আবার MTV নেট...
21/10/2025

আমার মনে হয় সবচাইতে আন্ডার রেটেড ফ্যান্টাসি সিরিজ The Shannara Chronicles!

আনুমানিক ১০ বছর আগে রিলিজ হয়, তাও আবার MTV নেটওয়ার্কে, কিন্তু কোনোভাবেই নাম জানতে পারি নাই। সেদিন মেয়ের জন্য ফ্যান্টাসি সিরিজ খুঁজতে গিয়ে ৩টা এপিসোড দেখে ফেললাম। এক কথায় দারুন!

থিমটা এত সুন্দর! আধুনিক সভ্যতা ধ্বংসের পরে আবারও মানুষ, শয়তান, যাদু মিলিয়ে দারুন এক ফ্যান্টাসি।

যারা Rings of Power জাতীয় গল্প পছন্দ করেন, তারা অবশ্যই দেখবেন।

মুভি: Waktu Maghrib 2 (2025).পরিচালক: Sidharta Tata.রেটিং: 6.3/10, জনরার: Horror.রানটাইম: 1h47m, দেশ: Indonesia.        ...
21/10/2025

মুভি: Waktu Maghrib 2 (2025).
পরিচালক: Sidharta Tata.
রেটিং: 6.3/10, জনরার: Horror.
রানটাইম: 1h47m, দেশ: Indonesia.

⚠️নো স্পয়লার⚠️

মনে আছে ২০২২ সালের Waktu Maghrib নামে একটি ইন্দোনেশিয়ান হরর মুভির কথা? যেই মুভিটি পুরো হরর মুভি লাভারদের মন জয় করে নিয়েছিল, নেট দুনিয়াতেও ব্যাপক সুনাম অর্জন করেছিল, এবং ইন্দোনেশিয়ার ফ্লিম ইন্ডাস্ট্রিতে বছরের সবচেয়ে বেশি আয় করা মুভি হিসেবে জায়গা করে নিয়েছিল।

মুভিটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, মুভিটির আরেকটি সিকুয়েল আসবে। এবং সব অপেক্ষা পেরিয়ে চলে আসলো Waktu Maghrib এর সেকেন্ড সিকুয়েল। মুভিটি নিয়ে অবশ্য কিছু বলা লাগবে না, মুভিটি প্রথম পার্ট থেকে আরেকটু ইউনিক ভাবে সাজানো হয়েছে। তবে মুভিটির সিনেমাটোগ্রাফি ভিজ্যুয়াল ইফেক্ট হরর ইফেক্ট একদম একি রকম। বলতে গেলে অসাধারণ এক হরর অভিজ্ঞতা পাওয়ার মতো এই মুভিটিতে। মুভিটির এমন কোনো সিন আছে, যেগুলো দেখার আগেই স্ক্রিন থেকে চোখ সরে যায়। প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্টটি একটু বেশি উত্তেজনা পূর্ণ ছিল। হরর লাভাররা আরেকবার ঘুরে আসেন মাগরিবের হরর জগৎটি থেকে। উপভোগ করে আসুন আবার Waktu Maghrib ১ঘন্টা ৪৭ মিনিটের হরর দুনিয়াকে।
©imran boksh

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share