21/10/2025
🎬 Twinkling Watermelon (2023)
স্পয়লার নাই 🍉
18 Again ড্রামাটা দেখার পর একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম, কেমন করে ড্রামাটা আমাকে মুগ্ধ করেছিল। তখন সবাই সাজেস্ট করলো ভাইয়া, এটা যদি ভালো লাগে, তাহলে Twinkling Watermelon (2023) দেখে দেখেন!
আসলেই আমি কোরিয়ান বুঝি না, তাই ডাব ভার্সনেই দেখি,
কিন্তু ডাব সেই আসল ফিলটা পাওয়া যায় না তাই আমি রীতিমতো ডাব-ইংলিস সাবটাইটেল দিয়ে দেখি।
যারা যারা আমাকে সাজেস্ট করেছিল, তাদেরকে অনেক ধন্যবাদ দিতে হয় কারণ আমি সত্যি খুব ইনজয় করেছি।
এই ড্রামাটা এমন এক মাইন্ড রিফ্রেশার, যা দেখা শেষে মনে হবে এই তো সেই ফিলিং, যেটা অনেক দিন হারিয়ে গিয়েছিল!
বন্ধুত্ব, ভালোবাসা পরিবার, টাইম ট্রাভেল সব কিছুই আছে এই সিরিজে শুরুর ৩টা এপিসোডে মাথা ঘুরে যাবে কি হচ্ছে বুঝবেন না কিন্তু ৪ নাম্বার এপিসোড থেকে কাহিনী এমনভাবে খুলে যাবে, আপনি আর থামতে পারবেন না।
স্পয়লার দেবো না, শুধু এটুকুই বলবো যারা এখনো দেখেননি,
একবার শুরু করলেই ১৬টা এপিসোড শেষ না করে থাকতে পারবেন না!
এটা এমন একটা ড্রামা, যা শেষ করার পরও মাথা থেকে বের হবে না এরকম অনেক ড্রামা আছে যা মন ছুঁয়ে যায়, কিন্তু Twinkling Watermelon একেবারে অন্যরকম।
সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে সেকেন্ড লিডের লাভ স্টোরি মানে মেইন লিডের বাবা-মার ভালোবাসা।
ওদের ইমোশন, ওদের সংযোগ... সত্যি বলতে, মেইন লিড থেকেও ওদের কেমিস্ট্রি ছিল অনেক বেশি টাচিং। 💔
একজন মানুষের মন ভালো করার জন্য এই ড্রামাটা এক প্রকার থেরাপির মতো কাজ করে সাইন ল্যাঙ্গুয়েজকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে এই ড্রামা আর এটা শেষ করার পর অসংখ্য মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে!
সবচেয়ে মজার ব্যাপার, পোস্টার দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা K-pop নিয়ে 😅
তাই অনেকদিন না দেখার লিস্টে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখার পর বুঝেছি এটা শুধু একটা ড্রামা না, এটা একটা ফিলিং। ❤️
Viva la vida🍉
©joy