Nusrat Jahan Nitu

Nusrat Jahan Nitu I'm Nusrat Jahan Nitu.I'm professional digital marketer.

★★★ইউডেমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ইউডেমি এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিত...
20/11/2023

★★★ইউডেমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।

ইউডেমি এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে। প্রশিক্ষকরা অনলাইনে আলোচনার বোর্ডগুলির মাধ্যমেও ব্যবহারকারীদের সাথে নিযুক্ত এবং ইন্টারঅ্যাক্ট করতে পারেন।

ব্যবসা এবং উদ্যোক্তা, শিক্ষাবিদ, চারুকলা, স্বাস্থ্য ও ফিটনেস, ভাষা, সংগীত এবং প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগের কোর্সগুলি অফার করা হয়। বেশিরভাগ ক্লাস ব্যবহারিক বিষয়ে যেমন এক্সেল সফ্টওয়্যার বা আইফোন ক্যামেরা ব্যবহার করে। ডিজি বিপণন কৌশল থেকে শুরু করে অফিসের উৎপাদনশীলতা, ডিজাইন, পরিচালনা, প্রোগ্রামিং এবং আরও অনেক কিছুতে ব্যবসায়িকদের ৪,০০০ টিরও বেশি প্রশিক্ষণ কোর্সে ব্যবসায়িকদের অ্যাক্সেস সক্ষম করে ব্যবসায়ের জন্য উডিও অফার করে Business উদেমে ফর বিজনেসের সাথে সংগঠনগুলি কর্পোরেট প্রশিক্ষণের জন্য কাস্টম লার্নিং পোর্টালও তৈরি করতে পারে।

ইউডেমি প্রশিক্ষকের উপর নির্ভর করে প্রদত্ত এবং বিনামূল্যে কোর্স অফার করে। ২০১৫ সালে, শীর্ষ দশ জন প্রশিক্ষক মোট আয়তে ১$ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন।

এপ্রিল ২০১৩ এ, ইউডেমি অ্যাপল আইওএসের জন্য একটি অ্যাপ্লিকেশন অফার করেছিলেন, যাতে শিক্ষার্থীরা আইফোন থেকে সরাসরি ক্লাস নিতে পারে। অ্যান্ড্রয়েড সংস্করণটি ২০১৪ সালের জানুয়ারিতে চালু হয়েছিল। ২০১৪ সালের জানুয়ারী পর্যন্ত, আইওএস অ্যাপটি 1 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং 20 শতাংশ ইউডেমি ব্যবহারকারীরা তাদের কোর্সগুলি মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করেছেন। জুলাই 2016 এ ইউডি অ্যাপল টিভি অন্তর্ভুক্ত করতে তাদের আইওএস প্ল্যাটফর্মটি প্রসারিত করেছে। 2020 সালের 11 জানুয়ারী, ইউডেমি মোবাইল অ্যাপটি ভারতে # 1 শীর্ষস্থানীয় উপার্জনকারী অ্যান্ড্রয়েড অ্যাপে পরিণত হয়েছিল।

"ব্যবসার উন্নতি এবং সম্প্রসারণে স্নায়ুক্ষম পথে এগিয়ে     চলুন।"দেশের ৩০ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলী কাজ করছেন সারা বি...
19/11/2023

"ব্যবসার উন্নতি এবং সম্প্রসারণে স্নায়ুক্ষম পথে এগিয়ে চলুন।"

দেশের ৩০ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলী কাজ করছেন সারা বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে। কাজগুলো অনলাইনে সারছেন তাঁরা। এ ছাড়া আউটসোর্সিংয়ে জড়িত আছেন লাখের বেশি তরুণ। সংখ্যাটি ক্রমেই বাড়ছে। তবে অনেকে না বুঝেই ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। সাফল্য পেতে কিন্তু জানতে হবে প্রয়োজনীয় কিছু বিষয়।

ফ্রিল্যান্সিং কী?
গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছেমতো কাজ করার নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। আর এই পেশায় যিনি জড়িত তাঁকে বলে ফ্রিল্যান্সার। তিনি কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী নন।

কাজের ধরন বা প্রকল্পের মেয়াদ অনুযায়ী চুক্তিতে আবদ্ধ হন। তিনি পারিশ্রমিক পান সময় হিসেবে অথবা কাজের ধরনের ওপর। বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস বা ওয়েবের মাধ্যমে কাজ দেওয়া-নেওয়া হয়। ইন্টারনেটে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন www.oDesk.com ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ফ্রিল্যান্সারদের কাজ দিয়ে থাকে। স্বল্প সময়ের কাজগুলোই আউটসোর্স করা হয় বেশি। অনেক প্রতিষ্ঠান স্থায়ী নিয়োগ দেওয়ার চেয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাতে আগ্রহী থাকে।

যা প্রয়োজন
ফ্রিল্যান্সিংয়ে সফলতার মূলমন্ত্র হলো মেধা বা দক্ষতা। ধৈর্যও থাকতে হবে। আমাদের ফ্রিল্যান্সারদের প্রধান সমস্যা ইংরেজি না জানা বা কম জানা। গার্টনারের জরিপেও একই তথ্য পাওয়া গেছে। যেহেতু বিদেশি বায়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়, সে জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। নতুবা বায়ারের প্রয়োজন বোঝা সহজ হয় না। আপনার সমস্যাও তাঁকে বুঝিয়ে বলতে অসুবিধায় পড়বেন। ইংরেজিতে যাঁরা দুর্বল তাঁরা তাই বলে ভড়কে যাবে না। আপনার আসলে চলনসই ইংরেজি জানা প্রয়োজন হবে। এমন ইংরেজি রপ্ত করতে দুই থেকে তিন মাস লাগবে। আর ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কাজ করার ক্ষেত্রে অবশ্যই সময়সীমার দিকে লক্ষ রাখবেন। পারলে ডেডলাইনের আগেই কাজটি শেষ করা ভালো। এ ছাড়া ভালো রেটিং পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। দ্রুত কাজের জন্য আপনার একটি ভালোমানের কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আর কাজের ধরন অনুযায়ী স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা বা অন্য কোনো যন্ত্রেরও প্রয়োজন পড়তে পারে।

দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়া
নিজের দক্ষতা বা পছন্দ অনুযায়ী কাজ খুঁজে বের করা ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার অন্যতম পূর্বশর্ত। একজন ফ্রিল্যান্সারের প্রথম কাজ তিনি কী করবেন সেটি নির্ধারণ করা। বিষয় নির্ধারণ করে সে ক্ষেত্রে নিজেকে তেমনভাবে যোগ্য করে তোলা দরকার। কারণ আন্তর্জাতিক মার্কেটে অভিজ্ঞদের সঙ্গে বিড করে কাজ পেতে হবে।

প্রয়োজনে প্রশিক্ষণ
সফটওয়্যার বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা কনটেন্ট ডেভেলপমেন্ট যা-ই হোক না কেন, সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। বিষয়টি ভালোভাবে জানতে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। মার্কেটপ্লেসে যেহেতু দক্ষতা থাকা ছাড়া কোনো কাজ করা যায় না, তাই দক্ষতা অর্জনই ফ্ুরুর প্রথম ধাপ আর পছন্দের কাজের ওপর সার্বিক দক্ষতা অর্জন করতে হবে।

মার্কেটপ্লেস নির্বাচন
মার্কেটপ্লেস বলতে বোঝায় যেখানে কাজ পাওয়া যায় বা কাজ দেওয়া যায়। যাঁরা এসব সাইটে কাজ দেয় তাঁদের বলা হয় বায়ার বা ক্লায়েন্ট। আর যাঁরা এ কাজগুলো সম্পন্ন করেন তাঁদের বলা হয় কোডার বা প্রোভাইডর। কোডার একটি কাজের জন্য বা প্রজেক্টের জন্য বিড বা আবেদন করে। কত দিনের মধ্যে প্রজেক্ট জমা দিতে হবে, কত টাকায় তা সম্পন্ন করতে হবে_সব বিষয় পরিষ্কার উল্লেখ থাকে। কোডাররা আবেদন করার পর ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে কাজটির জন্য নির্বাচন করতে পারেন। কোডার নির্বাচিত হওয়ার পর ক্লায়েন্ট কাজের টাকা সাইটগুলোতে জমা করে দেয়। কোডার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়ে যান। যে সাইটের মাধ্যমে কাজটি পাওয়া গেছে সে সাইটটি নির্দিষ্ট কমিশন রেখে বাকি টাকা কোডারের অ্যাকাউন্টে জমা করে দেয়। আর এসবে মাধ্যম হিসেবে কাজ করে মার্কেটপ্লেস। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেক সাইট রয়েছে। এ ধরনের জনপ্রিয় কিছু সাইট হলোঃ www.oDesk.com, www.freelancer.com , www.scriptlancer.com , www.RentACoder.com , www.elance.com , www.Joomlancers.com , www.GetAFreelancer.com

আবেদনের প্রস্তুতি
নিবন্ধনের পরপরই ভালো একটা কাভার লেটার তৈরি করা উচিত, যা ক্লায়েন্টের কাছে কাজের আবেদনের সময় লাগবে। সঙ্গে একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। বায়ার কাজ দেওয়ার ক্ষেত্রে মূলত এই পোর্টফোলিও বা কাজের অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করেন। রেজিস্ট্রেশন করার সময় ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ই-মেইল ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। রেজিস্ট্রেশনের একটি ধাপে আপনার একটি প্রোফাইল/রেজিউমে তৈরি করতে হবে, এখানে আপনি আপনার ওয়েবসাইট লিংক দিতে পারেন। মনে রাখতে হবে, প্রোফাইলটি যত পেশাদার হবে কাজ পাওয়ার সম্ভাবনাও থাকবে তত বেশি। তবে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না। কোনো কাজ গ্রহণের আগে সেটির সময়সীমা, বাজেট ও সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হবে। আর ক্লায়েন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। পারলে সেই ক্লায়েন্টের কোনো রিভিউ দেখে নেওয়া উচিত।

বিড করার আগে
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনি বিড করা শুরু করতে পারেন। তবে প্রথম কয়েক দিন পর্যবেক্ষণে থাকাই ভালো_পছন্দের কাজগুলো খেয়াল করুন, ক্লায়েন্ট চিনে নিন ইত্যাদি। এ ছাড়া ওয়েবসাইটের বিভিন্ন নিয়মকানুন এবং সাহায্যকারী আর্টিকেল পড়ে ফেলতে পারেন। মার্কেটপ্লেসে নতুন কাজ আসতেই থাকে। তবে প্রথম দিকে কাজ পাওয়া সহজ হয় না। তাই আপনাকে ধৈর্য ধরে বিড করে যেতে হবে। প্রথম কাজ পেতে ২০ দিনও লেগে যেতে পারে। কয়েকটি কাজ সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তখন ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে।

Welcome to my page.I'm professional digital creator.Always open my service....
11/11/2023

Welcome to my page.
I'm professional digital creator.
Always open my service....

Address

Jurain, Darogabari Road
Dhaka
1204

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801998562585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Nitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan Nitu:

Share