A Zaman

A Zaman It is a comedy satire page. All of our contents are for fun purpose.

15/09/2025

এই ছেলেটিকে আইনের আওতায় আনো সরকার।

Remember her? বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দে...
13/09/2025

Remember her?

বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন।

সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আর এখানেই আসল মজা।

এখানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়। আর যে মেয়েটা বলছিল ফজলু আমার শাউয়া, তিনিই হলেন গ্রেফতার হওয়া সমন্বয়ক ফারিয়া আক্তার তমা।

12/09/2025

জুলাই অভ্যুত্থানে ব্যবহৃত হওয়া ডায়ালগ জাশি এখন ব্যাঙ্গ করে বলা শুরু করেছে। জাশিই জুলাইকে সবচেয়ে বেশি ধারন করে। ❤️

11/09/2025

জাতীয় নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে। বিএনপির একপক্ষ আরেকপক্ষকে ভোট দেবেনা। টাকা সবাই পকেটে ভরবে। অন্যদিকে জামাত যাকে মনোনয়ন দেবে তাকে নির্বাচিত করার জন্য জামাত তাদের শেষ র'ক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে।

খুব সম্ভবত বিএনপি বড় আকারে মা'রা খেতে চলেছে।

পুরুষের মতো একটা কাজ করেছে
09/09/2025

পুরুষের মতো একটা কাজ করেছে

❤️
09/09/2025

❤️

কেবলমাত্র ভোট দিতে এসেছেন পাকিস্তানপন্থী এবং সমর্থিত ভিপিপ্রার্থী সাদিক কায়েম
09/09/2025

কেবলমাত্র ভোট দিতে এসেছেন পাকিস্তানপন্থী এবং সমর্থিত ভিপিপ্রার্থী সাদিক কায়েম

মেয়েদেত কাছে ভোট চায়তে গেলে তারা ফরহাদের চোখে থু'থু নিক্ষেপ করে। তারপর চোখ মুছতে মুছতে ঘটনাস্থল ত্যাগ করে ফরহাদ।
09/09/2025

মেয়েদেত কাছে ভোট চায়তে গেলে তারা ফরহাদের চোখে থু'থু নিক্ষেপ করে। তারপর চোখ মুছতে মুছতে ঘটনাস্থল ত্যাগ করে ফরহাদ।

09/09/2025

ভোট চাওয়ায় শিবিরের ভিপিপ্রার্থী সাদিকের উপর থু'থু দিয়েছে এক মেয়ে।

আমিই ঢালিউডের সর্বশেষ কুইন। আমার পর আর কোন কুইন জন্মগ্রহণ করবেনা।- ঢালিউড কুইন নেহা
07/09/2025

আমিই ঢালিউডের সর্বশেষ কুইন। আমার পর আর কোন কুইন জন্মগ্রহণ করবেনা।

- ঢালিউড কুইন নেহা

একইফ্রেমে আগামী সরকারের তিনজন প্রভাবশালী মন্ত্রী
07/09/2025

একইফ্রেমে আগামী সরকারের তিনজন প্রভাবশালী মন্ত্রী

রিসেন্ট ক্লিকে ঢালিউড কুইন নেহা
06/09/2025

রিসেন্ট ক্লিকে ঢালিউড কুইন নেহা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share